Raqi Abu Muntajir

Raqi Abu Muntajir Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Raqi Abu Muntajir, Alternative & holistic health service, Mirpur.

বদনজর,ওয়াসওয়াসা,জিনের আছর, যাদুটোনা,কুফরী,বান,ব্লাক ম্যাজিক,বিয়ে আটকে রাখা,স্বামী-স্ত্রীর মাঝে অমিল ইত্যাদি বিভিন্ন সমস্যার জন্য কোরআন সুন্নাহ অনুযায়ী রুকইয়াহ করা হয়।
যোগাযোগ -what's app -01720-033876
Call-01611-282839

Raqi -Abu Muntajir

05/08/2025

এমন পরিস্থিতি হচ্চে নাতো আপনার সাথে।

কোন একজন বলেন!!

"আমাদের পরিবারের সবাই একই টেবিলে জড়ো হওয়ার সাথে সাথেই পায়ের নিচে টেবিলের চারপাশ উত্তপ্ত হতে শুরু করে

আমার কণ্ঠস্বর আমার মায়ের চেয়েও উঁচু হয়ে ওঠে, আমার স্বামী অকারণে রেগে যায়, এবং আমার বাচ্চারা কখনও তর্ক থামায় না

আমাদের ঘরটি আমাদের জন্য শ্বাসরোধকারী ঘর হয়ে গেছে, ঘরে অবস্থান করলে দমবন্ধ হয়ে আসে অনুভব হয় ঘরে আমরা এমন কারো সাথে বসবাস করি যাকে আমরা দেখতে পাই না।"

➡ তাদের রুকইয়াহ করার পর ঘরের দরজায় ছিটানো যাদু পাওয়া গেল।

➡ আল্লাহ্ ইচ্ছে রুকইয়াহ পড়া পানি দিয়ে এক সপ্তাহ ঘর পরিষ্কার করার পর এবং জ্বিন শয়তান যেন ঘরে প্রবেশ করতে না পারে সেই প্রতিরোধ ব্যবস্থা গ্রহণের পর, সবকিছু বদলে গেল।

➡যদি আপনি কখনো এমন পরিস্থিতির সম্মুখীন হন, তাহলে এগুলি অবহেলা করবেন না।
কারণ এগুলো জ্বিন হিংসা বা লুকানো যাদুর কারণে হতে পারে।


াহ_রুকইয়াহ_ও_হিজামা_সেন্টার
রুকইয়াহ পরামর্শ এবং এপয়েন্টমেন্ট নিতে যোগাযোগ করুন

What's app -01720033876
Call-01611282839

04/08/2025

যে ঘরে শান্তি এবং সুখের আলো নিভে যায়।

➡ঘরের মানুষে নিকট এই ঘরটা ভারী লাগছে বা লাগে।

➡ ঘরে প্রবেশ করলে ঐ ঘরের মানুষের নিকট মনে হয় ঘরের দেয়ালগুলো যেন তাদের বুকের উপর চেপে লেগে আছে!

➡ হাসিখুশি ঘরে প্রবেশ করে , কিন্তু হঠাৎ করেই অলসতা অনুভব করে।

➡ ঘরের বাহিরে সাছন্দ বোধ করা আর যখন ঘরে প্রবেশ করে তখন কোন কারণ ছাড়াই বিষণ্ণতায় ভোগা।

এই ধরণের ঘরকে বলা হয়
🛑শ্বাসরোধকারী ঘর।
🛑কষ্ট ও দুঃখে ভরা ঘর।

এই ঘরের মানুষ গুলি কষ্টে ঘুমাতে যায়, কষ্টে জেগে ওঠে, কেন এমন হয় এর কারণ কি এ ঘরের মানুষ তা জানে না!

🛑এইরকম ঘরে এইসব হবার রহস্য বা কারণ কী?

এর কারণ দুইটি
(১)
এই ঘরে ছিটিয়ে দেওয়া বা পুতে রাখার যাদু আছে,যার প্রভাব ঘরের মানুষ গুলিকে কষ্ট বাড়িয়ে দিচ্ছে দিনের পর দিন।

যাদুর খাদেম যাদু সুরক্ষিত রেখে ঘরের মানুষের মধ্য তীব্র হিংসা মাধ্যমে ঘরের শান্তি ও প্রশান্তির পরিবেশকে যেমন ব্যাহত করে তেমনি তাদের মধ্য উদ্বেগ ও বিষণ্ণতা ছড়িয়ে দেয়।


(২)
ঘরে মানুষ ইবাদত না করা, গুনাহে লিপ্ত থাকা,গান বাজনা, সঙ্গীত এবং সিনেমায এই সবে লিপ্ত থাকা যা তাদেরকে শয়তান থেকে হেফাজত থাকার পথ দুর্বল করে দেয় এবং শয়তানকে ঘরে বাস করতে দেয়।

🛑 শ্বাসরোধকারী ঘর, কষ্ট ও দুঃখে ভরা ঘর আক্রান্ত হবার সিমটম।

➡ ডাক্তারী কোন স্পষ্ট কারণ ছাড়াই ঘন ঘন অসুস্থতা।

➡পরিবারের সদস্য একে অপরের মধ্যে ঝগড়া বিবাদ লেগে থাকা, রাগারাগি করা।

➡ ঘরের ব্যবহৃত সরঞ্জাম এবং বৈদ্যুতিক যন্ত্র, লাইট, ফ্যান অন্যান্য জিনিসপত্র ক্রমাগত নষ্ট হয়ে যাওয়া।

➡ ঘরে প্রবেশের সময় অলসতা ভাব এবং প্রবেশের পর অসুস্থতা অনুভব করা।

➡ শ্বাসকষ্ট, বুকে টানটান ভাব এবং ঘর থেকে বেরিয়ে যাওয়ার ইচ্ছা হওয়া।

➡ লেখাপড়া, চাকরি, ব্যবসা বাণিজ্য করতে না পারা এবং লস হওয়া।

🛑 করণীয় হচ্ছে

(১). প্রতিদিন সকাল ও সন্ধ্যায় আপনার ঘরে পড়া পানি ছিটিয়ে দিন।
(২)প্রতিদিন অথবা কমপক্ষে প্রতি তিন দিন অন্তর ঘরে সূরা বাকারা পাঠ করুন অথবা অডিও শুনুন।
(৩)আপনার ঘরের প্রতি কোণায়, ঘরের দরজায় এবং বাড়ির প্রবেশপথে রুকইয়াহ পড়া পানি ছিটিয়ে দিন।



াহ_রুকইয়াহ_ও_হিজামা_সেন্টার
what's app 01720-033876
Call-01611282839

03/08/2025

একজন পুরুষ কে বশ করা যাদু করলে প্রধান যে তিনটি ক্ষতি হয়

(১)পুরুষ তার আয়া রুজগার বাধাগ্রস্ত হয়, কর্মক্ষমতা হারায়, আয় রুজগার বন্ধ হয়ে যায়।
(২)মেজাজ খিটখিটে হয়ে যায়।

(৩)শরীর দিন দিন শুকিয়ে যায়

াহ_রুকইয়াহ_ও_হিজামা_সেন্টার
#রুকইয়াহ

31/07/2025

যে লক্ষণগুলো দেখে আপনি সন্দেহ বা ধারণা করতে পারেন যে আপনার উপর জ্বিনের বা যাদুর প্রভাব থাকতে পারে।

🛑ডাক্তাররা বারবার পরীক্ষা করেও নির্দিষ্ট রোগ ধরতে পারছেন না এবং ঔষধ খেয়েও রোগ সারছে না।

🛑 শরীরের ভিন্ন অঙ্গে ব্যথা বা ব্যথা এক জায়গায় স্থায়ী হয়না,দুর্বলতা, অথচ ডাক্তারের টেস্ট রিপোর্ট সব নরমাল।

🛑 ডাক্তারের চিকিৎসা নেওয়ার পরও রোগের ধরণ পরিবর্তন হওয়া বা একি রোগ ফিরে আসা এবং পরবর্তীতে কোন ঔষধে কাজ হচ্ছে না।

🛑 ক্রমাগত ঘুমে দুঃস্বপ্ন দেখা , ভয় পাওয়া বা ঘুমের ভাব এসেছে চোখ লেগে আসছে সে সময় কেউ ধাক্কা দিচ্ছে বা শরীর ঝাকি মেরে ঘুম ভেঙ্গে যাওয়া।

🛑 স্বপ্নে উপর থেকে নিজে কে নিচে পড়ে যেতে দেখা।

🛑 নামাজ জিকির আজকার করতে ভাল না লাগা।

াহ_রুকইয়াহ_ও_হিজামা_সেন্টার
#রুকইয়াহ

What's app -01720033876
Call-01611282839

30/07/2025

ছিটানো বা স্প্রে করার যাদুর প্রধান কয়েকটি উদ্যেশ্যে করে থাকে ।

(১) ব্যক্তিকে যাদুর প্রভাবে প্রভাবিত করে রাখা
(২) মুল যাদুকে সুরক্ষিত রাখা
(৩)ব্যক্তিকে এক কেন্দ্রিক করে রাখা
(৪) বাহিরে জ্বিন শয়তান কে বাড়ি বা ঘরে প্রবেশের রাস্তা উন্মুক্ত করে দেওয়া।
(৫) এই যাদু খুব সহজলভ্য ভাবে বাড়ি, ঘরে, কর্মক্ষেত্রে, ব্যবসায়ী ক্ষেত্রে সহজেই পৌঁছে দিতে পারে!

াহ_রুকইয়াহ_ও_হিজামা_সেন্টার
#রুকইয়াহ

What's app -01720033876
Call-01611282839

28/07/2025

আপনি দির্ঘদিন জ্বিনের সমস্যা এবং যাদুর সমস্যা ভুগছেন তাহলে দিনে একবার হলেও পড়ুন

اَللّٰهُمَّ افْتَحْ لِيْ أَبْوَابَ رَحْمَتِكَ

হে আল্লাহ! আপনি আমার জন্য আপনার রহমতের দরজাসমূহ খুলে দিন।
(মুসলিম ১/৪৯৪, নং ৭১৩)

26/07/2025

জ্বিন যদুর পেশেন্ট তারা নিজের বিরুদ্ধে সবচেয়ে বড় যে অপরাধ করে তা হলো চিকিৎসা মাঝপথে বন্ধ করে দেওয়া!

একজন পেশেন্ট যখন তার চিকিৎসা কার্যক্রম চালিয়ে যায় একটি সময় দেখা যায় পেশেন্ট অবস্থা উন্নতি হয় এবং পেশেন্টের মধ্যে যেসব সিমটম থাকে সেগুলো ক্রমশ দুর হতে শুরু করে, যাদুর গিট, যাদুর দুর্ঘ হাসাদের গিট দুর্বল হতে শুরু করো, এক সময় যাদুর হাসাদী গিঁট খুলে যায়, যাদুর দুর্ঘ ভেঙে যায় এবং পেশেন্ট এর সমস্যা গুলি অনেকটাই দুর হয়ে যায়।

একজন পেশেন্ট যখন হঠাৎ করে চিকিৎসা বন্ধ করে দেয় অথবা চিকিৎসার ব্যপারে অবহেলা করে বা চিকিৎসার ব্যপারে বিরক্ত চলে আসে বা হতাশাগ্রস্ত হয়ে পড়ে এর মানে শয়তানের পথ কে সহজ করে দেয়।

একজন পেশেন্ট চিকিৎসা বন্ধ করা বা অবহেলা কর বা বিরক্ত হওয়া বা হতাশাগ্রস্ত হবার দুইটি কারণ।

-সঠিক রুগ নির্নয় না করা বা সঠিক চিকিৎসা গাইডলাইন না পাওয়া

-চিকিৎসা ব্যপারে পারিবারিক সাপোর্ট না পাওয়া

তবে চিকিৎসা বন্ধ করা এটি পেশেন্ট এর গুরুতর ভুল যা আপনাকে আরোগ্য লাভে বাধা দেবে। যদি আপনি চিকিৎসা বন্ধ করে দেন, তাহলে পুর্বের তুলনায় যন্ত্রণা আরও তীব্র হবে এবং অতিতের সমস্যা গুলি পুনরায় দেখা দেবে,শয়তান তার কৌশল অনুযায়ী নতুন যাদুর দুর্ঘ এবং যাদুর হাসাদী গিট তৈরি করবে আপনার শরীরে এবং শয়তান তার শক্তি ফিরে পেতে শুরু করে এবং আপনার শরীরের সাথে আরও শক্তভাবে আঁকড়ে ধরার চেষ্টা করবে এবং করে।

বিষয় টা এমন যে একজন যুদ্ধা যুদ্ধের মাঝখানে আছে এবং তার শত্রুকে পরাজিত করতে চলেছে, কিন্তু শেষ মুহূর্তে সে পিছু হটে।

পরিস্থিতি যাই হোক না কেন, আপনার চিকিৎসা কখনও বন্ধ করবেন না।
যারা ভিন্ন জায়গায় চিকিৎসা করর চিকিৎসা বন্ধ করে দিয়েছেন তাদের প্রতি আমার পরামর্শ হলো, আল্লাহ্ উপর ভরসা রাখুন এবং নতুন করে চিকিৎসা শুরু করুন,এবং চিকিৎসা চালিয়ে যান যতক্ষণ না আল্লাহ্ সুবহানাহু তা 'আলা আপনাকে আরোগ্য দান করেন, আল্লাহ্ ইচ্ছায় ততক্ষণ পর্যন্ত আপনি চিকিৎসা নিয়মাবলী মেনে চলুন, কারণ আরোগ্যের রহস্য নিহিত আছে অধ্যবসায়, ইচ্ছাশক্তি ও দৃঢ় সংকল্পের শক্তির মধ্যে।


াহ_রুকইয়াহ_ও_হিজামা_সেন্টার
#রুকইয়াহ

What's app -01720033876
Call-01611282839

25/07/2025

⛔শরীরে থাকা জ্বিনকে আজাব এবং কষ্ট ধংসের নিয়্যতে এই আয়াত গুলি পড়ুন।

🛑 প্রথমে ওজু করে নিন -প্রতিটা আয়াত আলাদা আলাদা ভাবে তিন বার করে পড়ে "অলিভ অয়েল বা সরিষা তেলে ফু দিন -তারপর পায়ের তালু হতে মাথা পর্যন্ত এই পড়া তেল মালিশ করুন (অবসর সময়ে তেল বানিয়ে নিবেন)

🛑 শুরুতেই দুরুদ তিনবার পড়ুন -তারপর সুরা ফাতেহা সাতবার পড়ুন।

তারপর প্রতিটা আয়াত ২১ বার করে পড়ুন।
পড়ার সময় যদি শরীরে প্রতিক্রিয়া হয় তাহলে ঐ স্থানে হাত দিয়ে চাপ দিন অর্থাৎ মৃদু ভাবে আঘাত করুন।



🔴

وَا تَّبَعُوْا مَا تَتْلُوا الشَّيٰطِيْنُ عَلٰى مُلْكِ سُلَيْمٰنَ ۚ وَمَا کَفَرَ سُلَيْمٰنُ وَلٰـكِنَّ الشَّيٰـطِيْنَ كَفَرُوْا يُعَلِّمُوْنَ النَّا سَ السِّحْرَ
এবং সুলায়মানের রাজত্বকালে শয়ত্বানরা যা পাঠ করত, তারা তা অনুসরণ করত, মূলতঃ সুলায়মান কুফরী করেনি বরং শয়ত্বানরাই কুফুরী করেছিল।

(সুরা বাকারা -১০২)

🛑

مَثَلُهُمْ كَمَثَلِ الَّذِى اسْتَوْقَدَ نَا رًا ۚ فَلَمَّاۤ اَضَآءَتْ مَا حَوْلَهٗ ذَهَبَ اللّٰهُ بِنُوْرِهِمْ وَتَرَكَهُمْ فِيْ ظُلُمٰتٍ لَّا يُبْصِرُوْنَ

"তাদের উদাহরণ, যেমন এক ব্যক্তি আগুন জ্বালালো, তা যখন তার চারদিক আলোকিত করল আল্লাহ তখন তাদের জ্যোতি অপসারণ করে দিলেন এবং তাদেরকে এমন ঘন অন্ধকারে ফেলে দিলেন যে, তারা কিছুই দেখতে পায় না।"
(সুরা বাকারা -১৭)

🛑

وَا لَّذِيْنَ كَفَرُوْا وَكَذَّبُوْا بِـاٰيٰتِنَاۤ اُولٰٓئِكَ اَصْحٰبُ النَّا رِ ۚ هُمْ فِيْهَا خٰلِدُوْنَ

"আর যারা কুফরী করবে ও আমার নিদর্শনগুলোকে অস্বীকার করবে, তারাই জাহান্নামী; সেখানে তারা চিরকাল থাকবে।"
(সুরা বাকারা -৩৯)

🛑

إِنَّ الَّذينَ كَفَروا وَماتوا وَهُم كُفّارٌ أُولئِكَ عَلَيهِم لَعنَةُ اللَّهِ وَالمَلائِكَةِ وَالنّاسِ أَجمَعينَ
নিশ্চয় যারা কুফরী করেছে এবং কাফির অবস্থায় মৃত্যুবরণ করেছে, তাদের উপর আল্লাহ, ফেরেশতাগণ ও সকল মানুষের লা’নত।
(সূরা বাকারা ১৬১)

🛑

وَاتَّقُوا النّارَ الَّتي أُعِدَّت لِلكافِرينَ
আর তোমরা আগুনকে ভয় কর, যা কাফিরদের জন্য তৈরি করা হয়েছে।

(সূরা ইমরান- ১৩১)

🛑
اَ لَّذِيْنَ كَفَرُوْا لَهُمْ عَذَا بٌ شَدِيْدٌ
"যারা কুফুরী করে তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি।
(সুরা ফাতির -৭)

اَلْقِيَا فِيْ جَهَنَّمَ كُلَّ كَفَّا رٍ عَنِيْدٍ
"(নির্দেশ দেয়া হবে) তোমরা উভয়ে প্রত্যেক অবাধ্য কাফিরকে নিক্ষেপ কর জাহান্নামে।"
(সুরা ক্বহাফ -২৪)

🛑

وَا لَّذِيْنَ كَفَرُوْا وَكَذَّبُوْا بِاٰ يٰتِنَاۤ اُولٰٓئِكَ اَصْحٰبُ الْجَحِيْمِ

"যারা কুফরী করে, আর আমার নিদর্শনাবলীকে অস্বীকার করে তারা হল জাহান্নামের অধিবাসী।"
(সুরা আল মায়িদা -১০)

🛑
مِن وَرائِهِ جَهَنَّمُ وَيُسقى مِن ماءٍ صَديدٍ
এর সামনে রয়েছে জাহান্নাম, আর তাদের পান করানো হবে গলিত পুঁজ থেকে।
(সুরা ইব্রাহীম -১৬)

🛑
يُصهَرُ بِهِ ما في بُطونِهِم وَالجُلودُ
যার দ্বারা তাদের পেটের অভ্যন্তরে যা কিছু রয়েছে তা ও তাদের চামড়াসমূহ বিগলিত করা হবে।

(সূরা হাজ্জ্ব ২০)

🛑

اِذِ الْاَ غْلٰلُ فِيْۤ اَعْنَا قِهِمْ وَا لسَّلٰسِلُ ۗ يُسْحَبُوْنَ

"যখন তাদের গলায় থাকবে বেড়ি আর শিকল; তাদের টেনে নিয়ে যাওয়া হবে"
(সুরা গাফির -৭১)

🛑
فِى الْحَمِيْمِ ۙ ثُمَّ فِى النَّا رِ يُسْجَرُوْنَ

"ফুটন্ত পানিতে, অতঃপর তাদেরকে আগুনে দগ্ধ করা হবে।"
(সুরা গাফির -৭২)

🛑
وَتَرَى الْمُجْرِمِيْنَ يَوْمَئِذٍ مُّقَرَّنِيْنَ فِى الْاَ صْفَا دِ

"সেদিন তুমি অপরাধীদেরকে দেখবে শৃঙ্খলে তাদের হাত পা শক্ত করে বাঁধা।"
(সুরা ইব্রাহীম -৪৯)

🛑

وَاُ ولٰٓئِكَ الْاَ غْلٰلُ فِيْۤ اَعْنَا قِهِمْ ۚ وَاُ ولٰٓئِكَ اَصْحٰبُ النَّا رِ ۚ هُمْ فِيْهَا خٰلِدُوْنَ


তারা হল সেই লোক যারা তাদের প্রতিপালককে অস্বীকার করে, এদের গলায় আছে লোহার শিকল, আর এরা জাহান্নামের অধিবাসী, তাতে তারা চিরকাল থাকবে।"
(সুরা আর 'রাদ -৫)

🛑

اِنَّ الَّذِيْنَ فَتَـنُوا الْمُؤْمِنِيْنَ وَ الْمُؤْمِنٰتِ ثُمَّ لَمْ يَتُوْبُوْا فَلَهُمْ عَذَا بُ جَهَنَّمَ وَلَهُمْ عَذَا بُ الْحَرِيْقِ

"যারা মু’মিন পুরুষ ও নারীদের প্রতি যুলম পীড়ন চালায় অতঃপর তাওবাহ করে না, তাদের জন্য আছে জাহান্নামের শাস্তি, আর আছে আগুনে দগ্ধ হওয়ার যন্ত্রণা।"

(সুরা আল বুরুজ -১০)

وَجَعَلُوْا بَيْنَهٗ وَبَيْنَ الْجِنَّةِ نَسَبًا ۗ وَلَقَدْ عَلِمَتِ الْجِنَّةُ اِنَّهُمْ لَمُحْضَرُوْنَ

"তারা আল্লাহ ও জ্বিন জাতির মাঝে একটা বংশ সম্পর্ক সাব্যস্ত করেছে, অথচ জ্বিনেরা ভালভাবে জানে যে, তাদেরকেও শাস্তির জন্য অবশ্যই হাজির করা হবে।"
(সুরা সফফাত -৫৮)

🛑

كُلُّ نَفْسٍ ذَآئِقَةُ الْمَوْتِ ۗ وَاِ نَّمَا تُوَفَّوْنَ اُجُوْرَكُمْ يَوْمَ الْقِيٰمَةِ ۗ فَمَنْ زُحْزِحَ عَنِ النَّا رِ وَاُ دْخِلَ الْجَـنَّةَ فَقَدْ فَا زَ ۗ وَمَا الْحَيٰوةُ الدُّنْيَاۤ اِلَّا مَتَا عُ الْغُرُوْرِ

"প্রতিটি জীবন মৃত্যুর আস্বাদ গ্রহণ করবে এবং ক্বিয়ামাতের দিন তোমাদেরকে পূর্ণমাত্রায় বিনিময় দেয়া হবে।

(সুরা আল ইমরান -১৮৫)

🛑

وَيَوْمَ يَحْشُرُهُمْ جَمِيْعًا ۚ يٰمَعْشَرَ الْجِنِّ قَدِ اسْتَكْثَرْتُمْ مِّنَ الْاِ نْسِ

"যেদিন তাদের সবাইকে একত্রিত করা হবে, (সেদিন আল্লাহ বলবেন) হে জ্বিন সমাজ! তোমরা মানব সমাজের উপর খুব বাড়াবাড়ি করেছ।

قَا لَ النَّا رُ مَثْوٰٮكُمْ خٰلِدِيْنَ فِيْهَاۤ اِلَّا مَا شَآءَ اللّٰهُ

আল্লাহ বলবেন, জাহান্নামই হল তোমাদের বাসস্থান, তার মধ্যেই হবে তোমাদের চিরবাস।
🛑
سَيُهْزَمُ الْجَمْعُ وَيُوَلُّوْنَ الدُّبُرَ

"এ সংঘবদ্ধ দল শীঘ্রই পরাজিত হবে আর পিছন ফিরে পালাবে।"
(সুরা আল কামার -৪৫)

🛑
اِنَّاۤ اَعْتَدْنَا لِلْكٰفِرِيْنَ سَلٰسِلَاۡ وَاَ غْلٰلًا وَّسَعِيْرًا

"আমি (অকৃতজ্ঞ) কাফিরদের জন্য প্রস্তুত করে রেখেছি শেকল, বেড়ি আর জ্বলন্ত আগুন।"
(সুরা আল ইনসান -৪)
🛑
اِنَّ لَدَيْنَاۤ اَنْـكَا لًا وَّجَحِيْمًا

"আমার কাছে আছে শেকল আর দাউ দাউ করে জ্বলা আগুন,"
(সুরা আল -মুজাম্মিল -১২)

🛑

خُذُوْهُ فَغُلُّوْهُ

"(তখন নির্দেশ আসবে) ধর ওকে, ওর গলায় ফাঁস লাগিয়ে দাও,"
(সুরা আল হাক্বাহ -৩০)

🛑
ثُمَّ الْجَحِيْمَ صَلُّوْهُ

"তারপর ছুড়ে ফেল ওকে জাহান্নামে,"
(সুরা আল হাক্বাহ -৩১)

🛑

اِذَا زُلْزِلَتِ الْاَ رْضُ زِلْزَا لَهَا

"পৃথিবীকে যখন তার প্রচন্ড কম্পনে কাঁপিয়ে দেয়া হবে,"

وَاَ خْرَجَتِ الْاَ رْضُ اَثْقَا لَهَا

"পৃথিবী তার (ভেতরের যাবতীয়) বোঝা বাইরে নিক্ষেপ করবে,"

وَقَا لَ الْاِ نْسَا نُ مَا لَهَا

"এবং মানুষ বলবে ‘এর কী হয়েছে?’"

يَوْمَئِذٍ تُحَدِّثُ اَخْبَا رَهَا

"সে দিন পৃথিবী তার (নিজের উপর সংঘটিত) বৃত্তান্ত বর্ণনা করবে,"

بِاَ نَّ رَبَّكَ اَوْحٰى لَهَا

"কারণ তোমার প্রতিপালক তাকে আদেশ করবেন,"

يَوْمَئِذٍ يَّصْدُرُ النَّا سُ اَشْتَا تًا ۙ لِّيُرَوْا اَعْمَا لَهُمْ

"সেদিন মানুষ বের হবে ভিন্ন ভিন্ন দলে যাতে তাদেরকে তাদের কৃতকর্ম দেখানো যায়,"

فَمَنْ يَّعْمَلْ مِثْقَا لَ ذَرَّةٍ خَيْرًا يَّرَهٗ

"অতএব কেউ অণু পরিমাণও সৎ কাজ করলে সে তা দেখবে,"

وَمَنْ يَّعْمَلْ مِثْقَا لَ ذَرَّةٍ شَرًّا يَّرَهٗ

"আর কেউ অণু পরিমাণও অসৎ কাজ করলে সেও তা দেখবে।"
(সূরা যিলযাল,১-৮)

🛑দ্রষ্টব্যঃ - সব আয়াত পড়তে কষ্ট হলে আয়াত সংখ্যা কমিয়ে পড়ুন।

🛑রুকইয়াহ এপয়েন্টমেন্ট এর জন্য যোগাযোগ করুন


াহ_রুকইয়াহ_ও_হিজামা_সেন্টার
#রুকইয়াহ

What's app -01720033876
Call-01611282839

24/07/2025

🛑 বিয়ের বাধাঁ দুর করার কার্যকরী রুকইয়াহ চিকিৎসা 🛑

🔶 প্রথমে ১ ঘন্টা সময়ের জন্য নিরব এক জায়গা বসুন এবং আপনার পিঠ দেয়ালে হেলান দিন এবং পান করার পানি এবং গোসল দিতে পারেন সেই পরিমান পানি আপনার সামনে রাখুন পাশাপাশি অলিভ অয়েল রাখতে পারেন।

🔶দ্বিতীয়ত বিয়ের বাধা গুলি দূর হয়ে যায় সেই নিয়্যত করুন এবং আপনার পা প্রসারিত করুন এবং কোরআন এই আয়াতটি কমপক্ষে ১০ মিনিট তিলাওয়াত করুন-আয়াতটি তেলাওাত করার সময় আপনার হাত মুনাজাত এর মতো করে রাখুন -আয়াতি 10 মিনিট পাঠ করার শেষ হলে হাতের তালুতে ফু দিয়ে পুরো শরীর মাসেহ করুন এবং তেলে ফু দিন, পান করার পানিতে ফু দিন এবং গোসল এর পানিতে ফু দিন -তারপর পান করার পানিটা পান করে ফেলুন!

ربِّ لا تذرني فرداً وأنت خير الوارثين

হে আমার প্রতিপালক, আমাকে একা রেখো না, তুমিই সর্বোত্তম উত্তরাধিকারী।
(সুরা আম্বিয়া -৮৯)

🔶তৃতীয়ত পানি পান করার পর আপনি এই দুয়া গুলি 10 মিনিট তিলাওয়াত করুন -এবং নিয়্যত করুন হে আল্লাহ্ বিয়ের বাধা থেকে আমাকে মুক্তি দান করুন তারপর দুয়া গুলি পাঠ করতে থাকুন

⬅اللهم ابطل كل سحر عطل الزواج
হে আল্লাহ্ বিয়েতে বাধা সৃষ্টি করে এমন সকল যাদু ধংস করে দিন।

⬅اللهم أبطل سحر تعطيل الزواج
হে আল্লাহ্ বিয়েতে বাধা দেয় এমন সকল যাদু এবং যাদুর প্রভাব গুলি ধংস করে দিন।
⬅بأمر الله يذهب التعطيل عني الزواج تبطل الأسحار وتخرج العين والحسد
আল্লাহর নির্দেশে বিয়েতে বাধা সৃষ্টি করে এমন যাদু এবং বদ নজর ও হিংসার প্রভাব গুলি দুর হয়ে যাবে।

এই দুয়া গুলি ১০- মিনিট পাট করার সময় আপনার মধ্যে কিছু প্রতিক্রিয়া দেখা দিবে
যেমনঃ -

➡ আপনার বুকে টান টান ভাব বা শ্বাস কষ্ট
➡ পায়ে ব্যথা,হাটুতে ব্যথা বা মেরুদন্ডে ব্যথা
➡মাথাব্যথা

এইসব প্রতিক্রিয়া বা প্রভাব আপনার মধ্যে দেখা দিলে, যেখানে ইফেক্ট হচ্ছে বা ব্যথা হচ্ছে সেখানে আপনার ডান হাত দিয়ে ম্যাসাজ করুন এবং এই দুয়া গুলি আরও 10 মিনিট পড়ুন

⬅بسم الله يخرج كل شيء عطل الزواج من صدري
হে আল্লাহ্ আমার বুক থেকে বিবাহের পথে বাধা সৃষ্টিকারী এমন সবকিছু সরিয়ে দিন।

⬅ بسم الله تخرج كل عين عطلت الزواج وسكنت في صدري
হে আল্লাহ্ আমার হৃদয়ে মধ্য বিবাহে বাধাপ্রাপ্ত করার সকল নজরের প্রভাব দূর করে দিন।

⬅ بسم الله يبطل كل سحر عطل الزواج و صرف الخاطبين عني الزواج

হে আল্লাহ্ বিবাহে বাধা দেয় এবং আমাকে বিয়ে করতে বাধা দেয় এমন প্রতিটি যাদু -যসদুর প্রভাব ধংস করে দিন।

⬅ اللهم أخرج أثر الأسحار من رأسي

হে আল্লাহ্ আমার মাথা থেকে বিয়েতে বাধা সৃষ্টিকারী সকল যাদুর প্রভাব দূর করে দিন।

⬅اللهم أخرج كل عين شوهت جمال وجهي

হে আল্লাহ্ আমার মুখের সৌন্দর্য নষ্ট করে এমন প্রতিটি নজরের প্রভাব দূর করে দিন

⬅بسم الله يبطل سحر تشويه الجمال

হে আল্লাহ্! চেহারার সৌন্দর্য বিকৃত করার সকল যাদু ধংস করে দিন।

🛑 বিয়ে বাধা দুর করতে উপরে উল্লেখিত আয়াত এবং দুয়া প্রথম 30 মিনিট পাঠ করার পর আপনার হাতে সময় থাকছে আরও- 30 মিনিট এই বাকি 30 মিনিট আপনি এই আয়ায় এবং দুয়াগুলি পড়তে থাকুন -

🛑 নিয়্যত- হে আল্লাহ্ আমার বিয়েতে বাধাগ্রস্ত করে রাখার প্রতিটি যাদু এবং যাদুর গিট ও যাদুর প্রভাব এবং নজর হিংসার গিট এবং প্রভাব গুলি দুর করে দিন আমাকে সুস্থতা দান করুন।

وَلَا تَعْزِمُوْا عُقْدَةَ النِّکَاحِ

اَوۡ یَعۡفُوَا الَّذِیۡ بِیَدِهٖ عُقۡدَۃُ النِّکَاحِ
(সুরা বাকারা ২৩৫-২৩৭)

عُقۡدَۃُ النِّکَاحِ

আয়াতের এই অংশটি একাধিকবার পাঠ করুন।

⬅اللهم ابطل كل سحر عطل الزواج
হে আল্লাহ্ বিয়েতে বাধা সৃষ্টি করে এমন সকল যাদু ধংস করে দিন।

⬅اللهم أبطل سحر تعطيل الزواج
হে আল্লাহ্ বিয়েতে বাধা দেয় এমন সকল যাদু এবং যাদুর প্রভাব গুলি ধংস করে দিন।
بسم الله يخرج كل شيء عطل الزواج من صدري
হে আল্লাহ্ আমার বুক থেকে বিবাহের পথে বাধা সৃষ্টিকারী এমন সবকিছু সরিয়ে দিন।

⬅ بسم الله تخرج كل عين عطلت الزواج وسكنت في صدري
হে আল্লাহ্ আমার হৃদয়ে মধ্য বিবাহে বাধাপ্রাপ্ত করার সকল নজরের প্রভাব দূর করে দিন।

⬅ بسم الله يبطل كل سحر عطل الزواج و صرف الخاطبين عني الزواج

হে আল্লাহ্ বিবাহে বাধা দেয় এবং আমাকে বিয়ে করতে বাধা দেয় এমন প্রতিটি যাদু -যসদুর প্রভাব ধংস করে দিন।

⬅ اللهم أخرج أثر الأسحار من رأسي

হে আল্লাহ্ আমার মাথা থেকে বিয়েতে বাধা সৃষ্টিকারী সকল যাদুর প্রভাব দূর করে দিন।

⬅اللهم أخرج كل عين شوهت جمال وجهي

হে আল্লাহ্ আমার মুখের সৌন্দর্য নষ্ট করে এমন প্রতিটি নজরের প্রভাব দূর করে দিন

بسم الله يبطل سحر تشويه الجمال

হে আল্লাহ্! চেহারার সৌন্দর্য বিকৃত করার সকল যাদু ধংস করে দিন।

🛑 শেষের ত্রিশ মিনিট পড়ার সময় আপনার অনেকে রকমের প্রভাব সৃষ্টি হতে পারে আপনার শরীরের

যেমনঃ -
➡ আপনার শরীরের প্রচুর ঘাম অনুভব করবেন বা ঘাম ঝড়ছে।

➡ আপনার কান্না কান্না ভাব বা কাঁদতে শুরু করতে পারেন

➡ আপনার বমি হতে পারে -ইত্যাদি আরও নানান রকমের সিমটম দেখা দিবে।

এই সবকিছুই হবার কারণ হলো আপনি যে দির্ঘ এক ঘন্টা রুকইয়াহ করেছেন, আপনার উপর হতে যাদুর প্রভাব, নজরের প্রভাব এবং হিংসার প্রভাব দুর হবার রুকইয়াহ উপকারিতার প্রমাণ, ইনশাআল্লাহ আপনি সুস্থ হবেন এবং সফলকাম হবেন যদি নিয়মিত করে যেতে পারেন।

🛑 প্রয়োজন আপনি অডিও শুনতে পারেন কমেন্ট বক্সে লিংক পাবেন।

🛑 দ্রষ্টব্যঃ - প্রতিটি আয়াত দুয়া তিনবার করে পাঠ করবেন -পানিতে এবং তেলে ফু দিবেন -

সর্বশেষ আপনি পড়া পানি দিয়ে গোসল দিয়ে নিবেন এবং গোসল শেষে শরীরের ব্যথা থাকে পড়া তেল মালিশ করে দিবেন।

🛑রুকইয়াহ এপয়েন্টমেন্ট এর জন্য যোগাযোগ করুন


াহ_রুকইয়াহ_ও_হিজামা_সেন্টার
#রুকইয়াহ

What's app -01720033876
Call-01611282839

23/07/2025

আপনি দৈনিক 21 বার করে আপনার উপর করা যাদু নষ্টের নিয়্যতে পড়ুন -

اللهم ابطل كل سحر عقده النساء عقده الاقارب عقده الجيران عقده الرجال

অর্থঃ -হে আল্লাহ! নারী এবং পুরুষ দ্বারা, আত্মীয়স্বজন, প্রতিবেশী দ্বারা করা সমস্ত যাদু ধংস করে দিন।

20/07/2025

বাচ্চাদের বেশিরভাগ নজর লাগে মা এবং বাবার -

এক্ষেত্রে বাচ্চাদের যে সমস্যা গুলি দেখা দেয়

যেমন -
-খাবার খেতে চায়না
-রাগ দেখায় বেশী
-রাতে ঘুম থেকে জেগে উঠে এবং কান্না করতেই থাকে
-দিন দিন শরীর শুকিয়ে যাওয়া
-হঠাৎ পেট খারাপ হয়ে যাওয়া

যদি আপনার বাচ্চার এইসব সমস্যা দেখা দেয় তাহলে -মা এবং বাবার ওজুর পানি দিয়ে এক সপ্তাহ গোসল দেওয়াবেন -

ওজুর পানি -মাথায় ঢেলে দিবেন -
পরে অন্য পানি দিয়ে গোসল করিয়ে নিবেন।

পাশাপাশি এই দুয়া গুলি বাচ্চার মাথায় হাত রেখে আধাঘন্টা পড়বেন।

৫ বছরের উপর হলে বাচ্চাকে অডিও শুনতে দিতে পারেন -অডিও লিংক এবং দুয়া গুলি কমেন্ট বক্সে পাবেন।

এক সপ্তাহ করুন আপনার সন্তানের মধ্য অনেক পার্থক্য পাবেন।

19/07/2025

রিজিক বাধাগ্রস্ত যাদুর প্রধান কয়েকটি লক্ষন

(১) রাতে ঠিকমতো ঘুম না হওয়া।
(২)রাতে নির্দিষ্ট একটি সময়ে শরীরে ব্যথা সৃষ্টি হওয়া।
(২) কাজে যাওয়ার পুর্বে ঘুমের ভাব লেগে থাকা
(৩) হাতের বাহুতে -হাতের কব্জি এবং আঙ্গুলে ব্যথা করা।
(৪)পায়ের তালুতে খুচা লাগা, পায়ে টানটান ভাব, পা গরম হয়ে যাওয়া।
(৫)একাকী থাকা ভাল লাগা -ঘর থেকে বাহির হতে মনে না চাওয়া।
(৬) কাজে গেলে শরীর দুর্বল লাগা
(৭)কোন কারণ ছাড়া কাজ ছেড়ে দেওয়া বা কাজ চলে যাওয়া।

Address

Mirpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Raqi Abu Muntajir posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram