
02/11/2022
হিজামা সহজ, নিরাপদ এবং খুবই কার্যকরী প্রাচীন চিকিৎসা পদ্ধতি। এটি একটি ওহী ভিত্তিক চিকিৎসা পদ্ধতিও। হিজামা অন্যতম একটি সুন্নাহ চিকিৎসা যা বিজ্ঞান সম্মত। যাতে মানুষের সকল প্রকার শারীরিক, মানসিক ও আধ্যাত্মিক সুস্থতা বিদ্যামান রয়েছে।
হিজামা শব্দটি আরবি ”আল-হাজম, থেকে এসেছে। যার অর্থ চোষা বা টেনে নেয়।যাকে বাংলায় শিঙ্গা এবং ইংরেজিতে Cupping Therapy ও বলা হয়। ইউনানী ও আয়ুর্বেদ চিকিৎসারও অন্তর্ভুক্ত। ইউনানীতে হাজামাৎ আর আয়ুর্বেদিকে রক্তমোক্ষণ নামে বেশ পরিচিত।
দেহের ত্বকের নির্দিষ্ট কোন অংশে সামান্য কেটে নেগেটিভ পেশার দিয়ে ছোট আকৃতির কাপের মাধ্যমে শরীরের নিস্তেজ - দূষিত রক্ত বা টক্সিন বের করা হয়। হিজামার মাধ্যমে শরীরে ছোট ছোট স্ক্র্যাচ করা হয় যেখানে হিজামা করানো হয় সেখানে, আর এই স্ক্র্যাচের মাধ্যমে শরীরে নাইট্রিক অক্সাইডের উৎপাদন বৃদ্ধি পায়। যার ফলে হিজামা বিভিন্ন রোগের জন্য সুন্নাহ ও উত্তম চিকিৎসা হিসেবে বিবেচিত। এতে শরীরের রক্ত প্রবাহ দ্রুততর হয়। পেশী, চামড়া, ত্বক ও শরীরের অভ্যন্তরীণ অঙ্গপ্রত্যঙ্গের কার্যকারিতা বৃদ্ধি পায়। ফলে শরীর সতেজ ও শক্তিশালী হয়
হিজামা শিডিউল নিতে ইনবক্সে যোগাযোগ করুন।