18/10/2025
🛡️ ইন্সুরেন্স মানে কী?
ইন্সুরেন্স মানে হলো নিরাপত্তা।
আপনি আজ সুস্থ, ভালো আছেন — কিন্তু আগামীকাল কী হবে সেটা কেউ জানে না।
হঠাৎ দুর্ঘটনা, অসুখ, আগুন, মৃত্যু — এসব ঘটলে এক মুহূর্তে জীবন ও সম্পদ দুটোই বিপদে পড়ে।
সেই বিপদের সময় যে হাতটা পাশে থাকে, সেটাই হলো ইন্সুরেন্স।
🌾 মানুষ ইন্সুরেন্স না করলে কী হয়?
ধরুন, এক কৃষক সারাজীবনের সঞ্চয় দিয়ে চাষ করল।
একটা বন্যা এলো — সব নষ্ট। এখন কারো সাহায্য নেই।
যদি তার ফসল ইন্সুরেন্স করা থাকত, তাহলে কোম্পানি ক্ষতিপূরণ দিত।
তাহলে সে আবার চাষ করতে পারত, পরিবার বাঁচত, দেশও বাঁচত।
এভাবেই প্রতিদিন হাজারো মানুষ ক্ষতির মুখে পড়ে —
কারণ তারা আগে থেকে নিরাপত্তার চিন্তা করে না।
💰 দেশের ক্ষতি কোথায়?
যখন মানুষ ইন্সুরেন্স করে না —
তখন দুর্ঘটনা বা প্রাকৃতিক দুর্যোগে সরকারের ওপর বড় চাপ পড়ে।
সরকারকে টাকা দিতে হয়, যেটা দেশের উন্নয়ন কাজ থেকে কেটে নিতে হয়।
মানুষ ক্ষতিগ্রস্ত হলে দারিদ্র্য বেড়ে যায়, ব্যবসা বন্ধ হয়, চাকরি কমে।
দেশের অর্থনীতি দুর্বল হয়ে পড়ে।
অন্যদিকে যদি মানুষ ইন্সুরেন্স করে,
এই টাকাগুলো কোম্পানির মাধ্যমে আবার দেশের উন্নয়ন খাতে বিনিয়োগ হয় —
যেমন রাস্তাঘাট, বিদ্যুৎ, শিল্প, ব্যাংক প্রভৃতি।
🧍♂️ সাধারণ মানুষের জন্য লাভ কী?
ইন্সুরেন্স করলে আপনি শুধু নিজের জন্য না,
বরং পরিবার, সমাজ আর দেশের ভবিষ্যৎ নিরাপদ করেন।
অসুখ হলে চিকিৎসার টাকা পাবেন,
দুর্ঘটনা হলে ক্ষতিপূরণ পাবেন,
মৃত্যু হলে আপনার পরিবারের জীবন বাঁচবে,
আর সেই টাকায় দেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে।
🇧🇩 সংক্ষেপে বললে:
“ইন্সুরেন্স শুধু কাগজে-কলমে চুক্তি না,
এটা একধরনের বিশ্বাস ও নিরাপত্তার ঢাল –
যা আপনাকে, আপনার পরিবারকে, আর পুরো দেশকে রক্ষা করে।”
❤️গার্ডিয়ান লাইফ ইনসুরেন্স আছে আপনার পাশ,
বিশ্বস্ত, নিরাপদ ও নিশ্চয়তার আরেক নাম,গার্ডিয়ান লাইফ ইনসুরেন্স।বিজনেস পার্টনার,ব্র্যাক,স্কয়ার ও এপেক্স গ্রুপ।
গার্ডিয়ান লাইফ,
থাকবে ছায়া হয়ে।