Homeo + Hijama/Cupping Care Center Dhaka

Homeo + Hijama/Cupping Care Center Dhaka আপনি হিজামা সম্পর্কে আগ্রহী হন তাহলে ?

30/05/2019
21/03/2019

খুব বাজে স্বভাবের এই আমি এখন কথা হজম করতে জানি।কথায় কথায় মানুষকে বিদ্রূপ করা,কথার বিষাক্ত তীর ছোড়া অসভ্য এই আমিও এখন বিনয়ী হয়ে থাকতে পারি,আলহামদুলিল্লাহ।
১)“বান্দা যখন ভালো-মন্দ বিচার না করেই কোন কথা বলে, তখন তার কারণে সে নিজেকে জাহান্নামের এত গভীরে নিয়ে যায় যা পূর্ব ও পশ্চিমের দুরত্বের সমান।”
-[বুখারী, মুসলিম,রিয়াযুস স্ব-লিহীন১৫১৪]
২)যাদেরকে আমি সবচেয়ে বেশি ঘৃণা করি এবং যারা কিয়ামতের দিন আমার থেকে সবচেয়ে দূরে অবস্থান করবে, তারা হলো সেইসব লোক- যারা অনর্থক কথা বলে, যারা অন্যকে ছোট করে এবং যারা কথা বলার সময় নিজেদের (পাণ্ডিত্য) জাহির করে।"
[ তিরমিযী : ৬৩১ ]
সত্যি!!
এই দুইটা হাদীস আমাকে কিছুটা হলেও লাইনে এনেছে।
এই অসম্ভব কঠিন হাদীস দুটি আমার স্বভাবগত জীবনে অনেক পরিবর্তন এনেছে,আলহামদুলিল্লাহ।
প্রথম প্রথম যখন অসম্ভব কঠিন দুইটি হাদীস পড়েছিলাম,খুব আহত হই।
আরেহ!এটাই তো আমি।
পশুত্বে মোড়ানো এক সত্ত্বা...
কিন্তু আমি যে কাল কেয়ামতে নবীজী সল্লাল্লাহু আ'লাইহি ওয়া সাল্লাম এর সহচর্য পেতে চাই...
এই আমি রব্বে কারীমের সামনে কিভাবে দাঁড়াবো??
আল্লাহুম্মাগফিরলী।
নিজে তাই এখন পরিশুদ্ধ হতে চাই...(আল্লাহ আমার উপর রহম করুক,আমীন)
শুধু কি আমি?!
বাতাসে কান পাতলেই এখন মনগড়া,বিদ্রূপমূলক,উল্টাপাল্টা,কটাক্ষযুক্ত,মিথ্যা,অহংযুক্ত,অশ্লীল,আজগুবি আর ভুয়া কথার ছড়াছড়ি।
কি অনলাইন আর কি অফলাইন...
অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ “মু’মিন ব্যক্তি কখনো ঠাট্টা-বিদ্রুপকারী, অভিশাপকারী, অশ্লীলভাষী ও অসদচারী হতে পারে না।” [তিরমিযি]
কোনো ধরণের কথা,হয়তো না জেনেই আন্দাজে ঠাস করে মেরে দিলেন কিংবা এমন কথার তীর যার মাধ্যমে অন্যকে নীচু করে নিজে পরিতৃপ্তির ঢেকুর তুললেন..
হতে পারে এই কথাই আপনার জাহান্নামে আসার একমাত্র নিয়ামক অথবা এই কথার মাধ্যমেই আপনি নিজেকে জাহান্নামের আরো অতল গভীরে নিয়ে গেলেন!
আল্লাহুম্মাগফিরলী।
আর আপনি জানতেও পারছেন না,এই ভয়ানক গুনাহে পরিণতির ব্যাপারে...
দিব্যি নামায-কুরআন পড়ছেন,দান-সদকা করছেন
নফল পড়েন,তাহাজ্জুদও বাদ দেন না।
নিজেকে দ্বীনদার ভেবে তৃপ্তির ঢেকুর তুলেন...
তবে জেনে রাখুন,আপনি যতোই আমলদার হোন না কেনো,মুখের লাগাম ঠিক না থাকলে,আপনি আসলে জান্নাতে যাবার যোগ্যতা এখনো অর্জন করতে পারেননি।
মুখের স্টেশন ঠিক করুন।
জান্নাতে যাবার জন্য,
রবের করুণা পাবার জন্য....
এটা খুব খুবই দরকার রে ভাই।.. নীচের হাদীস দুটা কষ্ট করে আবার
পড়ুন আর মাথায় সেট করে রাখুন...

♣“বান্দা যখন ভালো-মন্দ বিচার না করেই কোন কথা বলে, তখন তার কারণে সে নিজেকে জাহান্নামের এত গভীরে নিয়ে যায় যা পূর্ব ও পশ্চিমের দুরত্বের সমান।”
-[বুখারী, মুসলিম,রিয়াযুস স্ব-লিহীন১৫১৪]
♣যাদেরকে আমি সবচেয়ে বেশি ঘৃণা করি এবং যারা কিয়ামতের দিন আমার থেকে সবচেয়ে দূরে অবস্থান করবে, তারা হলো সেইসব লোক- যারা অনর্থক কথা বলে, যারা অন্যকে ছোট করে এবং যারা কথা বলার সময় নিজেদের (পাণ্ডিত্য) জাহির করে।"
[ তিরমিযী : ৬৩১ ]

collected

➡️➡️  #হিজামা কাপিং এর উপকারিতাঃ- ⬅️⬅️প্রয়োজনে ফোন করুন :01756653296(১) শরীর থেকে ক্ষতিকর বিষাক্ত পদার্থ/Toxin বের করে ন...
06/10/2018

➡️➡️ #হিজামা কাপিং এর উপকারিতাঃ- ⬅️⬅️

প্রয়োজনে ফোন করুন :01756653296

(১) শরীর থেকে ক্ষতিকর বিষাক্ত পদার্থ/Toxin বের করে নিয়ে আসে,
(২) লিভারকে পরিস্কার করে ,
(৩) শরীরের ব্যথা/ জ্বালাপোড়া হৃাস করে,
(৪) ঘুমের উন্নতি করে
(৫) শারীরিক শক্তি বৃদ্ধি করে,
(৬) রক্ত সঞ্চালন বৃদ্ধি করে,
(৭) পায়ের দুর্গন্ধ দূর করে,
(৮) কিডনি পরিষ্কার করে,
(৯) বৃদ্ধ মানুষের বাত/ব্যথা নিপীড়ন করে ,
(১০) ত্বক পরিষ্কার করে।
(১১) শরীরের জয়েন্টগুলোতে ব্যাথা,ঘাড় এবং ব্যাক পেইন দূর করতে সাহায্য করে।

হিজামা কাদের জন্য?
সকল বয়সী লোকদের জন্য প্রযোজ্য,

(১) ধূমপায়ীদের জন্য, যারা সিগারেট এর নিকোটিন বের করতে চান,
(২) দূর্বল লোকদের জন্য,যারা অল্পতেই ক্লান্ত হয়ে যায়,
(৩) যারা শরীরের ভিতরের বিষাক্ত টক্সিন দূর করতে চান।
(৪) যাদের জয়েন্টগুলোতে ব্যাথা,ঘাড় এবং ব্যাক পেইন আছে।
(৫) যারা ধুলাবালিতে কঠোর পরিশ্রম করেন।
(৬) যারা স্বাস্থ্য সম্পর্কে সচেতন।
(৭) যাদের শারিরীক যন্ত্রনায় ঘুম কম হয়।
(৮) বৃদ্ধ বাবা-মা যাদের বাতের ব্যথা আছে ,
(৯) যারা প্রতিদিন রাস্তায় চলাফেরা করে।
(১০) যারা শরীরে বিষাক্ত টক্সিন আছে কিনা যাচাই করতে চান।

কি ?

এই গুলো হচ্ছে ওই বিষ যা আপনাকে একবারে মেরে ফেলবে না কিন্তু তিলে তিলে কষ্ট দিবে। প্রতিদিনই আমাদের শরীরে বিভিন্ন ভাবে এই toxin গুলো প্রবেশ করে, যেমন : খাবার খাওয়ার মাধ্যমে , বাহিরের ভাজা-পোড়া, ফলে বা মাছে থাকা ফরমালিন , পানিতে থাকা আয়রন বা আর্সেনিক , ধূমপানের অভ্যাস থাকলে , এছাড়াও আমাদের দেশের গাছ পালা কমে যাওয়ায় বায়ু দূষণ হচ্ছে ,বায়ু ভারী হচ্ছে আর আমাদের শ্বাস-প্রশ্বাস এর মাধ্যমে আমাদের দেহে প্রবেশ করছে সীসা , অ্যালুমিনিয়াম এর মত ইত্যাদি ক্ষতিকারক বস্তু।

➡️➡️ #হাদীস_দ্বারা_প্রমাণিত ⬅⬅

হযরত আনাস রাঃ থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, “আমি মেরাজের রাতে যাদের মাঝখান দিয়ে গিয়েছি, তাদের সবাই আমাকে বলেছে, হে মুহাম্মদ, আপনি আপনার উম্মতকে হিজামার আদেশ করবেন।” সুনানে তিরমিযী হাদীছ নম্বর: ২০৫৩

হযরত জাবির রাঃ থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “নিশ্চয় হিজামায় শেফা রয়েছে।” সহীহ মুসলিম, হাদীছ নম্বর: ২২০৫

হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্নিত, হুজুর (স) বলেছেন, জিবরাঈল (আ) আমাকে জানিয়েছেন যে, মানুষ চিকিৎসার জন্য যতসব উপায় অবলম্বন করে, তন্মধ্যে হিজামা ই হলো সর্বোত্তম। (আল-হাকিম : ৭৪৭০)

29/09/2018

গৃহযুদ্ধ শেষ হলেও খাদ্যযুদ্ধে করুণ অবস্থা মধ্যপ্রাচ্যের দেশ ইয়েমেনে। খাবার সংকটে দিশেহারা মানুষ। খাবার না পেয়ে...

হিজামা/কাপিং নিয়ে সাম্প্রতিক হুলস্থূলের সূত্রপাত হয় গত অলিম্পিকে মাইকেল ফেলেপ্সের কাপিং মার্কের ছবি ভাইরাল হবার পর থেকে।...
27/09/2018

হিজামা/কাপিং নিয়ে সাম্প্রতিক হুলস্থূলের সূত্রপাত হয় গত অলিম্পিকে মাইকেল ফেলেপ্সের কাপিং মার্কের ছবি ভাইরাল হবার পর থেকে। এছাড়াও সে বছর আরো অনেক এথলেটকে গায়ে কাপিং মার্ক নিয়ে মঞ্চে উঠতে দেখা গেছে।

খোদ কানাডার প্রসিডেন্ট জাস্টিন ট্রুডো, ফুটবলার নেইমার, ক্রিকেটার ভিরাট কোহলি, অভিনেত্রী জেনিফার এনিস্টন, গায়ক জাস্টিন বিবার - মোটামুটি সব শাখার সেলিব্রেটিরাই কাপিং এর অবিশ্বাস্য ফলাফল দেখে নিজেকে কাপিংয়ে সঁপে দিতে পিছপা হননি ! এটা কতটা সায়েন্টেফিক এবং কতটা উপকারী তা জানার পর কেউই আর সময় নষ্ট করতে চাননি।

তাই বিভিন্ন রিসার্চে কাপিং একের পর এক আলোড়ন তুলে চলেছে। সম্প্রতি হারভার্ড মেডিকেল স্কুলের এক রিপোর্টে বলা হয়েছে, মারাত্মক ব্যাথা এবং বাচ্চাদের দীর্ঘমেয়াদী রোগের মত জটিল পরিস্তিতিতে কাপিং থেরাপি এবং আকুপাংচার অধিকাংশ ক্ষেত্রে অত্যন্ত কার্যকর !

ধন্যবাদ... সবার সুসাস্থ কামনা করছি।

26/09/2018

আসসালামুআলাইকুম! আপনি কি জানেন হিজামা/কাপিং কি? কেন করাবেন?
হয়রত মুহাম্মাদ (সাঃ) হিজামা পদ্ধতিকে সর্বোত্তম চিকিৎসা বলে উল্লেখ করেছেন।

হিজামা (আরবি: حجامة‎‎ অর্থ:"শোষণ")‎‏ হল শিঙ্গা লাগানো নামক প্রচলিত চিকিৎসার আরবি নামকরণ, যেখানে দেহের ত্বকের ব্যথাযুক্ত ...
25/09/2018

হিজামা (আরবি: حجامة‎‎ অর্থ:"শোষণ")‎‏ হল শিঙ্গা লাগানো নামক প্রচলিত চিকিৎসার আরবি নামকরণ, যেখানে দেহের ত্বকের ব্যথাযুক্ত কোন অংশে সামান্য কর্তন করে সেখানে কাপ আকৃতির বায়ুশূণ্যকারী ছোট পাত্র নিশ্ছিদ্রভাবে এটে দিয়ে তা বায়ুশুন্য করে কর্তনকৃত আকৃতির পা নাম ও[মাথাব্যথা]],

শরীরব্যথার মত অসুস্থতা নিরাময়ে এই চিকিৎসা প্রয়োগ করা হয়। ইসলাম ধর্মের নবী হজরত মুহাম্মদ (সাঃ) একে সর্বোত্তম চিকিৎসা বলে উল্লেখ করেছেন যা একাধিক বিশুদ্ধ হাদীসে পাওয়া গিয়েছে।

Address

Mirpur 11
Mirpur

Telephone

+8801756653296

Website

Alerts

Be the first to know and let us send you an email when Homeo + Hijama/Cupping Care Center Dhaka posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category