 
                                                                                                    30/10/2024
                                            : জরায়ুমুখ ক্যানসারের (এইচপিভি) টিকার সঙ্গে বন্ধ্যাত্বের কোনো সম্পর্ক নেই বলে উল্লেখ করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর।
বুধবার (৩০ অক্টোবর) দুপুরে রাজধানীর মহাখালিতে স্বাস্থ্য অধিদপ্তর কনফারেন্স রুমে চলমান এইচপিভি টিকাদান ক্যাম্পেইন ২০২৪ নিয়ে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
ডা. মো. আবু জাফর বলেন, এইচপিভি টিকার সঙ্গে বন্ধ্যাত্বের কোনো সম্পর্ক নেই। এছাড়া টিকা কার্যক্রমের সঙ্গে ধর্মীয় অনুশাসনের কোনো নেতিবাচক সম্পর্ক নেই।
এ ধরনের গুজব এবং প্রোপাগান্ডার বিরুদ্ধে আমাদের সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতনভাবে এগিয়ে আসতে হবে।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন, গতকাল একটা কেন্দ্রে টিকা প্রদান কার্যক্রম চলাকালে হঠাৎ টিকা নেওয়ার পর দুজন ছাত্রী অসুস্থ হয়ে পড়ে এবং তাদের অসুস্থ হওয়া দেখে পরবর্তীতে আরও কয়েকজন ছাত্রী অসুস্থ হয়ে পড়লে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়।
বর্তমানে এদের সবাই সুস্থ হয়ে ছাড়পত্র নিয়ে হাসপাতাল ত্যাগ করেছেন। পাঁচজন ছাত্রী হাসপাতালে ভর্তি হলেও কোনো টিকা নেননি।
প্রাথমিকভাবে রোগটি ম্যাস সাইকোজেনিক ইলনেস ধারণা করা হচ্ছে। এছাড়া এ ঘটনা তদন্তে কমিটিও গঠন করা হয়েছে।
তিনি আরও জানান, সাধারণত যে কোসো টিকা দেওয়ার পর খুবই নগণ্য পরিমাণ টিকাগ্রহণকারীর শরীরে সাময়িক নেতিবাচক প্রতিক্রিয়া দেখা যায়, তখন টিকা গ্রহণকারী শুয়ে বিশ্রাম নিলে খুবই অল্পসময়ের ভেতর ভালো বোধ করে।
সংবাদ সম্মেলন থেকে জানানো হয়, সাধারণত যে কোনো টিকা দেওয়ার পর খুবই নগণ্য পরিমাণ টিকাগ্রহনকারীর শরীরে সাময়িক নেতিবাচক প্রতিক্রিয়া দেখা যায়। তখন টিকা গ্রহণকারী শুয়ে বিশ্রাম নিলে অল্প সময়ের ভেতর ভালো বোধ করে। এ বছর এইচপিভি টিকাদানের টার্গেট ৬২ লাখ ১২ হাজার ৫৩২ জন। গত ২৯ অক্টোবর পর্যন্ত ১৮ লাখ ১৭ হাজার ৩২৬ জনকে টিকা প্রদান সম্পন্ন হয়েছে। যা লক্ষ্যমাত্রার ৩১ শতাংশ। 
                                        
ঢাকা: জরায়ুমুখ ক্যানসারের (এইচপিভি) টিকার সঙ্গে বন্ধ্যাত্বের কোনো সম্পর্ক নেই বলে উল্লেখ করেছেন স্বাস্থ্য অধিদপ....
 
                                                                                                     
                                                                                                     
                                                                                                     
                                                                                                     
                                                                                                     
                                                                                                     
                                         
   
   
   
   
     
   
   
  