29/06/2025
https://www.facebook.com/100071045442212/posts/750803030631205/
#ভর্তি_চলছে ...! #ভর্তি_চলছে ...! #ভর্তি_চলছে ...!
০৩/০৬ মাস মেয়াদী #কেয়ারগিভিং ও ০২ বছর মেয়াদী #কমিউনিটি_প্যারামেডিক কোর্সে ভর্তি চলছে।
✅ প্রশিক্ষণ নিয়ে স্বাস্থ্যসেবায় ক্যারিয়ার গড়ার সুবর্ণ সুযোগ।
✅ সর্বোচ্চ কম খরচে কোর্স করার সুযোগ।
✅ স্বনির্ভর হওয়ার নিশ্চয়তা নিয়ে বিদেশে বা দেশেই আপনার ভবিষ্যৎ ক্যারিয়ার গড়ে তুলতে ভর্তি হয়ে যান এ ২টি কোর্সে।
✅ কোর্স শেষে বাংলাদেশ ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন থেকে কেয়ারগিভার সার্টিফিকেট এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল থেকে কমিউনিটি প্যারামেডিক সার্টিফিকেট দেয়া হবে যা বিশ্বের সকল দেশে স্বীকৃত ।
✅ চাকুরিজীবিদের জন্য অনিয়মিত ক্লাসের ব্যবস্থা।
✅ প্রেসক্রিপশন করার সুযোগ।
✅ ভিজিট নিয়ে রোগী দেখার অনুমতি।
✅ গভঃ রেজিষ্ট্রেশন নাম্বার।
✅ প্যারামেডিক চেম্বার এবং ফার্মেসী করার সুযোগ।
✅ ভর্তির যোগ্যতাঃ- যেকোন সালে এস.এস.সি/সমমান পাস। (বয়সের কোন সময়সীমা নেই।)
👤ভর্তি বিষয়ে যেকোন তথ্য ও পরামর্শ এর জন্য যোগাযোগ করুনঃ
প্রিন্স নার্সিং কলেজ
তালবাগ, থানারোড, সাভার, ঢাকা।
ফোন : 01724-632416, 01990-033716
#ভর্তি_চলছে #কেয়ারগিভিং #কমিউনিটি_প্যারামেডিক