12/10/2025
কানের পর্দা ছিদ্র,পানি পড়ে।অপারেশন করলে এইসব রোগী ভালো হয় এবং অপারেশনের উপকারিতা হলো কান দিয়ে আর পুচ পানি পড়ে না।কানের হেয়ারিং কানে শোনাও ভালো হয়। তাই সামাজিক প্রতিপন্ন থেকে বাঁচা যায়। তাই কান নিয়ে অবহেলা পরিহার করুন কানের যত্ন নিন। লাগলে অবশ্যই অপারেশন করে ফেলুন যাতে আপনার কানটা ভবিষ্যতের জন্য সুরক্ষিত থাকে।
#মাইক্রোসকপি