বাংলাদেশ ফার্মাসিস্ট পরিবার,মৌচাক,কালিয়াকৈর, গাজীপুর

  • Home
  • Bangladesh
  • Mymensingh
  • বাংলাদেশ ফার্মাসিস্ট পরিবার,মৌচাক,কালিয়াকৈর, গাজীপুর

বাংলাদেশ ফার্মাসিস্ট পরিবার,মৌচাক,কালিয়াকৈর, গাজীপুর Supplier of world class medical surgery- diagnostic, Diabetic, instruments& Disposable item.

07/12/2022

কিছু কমন সমস্যাঃ-

১। রোগীর সাথে বেশি সৌজন্য বা ভালো ব্যবহার দেখালে বাকি চেয়ে বসে। (ফার্মেসীতে)
২। রোগীর সাথে খারাপ ব্যবহার করলেও আবার আসে না।
৩। শরীরের যেকোনো সমস্যা হলেই আগে বিপি চেক করতে আসে, এমনকি এমবিবিএস ডাক্তারের কাছে গিয়েও প্রথমেই বলে “ডাক্তার আগে প্রেসার মাপেন।” মানে রোগী নিজেই চিকিৎসক।
৪। এন্টিবায়োটিক প্রেসক্রিপশন করলে মন মত ১/২/৩ পিস নিয়ে খায় সুস্থ হলে আর নেয় না। (এন্টিবায়োটিক রেসিস্টেন্স হওয়ার জন্য এটি ৯০% দায়ি।)
৫। রোগ - ব্যাধি হলে এখন মানুষ একজন খেয়ে সুস্থ হইছে সেইটা শুনে সেও তার পরামর্শ নিয়ে ওইটা খায়, এতে রোগের ও রোগীর জটিলতা বাড়ে। রোগ হলে চিকিৎসকের নিকট পরামর্শ নেওয়া জরুরী, সেটা একটা নাপা খাওয়ার প্রয়োজন হলেও।
বাংলাদেশ ফার্মাসিস্ট পরিবার

27/08/2022

বাংলাদেশ ফার্মাসিস্ট পরিবার
পেটে ব্যাথা:
কি কি রোগের কারণে পেটের কোথায় কোথায় ব্যথা অনুভব হয় ::

1. Epigastrium (উপরে মাঝখানে)

১। বুকজালা/গ্যাস, (বদহজম)
২। পাকস্থলীর আলসার
৩। পিত্তপাথুরী, অগ্নাশয়ের প্রদাহ
৪। হার্নিয়া (এপিগ্যাস্ট্রিক)

2. Right hypochondrium (উপরে ডান পাশে)

১। পিত্তপাথুরী, পিত্তথলির প্রদাহ
২। পাকস্থলির আলসার
৩। অগ্নাশয়ের প্রদাহ

3. Left hypochondrium (উপরে বাম পাশে)

১। পাকস্থলীর আলসার (PUD),
২৷ ডিওডেনাল আলসার
৩৷ বাইলারি (পিত্ত সংক্রান্ত) কোলিক/ব্যাথা
৪৷ অগ্নাশয়ের প্রদাহ

4. Umbilicus (নাভির আশেপাশে)

১৷ অগ্নাশয় এর প্রদাহ্
২। একিউট এপেন্ডিসাইটিস
৩। পাকস্থলীর আলসার
৪। ডিওডেনাল আলসার
৫। অন্ত্রের প্রদাহ
৬। আম্বিলিকাল হার্নিয়া

5. Left lumbar (মাঝখানে বাম পাশে)

১। কিডনি পাথর
২। ডাইভারটিকুলার ডিজিজ
৩। কোষ্ঠকাঠিন্য
৪। ইনফ্লামেটরি বাওয়েল ডিজিজ

6. Right lumbar (মাঝখানে ডান পাশে)

১। কিডনি পাথর
২। প্রসাবে ইনফেকশন
৩। কোষ্ঠকাঠিন্য

7. Hypogastric region (নিচে মাঝখানে)

১। প্রসাবে ইনফেকশন
২। এপেন্ডিসাইটিস
৩। ডাইভারটিকুলার ডিজিজ ডিজিজ
৪। পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ (গাইনি)
৫। ইনফ্লামেটরি বাউয়েল ডিজিস

8. Right iliac (নিচে ডান পাশে)

১। এপেন্ডিসাইটিস
২। কোষ্ঠকাঠিন্য
৩। পেলভিক পেইন (গাইনি)
৪। হার্নিয়া (ইঙ্গুইনাল)
৫। গ্রয়েন (কুচকি) পেইন

9. Left iliac (নিচে বাম পাশে)

২। ডাইভারটিকুলার ডিজিজ
৩। পেলভিক পেইন (গাইনি)
৪। হার্নিয়া (ইঙ্গুইনাল)
৫। গ্রয়েন (কুচকি) পেইন

04/08/2022
02/08/2022

কেমিস্ট ভাইয়েরা, ঔষধের মূল্য চেক দিয়ে বিক্রি করবেন। কেননা ৫০+ ঔষধের মূল্য বাড়ানো হয়েছে।
বাংলাদেশ ফার্মাসিস্ট পরিবার

01/08/2022

১. আপনার সমস্ত শরীর ভীত যখন আপনি সকালে উঠে চিনি যুক্ত চা কফি পান করছেন।

২. আপনার কিডনি আতঙ্কিত যখন আপনি ২৪ ঘন্টায় ১০ গ্লাস পানি পান করতে ব্যর্থ হচ্ছেন।

৩. আপনার গলব্লাডার ভীত যখন আপনি রাত ১১টার মধ্যে ঘুমাতে এবং সূর্যোদয়ের সাথে সাথে বিছানা ছাড়তে ব্যর্থ হচ্ছেন।

৪. আপনার ক্ষুদ্রান্ত্র আতঙ্কিত যখন আপনি ঠান্ডা এবং বাসী খাবার খাচ্ছেন।

৫. বৃহদান্ত্র আতঙ্কিত যখন আপনি ভাজাপোড়া এবং ঝাল মশলাযুক্ত খাবার বেশি খাচ্ছেন।

৬. ফুসফুস তখন ভীত যখন আপনি ধোঁয়া, ধুলা এবং বিড়ি ও সিগারেটের বিষাক্ত আবহাওয়ায় থাকছেন।

৭. লিভার ভীত যখন আপনি অতিরিক্ত ভাজা, জাঙ্কফুড এবং ফাস্টফুড খাচ্ছেন।

৮. হৃদপিন্ড ভীত যখন আপনি বেশি লবন এবং কোলেস্টরলযুক্ত খাবার খাচ্ছেন।

৯. প্যানক্রিয়াস আতঙ্কিত যখন আপনি সহজলভ্য এবং সুস্বাদু বলে প্রচুর মিষ্টিজাত খাবার খাচ্ছেন।

১০. আপনার চোখ আতঙ্কিত যখন আপনি অন্ধকারে মোবাইলের আলো এবং কম্পিউটার স্ক্রীনের আলোয় কাজ করছেন।

এবং

১১. আপনার মস্তিষ্ক ভীত যখন আপনি নেতিবাচক চিন্তাকে প্রশ্রয় দেয়া শুরু করেছেন।

আপনার শরীরের অঙ্গ প্রতঙ্গসমূহের যত্ন নিন এবং তাদের আতঙ্কিত করবেন না।

এই সব অঙ্গপ্রত্যঙ্গ প্রচন্ড ব্যয়বহুল এবং বাজারে সহজে কিনতে পাওয়া যায় না। কোনোটা পাওয়া গেলেও আপনার শরীর সেটাকে সম্ভবত গ্রহণ করবে না। অতএব, নিজের অঙ্গ প্রত্যঙ্গসমূহকে সুস্থ রাখুন।

#সিদ্ধান্ত__আপনার ।
ধন্যবাদ ডাঃ জাহাঙ্গীর কবির..

যারা ফার্মাসিস্ট করতে চান।আমার সাথে যোগাযোগ করতে পারেন।
31/07/2022

যারা ফার্মাসিস্ট করতে চান।আমার সাথে যোগাযোগ করতে পারেন।

Address

Mouchak, Kaliakair, Gazipur
Mymensingh

Telephone

+8801717268925

Website

Alerts

Be the first to know and let us send you an email when বাংলাদেশ ফার্মাসিস্ট পরিবার,মৌচাক,কালিয়াকৈর, গাজীপুর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to বাংলাদেশ ফার্মাসিস্ট পরিবার,মৌচাক,কালিয়াকৈর, গাজীপুর:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram