
17/05/2025
মেয়েটা ছেলেটার পায়ের কাছে গিয়ে বসে পড়লো! আরেকটু হলেই পা টাও ধরে ফেলতো! ছেলেটা সে সুযোগ দিলো না! মেয়েটা উঠে দাঁড়ালো, নিজের চোখ মুছলো!
ভিডিও টা দূর থেকে করা তাই আসল কারন বোঝা গেলো না, তবে একটা জিনিস আবার একবার টের পাওয়া গেলো! 'মন থেকে উঠে গেলে কারো চোখের পানিও আর সেই মানুষ টা কে মনে জায়গা করে দিতে পারেনা!'
অনেক সময় এমন হয়না? মানুষ টার 'অবহেলা' আপনি নিতে পারতেছেন না, আপনি তার কাছে ভালোবাসা ভিক্ষা চান! তার কাছে কাঁদতে কাঁদতে রিকোয়েস্ট করেন যাতে আপনাকে ভালোবাসে!
সেই মানুষ টার আপনার কান্না দেখেও কোনো ফিল আসেনা কারন সে আপনাকে ভালোবাসে না! আপনি তার মনে আর নাই!
এইসব মানুষ দের জন্য আমার খারাপ ই লাগে, এরা বেশি কিছু চায় না। একটু ভালোবাসা ই চায় আর কিচ্ছু না!
কিন্তু দীর্ঘনিঃশ্বাস! তারা সেটাও পায়না!
দুনিয়া টাই এমন, যে অল্প চায়, তার জন্য সেই অল্প টাও থাকেনা!!!