13/09/2025
"ঘোষনা - ঘোষনা"
সন্মানিত, আর এম ক্লিনিকের সেবা গ্রেহিতা যারা রয়েছেন ২০১৫ হতে ২০২৫ প্রতেকের কাছে আমি চিরজিবন কৃতজ্ঞ থাকবো। ৫ই আগস্ট সরকার পরিবর্তনের আগে ও পরে আমি আমার ক্লিনিক সেবা কার্যক্রম পরিচালনা করেছি আপনাদের অনেকের সহযোগিতা সহমর্মিতার ও আত্নবিশ্বাষের মধ্যে দিয়ে গত ১১ই এপ্রিল২০২৫তাং আমার অনুপস্থিতির সকল ষড়যন্ত্রের আয়োজন করে আমার দীর্ঘ ১০ বছরের বহু শ্রম ও দায়িত্বের সকল প্রচেস্টায় দিয়ে সেবা গ্রেহিতা অসুস্থ মানুষগুলোর আস্থা ভরসায় দিনেদিনে গড়ে ওঠা আর এম ক্লিনিক।ক্লিনিকের চিকিৎসার সকল সেটআপ যন্ত্রপাতি,স্টাফ, ফার্মেসি, সহ মেশিনারিজ সম্পুর্ন মালিকানা থাকলেও ব্যাবস্থাপনা পরিচালনা হতে আমার নামের স্থান পরিবর্তন হয়ে যায়।আমাকে দলিয় সাইনবোর্ডে নাম দেখিয়ে কেড়ে নেয়া হয় প্রতিষ্ঠানের উপার্জিত সকল আয়ের উৎস ও অর্থসমুহ এবং ১৩৭দিন যা অকল্পনিয় নির্মমতায় ঘেরা যা সম্পুর্ন বেআইনি ক্ষমতার অপব্যাবহারের আয়োজন মাত্র । মানব সেবা উত্তম ধর্ম হলে তাহার মানদন্ড সমাজে এভাবে রির্টান হবার কথা ছিলোনা। যাই হোক সময় ও শ্রোত কখনো স্থায়ি হয়না।। আমার কর্মই আমার সম্পদ বেচে থাকার অনুেপ্রেরনা উৎসাহ। মানুষ যতটুকু কেড়ে নেয় সৃস্টিকর্তা তার অধিক ফিরিয়ে দেন। পরিস্থিতি প্রতিকুলতা ও সময়ের অসহায়ত্ব নিয়ে সত্য ও ন্যায় বিচারের প্রত্যাশায় নিয়ে বেচে থাকার আগ্রহ নিয়ে ভালো আছি।।আলহামদুলিল্লা'হ আল্লাহ'ই একমাত্র উত্তম পরিকল্পনাকারি শুকরিয়া মহান রবের নিকট ।।
মেহেদী হাসান জিমি
মোরেলগঞ্জ উপজেলা বাগেরহাট।।