25/07/2025
⛔শরীরে থাকা জ্বিনকে আজাব এবং কষ্ট ধংসের নিয়্যতে এই আয়াত গুলি পড়ুন।
🛑 প্রথমে ওজু করে নিন -প্রতিটা আয়াত আলাদা আলাদা ভাবে তিন বার করে পড়ে "অলিভ অয়েল বা সরিষা তেলে ফু দিন -তারপর পায়ের তালু হতে মাথা পর্যন্ত এই পড়া তেল মালিশ করুন (অবসর সময়ে তেল বানিয়ে নিবেন)
🛑 শুরুতেই দুরুদ তিনবার পড়ুন -তারপর সুরা ফাতেহা সাতবার পড়ুন।
তারপর প্রতিটা আয়াত ২১ বার করে পড়ুন।
পড়ার সময় যদি শরীরে প্রতিক্রিয়া হয় তাহলে ঐ স্থানে হাত দিয়ে চাপ দিন অর্থাৎ মৃদু ভাবে আঘাত করুন।
🔴
وَا تَّبَعُوْا مَا تَتْلُوا الشَّيٰطِيْنُ عَلٰى مُلْكِ سُلَيْمٰنَ ۚ وَمَا کَفَرَ سُلَيْمٰنُ وَلٰـكِنَّ الشَّيٰـطِيْنَ كَفَرُوْا يُعَلِّمُوْنَ النَّا سَ السِّحْرَ
এবং সুলায়মানের রাজত্বকালে শয়ত্বানরা যা পাঠ করত, তারা তা অনুসরণ করত, মূলতঃ সুলায়মান কুফরী করেনি বরং শয়ত্বানরাই কুফুরী করেছিল।
(সুরা বাকারা -১০২)
🛑
مَثَلُهُمْ كَمَثَلِ الَّذِى اسْتَوْقَدَ نَا رًا ۚ فَلَمَّاۤ اَضَآءَتْ مَا حَوْلَهٗ ذَهَبَ اللّٰهُ بِنُوْرِهِمْ وَتَرَكَهُمْ فِيْ ظُلُمٰتٍ لَّا يُبْصِرُوْنَ
"তাদের উদাহরণ, যেমন এক ব্যক্তি আগুন জ্বালালো, তা যখন তার চারদিক আলোকিত করল আল্লাহ তখন তাদের জ্যোতি অপসারণ করে দিলেন এবং তাদেরকে এমন ঘন অন্ধকারে ফেলে দিলেন যে, তারা কিছুই দেখতে পায় না।"
(সুরা বাকারা -১৭)
🛑
وَا لَّذِيْنَ كَفَرُوْا وَكَذَّبُوْا بِـاٰيٰتِنَاۤ اُولٰٓئِكَ اَصْحٰبُ النَّا رِ ۚ هُمْ فِيْهَا خٰلِدُوْنَ
"আর যারা কুফরী করবে ও আমার নিদর্শনগুলোকে অস্বীকার করবে, তারাই জাহান্নামী; সেখানে তারা চিরকাল থাকবে।"
(সুরা বাকারা -৩৯)
🛑
إِنَّ الَّذينَ كَفَروا وَماتوا وَهُم كُفّارٌ أُولئِكَ عَلَيهِم لَعنَةُ اللَّهِ وَالمَلائِكَةِ وَالنّاسِ أَجمَعينَ
নিশ্চয় যারা কুফরী করেছে এবং কাফির অবস্থায় মৃত্যুবরণ করেছে, তাদের উপর আল্লাহ, ফেরেশতাগণ ও সকল মানুষের লা’নত।
(সূরা বাকারা ১৬১)
🛑
وَاتَّقُوا النّارَ الَّتي أُعِدَّت لِلكافِرينَ
আর তোমরা আগুনকে ভয় কর, যা কাফিরদের জন্য তৈরি করা হয়েছে।
(সূরা ইমরান- ১৩১)
🛑
اَ لَّذِيْنَ كَفَرُوْا لَهُمْ عَذَا بٌ شَدِيْدٌ
"যারা কুফুরী করে তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি।
(সুরা ফাতির -৭)
اَلْقِيَا فِيْ جَهَنَّمَ كُلَّ كَفَّا رٍ عَنِيْدٍ
"(নির্দেশ দেয়া হবে) তোমরা উভয়ে প্রত্যেক অবাধ্য কাফিরকে নিক্ষেপ কর জাহান্নামে।"
(সুরা ক্বহাফ -২৪)
🛑
وَا لَّذِيْنَ كَفَرُوْا وَكَذَّبُوْا بِاٰ يٰتِنَاۤ اُولٰٓئِكَ اَصْحٰبُ الْجَحِيْمِ
"যারা কুফরী করে, আর আমার নিদর্শনাবলীকে অস্বীকার করে তারা হল জাহান্নামের অধিবাসী।"
(সুরা আল মায়িদা -১০)
🛑
مِن وَرائِهِ جَهَنَّمُ وَيُسقى مِن ماءٍ صَديدٍ
এর সামনে রয়েছে জাহান্নাম, আর তাদের পান করানো হবে গলিত পুঁজ থেকে।
(সুরা ইব্রাহীম -১৬)
🛑
يُصهَرُ بِهِ ما في بُطونِهِم وَالجُلودُ
যার দ্বারা তাদের পেটের অভ্যন্তরে যা কিছু রয়েছে তা ও তাদের চামড়াসমূহ বিগলিত করা হবে।
(সূরা হাজ্জ্ব ২০)
🛑
اِذِ الْاَ غْلٰلُ فِيْۤ اَعْنَا قِهِمْ وَا لسَّلٰسِلُ ۗ يُسْحَبُوْنَ
"যখন তাদের গলায় থাকবে বেড়ি আর শিকল; তাদের টেনে নিয়ে যাওয়া হবে"
(সুরা গাফির -৭১)
🛑
فِى الْحَمِيْمِ ۙ ثُمَّ فِى النَّا رِ يُسْجَرُوْنَ
"ফুটন্ত পানিতে, অতঃপর তাদেরকে আগুনে দগ্ধ করা হবে।"
(সুরা গাফির -৭২)
🛑
وَتَرَى الْمُجْرِمِيْنَ يَوْمَئِذٍ مُّقَرَّنِيْنَ فِى الْاَ صْفَا دِ
"সেদিন তুমি অপরাধীদেরকে দেখবে শৃঙ্খলে তাদের হাত পা শক্ত করে বাঁধা।"
(সুরা ইব্রাহীম -৪৯)
🛑
وَاُ ولٰٓئِكَ الْاَ غْلٰلُ فِيْۤ اَعْنَا قِهِمْ ۚ وَاُ ولٰٓئِكَ اَصْحٰبُ النَّا رِ ۚ هُمْ فِيْهَا خٰلِدُوْنَ
তারা হল সেই লোক যারা তাদের প্রতিপালককে অস্বীকার করে, এদের গলায় আছে লোহার শিকল, আর এরা জাহান্নামের অধিবাসী, তাতে তারা চিরকাল থাকবে।"
(সুরা আর 'রাদ -৫)
🛑
اِنَّ الَّذِيْنَ فَتَـنُوا الْمُؤْمِنِيْنَ وَ الْمُؤْمِنٰتِ ثُمَّ لَمْ يَتُوْبُوْا فَلَهُمْ عَذَا بُ جَهَنَّمَ وَلَهُمْ عَذَا بُ الْحَرِيْقِ
"যারা মু’মিন পুরুষ ও নারীদের প্রতি যুলম পীড়ন চালায় অতঃপর তাওবাহ করে না, তাদের জন্য আছে জাহান্নামের শাস্তি, আর আছে আগুনে দগ্ধ হওয়ার যন্ত্রণা।"
(সুরা আল বুরুজ -১০)
وَجَعَلُوْا بَيْنَهٗ وَبَيْنَ الْجِنَّةِ نَسَبًا ۗ وَلَقَدْ عَلِمَتِ الْجِنَّةُ اِنَّهُمْ لَمُحْضَرُوْنَ
"তারা আল্লাহ ও জ্বিন জাতির মাঝে একটা বংশ সম্পর্ক সাব্যস্ত করেছে, অথচ জ্বিনেরা ভালভাবে জানে যে, তাদেরকেও শাস্তির জন্য অবশ্যই হাজির করা হবে।"
(সুরা সফফাত -৫৮)
🛑
كُلُّ نَفْسٍ ذَآئِقَةُ الْمَوْتِ ۗ وَاِ نَّمَا تُوَفَّوْنَ اُجُوْرَكُمْ يَوْمَ الْقِيٰمَةِ ۗ فَمَنْ زُحْزِحَ عَنِ النَّا رِ وَاُ دْخِلَ الْجَـنَّةَ فَقَدْ فَا زَ ۗ وَمَا الْحَيٰوةُ الدُّنْيَاۤ اِلَّا مَتَا عُ الْغُرُوْرِ
"প্রতিটি জীবন মৃত্যুর আস্বাদ গ্রহণ করবে এবং ক্বিয়ামাতের দিন তোমাদেরকে পূর্ণমাত্রায় বিনিময় দেয়া হবে।
(সুরা আল ইমরান -১৮৫)
🛑
وَيَوْمَ يَحْشُرُهُمْ جَمِيْعًا ۚ يٰمَعْشَرَ الْجِنِّ قَدِ اسْتَكْثَرْتُمْ مِّنَ الْاِ نْسِ
"যেদিন তাদের সবাইকে একত্রিত করা হবে, (সেদিন আল্লাহ বলবেন) হে জ্বিন সমাজ! তোমরা মানব সমাজের উপর খুব বাড়াবাড়ি করেছ।
قَا لَ النَّا رُ مَثْوٰٮكُمْ خٰلِدِيْنَ فِيْهَاۤ اِلَّا مَا شَآءَ اللّٰهُ
আল্লাহ বলবেন, জাহান্নামই হল তোমাদের বাসস্থান, তার মধ্যেই হবে তোমাদের চিরবাস।
🛑
سَيُهْزَمُ الْجَمْعُ وَيُوَلُّوْنَ الدُّبُرَ
"এ সংঘবদ্ধ দল শীঘ্রই পরাজিত হবে আর পিছন ফিরে পালাবে।"
(সুরা আল কামার -৪৫)
🛑
اِنَّاۤ اَعْتَدْنَا لِلْكٰفِرِيْنَ سَلٰسِلَاۡ وَاَ غْلٰلًا وَّسَعِيْرًا
"আমি (অকৃতজ্ঞ) কাফিরদের জন্য প্রস্তুত করে রেখেছি শেকল, বেড়ি আর জ্বলন্ত আগুন।"
(সুরা আল ইনসান -৪)
🛑
اِنَّ لَدَيْنَاۤ اَنْـكَا لًا وَّجَحِيْمًا
"আমার কাছে আছে শেকল আর দাউ দাউ করে জ্বলা আগুন,"
(সুরা আল -মুজাম্মিল -১২)
🛑
خُذُوْهُ فَغُلُّوْهُ
"(তখন নির্দেশ আসবে) ধর ওকে, ওর গলায় ফাঁস লাগিয়ে দাও,"
(সুরা আল হাক্বাহ -৩০)
🛑
ثُمَّ الْجَحِيْمَ صَلُّوْهُ
"তারপর ছুড়ে ফেল ওকে জাহান্নামে,"
(সুরা আল হাক্বাহ -৩১)
🛑
اِذَا زُلْزِلَتِ الْاَ رْضُ زِلْزَا لَهَا
"পৃথিবীকে যখন তার প্রচন্ড কম্পনে কাঁপিয়ে দেয়া হবে,"
وَاَ خْرَجَتِ الْاَ رْضُ اَثْقَا لَهَا
"পৃথিবী তার (ভেতরের যাবতীয়) বোঝা বাইরে নিক্ষেপ করবে,"
وَقَا لَ الْاِ نْسَا نُ مَا لَهَا
"এবং মানুষ বলবে ‘এর কী হয়েছে?’"
يَوْمَئِذٍ تُحَدِّثُ اَخْبَا رَهَا
"সে দিন পৃথিবী তার (নিজের উপর সংঘটিত) বৃত্তান্ত বর্ণনা করবে,"
بِاَ نَّ رَبَّكَ اَوْحٰى لَهَا
"কারণ তোমার প্রতিপালক তাকে আদেশ করবেন,"
يَوْمَئِذٍ يَّصْدُرُ النَّا سُ اَشْتَا تًا ۙ لِّيُرَوْا اَعْمَا لَهُمْ
"সেদিন মানুষ বের হবে ভিন্ন ভিন্ন দলে যাতে তাদেরকে তাদের কৃতকর্ম দেখানো যায়,"
فَمَنْ يَّعْمَلْ مِثْقَا لَ ذَرَّةٍ خَيْرًا يَّرَهٗ
"অতএব কেউ অণু পরিমাণও সৎ কাজ করলে সে তা দেখবে,"
وَمَنْ يَّعْمَلْ مِثْقَا لَ ذَرَّةٍ شَرًّا يَّرَهٗ
"আর কেউ অণু পরিমাণও অসৎ কাজ করলে সেও তা দেখবে।"
(সূরা যিলযাল,১-৮)
🛑দ্রষ্টব্যঃ - সব আয়াত পড়তে কষ্ট হলে আয়াত সংখ্যা কমিয়ে পড়ুন।
🛑রুকইয়াহ এপয়েন্টমেন্ট এর জন্য যোগাযোগ করুন
াহ_রুকইয়াহ_ও_হিজামা_সেন্টার
#রুকইয়াহ
What's app -01720033876
Call-01611282839