Helth Coverage

Helth Coverage Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Helth Coverage, Medical and health, Jalal Plaza, Muradpur.

অফার 🤩অফার 🤩অফার 🤩বিশ্বের অন্যতম জনপ্রিয় প্র^ডাক্ট পাচ্ছেন হাতের কাছেই🤩সম্পূর্ণ প্র^কৃতিক  উপাদান এছাড়া সফলতার ছয় বছর ...
31/01/2023

অফার 🤩অফার 🤩অফার 🤩

বিশ্বের অন্যতম জনপ্রিয় প্র^ডাক্ট পাচ্ছেন হাতের কাছেই🤩
সম্পূর্ণ প্র^কৃতিক উপাদান

এছাড়া সফলতার ছয় বছর ফুর্তি উপলক্ষে পাচ্ছেন বিশেষ ডিসকাউন্ট 🎉

বিস্তারিত জানতে ও আপনার পছন্দের কো,র্স টি ওর্ডার করতে এখনই #সেন্ডমেসেজ অপশনে ক্লিক করুন অথবা সারাসরি #কল করুন নিচের হেল্পলাইন নাম্বারে 01614816123 📞

নিম একটি ওষধিগুণ সম্পন্ন, চির হরিত, বহু বর্ষজীবি বৃক্ষ। নিম গাছের ডাল, পাতা— সবই কাজে লাগে। যেমন, নিমের কাঠ খুব শক্ত। নি...
30/01/2023

নিম একটি ওষধিগুণ সম্পন্ন, চির হরিত, বহু বর্ষজীবি বৃক্ষ। নিম গাছের ডাল, পাতা— সবই কাজে লাগে। যেমন, নিমের কাঠ খুব শক্ত। নিম কাঠে উইপোকা বাসা বাঁধে না। ফলে নিম কাঠে কখনও ঘুণ ধরে না। শুধু উইপোকাই নয়, নিম গাছে কোনও পোকাই বাসা বাঁধে না। তাই নিম কাঠ দিয়ে আসবাবপত্রও তৈরি করা হয়। আসুন এ বার নিমের ১০টি আশ্চর্য ওষধিগুণ ও কার্যকারিতা সম্পর্কে জেনে নেওয়া যাক..

১) নিম তেলে প্রচুর পরিমাণে ভিটামিন-ই এবং ফ্যাটি অ্যাসিড থাকে যা আমাদের ত্বক এবং চুলের জন্য খুবই উপকারী।

২) নিমপাতা ব্যাকটেরিয়া ও ছত্রাক (ফাঙ্গাস) বিরোধী। তাই ব্যাকটেরিয়া বা ছত্রাকের আক্রমণের হাত থেকে ত্বককে সুরক্ষিত করতে নিমপাতা খুবই কার্যকরী! ব্রণর সমস্যা থেকে দ্রুত নিস্তার পেতে নিমপাতা বেটে লাগাতে পারেন।

৩) ত্বকের উজ্জলতা বাড়াতে নিয়মিত নিমপাতার সঙ্গে কাঁচা হলুদ ভাল করে বেটে মেখে দেখুন। খেয়াল রাখতে হবে, মিশ্রণে নিমপাতার চেয়ে হলুদের পরিমাণ যেন কম হবে। তবে হলুদ ব্যবহার করার পর কয়েক ঘণ্টা রোদ এড়িয়ে চলাই ভাল।

৪) দাঁতের জন্য নিমের ডাল খুবই উপকারী। মুখের দুর্গন্ধ দূর করতে আর দাঁতের ফাঁকে জীবাণু বা ব্যাকটেরিয়ার সংক্রমণ রোধ করতে নিম বেশ কার্যকরী।

৫) কেটে-ছড়ে গেলে বা পুড়ে গেলে ক্ষত স্থানে নিম পাতার রস ভেষজ ওষুধের মতো কাজ করে।

৬) নিম পাতা রোদে শুকিয়ে ভাল করে গুঁড়ো করে রেখে দিতে পারলে পরবর্তীকালে তা ফেস প্যাক হিসেবে ব্যবহার করা যেতে পারে।

৭) মাথার ত্বকের চুলকানির সমস্যায় নিমপাতার রস খুবই কার্যকরী একটি উপাদান। নিমপাতার রস মাথায় নিয়মিত লাগাতে পারলে এই চুলকানির সমস্যা কমে যায়। তাছাড়া নিমপাতার রসে চুলের গোড়া শক্ত হয়, চুলের শুষ্কতা বা রুক্ষ ভাব কমে যায় এবং নতুন চুল গজাতে শুরু করে।

৮) শুধুমাত্র চুলের নয় ত্বকের যে কোনও চুলকানির সমস্যায় নিমপাতা বেটে লাগাতে পারলে দ্রুত উপকার পাওয়া যায়।

৯) গায়ের দুর্গন্ধ বা ঘামের দুর্গন্ধ দূর করতে নিমপাতার রস খুবই কার্যকরী একটি উপাদান।

১০) নিয়মিত সামান্য পরিমাণে নিমপাতা খেতে পারলে কোষ্ঠকাঠিন্য-সহ নানা লিভারের সমস্যা দ্রুত নিয়ন্ত্রণে আসে। এরই সঙ্গে রক্ত পরিশুদ্ধ করতে এবং শরীর থেকে বিষাক্ত, ক্ষতিকর উপাদান বের করে শরীর সুস্থ-সতেজ ও রোগমুক্ত রাখতে নিমপাতার রস খুবই কার্যকরী।

আসসালামু আলাইকুম 🌹🌹আজ আমরা আলোচনা করবো পাকা পেপের উপকারীতা নিয়ে।জেকে সৈনিক যারা মেইনটেইন এ আছেন তারা মজা করে খেতে পারবেন...
30/01/2023

আসসালামু আলাইকুম 🌹🌹
আজ আমরা আলোচনা করবো পাকা পেপের উপকারীতা নিয়ে।জেকে সৈনিক যারা মেইনটেইন এ আছেন তারা মজা করে খেতে পারবেন 🌺🌺🌺

🌺পেঁপে খাওয়ার উপকারিতা.👉👉👉

🌺পাকা পেঁপে খেতে আমরা ভালোবাসি। যদিও অনেকে আবার পেঁপের গন্ধে নাক সিঁটকোন। কিন্তু জানেন কি পেঁপের কত গুণ। প্রায় সব গৃহস্থ ঘরেই পেঁপের গাছ থাকে। পেঁপে হজমে সহায়ক। সহজলভ্য ফল।
🌺সারাবছর পাওয়া যায় আর কাঁচা বা পাকা যে কোনও অবস্থাতেই খাওয়া যায়। কিন্তু জানেন কি পেঁপের মধ্যে খুব কম ক্যালোরি থাকে- যা ওজন কমাতে সাহায্য করে। পাকা পেঁপে যাঁদের পছন্দ নয় তারা কিন্তু কাঁচা পেঁপের স্যালাড খেতে পারেন।

🌺এছাড়াও পেঁপের মধ্যে থাকা ক্যারোটিন নানা উপকার করে। ১০০ গ্রাম পেঁপের মধ্যে ক্যালোরি থাকে ৪৩ গ্রাম। সুগার থাকে ৭.৮২ গ্রাম, কার্বোহাইড্রেট থাকে ১০.৮২ গ্রাম। প্রতিদিন একবাটি করে পাকা পেঁপে খেতে পারলে দৈনন্দিন ক্যালসিয়ামের চাহিদা অনেকটা মেট। এছাড়াও যাঁদের দুগ্ধ প্রোটিনে সমস্যা আছে তারাও নির্ভয়ে খেতে পারেন। খেয়াল করে দেখবেন, এসব কারণেই যেকোনও হাসপাতালে প্রাতরাশ হিসাবে রোগীদের একবাটি পাকা পেঁপে খেতে দেওয়া হয়।

🌺 ভিটামিন সমৃদ্ধ-আমাদের দেশে নানারকম ফল পাওয়া যায়, তার মধ্যে পেঁপে অন্যতম। পেঁপের রয়েছে নানা গুণ। যাদের পেটে গোলমাল দেখা দেয়, তারা পেঁপে খেতে পারেন। অন্যান্য ফলের তুলনায় পেঁপেতে ক্যারোটিন অনেক বেশি থাকে। কিন্তু ক্যালরির পরিমাণ বেশ কম থাকায় যারা মোটা হয়ে যাচ্ছেন বলে চিন্তা করছেন পেঁপে খেতে পারেন অনায়াসে। এই ফলে প্রচুর পরিমাণে ভিটামিন এ ও সি আছে।

🌺কাঁচা পেঁপের উপকারিতা-স্যালাডে যদি কাঁচা পেঁপে মেশানো হয় তাহলে এটা আরও উপকারী। কারণ পেঁপেতে থাকে প্রচুর পরিমাণ পেপসিন। এই পেপসিন হজমে সাহায্য করে। কাঁচা পেঁপেতে প্রচুর পরিমাণে প্যাপাইন নামক হজমকারী এনজাইম থাকে। যা অম্বল, কৃমি সংক্রমণ, আলসার, ত্বকে ঘা, কিডনি ও ক্যান্সার নিরাময়ে কাজ করে। পাকা পেঁপে ফল ও কাঁচা পেপে সবজি হিসেবে খাওয়া যায়। পেঁপে কাঁচা কী পাকা, দুটোতেই এর উপকারের মাত্রা সীমাহীন।

🌺পেপসিনের প্রভাব-কাঁচা পেঁপের খেলে লিভার সংক্রান্ত নানা সমস্যা দূর হয়। এর সঙ্গে খিদে বাড়ে। জন্ডিস হওয়ার সম্ভাবনা কমায়। অপরদিকে পেঁপের রসে এমন কিছু উপাদান আছে যা আমাশয়, অশ্ব, কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে সক্ষম। পেঁপে খেলে শরীর থেকে দূষিত বায়ু সহজেই বেরিয়ে যায়। কাঁচা পেঁপের তরকারি পথ্যের কাজ করে।

🌺পেট ফাঁপায় উপশম-কয়েক টুকরো পাকা পেঁপের সঙ্গে একটু নুন এবং একটু গোলমরিচের গুড়ো একসঙ্গে মিশিয়ে খেতে পারলে পেট ফাঁপার উপশম হয়।

🌺ত্বক ভালো রাখে-পেঁপে ভীষণ ভাবে ত্বকের জন্য ভালো। পেটে খাও বা মুখে লাগাও.. যে কোনও অবস্থাতে লাগালেই কাজে আসবে।

হেলথ কভারেজ থেকে সবার জন্য শুভকামনা🥰🥰

গাজর খাওয়ার ৭ টি উপকারীতা 🥕🥕১. গাজরে প্রচুর ভিটামিন সি থাকে, যা শরীরে কোলাজেন তৈরি হওয়া বৃদ্ধি করে। ফলে শরীরে কোথাও ক্ষত...
30/01/2023

গাজর খাওয়ার ৭ টি উপকারীতা 🥕🥕

১. গাজরে প্রচুর ভিটামিন সি থাকে, যা শরীরে কোলাজেন তৈরি হওয়া বৃদ্ধি করে। ফলে শরীরে কোথাও ক্ষত হলে তা দ্রুত ভালো হয়। এ ছাড়া গাজর শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।

২. গাজর আঁশে পরিপূর্ণ। গবেষণা অনুযায়ী, ডায়াবেটিসে আক্রান্তরা বেশি পরিমাণে ফাইবার খেলে গ্লুকজ মেটাবলিজম উন্নতি লাভ করে। তাই ডায়াবেটিসের রোগীদের গাজর খাওয়া আবশ্যক।

৩. গর্ভাবস্থায়ও খেতে পারেন গাজর। গর্ভাবস্থায় গাজরের রস পান খুবই উপকারী। এতে শরীরে ক্যালসিয়ামের অভাব হয় না। যেসব মা শিশুকে দুধপান করান, তাদের নিয়মিত গাজরের রস পান করা উচিত।

৪. গাজর হজম ক্ষমতা বাড়ায়। গাজর খেলে দীর্ঘস্থায়ী ডায়রিয়া, বদহজম ইত্যাদি নিরাময় হয়। লিভারের রোগে আক্রান্ত রোগীর গাজরের রস, গাজরের স্যুপ পান করলে উপকার হয়।

৫. গাজরের উপকারী উপাদানগুলো ফুসফুসের সংক্রমণ প্রতিরোধে অংশ নেয়। এ ছাড়া শ্বাসনালির প্রদাহ ভালো করে।

৬. গাজর দাঁতের সুরক্ষা দেয়। দাঁত পরিষ্কারক হিসেবে যেমন কাজ করে, তেমনি দাঁতের গোড়ায় ক্যালকুলাস বা পাথর জমতেও বাধা দেয়।

৭. গাজরে ক্যারোটিনয়েড রঞ্জক পদার্থ রয়েছে। এ উপাদানটি ত্বকের উজ্জ্বলতা বাড়ায়

 #বরই #পু‌ষ্টিগুণ_ও_উপকারিতাবরই‌য়ে  ভিটা‌মিন-এ,‌বি ও সি,পটা‌সিয়াম, ক‌্যাল‌সিয়াম,ম‌্যাগ‌নে‌সিয়াম,সো‌ডিয়াম, ফসফরাস,শর্করা...
30/01/2023

#বরই
#পু‌ষ্টিগুণ_ও_উপকারিতা

বরই‌য়ে ভিটা‌মিন-এ,‌বি ও সি,পটা‌সিয়াম,
ক‌্যাল‌সিয়াম,ম‌্যাগ‌নে‌সিয়াম,সো‌ডিয়াম, ফসফরাস,শর্করা, ম্যাঙ্গা‌নিজ,‌জিঙ্ক ও খাদ্য শ‌ক্তি আ‌ছে।

#উপকা‌রিতাঃ ** বরই‌য়ের রস এখন এন্টি ক্যান্সার ড্রাগ হিসা‌বে ব্যবহৃত হ‌চ্ছে।
** এই ফলে র‌য়ে‌ছে ক্যান্সা‌রের সেল,‌ টিউমার সেল ও লিউ‌কো‌মিয়ার বিরু‌দ্ধে লড়াই করার অসাধারন শ‌ক্তি।
** এতে বিদ্যমান পটা‌সিয়াম র‌ক্তে কো‌লে‌স্টে‌রো‌লের মাত্রা নিয়ন্ত্র‌নে রা‌খে। ** বরই উচ্চ রক্তচাপ রোগী‌দের জন্য খুব উপকারী।
** এই ফল ডায়া‌বে‌টিস রোগী‌দের বেশ উপকার ক‌রে।
** র‌ক্তের হিমো‌গ্লো‌বিন ভে‌ঙ্গে রক্ত শুন্যতা তৈরী‌তে বাধা দেয় বরই।
** রক্ত বিশুদ্ধকারক হিসা‌বে বর‌ইয়ের গুরত্ব অপ‌রিসীম।
** বরই মৌসুমী শ‌র্দি,কা‌শি,জ্ব‌রের বিরু‌‌দ্ধে কাজ ক‌রে।
** নিদ্রাহীনতা দুর ক‌রে বরই।
** আমা‌দের হজম শ‌ক্তি ও রু‌চি বৃ‌দ্ধি ক‌রে বরই।
** বরই যকৃ‌তের কর্মক্ষমতা বৃ‌দ্ধি ক‌রে ও যকৃ‌তের নানা রোগ সারা‌তে সাহায্য ক‌রে।
** এর ভিটা‌মিন-‌সি ঠো‌টের কো‌নের ঘা ও চামড়া উঠে যাওয়া রোধ ক‌রে।

আমের পুষ্টিগুন।মৌসুম আমের।চারিদিকে আমের মো মো গন্ধ। বাজারের ফলের দোকান গুলোতে এখন পাওয়া যাচ্ছে নানা জাতের আম। এমন সময় তো...
30/01/2023

আমের পুষ্টিগুন।
মৌসুম আমের।চারিদিকে আমের মো মো গন্ধ। বাজারের ফলের দোকান গুলোতে এখন পাওয়া যাচ্ছে নানা জাতের আম। এমন সময় তো আম খেতে মন চাবেই।

জুস থেকে শুরু করে আচার তৈরি করে খাওয়া যায়। সংরক্ষণ করে রাখা যায় বিভিন্ন উপায়ে। স্বাদ আর গন্ধেই নয়, আমে রয়েছে পুষ্টিগুণ ভরা। পাকা আমে রয়েছে প্রচুর পরিমান ভিটামিন ‘এ’। এছাড়াও শরীরের নানা উপকার করে থাকে যেমন; চোখের নানা রোগ, চুলপড়া, খসখসে চামড়া, হজমের ইত্যাদি সমস্যা দূর করে।
আমে আছে প্রচুর পরিমানে ভিটামিন ‘সি’ সেই সাথে আরো আছে ফাইবার যা সিরাম কোলেস্টরলের মাত্রা কমিয়ে দেয়, বিশেষ করে রক্তে উপস্থিত খারাপ কোলেস্টরল যেমন কম ঘনত্বের লাইপোপ্রটিন এর মাত্রা কমাতে সাহায্য।

ত্বকের যত্নেও অনেক উপকারি ভূমিকা পালন করে পাকা আম। ভেতর ও বাইরে থেকে উভয়ভাবেই ত্বককে সুন্দর রাখতে সাহায্য করে আম। ত্বকের লোমের গোড়া পরিষ্কার রাখতে সাহায্য করে আম, ফলে ব্রণের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়।

আমে রয়েছে টারটারিক এসিড, ম্যালিক এসিড ও সাইট্রিক এসিড যা শরীরে অ্যালকালাই বা ক্ষার ধরে রাখতে সহায়তা করে। প্রয়োজনীয় এনজাইম যা শরীরের প্রোটিন অণুগুলো ভেঙ্গে ফেলতে সাহায্য করে যা হজমশক্তি বৃদ্ধিতে সহায়তা করে।

আমের মধ্যে আছে অ্যান্টিঅক্সিডেন্ট যা কিনা ক্যান্সার প্রতিরোধে সহায়তা করে। স্তন, লিউকেমিয়া, কোলনসহ প্রোস্টেট ক্যান্সারকেও প্রতিরোধে সহায়তা করে আম।

আম স্বাদে ভরপুর তবে খাবার সময়ে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। ছোট বাচ্চাদের দিতে হবে পরিমিত পরিমানের। এছাড়াও ডায়বেটিকস রুগীদেরও বুঝেশুনে খেতে হবে।

আলহামদুলিল্লাহ আবারও ভালো রিভিউ পেলাম । আপনাদের সন্তুষ্টই আমাদের সফলতা ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য 🍀
30/01/2023

আলহামদুলিল্লাহ আবারও ভালো রিভিউ পেলাম ।

আপনাদের সন্তুষ্টই আমাদের সফলতা ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য 🍀

আমাদের সকল পণ্যের সাথে পাচ্ছেন রিপ্লেসমেন্ট গ্যারান্টি।
25/01/2023

আমাদের সকল পণ্যের সাথে পাচ্ছেন রিপ্লেসমেন্ট গ্যারান্টি।

আপনারা আমাদের সাথে আছেন বলেই 🤭আমরা ৭ বছর ধরে এগিয়ে যেতে পারছি,, ইনশাল্লাহ  সামনে ও পারবো,,,আলহামদুলিল্লাহ এরকম ভালো ভিডি...
20/01/2023

আপনারা আমাদের সাথে আছেন বলেই 🤭আমরা ৭ বছর ধরে এগিয়ে যেতে পারছি,, ইনশাল্লাহ সামনে ও পারবো,,,

আলহামদুলিল্লাহ এরকম ভালো ভিডিও দেওয়ার জন্য 🖤

রং চা শরীরের জন্য যত উপকারীতাদিনের শুরুতে কিংবা পড়ন্ত বিকালে এক কাপ ধোঁয়া উঠা চায়ের জুড়ি নেই। ক্লান্তি দূর করে কর্মব্যস্...
20/01/2023

রং চা শরীরের জন্য যত উপকারীতা
দিনের শুরুতে কিংবা পড়ন্ত বিকালে এক কাপ ধোঁয়া উঠা চায়ের জুড়ি নেই। ক্লান্তি দূর করে কর্মব্যস্ত জীবনে কর্মোদ্যম থাকতে এক কাপ চা অনেকের কাছেই বেশ পছন্দের।
কিন্তু শরীরের জন্য কোন চা ভালো তা অধিকাংশ মানুষই জানেন না।

গবেষণায় দেখা গেছে, চায়ে রয়েছে ফ্ল্যাভোনয়েড নামক অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীরের জন্য উপকারী।
এই ফ্ল্যাভোনয়েড বেশি পাওয়া যায় হালকা জাল এর রং চা-তেই। গবেষণায় আরও বলা হয়, রং চা রক্তনালীর প্রসারণ ঘটায় যা উচ্চরক্তচাপ ও হৃদরোগ নিয়ন্ত্রণে সহায়ক ভূমিকা পালন করে।

এছাড়া ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে রং চা উপকারী কারণ এটি কোষ থেকে সাধারণের তুলনায় প্রায় ১৫ গুণ বেশি ইনসুলিন নিঃসৃত করে এবং রক্তে গ্লুকোজের পরিমাণ নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে।

এছাড়া দুধ চা কিংবা অনেকক্ষণ জ্বাল দেওয়া চাপাতা থেকে ট্যানিন নিঃসৃত হয় যা ক্যানসারের অন্যতম উপাদান। তাই হালকা জ্বাল এর রং চা স্বাস্থ্যের জন্য উপকারী।

চিন্তার  আর কোনো কারণ নেই বাসায় বসে পেয়ে যাচ্ছেন আপনার পছন্দের প্রোডাক্টটি।আপনাদের সুবিধার্থে আমরা সারা বাংলাদেশে হোম ডে...
20/01/2023

চিন্তার আর কোনো কারণ নেই বাসায় বসে পেয়ে যাচ্ছেন আপনার পছন্দের প্রোডাক্টটি।আপনাদের সুবিধার্থে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি🥰

Address

Jalal Plaza
Muradpur
4000

Website

Alerts

Be the first to know and let us send you an email when Helth Coverage posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share