
31/01/2025
আলহামদুলিল্লাহ্। আল্লাহপাকের অশেষ রহমতে ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি (ও.এম.এফ.এস) সাবজেক্টে এফ.সি.পি.এস (পার্ট-১) পাশ করেছি।
আজকে আপনাদের সাথে আমার দুটো স্বপ্নের একটা শেয়ার করতে চাই।
আমি চাই দেশের প্রান্তিক মানুষদের জন্য ময়মনসিংহে একটা "ওরাল ক্যান্সার হাসপাতাল ও রিচার্স সেন্টার" করতে যেখানে গরিব ও অসহায় মানুষেরা খুবই নগন্য টাকায় ক্যান্সারের চিকিৎসা পাবে। আমি স্বপ্ন দেখি আমাদের হাসপাতাল বাংলাদেশের একমাত্র সরকারি ডেন্টাল কলেজ ঢাকা ডেন্টাল কলেজ, বাংলাদেশ ক্যান্সার হাসপাতাল এবং দেশ ও দেশের বাইরের ক্যান্সারের জায়ান্ট হাসপাতাল গুলোর সাথে কোলাবরেশনে কাজ করবে। এখানে দেশসেরা সার্জনরা ও দেশের বাইরের সেরা সার্জনদের টিম সার্জারি করবে এবং সাধারণ মানুষদের সেবা দিবে। এই হাসপাতাল হবে সম্পূর্ণ একটা দাতব্য প্রতিষ্ঠান।
ক্যান্সারের সাথে যুদ্ধ করতে করতে বহু পরিবারকে আমি পথে বসে যেতে দেখেছি । গ্রামের অসহায় মানুষগুলো তাদের ভিটা মাটি বিক্রি করেও হয়তো শেষ রক্ষা হয় না অনেকক্ষেত্রে । আবার মরনব্যাধি ক্যান্সার থেকে বেঁচে ফেরার গল্পও অনেক। কিন্তু ততদিনে তাদের সহায় সম্বল তলানিতে এসে পৌঁছে। তাদের কান্না আমার কানে বাজে। আমি তাদের জন্য স্বপ্ন দেখি, আমি তাদের জন্য স্বপ্ন বুনি।
আমার স্বপ্নের সারথি হিসাবে আমি পাশে চাই আমার ফ্যামিলি, আমার বন্ধুবান্ধব, আমার প্রিয় ব্যাচমেটদের, আমার ডাক্তার কলিগদের আর সর্বোপরি, সাধারণ মানুষদের যাদের জন্য আমি স্বপ্ন দেখি।
আপনাদের সকলের নিকট দোয়া প্রার্থী।
আল্লাহপাক আমার এবং সকলের মনের নেক আশা পূরণ করুন। আমিন
ডা: মো: তারেকুল ইসলাম
ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জন
BDS, FCPS (part-1)
PGT (O.M.F.S)