Best Pawer

Best Pawer Raw Organic Young Pawer All Kinds Of Organic Relief Product Supplying Company In The Bangladesh.

30/01/2023

#এক্সিলেন্ট_পাওয়ার_সোর্স_কিং
।। কার্যকারিতা ।।
১. জিনসেং সরাসরি দেহে নাইট্রিক অক্সাইডের পরিমান বাড়িয়ে লিংগোথানে সহায়তা করে।
২. প্রোস্টেট ক্যান্সার প্রতিরোধ,রক্ত পরিষ্কার করে স্ট্রোকের ঝুঁকি কমায়
৩.বীর্যস্থলনের সময়কাল কার্যকরী ও পার্শ্ব প্রতিক্রিয়াহীন ভাবে বাড়ায়।
৪.রোগ প্রতিরোধকারী কোষগুলোর কার্যক্ষমতা বৃদ্ধি করে।
৫.পুরুষ মহিলাদের হরমোন বৃদ্ধি করে, রোগ প্রতিরোধ করে।
৬.ভিটামিন A.B.C.E. K.4 ক্যালসিয়াম, পটাশিয়াম, ফসফরাস,আয়রন বৃদ্ধি করে।
৭.লিগনানের মাধ্যমে হৃদরোগের ঝুকি কমায়।
৮.মেয়েদের মাসিকের পূর্বে এবং চলাকালীন অবস্থায় ব্যাথা দূর করে।
৯.Testosterone লেভেল বৃদ্ধি করে ডায়াবেটিকস রোগীদের ক্ষেত্রেও যৈানশক্তি বাড়ায়।
১০.শুক্রানু বৃদ্ধি করে এবং বন্ধান্ত দূরীকরনে সহায়তা করে।
এক্সিলেন্ট পাওয়ার সোর্স প্লাস কিং ...
পুরুষের হরমোন ও শক্তি বৃদ্ধির গোপণ রহস্য ...
কার্যকারিতা :
সাধারণ বলকারক, শক্তি বর্ধক, মহিলা ও পুরুষের হরমোন ব্যালেন্স ফিরিয়ে আনে, শুক্রাণু বৃদ্ধি করে এবং বন্ধ্যাত্ব দূরীকরণে সহায়তা করে। দাম্পত্য জীবনকে আনন্দদায়ক করে।
উপকরণ :
কোরিয়ান রেড জিনসং, ওট, মাশরুম, দামীয়ানা, অশ্বগন্ধা, সয়া প্রোটিন, আলফালফা পাতা, ট্রিবুলাস ও ক্রোকাস সেট।
সেবন বিধি :
সকালে নাস্তার পর ১/২ থেকে ১ চা চামচ পাউডার ১ গ্লাস বিশুদ্ধ পানিতে মিশিয়ে সেব্য। রাতে খাবার পর ১ গ্লাস হালকা গরম দুধ, চা / মধু অথবা পানির সাথে মিশিয়ে সেব্য।
সম্পূর্ন প্রাকৃতিক উপাদানে তৈরি। কোন পার্শ্বপ্রতিক্রিয়া নেই।
এক্সিলেন্ট পাওয়ার সোর্স কিং

যোগাযোগ -01867129678

আসল জিনসিং কিঅনলাইন ডেস্ক : যারা জিনসিং নিয়ে ভূল বুঝে জিনসিং নামের ক্যামিক্যাল খেয়ে জীবন কে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছেন জে...
29/06/2022

আসল জিনসিং কি
অনলাইন ডেস্ক : যারা জিনসিং নিয়ে ভূল বুঝে জিনসিং নামের ক্যামিক্যাল খেয়ে জীবন কে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছেন জেনে নিন আসল জিনসিং কি? জিনসিং/Ginsing ভাষানুযায়ী নামঃ- বাংলা-মানুষ মূল, আরবী-খি ইনসান, ফারসী- বিখ ইনসান, উর্দ্দু-বিখ আদমী, হিন্দি- মনুষ্যমূল ।

পরিচিতিঃ- জিনসিং বহুবর্ষতৃণাবৃত উদ্ভিদ,যার জীবনকাল ১০০ থেকে ২০০ বছর পযন্ত। গাছ ১ থেকে ২ ফুট উচু এবং কান্ডের শেষাংশে একটি গুচ্ছ থেকে পাঁচটি পাতা বের হয় যা হাতের আঙ্গুলের মত অসমান। পাতা গুলো লম্বাটে ডিম্বাকার এবং সূতীক্ষ্ণ ধার বিশিষ্ট । নিচের দুটি পাতা অন্যগুলো থেকে ছোট।

লম্বা বোটা বিশিষ্ট পাতাগুলো একটি বিন্দু থেকে বের হয়ে একই সমান্তরালে অবস্থান করে। পাতার কিনারা করাতের মত কাটা । পত্রগুচ্ছের কেন্দ্র হতে ১ থেকে ১.৫ ফুট লম্বা একটা পুষ্পদন্ড নির্গ্ত হয় । যার শীর্ষে্ শরৎকালে তাৎপর্য্হীন আকর্ষ্নীয় ছোট ছোট সবুজাভা বা সাদা লালাভ ছাতার মত ফুল হয় । ফল লাল বর্ণ্ বেশ রসাল হয় । ফলের ভেতর দু’তিনটা দানা থাকে । ফল গুলো র্মাবেলের মত পাতার ফাকে প্রথমেই চোখে পড়ে ।

মাটির নিচে মূলটি সিলিন্ডারের মত লম্বা ও মাংসল হয় । মূলের গায়ে আংটির মত গোল ভাঁজ হলুদাভাব হয়ে থাকে । মূলাগ্রে ২ থেকে ৪ টি শাখা –প্রশাখা বের হয় এবং কোন সময় ৬ টিও দেখা যায় । এগুলোর আবার সূক্ষ্ণ সূক্ষ্ণ ছোট মূল রোম থাকে ।মন্তর বৃদ্ধিই জিনসেং গাছের অন্যতম বৈশিষ্ট । দ্বীতীয় বছরে কেবলমাত্র বীজের অঙ্কুরোদগম ঘটে । বন্য জিনসেং ১০ থেকে ১১ বছর বয়সে প্রথমবারের মত ফুল দেয় । জিনসেং শিকড় ব্যবহার হয় । মূলের ওজন ১০ থেকে ৫০ গ্রাম পর্য্ন্ত হয় । তবে গাছের বয়স ৫০ থেকে ১০০ বছর হলে ৩০০ থেকে ৪০০ গ্রাম এমনকি ৬০০ গ্রাম পর্য্ন্ত ওজন হয় । চাষ করা জিনসেং ৬ থেকে ৮ বছরে সংগ্রহ করা যায় । মূলকে সংগ্রহ করে ৩০ মিনিট বাস্পে ধরে রেখে বা ৬০ সেন্টিগ্রেট তাপে শুকিয়ে নিতে হয় ।

প্রাপ্তি স্থান– চীন, আমেরিকা, কোরিয়া, রাশিয়া, সিঙ্গাপুর ও তিব্বত জিনসেং এর জন্মস্থান । বিখ্যাত চীনা দার্শনিক খৃষ্টপূর্ব্ ৫৫১ অব্দে জিনসেং সম্পর্কে উচ্চ ধারনা পোষন করেছেন । আমেরিকায় ১৭ শতক থেকে জিনসেং রপ্তানি করে আসছে । জিনসেং সাধারনত পাহাড়ের অনাবাদী বৃহদায়তনের পত্রের সরলবর্গীয় অরন্যঞ্চলে ভাল নিস্কাসনের ব্যবস্থা আছে এমন ঢালু জায়গায় ভাল জন্মে । মিযাজ – জিনসেং উষ্ণন ও শুস্ক প্রকৃতির ।

বর্ণ্– জিনসেং পাতা সবুজ, শিকড় লাল মিশ্রিত সাদা এবং রক্ত বিন্দুর মত দাগযুক্ত । স্বাদ– জিনসেং মিষ্টি স্বাদযুক্ত। গন্ধ– জিনসেং ফুল ও মূল মিষ্টি ও রুচিকর সুগন্ধযুক্ত । মাত্রা– জিনসেং প্রয়োজন মত । প্রতিক্রিয়া– উচ্চ রক্তচাপ, দুবর্ল্ হৃপিন্ড, আলসার ও অন্দ্রপ্রদাহের জন্য ক্ষতিকর । সংশোধন– শীতল প্রকৃতির দ্রব্য এর সংশোধক । বিশেষ ক্রিয়া– রোগ প্রতিরোধক এবং যৌবন পুনরুদ্ধারের জন্য জিনসেং বিশেষ কার্য্করী । উপকারিতা– বিখ ইনসান যৌনশক্তি বর্দ্ধক, রোগ প্রতিরোধক, বলকারক, আনন্দদায়ক এবং আয়ুবর্দ্ধক হজম কারক, বমন নাশক, কফ ও কাশ দূর কারক এবং নিম্নরক্তচাপে বিশেষ উপকারী ।

এছাড়া স্ত্রীলোকের সন্তান উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করে । স্বাস্থ্যবান লোকেরাও বার্ধ্ক্য রোধে এবং কামোদ্দীপনা বৃদ্ধির জন্য ব্যবহার করে থাকে । আধুনিক গবেষকদের মতে জিনসিং স্মৃতিশক্তি হীনতার অবসান ঘটিয়ে মানসিক চাপ ও অবাসাদ কমিয়ে দেহ ও মনকে উদ্দীপ্ত করে । সংক্রামক ব্যধির বিরুদ্ধে দৈহিক রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়ায়,মাথা ব্যথা ও যন্ত্রনা উপশম চায়ের মত ব্যবহার যোগ্য । জিনসেং ব্যবহারে পুর্ণ্ঃ যৌবন লাভ সম্ভব, বল কারক, উত্তেজক ও কামোদ্দীপক ।

হজম কারক, বমন নাশক, স্বর পরিস্কারক, কফ নাশক, রক্তচাপ বৃদ্ধি কারক এবং রক্তের কলেষ্টেরল কমাতে জিনসেং এর জুড়ি নাই । জিনসেং জীবদেহের রাসায়নিক রুপান্তরে সাহায্যে করে মহিলাদের ডিম্বাশয়ের কার্য্কারীতা বাড়ায় এবং সন্তান উৎপাদনের ক্ষমতা সৃষ্টি করে গর্ভ্শয়কে শুদ্ধ করে।

জৈব খাদ্য বা অর্গানিক ফুড হল সেই সব খাবার যা উৎপাদনে কোনো ধরনের রাসায়নিক সার, এন্টিবায়োটিক, হরমোন বা কীটনাশক ব্যবহার ক...
10/05/2022

জৈব খাদ্য বা অর্গানিক ফুড হল সেই সব খাবার যা উৎপাদনে কোনো ধরনের রাসায়নিক সার, এন্টিবায়োটিক, হরমোন বা কীটনাশক ব্যবহার করা হয় না। জৈব সার ব্যবহার করে প্রাকৃতিকভাবে উৎপাদিত খাদ্য হল জৈব খাদ্য।

Address

Muradpur
Muradpur

Alerts

Be the first to know and let us send you an email when Best Pawer posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram