www.medicalinfobd.com একটি হেলথ সেক্টরের উপর ওয়েব পোর্টাল। চিকিৎসা ও স্বাস্থ্য সেবাকে সবশ্রেণীর মানুষের হাতের নাগালে পৌঁছে দেয়ার উদ্দেশ্য সামনে রেখে আমাদের এই উদ্যোগটি গ্রহণ করা। দেশে দেশে স্বাস্থ্যসেবাটি সাধারণ মানুষের নাগালের বাইরে। হাসপাতাল আছে তো ডাক্তার নেই, ডাক্তার আছেতো মেডিকেল ইক্যুইপমেন্ট নেই, ইক্যুইপমেন্ট থাকলেও পুরনো, নষ্ট অথবা আধুনিক নয়, নানা সমস্যায় জর্জরিত আমাদের স্বাস্থ্যসেবা খাতটি। এর সাথে যুক্ত হয়েছে ডাক্তার বা হাসপাতালের ম্যানেজমেন্ট, চমকপ্রদ বিজ্ঞাপন, দীর্ঘ ডাক্তারের প্যানেল, অত্যাধুনিক যন্ত্রপাতি, স্বাস্থ্যসম্মত পরিবেশ এসব চাকচিক্যময় বিজ্ঞাপন সাধারণ রোগীকে বিব্যতকর অবস্থায় পড়তে হয়। ডাক্তারদের সম্পর্কে সঠিক তথ্য, অতিরিক্ত কনসালটেন্সি ফি, ইচ্ছামতো যেখানে সেখানে ডায়াগনস্টিক টেস্ট রোগীদের নাভিষাষ উঠে। এছাড়াও জরুরি প্রয়োজনে রোগী বাহনের জন্য এ্যাম্বুলেন্স, মুমূর্ষাবস্থায় বিভিন্ন গ্র“পের রক্ত না পাওয়া, পেলেও সে রক্তের বিশুদ্ধতা কতটুকু, কিডনি, চোখ পেতে রোগীদের কতইনা বেগপেতে হয়। আর এসবকিছু একপ্ল্যাটফর্মে এনে দিতেই আমাদের এ প্রচেষ্টা।
www.medicalinfobd.com- more information better health এই শ্লোগন সামনে রেখে হাঁটি হাঁটি পা পা করে ্সামনের দিকে এগিয়ে চলছে। আধুনিক ও তথ্য প্রযুক্তির এ যুগে সর্বস্তরের মানুষের নিকট রোগের খুটিনাটি বিষয়, কারণ ও তার প্রতিকারের উপায় পৌঁছে দিতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। তথ্য প্রযুক্তির কল্যাণে যেমন বিশ্বপরিমন্ডলকে কম্পিউটর মাউসের টুকটাক শব্দের মধ্যে নিয়ন্ত্রন করছে তেমনি দিন গড়ার পাশাপাশি নিত্য নতুন রোগের প্রদুর্ভাব বিস্তার করছে খুব দ্রুততার সাথে। নিমেশেই যেন এক মহাদেশ থেকে অন্য মহাদেশে ছড়িয়ে পড়ছে এসব রোগ। আর এসব রোগের প্রতিকারে চিকিৎসা বিজ্ঞানিরা রীতিমতো হিমসিম খাচ্ছে। চিকিৎসা, স্বাস্থ্যসেবার সবধরণের তথ্য পৌঁছে দিতে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। এর মাধ্যমে যদি একটি রোগীও উপকৃত হয় সেটিই হবে আমাদের সামনে চলার পাথেও।
এখানে যেসব তথ্য আছেÑ
ডাক্তার, সরকারি-বেসরকারি হাসপাতাল, কমিউনিটি হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার, মেডিসিন, এনিমেল হেলথ, হেলথ এন্ড বিউটি, হোমিও, আয়ুর্বেদিক, ইউনানী, হারবাল চিকিৎসা, বিভিন্ন চিকিৎসা ও স্বাস্থ্য সংক্রান্ত বিশেষজ্ঞ ডাক্তারের উপদেশ ও পরামর্শ, বিভিন্ন রোগের কারণ, লক্ষণ ও প্রতিকারের উপায়, বিশেষজ্ঞ ডাক্তারের সাক্ষাৎকার, হেলথ সেক্টরের কর্পোরেট নিউজ, স্বাস্থ্য সংখ্যান্ত দেশী এবং বিদেশী নিউজ, এতদসংক্রান্ত সরকারের বিভিন্ন রুলস এবং পলেসি, স্টুডেন্টদের রিসোর্স, এডুকেশন, মেডিকেল ইক্যুইপমেন্ট, ডাক্তার-মেডিকেল ফাইন্যান্স, সারাদেশের বিভিন্ন মেডিকেল কলেজ, ফার্মাসিউটিক্যাল কোম্পানি, হাসপাতাল, ক্লিনিকের ফোন নম্বর এবং এ সেক্টরের চাকরি সংবাদ। এছাড়াও আছে বিভিন্ন দেশের ডাক্তার হাসপাতালের তথ্য। এখানে মেডিকেলের বিভিন্ন ক্যাটাগরির ১০জন বিশেষজ্ঞ ডাক্তার যারা সবসময় সবাইকে চিকিৎসা পরামর্শ প্রদান করছে।
রক্ত, চক্ষু ও কিডটি দানÑ
স্বাস্থ্যসেবাকে সহজ লভ্য করতে আমাদের আরেকটি অনুষদ হলো রক্ত, চক্ষু ও কিডনি দান। এখানে রক্ত, চক্ষু ও কিডনি দান করতে হলে প্রথমে আমাদের সদস্য হতে হবে। যাদের ছবি ও বায়োডাটা এই ওয়েব সাইটে প্রকাশ করা হবে। সদস্য হতে হলে তার কিছু শর্ত আছে যেমন- সুস্থ্য মস্তিস্কের অধিকারি হতে হবে, বয়স ১৫ থেকে ৫৫ মধ্যে হতে হবে। প্রতিটি সদস্যকে অবশ্যই প্রয়োজনে রক্তা প্রদান করতে হবে। সদস্যদের জন্য রয়েছে কিছু সুযোগ-সুবিধা যেমনÑ প্রতিটি সদস্যকে দেয়া হবে একটি আইডি কার্ড, যেটি প্রদর্শন করলে আমাদের নির্দিষ্ট হাসপাতাল বিশেষজ্ঞ ডাক্তারদের নিকট যথাক্রমে ১৫ শতাংশ ও ৪০ শতাংশ ফি মওকুফ পাবে এছাড়া কিছু ইউটিলিটি বিলও ফ্যাসালিটি পাবে।
ফোরাম
ডাক্তার ও মেডিকেল স্টুডেন্টদের নিয়ে গঠন করা হয়েছে আলাদা আলাদা ফোরাম। এরিয়া ও মেডিকেল কলেজ ভিত্তিক গঠিত এসব ফরামের সদস্যরা একটি নির্দিষ্ট বিষয়ের উপর ইন্টারনেটে সরাসরি আটিকেল সাবমিট মতামত প্রকাশ করতে পারবে এবং অন্যের আটিকেল দেখতে পারবে। আমাদের বিজ্ঞবিচারক দ্বারা নির্বাচিতএখানে বেস্ট রাইটআপকে আমরা ক্রেস্ট দিয়ে সম্মানিত করবো।