Dr Md Mahmudul Hasan

Dr Md Mahmudul Hasan নাক, কান, গলা ও হেড-নেক-থাইরয়েড সার্জন
ডা. মোহাম্মদ মাহমুদুল হাসান
MBBS,MPH(BMU),DLO(BMU),FCPS(FP)

12/10/2025

কানের পর্দা ছিদ্র,পানি পড়ে।অপারেশন করলে এইসব রোগী ভালো হয় এবং অপারেশনের উপকারিতা হলো কান দিয়ে আর পুচ পানি পড়ে না।কানের হেয়ারিং কানে শোনাও ভালো হয়। তাই সামাজিক প্রতিপন্ন থেকে বাঁচা যায়। তাই কান নিয়ে অবহেলা পরিহার করুন কানের যত্ন নিন। লাগলে অবশ্যই অপারেশন করে ফেলুন যাতে আপনার কানটা ভবিষ্যতের জন্য সুরক্ষিত থাকে।
#মাইক্রোসকপি

11/10/2025

কানের পর্দা ছিদ্র ছিল, কান দিয়ে পুঁজ পড়তো, রোগীকে ঘুম পাড়িয়ে কানটাকে অবশ করে অপারেশন করেছি।পৃথিবীর সব দেশে এভাবেই অপারেশন করা হয়।আলহামদুলিল্লাহ অপারেশন এর পর কানের পর্দা ভালো,এন্দস্কোপ দিয়ে দেখার পর রোগীর অভিব্যক্তি মন ছুঁয়ে যায়। আলহামদুলিল্লাহ।

#মাইক্রোসকপি

PMMC flap এর পর বুকের ক্ষতটা ইনফেকশন হয়ে যায়। পরে বুকের ক্ষতস্থান  ড্রেসিং করার পর,ভালো হওয়ার পরে। অন্য জায়গা থেকে  ...
04/10/2025

PMMC flap এর পর বুকের ক্ষতটা ইনফেকশন হয়ে যায়। পরে বুকের ক্ষতস্থান ড্রেসিং করার পর,ভালো হওয়ার পরে। অন্য জায়গা থেকে চামড়া এনে প্রতিস্থাপন করি বা স্কিন graft করি আলহামদুলিল্লাহ।

Attending temporal bone Dissection course in Bangladesh medical University
03/10/2025

Attending temporal bone Dissection course in Bangladesh medical University

03/10/2025

Septoplasty and FESS সার্জারি পর পেশেন্ট র অভিব্যক্তি আসলেই আসলেই ভালো লাগে যখন শুনি। আলহামদুলিল্লাহ। ডক্টর হিসেবে আল্লাহর কাছে আর কি চাওয়া। মানুষের এত দোয়া ভালোবাসা এটাই সম্বল। ❤️❤️

03/10/2025
01/10/2025

অনেকেরই ধারণা টনসিল, adenoid অপারেশনের পর ঠিকমতো খাওয়া যায় না,কথা বলা যায় না,কণ্ঠস্বর পরিবর্তন হয়। একেবারেই ঠিক নয়।টনসিল অপারেশনে কিছুদিন পর স্বাভাবিক জীবনযাত্রা সম্ভব।এই বাচ্চাটার কন্ঠর কোন পরিবর্তন হয় নাই। বাচ্চাটা অনেক মেধাবী তাই তার কন্ঠে তেলাওয়াত না শুনে পারলাম না। আলহামদুলিল্লাহ,,,, ❤️❤️

30/09/2025

রোগী গার্মেন্টস কর্মী।সমস্যা সব সময় নাক বন্ধ থাকে, ঘুমের মধ্যে নাক ডাকে।তার এক প্রতিবেশী তাকে এক কোয়াক , হাতুড়ে ডাক্তারের কাছে নিয়ে যায়।

অতঃপর রোগী সেই হাতুড়ে ভন্ড ডাক্তারের শরণাপন্ন।উনি দেখে তোমার নাকে তো পলি পাস হইছে এইটা পোড়াইতে হইবো।শুরু নাকে এসিড দেওয়া।নাকের মাংস গলে নাকের হাড়ের সাথে লাইগা গেল।

অতঃপর আমার কাছে শরণাপন্ন।স্যার ঘুমাইতে পারি না, মনে হয় দম বন্দ হইয়া মইরা যামু। অতঃপর অপারেশন করলাম। ভিডিওতে দেখা যাচ্ছে রুগীর অনিভূতি ও মেসেজ।তাই শরীরের ব্যাপারে সচেতন হন।বুঝে শুনে দালালের মিষ্টি কথায় অপ চিকিৎসা থেকে নিজেকে মুক্ত রাখুন।

25/09/2025

ব্যাথা মুক্ত, রক্তপাতহীন টনসিল অপারেশনের পর বাচ্চাটা অভিব্যক্তি আসলেই আলহামদুলিল্লাহ। কোন ব্যথার কমপ্লেন ছিল না আলহামদুলিল্লাহ। ❤️❤️সাহসী ছেলে

নাকের নাকের সৌন্দর্য বর্ধন অপারেশনের আগের এবং পরের ছবি।পেসেন্টার নাক বাইরে থেকেও বাঁকা ছিল এবং নাকের ভিতর হাড় বাঁকা ছিল।...
24/09/2025

নাকের নাকের সৌন্দর্য বর্ধন অপারেশনের আগের এবং পরের ছবি।পেসেন্টার নাক বাইরে থেকেও বাঁকা ছিল এবং নাকের ভিতর হাড় বাঁকা ছিল।আমরা নাকের ভিতরের হাড় সোজা করে মাংস কমিয়ে দিয়েছি এবং নাকের বাইরের যে বাকা অংশ এটাকে সোজা করে Rhinoplsty করা হয়েছে আলহামদুলিল্লাহ।২ দিন পরের ছবি এই ফোলা আরো কমে যাবে।ইনশাআল্লাহ

বাচ্চাটার বয়স ১৪ বছর নাক বন্ধ থাকে, শাস নিতে কষ্ট হয়। আমার কাছে আসলো দেখলাম নাকের হাড় অনেক বাঁকা,টনসিল সমস্যা নেই,এডিন...
20/09/2025

বাচ্চাটার বয়স ১৪ বছর নাক বন্ধ থাকে, শাস নিতে কষ্ট হয়। আমার কাছে আসলো দেখলাম নাকের হাড় অনেক বাঁকা,টনসিল সমস্যা নেই,এডিনয়েডের সমস্যা নেই।এই বয়সে সাধারণত আমরা নাকের হাড়ের অপারেশন করতে চাই না কিন্তু আসলে এত সমস্যা ছিল যে সমস্যার সমাধানের জন্য অপারেশন করতে হলো।যেখানে বাচ্চাটার নাক বন্ধ থাকতো শ্বাস নিতে কষ্ট হতো। সেখানে আলহামদুলিল্লাহ অপারেশনের পর বাচ্চাটা নাক ক্লিয়ার শ্বাস নিতে পারছে আলহামদুলিল্লাহ।

Address

১০, চাঁদ প্লাজা, দারুসসালাম রোড, মিরপুর-১, Dhaka
Mirpur
1216

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr Md Mahmudul Hasan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr Md Mahmudul Hasan:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category