R M Adhunik Clinic & Diagnostic Centre Morrelganj.

R M Adhunik Clinic & Diagnostic Centre Morrelganj. একটি স্বাস্থ্য সেবা মূলক প্রতিষ্ঠান ? (পরিচালক) মেহেদী হাসান জিমি
+8801729-361128

বেচে থাকার আশ্রয়ে যদি প্রতরনা হয়। সেবার নাম হেল্প সেন্টার থাকলেও তৈরি হয়েছে ফাইল সেন্টার।এ মানষিকতা হতে দুরে রেখে নিজেকে...
20/02/2025

বেচে থাকার আশ্রয়ে যদি প্রতরনা হয়। সেবার নাম হেল্প সেন্টার থাকলেও তৈরি হয়েছে ফাইল সেন্টার।এ মানষিকতা হতে দুরে রেখে নিজেকে একজন রোগ আর রোগীর প্রয়োজন হতে হবে 👎👎 আল্লাহ আমাদের নিজেকে চেনা ও বুঝার মধ্য হেদায়েত দান করুন।
।((পরিচালক))
আর এম ক্লিনিক মোরেলগঞ্জ উপজেলা বাগেরহাট

11/01/2025

mh jimi

11/01/2025

একজন মহিলা গাইনি ডাঃ অবশ্যক আল্টাসনো ও সার্জারি অবিজ্ঞতা সম্পন্ন বেতন ও অন্যন্য সুবিধা আলোচনা সাপেক্ষে প্রতিদিন রোগী আউটডোর ১৫/২০ সার্জারি ৯৮৭/২০২৪ রেজিস্ট্রার। যোগাযোগঃ পরিচালক ০১৭২৯৩৬১১২৮

(প্লিজ প্লিজ এড়িয়ে যাবেন না),,, শেয়ার করুন আপনি রোগী হলে মতামত দিন যারা চিকিৎসা সেবা নিয়েছেন বিষয়টা শেয়ার করুনআর এম ক্লি...
15/08/2024

(প্লিজ প্লিজ এড়িয়ে যাবেন না),,,
শেয়ার করুন আপনি রোগী হলে মতামত দিন যারা চিকিৎসা সেবা নিয়েছেন বিষয়টা শেয়ার করুন
আর এম ক্লিনিক ।
মেহেদী হাসান জিমি।( ব্যাবস্থাপনা ও পরিচালক) মোরেলগঞ্জ উপজেলা বাগেরহাট।
২০১৫ হতে আমার কর্মস্থলে বিভিন্ন শ্রেনী পেশার মানুষ দলমত ধর্ম বহুবর্নের উপজেলার বিভিন্ন প্রান্তের এবং প্বার্শবর্তী থানাগুলোর রোগাক্রান্ত ধনী গরিব অনেকেই চিকিৎসা নিয়েছেন। ভুলত্রুটি থাকবে আমিতো মানুষ তবুও চেস্টা করেছি দায়িত্ব নিয়ে কেহ জেনো প্রতারিত না হয় এটাই ছিলো আমার অনেক আগের নিজস্বতা।দিনেরাতে আগত রোগীদের চিকিৎসা সেবার মধ্যদিয়ে বিভিন্ন অপরেশন করেছি সন্তানসম্ভাবা মায়ের কোলো সন্তান আর মুখের কোনে একটু হাসিমুখের জন্য আমার পরিশ্রম ও চেস্টা ছিলো প্রতিনিয়ত। ভর্তি ছিলেন প্রায় ১০/ হাজার মানুষ (রেজিস্ট্রার হিঃ) তাদের সুস্থতার সকল দায়িত্বভার নিয়ে সকাল দিন রাত কর্মচেস্টা চলমান এবং সৃষ্টিকর্তার নিকট প্রত্যাশা ছিলো প্রতিদিন এভাবেই চলে আমার দৈনন্দিন। এগুলো পরিবারতন্ত্রিক আর বাবা বলতো সব সময় কর্ম আর ধর্ম প্রচার হবেই এভাবে চলছে আমার প্রাতিষ্ঠানিক প্রচার প্রচারনা ও কার্যক্রম। আপনি ও আপনার রোগীদের সেবাসুস্থতায় আমার ভুমিকা কি ছিল ???
আপনাদের মতামতঃ
মেহেদি হাসান জিমি
পরিচালক আর এম ক্লিনিক মোরেলগঞ্জ উপজেলা বাগেরহাট।

15/05/2024

২জন জুনিয়ার সিস্টার নেওয়া হবে আর এম ক্লিনিক মোরেলগঞ্জ উপজেলা বাগেরহাট। 01729361128

15/05/2024

আপনি কি নার্সিং কাজে আগ্রহী। যোগাযোগ করুন আর এম ক্লিনিক মোরেলগঞ্জ উপজেলা বাগেরহাট। 01729361128

01/02/2024
আর এম ক্লিনিক, মোরেলগঞ্জ উপজেলা বাগেরহাট জেলা দির্ঘদিন ধরে মানবতার সেবক হয়ে  ডাঃ নজরুল ইসলাম ফারুকী নিয়মিত রোগী দেখেন এব...
01/02/2024

আর এম ক্লিনিক, মোরেলগঞ্জ উপজেলা বাগেরহাট জেলা দির্ঘদিন ধরে মানবতার সেবক হয়ে ডাঃ নজরুল ইসলাম ফারুকী নিয়মিত রোগী দেখেন এবং রোগীদের সুস্থতার পরামর্শ দেন ও এছাড়া জটিল ও পুরাতন রোগীর সার্জারীর মাধ্যমে সাস্থ্যসেবা দিয়ে থাকেন। আজকে ৫কেজির একটি টিউমার অপসারন করে সফল ও সাকসেস হন।আলহামদুলিল্লাহ শুকরিয়া মহান রবের নিকট । দোয়া করবেন মানবতার সেবার এভাবে যেন মানুষের সেবাসুস্থতায় পাশে থাকতে পারি এবং নিজগুনে মানবসেবা মুলক প্রতিষ্ঠানের দায়িত্ব অটুট থাকতে পারি।।
ধন্যবাদন্তে,
মেহেদী হাসান জিমি
(ব্যাবস্থাপনা ও পরিচালক) আর এম ক্লিনিক মোরেলগঞ্জ উপজেলা, বাগেরহাট।
যোগাযোগ ০১৭২৯৩৬১১২৮

13/10/2023

ক্লিনিক হাসপাতাল একধরনের হেল্প সেন্টার কিন্তু বর্তমানে ফাইল সেন্টারে পরিনিত হচ্ছে।।
দ্বায়ঃমালিক পরিচালক ও সাস্থ্য সেবকদের।।জিমি

26/07/2023

অর্থবিত্তে মানুষ হয় অমানুষ। লোভে পাপ আর শাস্তি হলো মৃত্যু। যারা অন্যের ভালো মেনেনিতে পারেনা তাদের আল্লাহ কখনোই ভালো রাখেনা। (ওয়াদা)

Address

90 Roshi Bus Stand
Morrelganj
9320

Alerts

Be the first to know and let us send you an email when R M Adhunik Clinic & Diagnostic Centre Morrelganj. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram