Raqi Abu Muntajir

Raqi Abu Muntajir Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Raqi Abu Muntajir, Alternative & holistic health service, Mirpur.

বদনজর,ওয়াসওয়াসা,জিনের আছর, যাদুটোনা,কুফরী,বান,ব্লাক ম্যাজিক,বিয়ে আটকে রাখা,স্বামী-স্ত্রীর মাঝে অমিল ইত্যাদি বিভিন্ন সমস্যার জন্য কোরআন সুন্নাহ অনুযায়ী রুকইয়াহ করা হয়।
যোগাযোগ -what's app -01720-033876
Call-01611-282839

Raqi -Abu Muntajir

28/09/2025

রুকইয়াহ অডিও শুনার সময় ঘুম আসার কয়েকটি কারণ।

যেমনঃ -

(১)জ্বিন আপনাকে ঘুমের পরিস্থিতি করে দিচ্ছে যেন আপনি রুকইয়াহ বা অডিও শুনাতে মনযোগ দিতে না পারেন। এর কারণ আপনি মনযোগ দিয়ে শুনলে প্রতিক্রিয়া বেশী হবে, ইফেক্ট বেশী হবে, এবং উপকার বেশী পাবেন,বাধাগ্রস্ত করে রাখাই শয়তানের কাজ এবং সে তার কৌশল অবলম্বন করে যেন সে তার তার কার্যক্রম সঠিকভাবে করতে পারে।

(২)রুকইয়াহ করার সময় বা অডিও শুনার সময় যদি তা দির্ঘ সময় হয়ে যায় আর ঘুম আসে এবং ঘুমিয়ে যান, তাহলে জ্বিন দুর্বল হয়ে গেছে, শরীরের যাদুর প্রভাব, যাদুর ঘিট, যাদুর দুর্ঘ, হাসাদের ঘিট, এগুলো নষ্ট হয়ে যাচ্ছে আস্তে আস্তে।

(৩) আঈন হাসাদের সমস্যা বেশী থাকলে, শরীরের আঈন হাসাদের ঘিট শক্তিশালী হয়ে থাকলে, অতিরিক্ত "হাই "আসবে এবং ঘুমিয়ে যাবে।

করণীয় হচ্ছে -

যদি ঘুম চলে আসে তখনই "হাতের শাহাদাত "আঙুল দিয়ে মাথার পিছনের সাইডে উপর হতে ঘাড়ের নিচে পর্যন্ত ডলতে থাকবেন, যেন রগে হালকা প্রেশার পরে, তাহলে ঘুম চলে যাবে ইং শা আল্লাহ।





াহ_রুকইয়াহ_ও_হিজামা_সেন্টার

জিহ্বার যাদুর গিট নষ্ট করার রুকইয়াহ.... দুরুদ - সুরা ফাতিহা - আয়াতুল কুরসি - সুরা আরাফের ১১৭-১২২, সুরা ইউনুস ৮১-৮২, সুরা...
27/09/2025

জিহ্বার যাদুর গিট নষ্ট করার রুকইয়াহ....

দুরুদ - সুরা ফাতিহা - আয়াতুল কুরসি - সুরা আরাফের ১১৭-১২২, সুরা ইউনুস ৮১-৮২, সুরা ত্বহা ৬৯, ইখলাস - ফালাক - নাস - দুরুদ।

দু'আ টি ৩৩ বার পড়ুন,

بِسْمِ اللَّهِ يُبْطِلُ اللَّهُ كُلَّ سِحْرٍ مَعْقُودٍ فِي اللِّسَانِ

📍পদ্ধতি :
উপরোক্ত আয়াত ও দুয়া গুলো অলিভ ও পানিতে পড়ে ফু দিন। এবং ঘুমানোর আগে এক গ্লাস পানি পান করুন ও একটুকরো তুলা পানিতে ভিজিয়ে জিহ্বা মুছে নিন। অলিভ অয়েল হাল্কা করে জিহ্বার চারপাশে দিন।

এবং বেশি বেশি দু'আ পাঠ ও সুরা ফালাক পাঠ করুন এবং হালকা করে জিহ্বায় ফু দিন ইং শা আল্লাহ যাদুর গিট নষ্ট হয়ে যাবে।

⛔অডিও টি শুনুন প্রতিদিন..

পাশাপাশি হিজামাতে দ্রুত গিট দুর্বল হয়ে যায়।




26/09/2025

জিহ্বায় যাদুর গিটের ফলে যে লক্ষন প্রকাশিত হয় ........…...

📍জিহ্বা ভারী হওয়া

📍জিহ্বার মাঝে চুম্বুকের মত টান অনুভব করা।

📍জিহ্বা নড়াচড়া করতে করতে কিছু সময় পর পর অসুবিধা অনুভব করা।

📍হঠাৎ তোতলানো বা জড়তা স্বাভাবিকভাবে কথা বলতে না পারা।

📍কথা আটকে যাওয়া, মনে হয় বলবো কিন্তু শব্দ বের হয় না।

📍অপ্রয়োজনীয় চুপ থাকা কথা বলতে চাইলেও মুখ খুলতে কষ্ট হয়। কিছু একটা চেপে ভার হয়ে আছে এমন অনুভব হওয়া।

📍দো‘আ বা কুরআন পড়তে অসুবিধা হওয়া, বিশেষ করে কুরআন তিলাওয়াত বা রুকইয়াহ শুনলে হঠাৎ কথা আটকে যায় বা জিহ্বা বাকিয়ে রাখা বা বের করে রাখা।

📍হঠাৎ বাকশক্তি হারানো কয়েক মুহূর্ত বা সময়ের জন্য পুরোপুরি কথা বন্ধ হয়ে যাওয়া।

📍হঠাৎ অধিক কথা বলা জিহ্বা নড়াচড়া করছে এমন অনুভব করা।

📍প্রায় জিহ্বা নিচের দিকে টেনে ধরছে এবং শুর শুর দিচ্ছে এমন অনুভব করা।

📍নিজ থেকে জিহ্বা ডানে বামে উপর নিচে নড়াচড়া করা। এটা মুলত জ্বীন করায়।

⛔ এর প্রভাবে মিথ্যা বলা এবং গীবত করা সহজ হয়ে যায় দু'আ করা - কুরআন পড়া কঠিন হয়ে যায়।

22/09/2025

গতকাল সিডিউল অনুযায়ী পেশেন্ট আসে টাংগাইল হতে।

পেশেন্ট এর বিস্তারিত হিস্ট্রি শুনে মনে হল ছোট্ট থেকেই নজর এবং হিংসা দ্বারা আক্রান্ত। সাম্প্রতিক দুই তিন মাস হল বিয়ে হয়েছে। কিন্তু দিনকাল ভাল যাচ্ছেনা!

পেশেন্ট এর বাবা নিয়ে এসেছে রুকইয়াহ করতে -

রুকইয়াহ সেশন এক ঘন্টা অতিবাহিত হবার পর পেশেন্ট এর বাবা একটু জুরে শুরে ঝাঁকি মেরে উঠে এবং বুকে হাত দিয়ে চেপে ধরেন তা লক্ষ করেছিলাম -পেশাগত একজন সরকারি চাকুরিজীবী -ফরজ ইবাদত পালনে যথেষ্ট সচেতন।

১ ঘন্টা ৪৫ সেশন শেষে যখন পেশেন্ট এর বাবাকে জিজ্ঞাসা করি আপনার শরীর ঝাঁকি মারার পর বুকে হাত দয়ে নিশ্চুপ হয়ে বসেছিলেন কেন?

জবাবা বলেন -আমি অনুভব করলাম আমার বুক হতে কিছু এক্টা নেমে গেল এবং বাহির হয়ে গেল! এবং শরীর টা হালকা হয়ে গেল -বুঝতে বাকি নেই শয়তান খুরুজ হয়েছে! আলহামদুলিল্লাহ।

সেশন চলাকালীন ফিজিক্যাল ভাবে যা দেখা গেল, পেশেন্ট এর কান্না ভাব, হাত পা ছুটাছুটি, অস্তিরতা, সেশন শেষে পেশেন্ট কে জিজ্ঞাসা করি শারীরিক কেমন -পেশেন্ট বলে শরীর অনেক হালকা লাগে।

সমস্যা অনুযায়ী পেট পরিস্কার করার জন্য এক সপ্তাহ চিকিৎসা গাইডলাইন প্রধান করা হয় -সপ্তাহ শেষে চিকিৎসা আপডেট দেখে সমস্যা অনুযায়ী পরবর্তী চিকিৎসা গাইডলাইন চলবে পরবর্তী সেশনের আগ পর্যন্ত।


াহ_রুকইয়াহ_ও_হিজামা_সেন্টার

What's app -01720033876
Call-01611282839

20/09/2025

🛑 আপনি কি নিম্নলিখিত সমস্যায় ভুগছেন?

🦵পায়ে বা পায়ের তালুতে বা পায়ের গোড়ালি এবং হাঁটুতে ব্যথা বা ফোলাভাব?

🦶 রুকইয়াহ অডিও শুনা বা সরাসরি রুকইয়াহ করার সময় পা ভারী হওয়া বা পায়ের মাংশ লাফালাফি বা অদ্ভুত নড়াচড়া বা পিপড়ের মতো কিছু নড়াচড়া?

🦶ঘরের নির্দিষ্ট জায়গায় হাঁটার সময় পায়ের ব্যথা বৃদ্ধি পায় বা শুইয়ে হুচার মতো হুচা লাগা?

🛑 যদি আপনার সাথে নিয়মিত এমন ঘটে বা হচ্ছে এগুলো প্রায়শই ঘরে বা ঘরের বাহিরে ছিটানো বা স্প্রে করার যাদুর লক্ষণ , উদ্যেশ্যে ব্যক্তি যদি এই ছিটানোর উপর দিয়ে হেঁটে যায় তাহলে তার উপর প্রভাব ফেলে।

🛑 পরামর্শ পায়ের যাদু থেকে মুক্তির জন্য উপকরণ মিশ্রিত পড়া পানি দিয়ে রুকইয়াহ করা, রুকইয়াহ পড়া পানি স্প্রে করার মাধ্যমে ঘরের ক্রমাগত সুরক্ষার তৈরি করা সূরা আল-বাকারা পাঠ করা বা ঘরে বাজানো।


াহ_রুকইয়াহ_ও_হিজামা_সেন্টার
What's app -01720033876
Call-01611282839

19/09/2025

আপনার মনের আশা পূরণ করতে অধিক পরিমান দুরুদ শরীফ পাঠ করুন। তবে আপনার আশাটি যেন বৈধ হয়।

সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।

16/09/2025

রুকিয়াহ করার সময় তেলওয়াত সহ্য করতে না পেরে জিন পেশেন্টের শরীরের বিভিন্ন স্থানে লুকায়,তারা শরীরে বসবাসরত অবস্থায় যে স্থান গুলোতে থাকে রুকিয়ার সময় সে স্থান গুলো বেশি সাড়া দেয়,এবং রুকিয়াহ বা অডিও শোনার সময় যদি এমন টা হয় তাহলে বুঝে নিন সেখানে জিনের হাসাদ, যাদু বা গিট রয়েছে তাই উক্ত স্থান গুলোতে শির শির অনুভূতি হয়ে সাড়া দেয়, আর রুকিয়ার সময় পেশেন্ট যদি এক্টিভ কম থাকে তাহলে জিন নিজ থেকেই লুকানোর সুযোগ বেশি পায়। তাছাড়া হাজির অবস্থা কখনো কখনো একটি পেশেন্ট তার ভারসাম্য ধরে রাখা কঠিন হয়ে যায় বা ভারসাম্য হারিয়ে ফেলে। জিন খুব উগ্র জাতি। যখন হাজির হয় নিজের ভারসাম্য ঠিক রেখে সামনে আসে না, যার প্রভাব একটি পেশেন্টের উপর পুরোপুরি ভাবে পরে।হাজিরের শুরুতে জিন দাম্ভিকতা অহংকারে পরিচয় দেয়, ক্ষমতা সম্পর্কে মিথ্যা ভয় দেখায়। এবং যখন তার দূর্বলতা বুঝে সঠিক রুকিয়াহ করা হয় তখন নিজ থেকেই সব সত্য কথা স্বীকার করে নেয় এবং চলেও যায়। তবে কিছু ক্ষেত্রে ক্ষতি বেশি হলে সেখানে রুকিয়ার সময়টাও বেশি দিতে হয়। এক্ষেত্রে একটি পেশেন্টের সবচেয়ে বেশি কষ্ট সহ্য করতে হয়, জিনের ওজন শরীরে ধরে রাখতে হয় শারীরিক ভাবে দূর্বল হলে কখনো কখনো পেশেন্টের দূর্বলতা পুজি করে সয়তান ঘুমিয়ে যায়। এছাড়া হাসাদের কারণেও একটা পেশেন্ট ঘুমাতে পারে।

আর পেশেন্টদের অভিভাবক যদি জিন সম্পর্কে অনভিজ্ঞ হয় তখন একজন রাকির পক্ষে কষ্টকর হয়ে যায় জিন, পেশেন্ট ও পেশেন্টের পরিবারকে সামাল দেওয়া।

তাই সরাসরি রুকিয়ার আগে নিজেকে প্রস্তুত করুন শারীরিক ও মানসিক ভাবে আর পরিবারে কিছু দাওয়াত দিন রুকিয়াহ সম্পর্কে। তাবিজ-কবজের চিকিৎসা থেকে বিরত থাকুন। একমাত্র আল্লাহর উপর ভরশা করে রুকিয়াহ করে যান। যেকোনো বিষয়ের উপর লেগে থাকলে সাফল্য আসবেই।

আর আমাদের সেন্টারে রুকিয়াহ করতে যোগাযোগ করুন:01720-033876

13/09/2025

মাত্র সাত রুকইয়াহ করেই আশিক জ্বিনের পেশেন্ট সুস্থ আলহামদুলিল্লাহ -সাত মাসে তিনটি সেশন নিয়েছিলেন।

পুর্বেও আমাদের আসিক জ্বিনের পেশেন্ট এর বিয়ে হয়েছে, সন্তান হয়েছে এবং তারা সুস্থ হয়েছে।

12/09/2025

পবিত্র কোরআনে একটি উপকারী সূরা যা শরীরে জ্বিন প্রবেন করতে বাধা দেয়, আপনার কাছে যাদু পৌঁছাতে বাধা দেয়, যাদুকরের যাদু প্রতিহত করে এবং সমস্ত চক্রান্ত, প্রতারণা, আক্রমণ এবং যাদু পুনর্নবীকরণ প্রতিহত করে।

(সুরা ফিল) আল্লাহর কসম! এই সূরাটি অত্যন্ত শক্তিশালী এবং উপকারী, এবং যাদুকরের বিরুদ্ধে যাদু প্রতিহত করে। যে কেউ আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে চায়, আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে চায়, আপনাকে আক্রমণ করতে চায়, যাদু পুনর্নবীকরণ করতে চায়, আপনার জীবনকে ব্যাহত করতে চায়, অথবা আপনার শরীরে প্রবেশ করার জন্য কোন জ্বিন পাঠাতে চায়, এই সূরাটি এই সমস্ত চক্রান্ত এবং আক্রমণ প্রতিহত করবে। তাই এটি নিয়মিত আমল করুন এবং আমি যে সময় এটি পাঠ করতে পছন্দ করি তা হল ঘুমানোর আগে এবং আমার পেশেন্ট দের চিকিৎসা মেথড হিসেবে দিয়ে থাকি -

আপনি নিয়মিত পড়ুন অবশ্যই কল্যাণ হবে আপনার জন্য।



াহ_রুকইয়াহ_ও_হিজামা_সেন্টার

What's app -01720033876
Call-01611282839

11/09/2025

পবিত্র কোরআনে একটি উপকারী সূরা যা শরীরে জ্বিন প্রবেন করতে বাধা দেয়, আপনার কাছে যাদু পৌঁছাতে বাধা দেয়, যাদুকরের যাদু প্রতিহত করে এবং সমস্ত চক্রান্ত, প্রতারণা, আক্রমণ এবং যাদু পুনর্নবীকরণ প্রতিহত করে।

বিস্তারিত লেখা হয়েছে আমাদের টেলিগ্রাম চ্যনেলে।

11/09/2025

জ্বিন যাদুতে আক্রান্ত ব্যক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপগুলির মধ্যে একটি হল নারী পুরুষ উভয়ের পেট এবং নারীদের ক্ষেত্রে জরায়ু পরিষ্কার করা অর্থাৎ পেটে থাকা এবং জরায়ুতে থাকা যাদুর গিট ধংসের রুকইয়াহ করা।

এর অন্যতম কারণ হলো যাদুর বস্তু, যাদুর প্রভাব এবং যাদুর গিঁট গুলি এবং যাদুর প্রভাব এই দুই জায়গাতে জমা হয়, পেটে যাদুর বস্তু এবং পদার্থ থাকার ফলে পেটের ভিন্ন রকমের সমস্যা দেখা দেয় এবং পেটে ক্ষুধা মন্ধার ভাব দেখা দেয়, অথবা আক্রান্ত ব্যক্তির তীব্র ক্ষুধা থাকতে পারে,অথবা আক্রান্ত ব্যক্তি যা খায় তা থেকে উপকৃত হন না, যার ফলে আক্রান্ত ব্যক্তিত শরীর দুর্বল এবং শুকিয়ে যায় অথবা পাতলা হয়ে যায়।

এর ফলে আক্রান্ত ব্যক্তির জাগ্রত অবস্থায় পেট হতে মুখ দিয়ে দুর্গন্ধ যুক্ত ঢেকুর বাহির হয়, ঘুমানোর সময় মুখ থেকে অতিরিক্ত কফ এবং তরল পদার্থ বের হতে পারে, জরায়ুতে সিস্ট তৈরি হতে পারে, জরায়ুতে রক্ত ​​আটকে থাকতে পারে এবং গুরুতর অসুস্থতা সৃষ্টি করতে পারে যা কেবল রুকইয়াহ মাধ্যমে অপসারণের 'ই সমাধান হতে পারে।

পরামর্শ :- নিয়মিত রুকইয়াহ গোসল, রুকইয়াহ পড়া পানি পান করা এবং অযু অবস্থায় থাআ গুরুত্বপূর্ণ, এবং এগুলিকে অবহেলা করা উচিত নয়।

আল্লাহ সুবহানাহু তা 'আলা সকল জ্বিন যাদুগ্রস্ত ব্যক্তিদের সুস্থতা দান করুন এই দুয়া করি। আমীন।


াহ_রুকইয়াহ_ও_হিজামা_সেন্টার

What's app -01720033876
Call-01611282839

07/09/2025

Address

Mirpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Raqi Abu Muntajir posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram