28/09/2025
রুকইয়াহ অডিও শুনার সময় ঘুম আসার কয়েকটি কারণ।
যেমনঃ -
(১)জ্বিন আপনাকে ঘুমের পরিস্থিতি করে দিচ্ছে যেন আপনি রুকইয়াহ বা অডিও শুনাতে মনযোগ দিতে না পারেন। এর কারণ আপনি মনযোগ দিয়ে শুনলে প্রতিক্রিয়া বেশী হবে, ইফেক্ট বেশী হবে, এবং উপকার বেশী পাবেন,বাধাগ্রস্ত করে রাখাই শয়তানের কাজ এবং সে তার কৌশল অবলম্বন করে যেন সে তার তার কার্যক্রম সঠিকভাবে করতে পারে।
(২)রুকইয়াহ করার সময় বা অডিও শুনার সময় যদি তা দির্ঘ সময় হয়ে যায় আর ঘুম আসে এবং ঘুমিয়ে যান, তাহলে জ্বিন দুর্বল হয়ে গেছে, শরীরের যাদুর প্রভাব, যাদুর ঘিট, যাদুর দুর্ঘ, হাসাদের ঘিট, এগুলো নষ্ট হয়ে যাচ্ছে আস্তে আস্তে।
(৩) আঈন হাসাদের সমস্যা বেশী থাকলে, শরীরের আঈন হাসাদের ঘিট শক্তিশালী হয়ে থাকলে, অতিরিক্ত "হাই "আসবে এবং ঘুমিয়ে যাবে।
করণীয় হচ্ছে -
যদি ঘুম চলে আসে তখনই "হাতের শাহাদাত "আঙুল দিয়ে মাথার পিছনের সাইডে উপর হতে ঘাড়ের নিচে পর্যন্ত ডলতে থাকবেন, যেন রগে হালকা প্রেশার পরে, তাহলে ঘুম চলে যাবে ইং শা আল্লাহ।
াহ_রুকইয়াহ_ও_হিজামা_সেন্টার