BD Homoeo Research Council

BD Homoeo Research Council Let's care of our Health

01/02/2025

০১-ফাতিহা) : বিষয়বস্তু :

আসলে এ সূরাটি হচ্ছে একটি দোয়া। যে কোন ব্যক্তি এ গ্রন্থটি পড়তে শুরু করলে আল্লাহ প্রথমে তাকে এ দোয়াটি শিখিয়ে দেন। গ্রন্থের শুরুতে এর স্থান দেয়ার অর্থই হচ্ছে এই যে, যদি যথার্থই এ গ্রন্থ থেকে তুমি লাভবান হতে চাও, তাহলে নিখিল বিশ্ব-জাহানের মালিক আল্লাহর কাছে দোয়া এবং সাহায্য প্রার্থনা করো।

মানুষের মনে যে বস্তুটির আকাংখা ও চাহিদা থাকে স্বভাবত মানুষ সেটিই চায় এবং সে জন্য দোয়া করে। আবার এমন অবস্থায় সে এই দোয়া করে যখন অনুভব করে যে, যে সত্তার কাছে সে দোয়া করছে তার আকাংখিত বস্তুটি তারই কাছে আছে। কাজেই কুরআনের শুরুতে এই দোয়ার শিক্ষা দিয়ে যেন মানুষকে জানিয়ে দেয়া হয়েছে, সত্য পথের সন্ধান লাভের জন্য এ গ্রন্থটি পড়, সত্য অনুসন্ধানের মানসিকতা নিয়ে এর পাতা ওলটাও এবং নিখিল বিশ্ব-জাহানের মালিক ও প্রভু আল্লাহ হচ্ছেন জ্ঞানের একমাত্র উৎস--- একথা জেনে নিয়ে একমাত্র তাঁর কাছেই পথনির্দেশনার আর্জি পেশ করেই এ গ্রন্থটি পাঠের সূচনা কর।

এ বিষয়টি অনুধাবন করার পর একথা সুস্পষ্ট হয়ে যায় যে, কুরআন ও সূরা ফাতিহার মধ্যকার আসল সম্পর্ক কোন বই ও তার ভূমিকার সম্পর্কের পর্যায়ভুক্ত নয়। বরং এ সম্পর্কটি দোয়া ও দোয়ার জবাবের পর্যায়ভুক্ত। সূরা ফাতিহা বান্দার পক্ষ থেকে একটি দোয়া। আর কুরআন তার জবাব আল্লাহর পক্ষ থেকে। বান্দা দোয়া করে, হে মহান প্রভু! আমাকে পথ দেখাও। জবাবে মহান প্রভু এই বলে সমগ্র কুরআন তার সামনে রেখে দেন ____ এই নাও সেই হিদায়াত ও পথের দিশা যে জন্য তুমি আমার কাছে আবেদন জানিয়েছ।

09/01/2025

゚viralvideo

23/12/2024

তীরের মত ছুটে মল নির্গমন।
পর্যায়ক্রমে চর্মরোগ ও উদরাময় বা কাশি।আকর্ষণবৎ বেদনা।
সঠিক ঔষধ ?

25/08/2024
25/08/2024

Big shout out to my newest top fans! 💎 AK Azad

Drop a comment to welcome them to our community, fans

12/10/2023
08/10/2023

BD Homoeo Research Council's broadcast

28/08/2023

আসুন জেনে নেয়া যাক কালো জিরার ঔষধি গুনগুলো -
১) কালো জিরার তেল মাথা ব্যাথা সারাতে দারুন উপকারী ।
কালো জিরার তেল কপালে মালিশ করলে এবং তিন দিন
খালি পেটে ১ চা চামচ তেল খেলে আরোগ্য লাভ করা যায় ।
২) চুল শ্যাম্পু করার পর শুকিয়ে নিন। এবার পুরো মাথায়
কালো জিরার তেল ভাল মতো লাগান । এক সপ্তাহ
নিয়মিত করলে চুল পড়া অনেক কমে যাবে।
৩) যাদের হাঁপানির সমস্যা আছে তারা বুকে ও পিঠে কালো
জিরার তেল মালিশ করতে পারেন,উপকার পাবেন।
৪) কালো জিরার তেল ও চূর্ণ ডায়াবেটিসের জন্য উপকারী।
নিয়মিত সেবনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে ।
৫) চা বা গরম পানির সাথে কালো জিরার তেল মিশিয়ে
পান
করলে হৃদরোগে যেমন উপকার পাওয়া যায় তেমনি শরীরের
বাড়তি মেদও কমে ।
৬) এক কাপ দুধ ও ১ চা চামচ কালো জিরা তেল একসাথে
মিশিয়ে দৈনিক পান করুন। পেটে গ্যাসের সমস্যা থাকলে
তা
কমে যাবে ।
৭) যাদের উচ্চ রক্তচাপ আছে তারা দৈনিক কোন না কোন
ভাবে কালো জিরা সেবনের চেষ্টা করুন, কারন কালো জিরা
রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। গরম ভাতের
সাথেও কালো জিরার ভর্তা খেতে পারেন ।
৮) জ্বর হলে সকাল-সন্ধায় লেবুর রসের সাথে কালো জিরার
তেল পান করুন । জ্বর দ্রুত সেরে যাবে ।
৯) হাঁটুর ব্যাথা সারাতে রোজ রাতে কালো জিরার তেল
হাঁটুতে মালিশ করুন ,হাঁটুর ব্যাথা কমে যাবে ।
১০) ছুলি বা শ্বেতী হলে আক্রান্ত স্থানে আপেলের টুকরো
দিয়ে ঘষে নিন,তারপর কালো জিরার তেল লাগান । এভাবে
১৫ দিন থেকে ১ মাস পর্যন্ত লাগান।
১১) কালো জিরা নারী ও পুরুষে উভয়ের যৌন ক্ষমতা
বাড়াতে সাহায্য করে । বিশেষ করে পুরুষদের জন্য খুব
উপকারি । নিয়মিত কালো জিরা সেবনে পুরুষত্ব হীনতা
থেকে মুক্তি পাওয়া যায় ।
১২) বাতের ব্যাথা সারাতে কালো জিরার তেল নিয়মিত
মালিশ করুন ।

Address

Mongla

Alerts

Be the first to know and let us send you an email when BD Homoeo Research Council posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to BD Homoeo Research Council:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram