15/08/2024
(প্লিজ প্লিজ এড়িয়ে যাবেন না),,,
শেয়ার করুন আপনি রোগী হলে মতামত দিন যারা চিকিৎসা সেবা নিয়েছেন বিষয়টা শেয়ার করুন
আর এম ক্লিনিক ।
মেহেদী হাসান জিমি।( ব্যাবস্থাপনা ও পরিচালক) মোরেলগঞ্জ উপজেলা বাগেরহাট।
২০১৫ হতে আমার কর্মস্থলে বিভিন্ন শ্রেনী পেশার মানুষ দলমত ধর্ম বহুবর্নের উপজেলার বিভিন্ন প্রান্তের এবং প্বার্শবর্তী থানাগুলোর রোগাক্রান্ত ধনী গরিব অনেকেই চিকিৎসা নিয়েছেন। ভুলত্রুটি থাকবে আমিতো মানুষ তবুও চেস্টা করেছি দায়িত্ব নিয়ে কেহ জেনো প্রতারিত না হয় এটাই ছিলো আমার অনেক আগের নিজস্বতা।দিনেরাতে আগত রোগীদের চিকিৎসা সেবার মধ্যদিয়ে বিভিন্ন অপরেশন করেছি সন্তানসম্ভাবা মায়ের কোলো সন্তান আর মুখের কোনে একটু হাসিমুখের জন্য আমার পরিশ্রম ও চেস্টা ছিলো প্রতিনিয়ত। ভর্তি ছিলেন প্রায় ১০/ হাজার মানুষ (রেজিস্ট্রার হিঃ) তাদের সুস্থতার সকল দায়িত্বভার নিয়ে সকাল দিন রাত কর্মচেস্টা চলমান এবং সৃষ্টিকর্তার নিকট প্রত্যাশা ছিলো প্রতিদিন এভাবেই চলে আমার দৈনন্দিন। এগুলো পরিবারতন্ত্রিক আর বাবা বলতো সব সময় কর্ম আর ধর্ম প্রচার হবেই এভাবে চলছে আমার প্রাতিষ্ঠানিক প্রচার প্রচারনা ও কার্যক্রম। আপনি ও আপনার রোগীদের সেবাসুস্থতায় আমার ভুমিকা কি ছিল ???
আপনাদের মতামতঃ
মেহেদি হাসান জিমি
পরিচালক আর এম ক্লিনিক মোরেলগঞ্জ উপজেলা বাগেরহাট।