Pain Tune chiropractic & Osteopath centre -ব্যথার সেবা কেন্দ্র

  • Home
  • Bangladesh
  • Mirpur
  • Pain Tune chiropractic & Osteopath centre -ব্যথার সেবা কেন্দ্র

Pain Tune chiropractic & Osteopath centre -ব্যথার সেবা কেন্দ্র Pain Tune Chiropractic & Osteopath Centre – ব্যথার সেবা কেন্দ্র
আপনার মেরুদণ্ড, কোমর, ঘাড় ও জয়েন্টের ব্যথার আধুনিক ও যুগোপযোগী চিকিৎসা এখন হাতের কাছে।

welcome to Pain Tune Chiropractic & Osteopath Centre – ব্যথার সেবা কেন্দ্র 🌀
আপনার মেরুদণ্ড, কোমর, ঘাড় ও জয়েন্টের ব্যথার আধুনিক ও যুগোপযোগী চিকিৎসা এখন হাতের কাছে।

✅ Chiropractor ও Osteopath দ্বারা পরিচালিত
✅ ব্যথার কারণ নির্ণয় ও সুনির্দিষ্ট চিকিৎসা
✅ কোনো ওষুধ বা অপারেশন ছাড়াই নিরাপদ ও কার্যকর থেরাপি
✅ আমরা যত্নসহকারে সেবা প্রদান করে থাকি

📍 আমাদের ঠিকানা: [ডেলটা হাসপাতালের পেছনে,টোলারবাগ পানির ট্যাংকি ১ নং গেট , পাহাড়িকা ভিলা #২/৭/বি/১/এ,টোলারবাগ, মিরপুর-১ ঢাকা-১২১৬]
📞 যোগাযোগ: ০১৮০৫১২০৭৮৯
📅 অ্যাপয়েন্টমেন্ট নিতে ইনবক্স / কল করুন

18/09/2025

👠 অনেকেই ভাবেন high heel বা একেবারে flat shoe পরা স্টাইলিশ বা আরামদায়ক—কিন্তু এগুলো আমাদের পা, হাঁটু, কোমর এমনকি মেরুদণ্ডের জন্য ক্ষতিকর হতে পারে।

⚠️ High heel পায়ের অস্বাভাবিক চাপ সৃষ্টি করে, ফলে হাঁটু ও কোমরে ব্যথা বাড়ে।
⚠️ অন্যদিকে একেবারে flat shoe পায়ের arch support নষ্ট করে, যার কারণে heel pain, plantar fasciitis ও posture problem হতে পারে।

👉 তাই সবসময় মধ্যম হিল ও proper arch support যুক্ত comfortable shoe ব্যবহার করা জরুরি। এতে—
✅ পায়ের ব্যথা কমে
✅ Posture ঠিক থাকে
✅ মেরুদণ্ড ও জয়েন্ট সুরক্ষিত থাকে

📍 Pain Tune Chiropractic Centre – ব্যথার সেবা কেন্দ্র
Mirpur-1, Dhaka
📞 Contact: 01805-120789

16/09/2025

📌 Forward Head Posture আজকাল মোবাইল, ল্যাপটপ, দীর্ঘক্ষণ বসে কাজ করার কারণে অনেকেরই হয়। এতে ঘাড় সামনে চলে আসে, ফলে—
❌ ঘাড় ও কাঁধে ব্যথা
❌ মাথাব্যথা
❌ Posture imbalance

👉 এই ভিডিওতে দেখানো হয়েছে কিছু সহজ exercise, যেগুলো নিয়মিত করলে ঘাড়কে সঠিক অবস্থায় আনা, ব্যথা কমানো এবং posture ঠিক করা সম্ভব।

💡 নিয়মিত এই ব্যায়ামগুলো করলে:
✅ ঘাড় ও কাঁধের পেশি শক্তিশালী হয়
✅ মেরুদণ্ড সঠিক অবস্থায় থাকে
✅ ব্যথা ও চাপ কমে যায়

📍 Pain Tune Chiropractic Centre – ব্যথার সেবা কেন্দ্র
Mirpur-1, Dhaka
📞 Contact: 01805-120789

#

12/09/2025

আপনি কি জানেন,কায়রোপ্র্যাট্রিক এবং অস্টিওপ্যাথ থেরাপি কি ❓
আজকের ভিডিওতে আমি আলোচনা করেছি একটি Natural, Safe & Scientific থেরাপি – Chiropractic & Osteopathy।
👉 এই থেরাপি শরীরের Nervous System ও Blood Flow কে ঠিক রেখে ব্যথার মূল কারণ দূর করতে সাহায্য করে।
যারা দীর্ঘদিন ধরে Chronic Pain-এ ভুগছেন, তাদের জন্য এটা হতে পারে নতুন আশার আলো। ✨

ভিডিওটি অবশ্যই দেখুন, শেয়ার করুন এবং আপনার মতামত কমেন্টে জানান।



08/09/2025

সোল্ডার স্টিফনেস , ব্যথা, ক্লিক সাউন্ড যাদের হয় তাদের জন্য ৩টি সহজ ব্যায়াম

04/09/2025

Upper Cervical Toggle Recoil Adjustment হলো chiropractic care–এর একটি অত্যন্ত সুনির্দিষ্ট ও কোমল টেকনিক।
👉 এটি মূলত ঘাড়ের উপরিভাগ (C1–Atlas ও C2–Axis) এ করা হয়। খুব দ্রুত ও হালকা একটি সুনির্দিষ্ট স্পর্শ (toggle recoil) এর মাধ্যমে স্নায়ুর চাপ ও joint misalignment ঠিক করা হয়।

এই টেকনিকের উপকারিতা:
✅ মাথা ও ঘাড়ের ব্যথা কমায়
✅ Migraine ও Vertigo–তে সহায়তা করে
✅ Posture imbalance ঠিক করতে সাহায্য করে
✅ Nerve function restore করতে সাহায্য করে

🔹 এটা সম্পূর্ণ safe, painless এবং drug-free care, যা শরীরকে নিজে নিজে heal করতে সাহায্য করে।

📍 Pain Tune Chiropractic Centre – ব্যথার সেবা কেন্দ্র
Mirpur-1, Dhaka
📞 Contact: 01805-120789

অনেকেই ভাবে শুধু গোসল মানে শরীর পরিষ্কার করা, কিন্তু আসলে গোসল আমাদের শরীর ও মনের জন্য এক ধরণের থেরাপি।👉 গরম পানির গোসল ...
04/09/2025

অনেকেই ভাবে শুধু গোসল মানে শরীর পরিষ্কার করা, কিন্তু আসলে গোসল আমাদের শরীর ও মনের জন্য এক ধরণের থেরাপি।
👉 গরম পানির গোসল মাংসপেশী শিথিল করে, ঘুম ভালো আনে, স্ট্রেস কমায় এবং জয়েন্টের ব্যথা প্রশমিত করে।
👉 ঠান্ডা পানির গোসল শরীরকে শক্তি যোগায়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, টেস্টোস্টেরন লেভেল উন্নত করে এবং রক্ত সঞ্চালন বাড়িয়ে শরীরের পুনরুদ্ধারকে দ্রুত করে।

✅ তাই গরম আর ঠান্ডা পানির গোসল দুটোই ভিন্নভাবে উপকারী।
আপনি কোনটা বেশি পছন্দ করেন? 🔥 না ❄?

31/08/2025

আজকের ভিডিওতে আমরা একজন রোগীর এক্স-রে ও এমআরআই রিপোর্ট বিশ্লেষণ করছি। রোগীর ব্যথার আসল কারণ কোথায় লুকিয়ে আছে, সেটি বোঝার জন্য ইমেজিং খুবই গুরুত্বপূর্ণ।
👉 আমরা প্রতিটি কেসে এক্স-রে/এমআরআই দেখে ব্যথার উৎস চিহ্নিত করি, তারপর কাইরোপ্র্যাকটিক ও ম্যানুয়াল থেরাপির মাধ্যমে চিকিৎসা শুরু করি।
👉 এতে রোগী পান ওষুধ ও অস্ত্রোপচার ছাড়া নিরাপদ ও কার্যকর সমাধান।

📍 Pain Tune Chiropractic & Osteopath Centre
📞 যোগাযোগ: 01805-120789 | মিরপুর-১, ঢাকা

30/08/2025

❌ আপনি কি কোল্ড ড্রিংক খাওয়ার শৌখিন?
তাহলে এখনই সাবধান হোন! 🥤

⛔ অতিরিক্ত কোল্ড ড্রিংক শরীরে শর্করা ও রাসায়নিকের মাত্রা বাড়িয়ে নানা ধরনের জটিল রোগের ঝুঁকি তৈরি করে।
🚫 দাঁতের ক্ষয়, স্থূলতা, ডায়াবেটিস, হার্টের সমস্যা – সব কিছুর পেছনে বড় ভূমিকা রাখে এই সফট ড্রিংক।
🔹 শরীর সুস্থ রাখতে প্রতিদিন পানি, ডাবের পানি, ফলের জুস কিংবা লেবু পানি বেছে নিন।

👉 আজই সিদ্ধান্ত নিন — স্বাস্থ্যের সাথে আপস নয়।
সতর্ক থাকুন, সুস্থ থাকুন। ❤️

#স্বাস্থ্যসচেতনতা #ফিটনেস #সুস্থজীবন

দীর্ঘসময় বসে থাকা, কম্পিউটার বা মোবাইল ব্যবহারে আমরা অনেকেই অজান্তে ভুল ভঙ্গিতে বসে থাকি। আর এটাই হয়ে ওঠে কোমর ব্যথা, ঘা...
30/08/2025

দীর্ঘসময় বসে থাকা, কম্পিউটার বা মোবাইল ব্যবহারে আমরা অনেকেই অজান্তে ভুল ভঙ্গিতে বসে থাকি। আর এটাই হয়ে ওঠে কোমর ব্যথা, ঘাড় ব্যথা ও মেরুদণ্ডের সমস্যার বড় কারণ।

💡 খুব সহজ ৪টি উপায় মেনে চললেই আপনি থাকতে পারবেন ব্যথামুক্ত ও সুস্থঃ
✅ সাপোর্ট নিয়ে পিঠ সোজা রাখুন
✅ প্রাকৃতিক বাঁক বজায় রেখে দাঁড়ান
✅ পা মেঝেতে সমানভাবে রাখুন
✅ বসে থাকার মাঝে মাঝে বিরতি নিন

👉 সচেতনতা আপনার হাতেই। আজ থেকেই ভঙ্গি ঠিক করুন, সুস্থ থাকুন।

📍 মিরপুর-১, ঢাকা
📞 01805120789

29/08/2025

আমাদের সেন্টারে একজন রোগী এসেছিলেন যিনি দীর্ঘদিন ধরে কাঁধের অস্বাভাবিক নড়াচড়া (shoulder up-down) এবং পিঠের ব্যথায় (back pain) ভুগছিলেন।
🔎 মূল্যায়ন করার পর বোঝা গেল সমস্যাটি মূলত ভুল ভঙ্গি ও মেরুদণ্ডের অমিল থেকে তৈরি হয়েছে।

✅ থেরাপির মাধ্যমে আমরা ধীরে ধীরে তাঁর কাঁধের মুভমেন্ট ও ব্যাকপেইন কমানোর জন্য সেশন শুরু করেছি।
📌 নিয়মিত সঠিক থেরাপি ও সচেতন জীবনযাপনই পারে এই ধরনের সমস্যা থেকে মুক্তি দিতে।

আপনিও যদি একই সমস্যায় ভুগে থাকেন—আজই যোগাযোগ করুন।
📍 মিরপুর ১, ঢাকা
📞 01805-120789

পেশীতে হঠাৎ খিঁচুনি (Muscle Cramps) অনেকের জন্যই বিরক্তিকর একটি সমস্যা। এর মূল কারণ হতে পারে— আসীন জীবনধারা, ডিহাইড্রেশন...
28/08/2025

পেশীতে হঠাৎ খিঁচুনি (Muscle Cramps) অনেকের জন্যই বিরক্তিকর একটি সমস্যা। এর মূল কারণ হতে পারে— আসীন জীবনধারা, ডিহাইড্রেশন, ইলেক্ট্রোলাইট ভারসাম্যহীনতা, পেশী ক্লান্তি, অপর্যাপ্ত স্ট্রেচিং, নার্ভ কমপ্রেশন কিংবা রক্ত সঞ্চালনের সমস্যা।
👉 তাই প্রতিদিন পর্যাপ্ত পানি পান করুন, হালকা ব্যায়াম ও নিয়মিত স্ট্রেচিং করুন।
👉 যদি খিঁচুনির সমস্যা বারবার হয় বা দীর্ঘস্থায়ী হয়, তবে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া জরুরি।

আমাদের Pain Tune Chiropractic & Osteopath Centre-এ পেশী খিঁচুনি, ব্যথা ও নার্ভ-জনিত সমস্যার জন্য কার্যকর ম্যানুয়াল থেরাপি ও কাইরোপ্র্যাকটিক চিকিৎসা দেওয়া হয় – ওষুধ ও অস্ত্রোপচার ছাড়াই।

📍 ঠিকানা: মিরপুর-১, ঢাকা
📞 যোগাযোগ: 01805-120789


💪 শক্তিশালী মেরুদণ্ড মানেই শক্তিশালী জীবন!মেরুদণ্ড আমাদের শরীরের মূল ভরসা। সঠিক ভঙ্গি, নিয়মিত চর্চা আর সচেতনতা আপনাকে রা...
28/08/2025

💪 শক্তিশালী মেরুদণ্ড মানেই শক্তিশালী জীবন!
মেরুদণ্ড আমাদের শরীরের মূল ভরসা। সঠিক ভঙ্গি, নিয়মিত চর্চা আর সচেতনতা আপনাকে রাখতে পারে ব্যথামুক্ত ও প্রাণবন্ত।

✅ শারীরিকভাবে সক্রিয় থাকুন
✅ মূল পেশী শক্তিশালী করুন
✅ ভঙ্গি সম্পর্কে সচেতন থাকুন
✅ নিরাপদ উত্তোলন কৌশল অনুশীলন করুন
✅ অতিরিক্ত ওজন থেকে বিরত থাকুন
✅ নিয়মিত মেরুদণ্ডের চেক-আপ করুন

📌 আজই নিজের মেরুদণ্ডের যত্ন নিন – কারণ সুস্থ স্পাইন মানেই সুস্থ জীবন।
📍 মিরপুর ১, ঢাকা
📞 01805-120789

Address

Behind Delta Hospital, Tolarbagh Water Tank Gate No/1, Paharika Villa #2/7/B/1/A, Tolarbagh
Mirpur
1216

Opening Hours

Monday 11:00 - 21:00
Tuesday 11:00 - 21:00
Wednesday 11:00 - 21:00
Thursday 11:00 - 21:00
Friday 16:00 - 21:00
Saturday 11:00 - 21:00
Sunday 11:00 - 17:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Pain Tune chiropractic & Osteopath centre -ব্যথার সেবা কেন্দ্র posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram