
22/05/2025
ডাক্তারের চেম্বারে বসে অপেক্ষা করা বিরক্তিকর। যে রোগীর অসুস্থতা যত বেশি, তার জন্য অপেক্ষা আরো কষ্টের হয়ে যায়।
তাই, আমার চেম্বারের জন্য রোগীর উপস্থিতির সময় নির্দিষ্ট করে দিয়ে সিরিয়াল ফিক্স করলাম। এখন থেকে রোগীরা তাদের জন্য নির্দিষ্ট সময়ের দশ মিনিট আগে এসে রিপোর্ট করবেন। উপস্থিতির সময়ের সর্বোচ্চ আধ ঘন্টার মধ্যে রোগী দেখে দেয়া হবে। দয়া করে সিরিয়াল মিস করবেন না। অন্য রোগীর সিরিয়ালের সময়ে উপস্থিত হলে অন্যের অপেক্ষার সময় বাড়বে। অন্যদের কষ্টের কারণ হবেন না।
রোগীর অসুস্থতা ভেদে একেক রোগীর জন্য একেক রকম সময় লাগে। তাই এই আধঘন্টা সময় নেয়া। মানবিক কারণে বিশেষ পরিস্থিতিতে এর ব্যতয় হতে পারে সেটা বিবেচনায় রাখতে হবে।
সিরিয়ালের জন্য www.gooddoktor.com এ সাইন আপ করে নিতে হবে। রোগীদের জন্য সাইন আপের লিংক
https://www.gooddoktor.com/auth/patient-signin
এক্ষেত্রে রোগীর ছবি ও মোবাইল নাম্বার ব্যবহার করা ভাল। একটি মোবাইল নাম্বার দিয়ে কেবল একজনই সাইন আপ করতে পারবেন। সাইন আপের পর ওই মোবাইল নাম্বার ব্যবহার করে লগ ইন করে সিরিয়াল দিতে পারবেন এই লিংকে
https://www.gooddoktor.com/doctors/A-48908
এখন থেকে সুস্থতার জন্য যাত্রা হোক স্বস্তির।
GoodDoctor is a network of highly skilled, knowledgeable, and motivated Bangladeshi doctors, who want to bring a positive change in health care service of the country through patient centered service.