07/12/2022
কিছু কমন সমস্যাঃ-
১। রোগীর সাথে বেশি সৌজন্য বা ভালো ব্যবহার দেখালে বাকি চেয়ে বসে। (ফার্মেসীতে)
২। রোগীর সাথে খারাপ ব্যবহার করলেও আবার আসে না।
৩। শরীরের যেকোনো সমস্যা হলেই আগে বিপি চেক করতে আসে, এমনকি এমবিবিএস ডাক্তারের কাছে গিয়েও প্রথমেই বলে “ডাক্তার আগে প্রেসার মাপেন।” মানে রোগী নিজেই চিকিৎসক।
৪। এন্টিবায়োটিক প্রেসক্রিপশন করলে মন মত ১/২/৩ পিস নিয়ে খায় সুস্থ হলে আর নেয় না। (এন্টিবায়োটিক রেসিস্টেন্স হওয়ার জন্য এটি ৯০% দায়ি।)
৫। রোগ - ব্যাধি হলে এখন মানুষ একজন খেয়ে সুস্থ হইছে সেইটা শুনে সেও তার পরামর্শ নিয়ে ওইটা খায়, এতে রোগের ও রোগীর জটিলতা বাড়ে। রোগ হলে চিকিৎসকের নিকট পরামর্শ নেওয়া জরুরী, সেটা একটা নাপা খাওয়ার প্রয়োজন হলেও।
বাংলাদেশ ফার্মাসিস্ট পরিবার