OSW BLOOD DONOR GROUP

OSW BLOOD DONOR GROUP Organization for Social Work-OSW
এর BLOOD DONOR GROUP আমাদের মূলমন্ত?

OSW BLOOD DONOR GROUP হতে প্রতিমাসে ১০+ ব্যক্তিকে রক্ত প্রদান করা হয়..আপনারাও এগিয়ে আসুন এই মহৎকাজে,তাহলে আমরা আরো বেশী রক্ত প্রদান করতে পারব

29/09/2024

যেই উত্তর বঙ্গ আমাদের খাদ্যের বেশির ভাগ জোগান দেয়, তারা সবসময় ই অবহেলিত! সাহায্যের হাত বাড়িয়ে দিন!!
নগদঃ 01823-883258

04/08/2024

খুব জরুরী!!
একজন গর্ভবতী মায়ের জন্য আজ যতো দ্রুত সম্ভব এক ব্যাগ ও নেগেটিভ রক্ত লাগবে।
স্থান: সোহরাওয়ার্দী হসপিটাল, শ্যামলী, ঢাকা।
0160375 4883

04/08/2024

URGENT
BLOOD needed. A young guy has been shot and is currently admitted in ICU, Dhaka CMH. He needs 10 bags of AB positive blood as soon as possible. Please can anyone help immediately. If you live nearby or can get to CMH, please call me or Ashraful (my student who is currently at CMH with his friend)

Ashraful : 01748280288

15/05/2024

একজন মুমূর্ষু রোগীর জন্য জরুরী ভিত্তিতে আগামিকাল মিরপুর ডেল্টা হসপিটালে ২ ব্যাগ B+ রক্ত দরকার ।

যোগাযোগ - 01978579548

দ্রুত কপি বা শেয়ারের অনুরোধ রইলো ।

10/05/2024

▌ বিবাহ ইচ্ছুক ছেলে-মেয়েরা
আপনারা যারা বিয়ে করতে যাচ্ছেন তাদের রক্তের একটি টেস্ট করার বিনীত অনুরোধ করছি। এটা যে কি পরিমাণ জরুরী সেটা সম্পর্কে বেশীরভাগ মানুষের ধারনাই নেই।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে বাংলাদেশে এখন প্রায় ৪৮ লাখ মানুষ থ্যালাসেমিয়ার বাহক। মানে প্রায় ৩০ জনে একজন। সংখ্যাটা ভয়াবহ রকম বেশী। আপনি নিজেও জানেন না আপনি বাহক কি না। ভয় পাওয়ার কিছু নাই, বাহক মানেই কিন্তু রোগী নয়!
কিন্তু খোদা না করুক আপনি এবং আপনার স্ত্রী দুজনই যদি বাহক হন তাহলে কিন্তু আপনার সন্তানের থ্যালাসেমিয়া হবার সম্ভাবনা অনেক বেশী। বলা হয় যে চারজন বাচ্চা হলে একজন রোগী, দু’জন বাহক এবং আরেকজন স্বাভাবিক হবে। রোগী কিন্তু প্রথম বাচ্চাটাই হতে পারে।
থ্যালাসেমিয়া বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে এক ভয়ংকর রোগ। এটি একটি রক্ত রোগ। রোগীকে প্রায় প্রতি মাসে তাজা রক্ত দিয়ে বাঁচিয়ে রাখতে হয়। তারপরও অনেক সময় বাঁচানো যায় না। চিকিৎসা পদ্ধতি অত্যন্ত ব্যয়বহুল।
তাই বিয়ে করার আগে হিমোগ্লোবিন ইলেক্ট্রোফোরেসিস নামের একটি ব্লাড টেস্ট করিয়ে নিন হবু স্বামী স্ত্রী দুজনের ই। দু’জনই বাহক হলে বিয়ে থেকে বিরত থাকুন। যেকোনো একজন বাহক হলে নির্ভয়ে বিয়ে করুন। সেক্ষেত্রে সন্তান রোগী হবার ঝুঁকি নেই।
আর বাংলাদেশে হাজার হাজার থ্যালাসেমিয়া রোগী আপনার আমার রক্তের অপেক্ষায় দিন গোনে। রক্ত না পেলে পৃথিবীর বুকে তাদের দিন ফুরিয়ে যায়। তাই একটু খোঁজ করে থ্যালাসেমিয়া বাচ্চাদের নিয়মিত রক্ত দিন। আপনার রক্তে একেকটা মানুষ আরো কিছুদিন বেঁচে থাকার সুযোগ পাবে এর চেয়ে বড় মানব সেবা আর কি হতে পারে?
-
____________________
সচেতন হউন, সচেতন করুন

31/12/2023

*জরুরী রক্তের প্রয়োজন*
💁রোগীর সমস্যা:- কিডনি সমস্যা
🔴রক্তের গ্রুপ: B+ পজিটিভ
💉রক্তের পরিমাণ:- 3 ব্যাগ
রক্তদানের তারিখ: ৩১/১২/২৩
⌚রক্তদানের সময়: (যেকোনো সময়)

🏥রক্তদানের স্থান ঃ কুর্মিটোলা জেনারেল হাসপাতাল,ঢাকা
☎যোগাযোগ- 01919171303 (রোগী ছেলে )

09/12/2023

🩸আল্লাহ যদি আমার রক্তে বাচিয়ে দেন একটি প্রাণ
তবে কেন করব না রক্তদান? 🩸
জরুরী ভিত্তিতে রক্ত প্রয়োজন
মানুষের জন্য রক্ত চাই।

💁রোগীর সমস্যাঃ বিডিং হচ্ছে
🔴রক্তের গ্রুপঃ AB পজিটিভ
💉রক্তের পরিমাণঃ 2 ব্যাগ
📆রক্তদানের তারিখঃ ১০/১২/২০২৩।
⌚রক্তদানের সময়: আজ কে ইমার্জেন্সি
🏥রক্তদানের স্থানঃ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
☎যোগাযোগঃ মোঃ ইউনুস আলী
মোবাইলঃ 01929763086

30/11/2023

আমার মেয়ে যাইনাবের জন্য ও নেগেটিভ রক্ত প্রয়োজন। আমরা আছি মহাখালী আয়েশা মেমোরিয়াল হসপিটালে।

আশপাশের সম্মানিত ডোনারদের সহযোগিতা কামনা করছি। যেন প্রয়োজনের সময় দ্রুত পাওয়া সম্ভব হয়। জাযাকুমুল্লাহ খাইরান।

প্রয়োজনে : 01912081699

28/11/2023

একজন মুমূর্ষু রোগীর জরুরী অপারেশন হেতু
# ২ ( দুই)ব্যাগ
# বি + পজেটিভ রক্ত
# আগামীকাল ২৮/১১/২০২৩ সকাল ০৮:০০ এর মধ্যে
# ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রক্ত সংবহন বিভাগে দান করার মানবিক আবেদন করছি।
রক্ত দানের জন্য যোগাযোগঃ
ডাঃ তৌফিকঃ 01859-393100

14/11/2023

রোগীর সমস্যা : বেস্ট ক্যানছার
রক্তের গুরুপ :A+
রক্তের পরিমান : ১ ব্যাগ
রক্তদানের তারিখ : ১৪/১১/২৩
রক্তদানের স্হান : ইসলামী ব্যাংক হাসপাতাল মিরপুর ১১
যোগাযোগ : রবিউল ইসলাম 01717063659
রোগী ওটিতে আছেন, জরুরি প্রয়োজন

30/09/2023

জরুরী রক্তের প্রয়োজন।
👩‍⚕️রোগীর সমস্যা: অপারেশন।
🔴রক্তের গ্রুপ: AB+ (positive)
💉রক্তের পরিমাণ: ১ ব্যাগ।
📅রক্তদানের তারিখ: 30/09/2023
🕗রক্তদানের সময়: যত তাড়াতাড়ি সম্ভব।
🏥রক্তদানের স্থান: আদ,-দীন হসপিটাল মগবাজার
☎যোগাযোগঃ 0 1760-135044 Sharif

Address

SECTION#11, BLOCK#A, RODE-AV#01, HOUSE#14, Emergency Need Call 01624229910, 01819040945 & 01759088377
Mirpur
1216

Alerts

Be the first to know and let us send you an email when OSW BLOOD DONOR GROUP posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to OSW BLOOD DONOR GROUP:

Share

Category