Health Line Pharma & Doctor's Point

Health Line Pharma & Doctor's Point "Your health, our priority."

একজন বিশেষজ্ঞ হাড় ব্যবসায়ী কবিরাজের চিকিৎসার নমুনা। অথচ রোগীর সেই কবিরাজ নিয়ে তেমন কোনো অভিযোগ নেই। বড্ড অদ্ভুত আমাদের এ...
09/09/2025

একজন বিশেষজ্ঞ হাড় ব্যবসায়ী কবিরাজের চিকিৎসার নমুনা। অথচ রোগীর সেই কবিরাজ নিয়ে তেমন কোনো অভিযোগ নেই। বড্ড অদ্ভুত আমাদের এই দেশ যত অভিযোগ ডাক্তারদের নিয়ে। আর দিনের পর দিন বিজ্ঞান ও গবেষণা ভিত্তিক চিকিৎসা ব্যবস্থার এই যুগে এখনো এরকম অবৈজ্ঞানিক মান্ধাতার আমলের চিকিৎসা নিয়ে মানুষের অভিযোগ নেই, আছে অগাধ বিশ্বাস। একে আমরা কি বলবো অজ্ঞতা নাকি অন্ধ বিশ্বাস?



#কবিরাজ

Spinosad নতুন ওষুধ তৈরি হয়ে গেছে Scabies এর চিকিৎসার জন্য।বাংলাদেশের মার্কেটে এর বাজারজাতকরন শুরু হয়েছে।এই ওষুধটির বৈশি...
18/08/2025

Spinosad নতুন ওষুধ তৈরি হয়ে গেছে Scabies এর চিকিৎসার জন্য।
বাংলাদেশের মার্কেটে এর বাজারজাতকরন শুরু হয়েছে।

এই ওষুধটির বৈশিষ্ট্য হলো
১. এই ওষুধ মাইট ও ডিম উভয় ধ্বংস করতে পারে
২. এটা US- FDA অ্যাপ্রুভ ওষুধ . পৃথিবীর অন্যান্য অনেক দেশে এটি পাওয়া যায় তবে দাম অনেক বেশি।
৩. সবাইকে দেওয়া যাবে তবে ছয় মাসের নিচের বাচ্চাদের নয়।
৪. প্রেগনেন্সির ক্ষেত্রে প্রথম চয়েস অন্য ওষুধ ব্যবহারে ব্যর্থ হলে পরবর্তীতে এটা ব্যবহার করা যেতে পারে।
৫. ব্যবহারের নিয়ম হচ্ছে রাতে সারা শরীরে লাগিয়ে ফেলতে হবে এক বোতলের ওষুধ সকালে ভালোভাবে গোসল করে ফেলতে হবে ছয় থেকে আট ঘন্টা পর । একটি ব্যবহারই আসানুরূপ ফল পাওয়া যায় তবে দ্বিতীয় ব্যবহার করলে সর্বোচ্চ ফলাফল পাওয়া যাবে (এক সপ্তাহ পর দ্বিতীয় ব্যবহার)
৬. ওষুধটির raw materials এর মূল্য বেশি হওয়ায় এই ওষুধটির দাম বেশি পরতে পারে। সম্ভবত একটি বোতল বারোশো টাকার মত ।
৭. এই ওষুধের ব্যবহারের বিশেষ কোনো পার্শ্বপ্রতিক্রিয়ার এখনো জানা যায়নি।
৮. আশা করি বর্তমান মহামারীতে যেখানে অন্যান্য ওষুধ কার্যকারিতা কম সে ক্ষেত্রে এটি বিশেষ ভাবে কার্যকর হবে। তবে সব সময় রোগীদের আর্থিক অবস্থার কথা চিন্তা করে কম দামে ওষুধ প্রথমেই প্রেসক্রাইব করা উচিত ।

লিখেছেন: Prof Dr Hasibur Rahman Sir

অদ্ভুত একটা দেশ!পদে পদে চমক, এক সেকেন্ডও মন খারাপ করে বসে থাকার উপায় নেই! 😅গত ২-৩ দিন ধরে কি হচ্ছে বলি, এক ছেলে বিয়ে করে...
01/08/2025

অদ্ভুত একটা দেশ!
পদে পদে চমক, এক সেকেন্ডও মন খারাপ করে বসে থাকার উপায় নেই! 😅
গত ২-৩ দিন ধরে কি হচ্ছে বলি, এক ছেলে বিয়ে করে বউ এনেছে। দেড় মাস সংসার করেছে। দেড় মাস পর বুঝতে পেরেছে, বউ আসলে মেয়ে না, ছেলেই! 😳
সিরিয়াসলি!!!
এই ধাক্কা সামলাতে সামলাতে দেখি, এডলফ খান বাংলাদেশের সবচেয়ে সুদর্শন পুরুষ এর জন্য পুরষ্কার জিতেছে! 😍
তার ছবিতে লাভ রিয়্যাক্ট দিতে দিতে দেখি, কই জানি ভুয়া র‍্যাবকে দৌড়ানি দিয়েছে আসল র‍্যাব।
জনগণ পরে পার্থক্য বুঝতে না পেরে, ভুয়া আর আসল দুই র‍্যাবকেই গনধোলাই দিয়ে বসেছে।
এ পর্যন্ত ঠিক ছিল, হঠাৎ শুনি চট্টগ্রামে এক বিয়ের বর যাত্রী ভুলবশত অন্য বিয়ের খাবার খেয়ে বসেছে। 🤦‍♂️
এমন ঘটনা মনে হচ্ছে বাংলাদেশে নয়, পুরো একটা ক্রিস্টোফার নোলান সিনেমা চলছে! 🎬
এই ঘটনা এখনো শেষ হয়নি! পরের চমকটা কিসে? কোথায়?
এখন তো কেউ জানে না! একজনের ভুলে অন্যের বিয়ের খাবার খাওয়া, আর কেউ খাবে না! হাসি থামছে না! 😆
এটাই কি দেশের ভবিষ্যত নাকি এক নতুন সিনেমার শুরুর গল্প?

শত হতাশার মাঝেও, আপনাদের মত মানুষদের দেখে এই দেশকে আবার ভালবাসতে ইচ্ছে হয়। আল্লাহ আপনাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক।
22/07/2025

শত হতাশার মাঝেও, আপনাদের মত মানুষদের দেখে এই দেশকে আবার ভালবাসতে ইচ্ছে হয়।
আল্লাহ আপনাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক।

ওদের বয়সটা ছিলো-কাগজের প্লেন উড়ানোর🪁অথচ সত্যিকারের প্লেন,এসে ওদের-উড়িয়ে নিয়ে গেছে😥
22/07/2025

ওদের বয়সটা ছিলো-কাগজের প্লেন উড়ানোর🪁
অথচ সত্যিকারের প্লেন,এসে ওদের-উড়িয়ে নিয়ে গেছে😥


🔥 Burn (আ*গু*নে পো*ড়া) হলে কী করবেন? – প্রাথমিক চিকিৎসা গাইড 🔥🔥🔥 আগুন, গরম পানি, বিদ্যুৎ বা রাসায়নিক পদার্থের কারণে ত্বক...
21/07/2025

🔥 Burn (আ*গু*নে পো*ড়া) হলে কী করবেন? – প্রাথমিক চিকিৎসা গাইড 🔥

🔥🔥 আগুন, গরম পানি, বিদ্যুৎ বা রাসায়নিক পদার্থের কারণে ত্বক পুড়ে গেলে দ্রুত ও সঠিক প্রাথমিক চিকিৎসা খুবই জরুরি। ভুল পদক্ষেপ ক্ষতি আরও বাড়িয়ে দিতে পারে।

🔶 ১ম, ২য় ও ৩য় ডিগ্রির পোড়ার ধরন: ✅ ১ম ডিগ্রি: শুধু চামড়ার উপরিভাগ লাল হয়, ব্যথা হয় (যেমন: হালকা রোদের পোড়া)।
✅ ২য় ডিগ্রি: ফোস্কা পড়ে, ব্যথা ও ফোলাভাব থাকে।
✅ ৩য় ডিগ্রি: গভীরভাবে ত্বক পুড়ে যায়, ব্যথা কমও হতে পারে কারণ স্নায়ু ক্ষতিগ্রস্ত হয়।

🟢 প্রাথমিক চিকিৎসা:

✅ ১. দ্রুত ঠাণ্ডা পানির নিচে ১০-২০ মিনিট ধরে রাখুন
➡️ পোড়ার জায়গা ঠাণ্ডা করার জন্য পরিষ্কার ঠাণ্ডা (বরফ নয়) পানি দিন। এটি ব্যথা কমাবে ও ত্বকের ক্ষতি সীমিত করবে।

✅ ২. পোড়া স্থানে বরফ দেবেন না!
➡️ বরফ দিলে ত্বকের টিস্যু আরও ক্ষতিগ্রস্ত হতে পারে।

✅ ৩. ফোস্কা ফাটাবেন না
➡️ এটি ইনফেকশনের কারণ হতে পারে।

✅ ৪. পরিষ্কার, শুকনো কাপড় বা ব্যান্ডেজ দিয়ে ঢেকে দিন
➡️ জীবাণু সংক্রমণ এড়াতে হালকা গজ বা ব্যান্ডেজ ব্যবহার করুন।

✅ ৫. মধু, ঘি, টুথপেস্ট, ডিটারজেন্ট – কিছুই দেবেন না!
➡️ এগুলো ইনফেকশন বাড়িয়ে দিতে পারে।

✅ ৬. রোগীকে দ্রুত ঘটনা স্থল থেকে সরিয়ে একটু ঠান্ডা পরিবেশে নিন। ঘটনা স্থলে অতিরিক্ত জনসমাগম উদ্ধার কাজে বিঘ্ন ঘটায়। তাই অপ্রয়োজনীয় ভিড় করবেন না।

🩺 রোগীকে দ্রুত হাসপাতালে নিন, কারণ সময়মতো চিকিৎসাই সবচেয়ে ভালো প্রতিকার।

---

✅ সতর্ক থাকুন, নিরাপদ থাকুন!
জীবনের ঝুঁকি কমাতে সবার মাঝে এই তথ্যটি ছড়িয়ে দিন।

#প্রাথমিকচিকিৎসা #পোড়াদাগ #স্বাস্থ্যসচেতনতা #ডাক্তারেরপরামর্শ

উত্তরা দিয়াবাড়িতে মাইলস্টোন কলেজে মর্মান্তিক ফাইটার জেট দুর্ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত।এই মর্মান্তিক দুর্ঘটনায় আমরা হ...
21/07/2025

উত্তরা দিয়াবাড়িতে মাইলস্টোন কলেজে মর্মান্তিক ফাইটার জেট দুর্ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত।

এই মর্মান্তিক দুর্ঘটনায় আমরা হতাহত সকলের জন্য দোয়া করছি এবং তাদের প্রতি গভীর সহানুভূতি প্রকাশ করছি।

আশপাশে জ্বরের রোগীতে ভরে গেছে।🤒
05/07/2025

আশপাশে জ্বরের রোগীতে ভরে গেছে।🤒

05/07/2025

হাড় ভাঙ্গা হলে কখনোই নিজে নিজে সেট করতে যাবেন না।
🔸 ফ্র্যাকচার হলে স্থানটি নড়াচড়া বন্ধ রাখুন
🔸 দ্রুত নিকটস্থ হাসপাতালে যোগাযোগ করুন
🔸 এক্স-রে ও প্রয়োজন অনুযায়ী Plaster বা Surgery করা হয়
সঠিক চিকিৎসা না নিলে হাড় ভুলভাবে জোড়া লেগে স্থায়ী সমস্যা তৈরি করতে পারে।

🌿যেকোনো অর্থোপেডিক সমস্যার জন্য যোগাযোগ করুন-



👨‍⚕️ডা কে. ইমরান উদ্দীন (সৌরভ)
এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য)
এফসিপিএস(ফাইনাল)
এমএস(অর্থো)-কোর্স- নিটোর
ওএসডি(প্রেষণ), স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালী,ঢাকা।
বিএমডিসি নং-৭৫৬৪২
রোগী দেখার সময়ঃ- প্রতিদিন রাত ৯টা হতে রাত ১১টা পর্যন্ত ।

#হাড়ভাঙ্গা

The use of glutathione IV as a skin whitener is not approved by the FDA. The public is strongly warned to refrain from u...
03/07/2025

The use of glutathione IV as a skin whitener is not approved by the FDA. The public is strongly warned to refrain from using glutathione for this purpose in light of potential harm associated with such use.

ফর্সা হতে গ্লুটাথিয়ন ইনজেকশনে ‘না’ করছে ফিলিপিন্স।

গায়ের রঙ ফর্সা করতে বাংলাদেশেও অন্তত দু-এক বছর ধরে গ্লুটাথিয়ন ইনজেকশনের চাহিদা বেড়েছে।

ফেইসবুকে নানা ব্র্যান্ড প্রমোশনকারী কনটেন্ট ক্রিয়েটর অথবা মেকআপ আর্টিস্টরা বিজ্ঞাপন করতে গিয়ে এবং ব্যক্তিগতভাবেও গ্লুটাথিয়ন ইনজেকশন নিচ্ছেন।

এমনকি গ্লুটাথিয়ন নিয়ে ফর্সা হতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে রাজধানীতে ছুটে আসছেন নারীরা; এসব নিজেদের ফেইসবুক পাতায় ভিডিও আকারে আবার কখনও লাইভ প্রচার করছে গ্লুটাথিয়ন সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো।

সৌন্দর্য চর্চায় হরেদরে গ্লুটাথিয়ন ইনজেকশনের ব্যবহার নিয়ে দেশে স্বাস্থ্য বিশেষজ্ঞ থেকে বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের কোনো বিশেষ নির্দেশনা নেই।

অথচ ফিলিপিন্সের স্বাস্থ্য বিভাগ সাফ জানিয়ে দিয়েছে, ত্বক ফর্সা করতে গ্লুটাথিয়ান ইনজেকশন সেখানে অনুমোদিত নয়।

গত ফেব্রুয়ারি মাসে এক ঘোষণায় ফিলিপিন্সের স্বাস্থ্য বিভাগ থেকে বলা হয়, “সিসপ্লাটিন কেমোথেরাপি সহায়ক চিকিৎসা হিসেবে ইনজেকশন দিয়ে গ্লুটাথিয়ন দেওয়া অনুমোদন করে ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) ফিলিপিন্স।

“কিন্তু গায়ের রঙ ফর্সা করার জন্য গ্লুটাথিয়ন ইনজেকশন নেওয়া এফডিএ থেকে অনুমোদিত নয়।”

মূত্রথলি, ডিম্বাশয় এবং অণ্ডকোষের ক্যান্সার ছড়িয়ে গেলে তখন চিকিৎসা দিতে ওষুধ হিসেবে অ্যান্টিনিওপ্লাস্টিক এজেন্ট সিসপ্লাটিন প্রয়োগ করা হয়।

ফিলিপিন্সের এফডিএর প্রজ্ঞাপন নম্বর ২০১৯-১৮২ অনুসারে, ত্বকের উজ্জ্বলতা বাড়াতে এই ইনজেকশনের ব্যবহার নিয়ে এখনও পর্যন্ত কোনো ক্লিনিকাল পরীক্ষার গবেষণা পাওয়া যায়নি।

এছাড়া দেখা দিতে পারে স্টিভেনস জনসন সিনড্রম নামে ত্বক ও শরীরের ভেতরের দিকের আবরণে বিরল কিন্তু গুরুত্বর এক অসুখ; এতে গায়ে ফুসকুড়ি উঠতে পারে এবং চামড়ার রঙ পাল্টে যেতে পারে।

“গ্লুটাথিয়নের কারণে মেলানিন উৎপাদনে তারতম্য হতে পারে। আর এ কারণে ত্বকের ক্যান্সার হওয়ার সম্ভাবনাও আছে।”

রোগী যদি সনদপ্রাপ্ত চিকিৎসকের হাতে গ্লুটাথিয়ন ইনজেকশন না নিয়ে থাকেন, তাহলে জীবাণুমুক্ত ইনজেকশনের বদলে বারবার ব্যবহার হওয়া ইনজেকশনের সুযোগ রয়েছে। আর এতে করে এইচআইভি, হেপাটাইটিস সি এবং বি রোগের ভয় থাকে।

যদি কোনো রোগী মনে করেন প্রেসক্রিপশনে গ্লুটাথিয়ন ইনজেকশন লেখা চিকিৎসকের ঠিক হয়নি, তাহলে আইনবিদের সঙ্গে কথা বলার পরামর্শ দিচ্ছে ফিলিপিন্সের স্বাস্থ্য বিভাগ।

যদি ইনজেকশন নেওয়ার পর কোনো অসুস্থতা দেখা দেয় তাহলে চিকিৎসা নেওয়ার পাশাপাশি এফডিএর কাছে অভিযোগ জানানোরও আহ্বান করা হয়েছে।

©

🩺ডা নুসরাত আরেফিন চৌধুরী
এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য)
ডিওসি(চর্ম), পিজিটি (চর্ম ও যৌন)
এক্স-এইচএমও(বিএমইউ)
মেডিকেল অফিসার, স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালী,ঢাকা।
বিএমডিসি নং-৭৮৮৮৪
রোগী দেখার সময়ঃ- মঙ্গলবার হতে শনিবার সন্ধ্যা ৭টা হতে রাত ৯টা পর্যন্ত




🥼 ডায়াবেটিস: নীরব ঘাতক! এখনই সচেতন হোন!ডায়াবেটিস (Diabetes) এমন একটি অসুখ, যা ধীরে ধীরে শরীরের অনেক গুরুত্বপূর্ণ অঙ্গকে ...
03/07/2025

🥼 ডায়াবেটিস: নীরব ঘাতক! এখনই সচেতন হোন!

ডায়াবেটিস (Diabetes) এমন একটি অসুখ, যা ধীরে ধীরে শরীরের অনেক গুরুত্বপূর্ণ অঙ্গকে ক্ষতিগ্রস্ত করে। তবে সচেতন থাকলে এই রোগ নিয়ন্ত্রণে রাখা যায়।

🔍 ডায়াবেটিসের সাধারণ উপসর্গগুলো:

অতিরিক্ত পিপাসা ও ঘন ঘন প্রস্রাব

ক্ষুধা বৃদ্ধি পাওয়া

ওজন হ্রাস পাওয়া

ক্লান্তি ও অবসাদ

ক্ষত শুকাতে সময় লাগা

চোখে ঝাপসা দেখা

🛡️ প্রতিরোধে করণীয়: ✅ নিয়মিত শরীরচর্চা করুন
✅ পরিমিত ও স্বাস্থ্যকর খাবার খান
✅ শরীরের ওজন নিয়ন্ত্রণে রাখুন
✅ নিয়মিত ব্লাড সুগার পরীক্ষা করুন
✅ ধূমপান ও অ্যালকোহল থেকে বিরত থাকুন

❤️ স্মরণ রাখুন:
ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকলে সুস্থ জীবন যাপন সম্ভব। একটু সচেতনতাই পারে আপনাকে দীর্ঘ জীবন দিতে।

📣 নিজে সচেতন হোন, অন্যকেও সচেতন করুন!

#ডায়াবেটিস #সচেতনতা #স্বাস্থ্য_সচেতনতা


🌿আপনার সুস্থতা আমাদের অঙ্গীকার।

Address

Shop# 57, 58, Bazar Road, North Bishil, Section/1
Mirpur
1216

Website

Alerts

Be the first to know and let us send you an email when Health Line Pharma & Doctor's Point posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram