Darul Khidmah

  • Home
  • Darul Khidmah

Darul Khidmah চিকিৎসা পরামর্শ, হোম পেশেন্ট সার্ভিস, কুরআন - সুন্নাহ এর তা’লীম কার্যক্রম, ইসলামী কিতাব বিক্রয়

14/01/2023
05/10/2022

আমাদের কার্যক্রম, প্রদত্ত সেবা ও সুবিধা সমূহ ঃ

১. বিশুদ্ধভাবে কুরআনুল কারীম তিলাওয়াত শিক্ষা, সুন্নাতী যিন্দেগী, মাসলা-মাসায়েল ইত্যাদি তা’লীম কার্যক্রম

২. দক্ষ ও অভিজ্ঞ চিকিৎসক কর্তৃক রোগ ভিত্তিক চিকিৎসা পরামর্শ

৩. মেডিসিন কর্নার

৪. অনলাইন মেডিকেল সার্ভিসেস

৫. স্পেশালাইজড্ ব্যবস্থাসমুহ ঃ-

ক. হোম পেশেন্ট সার্ভিস-  ফিজিওথেরাপি চিকিৎসা  ডক্টর কনসালটেশন  মেডিসিন ডিলিভারী

[বাত ব্যথা, হাড় ভাঙ্গাঁ ও প্যারালাইসিস পূনর্বাসন, স্পোর্টস ইনজুরীস, বার্ধক্যজনিত শারীরিক সমস্যা, মেরুদন্ডের (ঘাড়-কোমরের) রোগসমূহ, হাত-পা অবশ ও ঝিনঝিন রোগ, মুখ বাকা রোগ, এছাড়াও বিভিন্ন অর্থোপেডিক্স, নিউরোলজি, রিউমেটোলজী, মেডিসিন ইত্যাদি রোগসমূহে ফিজিওথেরাপি হোম সার্ভিস দেওয়া আমাদের আয়োজনের বিশেষ লক্ষ্য]

খ. হেপাটাইটিস, টাইফয়েড, এন্টি র‌্যাবিস, এম এম আর, টিটেনাস, ইনফ্লুয়েঞ্জা ইত্যাদি প্রতিষেধক টিকা, হাড়ের ক্ষয়রোধে, গঠন ও শক্তি বৃদ্ধি ইনজেকশন, স্যালাইন পুসিং, এছাড়াও জোড়া মোচকানো এবং হাড়-ভাঙ্গাঁ প্লাস্টার ব্যান্ডেজিং

গ. রক্তে ডায়াবেটিক্স রোগের মাত্রা, রক্তে ইউরিক এসিড এবং কোলেস্টেরল এর মাত্রা নির্ণয়

৬. মেডিসিন ও সার্জারী রোগসমূহে পরামর্শেও পাশাপাশি রিউমেটো-অর্থোপেডিক, ফ্যামিলি মেডিসিন, ফিজিক্যাল মেডিসিন, পেইন এন্ড স্পোর্টস মেডিসিন, ডিজ্যাবিলিটি ম্যানেজ্মেন্ট, ফিজিওথেরাপি এন্ড রিহ্যাবিলিটেশন চিকিৎসা ব্যবস্থা

৭. না-বালেগ রোগী ও সকল বয়সের মহিলা রোগীদের ক্ষেত্রে মাহরামের উপস্থিতিতে চিকিৎসা পরার্মশ ও প্রয়োজনীয় সেবাসমূহ প্রদান

৮. বিশেষত শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল, কলেজ, বিশ^বিদ্যালয়, মাদরাসা) এবং অন্যান্য প্রতিষ্ঠানেও নিম্নোক্ত চিকিৎসা সেবা কার্যক্রম পরিচালনা অর্থাৎ মেডিকেল ক্যাম্প আয়োজন। (ব্যবস্থাপনা খরচাদি গ্রহন স্বাপেক্ষে) খেদমতে সুবিধা সমূহ যথাক্রমে ঃ-

 রোগ ভিত্তিক চিকিৎসা পরামর্শ প্রদান  বর্তমান দৈহিক উচ্চতা ও ওজন নির্ণয়
 রোগ নির্ণয়ে প্রয়োজনীয় পরীক্ষা সমূহতে লিখিত ডিসকাউন্টের অনুরোধ  উপরোক্ত কার্যক্রম ও সেবা আলোচনা স্বাপেক্ষে

৯. খেদমাতুল ফোক্বারা এবং ইহতিসাবের সাথে সকল খেদমত প্রদান

১০. ইসলামী কিতাবসমূহ (প্রি-অর্ডার স্বাপেক্ষে) বিক্রয় ব্যবস্থা

১১. শনিবার হতে বৃহঃস্পতিবার, সকাল ৮ টা - সন্ধ্যা ৭ টা ও পরর্বতী সময় পর্যন্ত নিয়মিত খোলা

দারুল খিদমাহ সংক্ষিপ্ত পরিচিতি -আলহামদুলিল্লাহী রব্বিল আ‘লামীন। ¯্রষ্টার প্রতি সৃষ্টির সর্বদা আনুগত্য এই লক্ষ্য-উদ্দেশ্য...
05/10/2022

দারুল খিদমাহ সংক্ষিপ্ত পরিচিতি -
আলহামদুলিল্লাহী রব্বিল আ‘লামীন। ¯্রষ্টার প্রতি সৃষ্টির সর্বদা আনুগত্য এই লক্ষ্য-উদ্দেশ্য পালনে আল্লাহ তায়ালা মানুষকে ‘নিজ ইচ্ছাশক্তি’ এক বিশেষ বৈশিষ্ট্য দিয়েছেন যাতে তারা আনুগত্যের লক্ষ্য ও উদ্দেশ্য হাছিল করত রব্বে আ’যীমের সন্তুষ্টি অর্জন করতে পারে। আল্লাহু রব্বুল ইয্যতের মেহেরবাণী, তিনি তৌফিক দিয়েছেন রোগীদের স্বাস্থ্য সেবায় নিয়মিত চিকিৎসক পরামর্শ, প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থাদি ও সকল সেবামূলক কার্যক্রম প্রদান করা দ্বারা দ্বীনি কিছু খেদমত, মূলতঃ আল্লাহ সুব্বহানাহু ওয়া তা’আলার রেজামন্দি হাসিলের চেষ্টা করতে থাকা, সেই নিয়তে বান্দা (ডাঃ) মুহাম্মাদ সাখাওয়াত হোসেন পরিচালনা খেদমতগার; ব্যক্তি স্বাধীন চিন্তা শক্তির উদ্দ্যোগে রোগীদের স্বাস্থ্য সেবায় প্রাতিষ্ঠানিক লব্ধ জ্ঞান ও দীর্ঘ সময়ের অর্জিত অভিজ্ঞতার আলোকে “দারুল খিদমাহ” চিকিৎসা পরামর্শ ও সেবা প্রদান মূলক কেন্দ্র চালু করেন যা যথার্থ সম্মান, মর্যাদা, সোহ্বত, দক্ষতা ও অভিজ্ঞতা নির্ভরে আল্লাহর বান্দাদের খেদমতে নিয়োজিত এবং সচল। তাক্বওয়া-সততা-খিদমাত ইহার বুনিয়াদ এবং মানহায। যারা বিভিন্ন শারিরীক রোগ সংক্রান্ত সমস্যায় আক্রান্ত, বিশেষ করে নিজে সহ পরিবারের অন্য সকল সদস্যগন, আতœীয়-স্বজন, প্রতিবেশী ও বন্ধুজন; দারুল খিদমাহ- প্রতিষ্ঠানে খেদমতে জড়িত সকল চিকিৎসক ও সহযোগীবৃন্দ দক্ষতা, অভিজ্ঞতা ও দ্বীনের নুসরতে থেকে নিয়মিত চিকিৎসা পরামর্শ, প্রয়োজনীয় চিকিৎসা বিষয়ক সুবিধাদি ও সেবা সমূহ প্রদান করছেন।

01/10/2022

দারুল খিদমাহ সংক্ষিপ্ত পরিচিতি -
আলহামদুলিল্লাহী রব্বিল আ‘লামীন। ¯্রষ্টার প্রতি সৃষ্টির সর্বদা আনুগত্য এই লক্ষ্য-উদ্দেশ্য পালনে আল্লাহ তায়ালা মানুষকে ‘নিজ ইচ্ছাশক্তি’ এক বিশেষ বৈশিষ্ট্য দিয়েছেন যাতে তারা আনুগত্যের লক্ষ্য ও উদ্দেশ্য হাছিল করত রব্বে আ’যীমের সন্তুষ্টি অর্জন করতে পারে। আল্লাহু রব্বুল ইয্যতের মেহেরবাণী, তিনি তৌফিক দিয়েছেন রোগীদের স্বাস্থ্য সেবায় নিয়মিত চিকিৎসক পরামর্শ, প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থাদি ও সকল সেবামূলক কার্যক্রম প্রদান করা দ্বারা দ্বীনি কিছু খেদমত, মূলতঃ আল্লাহ পাকের রেজামন্দি হাসিলের চেষ্টা করতে থাকা, সেই নিয়তে বান্দা (ডাঃ) মুহাম্মাদ সাখাওয়াত হোসেন পরিচালনা খেদমতগার; ব্যক্তি স্বাধীন চিন্তা শক্তির উদ্দ্যোগে রোগীদের স্বাস্থ্য সেবায় প্রাতিষ্ঠানিক লব্ধ জ্ঞান ও বহু সময়ের অর্জিত অভিজ্ঞতার আলোকে “দারুল খিদমাহ” চিকিৎসা পরামর্শ ও সেবা প্রদান মূলক কেন্দ্র চালু করেন যা যথার্থ সম্মান, মর্যাদা, সোহ্বত, দক্ষতা ও অভিজ্ঞতা নির্ভরে আল্লাহর বান্দাদের খেদমতে নিয়োজিত এবং সচল। তাক্বওয়া-সততা-খিদমাত ইহার বুনিয়াদ এবং মানহায। যারা বিভিন্ন শারিরীক রোগ সংক্রান্ত সমস্যায় আক্রান্ত, বিশেষ করে নিজে সহ পরিবারের অন্য সকল সদস্যগন, আতœীয়-স্বজন, প্রতিবেশী ও বন্ধুজন; দারুল খিদমাহ- প্রতিষ্টানে খেদমতে জড়িত সকল চিকিৎসক ও সহযোগীবৃন্দ দক্ষতা, অভিজ্ঞতা ও দ্বীনের নুসরতে থেকে নিয়মিত চিকিৎসা পরামর্শ, প্রয়োজনীয় চিকিৎসা বিষয়ক সুবিধাদি ও সেবা সমূহ প্রদান করছেন।

Address


Opening Hours

Monday 09:00 - 21:00
Tuesday 09:00 - 21:00
Wednesday 09:00 - 21:00
Thursday 09:00 - 21:00
Saturday 09:00 - 21:00
Sunday 09:00 - 21:00

Telephone

+8801728690117

Website

Alerts

Be the first to know and let us send you an email when Darul Khidmah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Darul Khidmah:

  • Want your practice to be the top-listed Clinic?

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram