বাংলাদেশ ফার্মাসিস্ট পরিবার,মৌচাক,কালিয়াকৈর, গাজীপুর

  • Home
  • Bangladesh
  • Mymensingh
  • বাংলাদেশ ফার্মাসিস্ট পরিবার,মৌচাক,কালিয়াকৈর, গাজীপুর

বাংলাদেশ ফার্মাসিস্ট পরিবার,মৌচাক,কালিয়াকৈর, গাজীপুর Supplier of world class medical surgery- diagnostic, Diabetic, instruments& Disposable item.

বীমা ক্ষতি কভার করে : জীবন অনিশ্চয়তায় ভরা, তাই যখন আরও খারাপ কিছু ঘটে, তখন বীমা আপনাকে ক্ষতির ধাক্কা থেকে রক্ষা করার জ...
25/11/2025

বীমা ক্ষতি কভার করে : জীবন অনিশ্চয়তায় ভরা, তাই যখন আরও খারাপ কিছু ঘটে, তখন বীমা আপনাকে ক্ষতির ধাক্কা থেকে রক্ষা করার জন্য ক্ষতি কভার করার জন্য এগিয়ে আসে।
বিমা নিয়ে আমাদের দেশে একধরনের নেতিবাচক ধারণা প্রচলিত আছে। প্রয়োজনের সময় বা মেয়াদান্তে টাকা ফেরত পাওয়া যাবে কিনা সে নিয়ে অনেকেই দুশ্চিন্তায় থাকেন। তবে শোনা কথায় বা প্রচারণায় প্রভাবিত না হয়ে, কয়েকটি বিষয় যাচাই-বাছাই করে সঠিক জীবন বিমা কোম্পানি বেছে নেওয়া উচিত। এতে যেমন আর্থিক সুরক্ষা নিশ্চিত হয়, তেমনই বিমার টাকা পাওয়া নিয়ে ভবিষ্যতে কোনো সমস্যায় পড়তে হয় না ইনশাআল্লাহ, গার্ডিয়ান লাইফ থাকবে আপনার পরিবারের ছায়া হয়ে।
হাসান উদ্দিন আহমেদ
ইউনিট ম্যানেজার
মৌচাক ব্রাঞ্চ, কালিয়াকৈর, গাজীপুর।
০১৭১৭২৬৮৯২৫(হোয়াটস্এ্যাপ)
০১৯১৯২৬৮৯২৫

23/11/2025

নতুন যারা বীমা পেশায় আসবেন কিংবা এসেছেন সবাইকে শুভেচ্ছা স্বাগতম! আপনাদের জন্য কিছু পরামর্শ। চেষ্টা করি ইউনিট ম্যানেজার হিসেবে আপনারা যারা আমার ফেসবুকে যুক্ত আছেন সবাইকে বীমা আইন সম্পর্কে, নীতিমালা সম্পর্কে কিংবা কিভাবে নিজেকে বীমা সেক্টরে তৈরি করবেন! সেটা নিয়ে বিস্তারিত অবগত করতে।

বীমা সেক্টরে নতুন জয়েনিং করার পর অনেকেই অর্জন নিয়ে পারফর্মেন্স নিয়ে আপনাকে ট্রেনিং করাবে! কিভাবে অর্জন করবেন, কিভাবে পারফর্মেন্স করবেন সবই সেই ট্রেনিংগুলোতে থাকে। তবে আপনি নিজেকে কিভাবে বীমা শিল্পের শিল্পী বানাবেন সে ব্যাপারগুলো কম থাকে! এসব টেকনিক ব্যক্তিগতভাবে শিখতে হয়, বুঝতে হয়। আসুন এসব বিষয় নিয়ে কিছু টিপস শিখি

প্রথমত বীমা পেশায় আসতে চাইলে আসতে হবে দীর্ঘদিন থাকার জন্য। আজ আসলাম কাল চলে গেলাম তাহলে বীমা সেক্টরে আসা উচিত না। দ্বিতীয়ত হচ্ছে দীর্ঘদিন থাকার জন্য আপনার ফেইসভেলু প্রয়োজন। যাদের মোটামুটি ফেইসভেলু আছে তাঁরা প্রথম থেকেই পারফর্ম নিয়ে আসে সঙ্গে করে। যাদের ফেইসভেলু কম তাঁদের অর্জন করে নিতে হয়! এখানেই মেইন পয়েন্ট!

এটার জন্য দীর্ঘ একটা প্রস্তুতি প্রয়োজন! অনেকে সেই প্রস্তুতি নিচ্ছে না কিংবা সময় দিতে চায় না। আমি পারছিনা, আমাকে দিয়ে হবেনা এমন সব অজুহাত দেখিয়ে ছেড়ে যায়, ঝরে যায়। আসল কথা হচ্ছে তাঁরা সময় দিয়ে অপেক্ষা করেনা! দ্রুত কিছু করে ফেলতে চায়,দ্রুত অর্জন করে ফেলতে যায়! এমন ভাবনার সঙ্গে যখন তালমিল খুঁজে পায়না তখনই সে বীমা সেক্টর ভালো না বলে চলে যায়

আমিও যখন বীমা পেশায় আসি তখন কি পেলাম কিংবা আমার বেতন কত সেটা নিয়ে একবারের জন্যেও চিন্তা করিনি। শুরু থেকে জানতাম এই সেক্টরে আগে আমার ফেইসভেলু বাড়াতে হবে, চারদিকে নিজেকে পরিচয় ঘটাতে হবে! আমি যে সততার সঙ্গে বীমা সেবা গ্রাহকদের দরজায় পৌঁছে দেবো সেটার আবাস মানুষের মনে দিয়ে দিতে হবে। প্রথম দিকে কাজের চেয়ে নিজের প্রচারে সময় দিয়েছি বেশি

এখন আশেপাশের কয়েকটি ইউনিয়নের মোটামুটি মানুষের কাছে ভালো একজন বীমা কর্মী হিসেবে পরিচিত হয়েছি। এজন্য অফিসে বসে থাকলেও অনেকে স্বেচ্ছায় বীমা করার জন্য আমার পরামর্শ নিতে আসেন। এটার জন্য প্রথম দিকের তিনটা বছর প্রচুর পরিশ্রম করে গিয়েছি। যার ফল এখন পাচ্ছি। আমি কখনো বেশি অর্জন, বেশি বেতন কিংবা পদোন্নতির চিন্তা করিনা। কেননা, আমার গ্রাহক সার্ভিস ভালো হলে একদিন এগুলো নিজে থেকেই কাছে আসবে

অনেক সহকর্মীকে দেখেছি তাদের পোশাক ঠিক করে নাই, কথাবার্তা ঠিকভাবে বলে নাই, গ্রাহকদের সার্ভিস ভালোভাবে দেইনি, নিজের পরিচয়পত্র শো করেন নাই, নিয়মিত অফিস করে নাই। এসব ঠিকভাবে না করার ফলে বিচ্যুতি হতে হয়েছে বীমা সেক্টর থেকে। এরা সবসময় চাইত হঠাৎ বড় কিছু হয়ে যাবে! এই সেক্টর হঠাৎ বড় কিছু পাওয়ার জায়গা না। এখানে দীর্ঘদিন সততার সঙ্গে লড়াই করে কিছু হাসিল করতে হয়

শেষের কথা হচ্ছে আমার কোম্পানির বড় অফিসার ফোন দিয়ে যদি বলে এই মুহূর্তে দেখা করেন! আর সেই মুহূর্তে যদি একজন গ্রাহক আমাকে ফোন করে একই টাইমে বলেন দেখা করতে! তখন আমি আমার গ্রাহকের সঙ্গেই আগে দেখা করবো। কেননা, অফিসার আসবে যাবে বদল হবে তবে গ্রাহক বদল হবেনা। সেই গ্রাহকদের চাওয়া পাওয়ার হান্ড্রেড পার্সেন্ট নিশ্চয়তা আমাকেই দিতে হবে। এভাবেই আছি, এভাবে আপনিও থাকুন.....
Hasan uddin ahamed
Unit Manager
Mouchak sales office
Guairdian Islami Life Insurance PLC

19/11/2025

বাংলাদেশে “ইন্স্যুরেন্স” নিয়ে মানুষের অবিশ্বাসের কারণ,
আর বর্তমান পরিবর্তিত অবস্থা – দুটোই অনেক গুরুত্বপূর্ণ বিষয়।
নিচে সহজভাবে বিশ্লেষণ করে দিলাম 👇

🧩 মানুষ আগে ইন্স্যুরেন্সে বিশ্বাস করত না — কেন?
১️⃣ অভিজ্ঞতার অভাব ও ভুল ধারণা
অনেকেই ভাবত—
> “ইন্স্যুরেন্স মানে টাকা দিলে পরে আর পাওয়া যায় না!”
এই ভুল ধারণা এসেছে কিছু দুর্নীতিগ্রস্ত বা অব্যবস্থাপনা করা কোম্পানি থেকে, যারা সময়মতো দাবি (claim) দেয়নি।
ফলে সাধারণ মানুষ ভেবেছে—সব ইন্স্যুরেন্স কোম্পানি একই রকম।

২️⃣ প্রতারক এজেন্ট ও ফেক অফিস
আগে অনেক তথাকথিত “এজেন্ট” ছিল যারা ঠিকভাবে কোম্পানির প্রতিনিধি ছিল না।
তারা কমিশনের লোভে মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দিত—
> “পাঁচ বছরেই দ্বিগুণ টাকা পাবেন!”
এই ধরণের প্রতারণা অনেকের মনে স্থায়ী নেতিবাচক ধারণা তৈরি করেছে।

৩️⃣ এনজিও ও ইন্স্যুরেন্সকে গুলিয়ে ফেলা
বাংলাদেশে অনেক এনজিও-ভিত্তিক সঞ্চয় প্রকল্প হঠাৎ বন্ধ হয়ে গেছে।
ফলে মানুষ ভেবেছে—“বীমাও হয়তো একই রকম, আজ আছে কাল নাই।”
কিন্তু বাস্তবে, ইন্সুরেন্সের আইন (Insurance Act 2010) অনুযায়ী,
> কোন বীমা কোম্পানি বন্ধ হলেও, গ্রাহকের পলিসি অন্য কোম্পানির মাধ্যমে রক্ষা করা হয়।

৪️⃣ ধর্মীয় ভুল ব্যাখ্যা
অনেকে মনে করত—ইন্স্যুরেন্স হারাম বা জুয়ার মতো কিছু।
কিন্তু বাস্তবে, ইসলামিক শারিয়াহ অনুযায়ী “তাকাফুল” বা “শরিয়াহভিত্তিক বীমা” একদম বৈধ ও ন্যায়সঙ্গত পদ্ধতি।
এখন Guairdian Life Insurance ltd.
কোম্পানি শরিয়াহভিত্তিক পলিসি দিচ্ছে।
এখনকার অবস্থা — অনেক কিছুই বদলে গেছে

✅ ১️⃣ আইন ও নিয়ন্ত্রণ শক্তিশালী
বাংলাদেশ ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট অ্যান্ড রেগুলেটরি অথরিটি (IDRA) এখন প্রতিটি কোম্পানিকে কঠোরভাবে তদারকি করে।
বিলম্বে দাবি পরিশোধ করলে কোম্পানিকে জরিমানা পর্যন্ত করা হয়।

✅ ২️⃣ দ্রুত ক্লেইম নিষ্পত্তি
আগে যেখানে দাবি পেতে মাসের পর মাস লাগত,
এখন অনেক কোম্পানি ৭-১৫ দিনের মধ্যেই মৃত্যু বা ম্যাচিউরিটি ক্লেইম পরিশোধ করছে।
যেমন— গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিঃ এখন প্রায় ৯৯% দাবি সময়মতো পরিশোধ করে।

✅ ৩️⃣ ডিজিটাল ট্রান্সপারেন্সি
এখন বীমার প্রিমিয়াম, বোনাস, পলিসি তথ্য, এমনকি ক্লেইম স্ট্যাটাস —
সবকিছু মোবাইল বা ওয়েবসাইটে দেখা যায়।
এবং ব্যাংকের মাধ্যমে সকল প্রিমিয়ামের টাকা দেওয়া যায় ও এসবি ম্যাচুরুটি টাকা পাওয়া যায়।
এর ফলে প্রতারণার সুযোগ কমেছে, বিশ্বাস বেড়েছে।

✅ ৪️⃣ জনগণের সচেতনতা বাড়ছে
এখন মানুষ বুঝতে পারছে —
> “ইন্সুরেন্স মানে প্রতারণা নয়, বরং নিরাপত্তা।”
বেশিরভাগ মানুষ এখন শিক্ষা, স্বাস্থ্য, জীবন ও অবসর সঞ্চয়ের জন্য বীমার দিকে ঝুঁকছ।
সারাংশে বলা যায়:
🔹 আগে মানুষ ইন্সুরেন্সকে ভয় পেত, এখন ধীরে ধীরে অনেক বিশ্বাস করছে।
🔹 আগে ইন্সুরেন্স মানে প্রতারণা মনে হতো, এখন নিরাপত্তার প্রতীক হচ্ছে।
🔹 আগে ছিল অবিশ্বাস, এখন আসছে আস্থা — বিশেষ করে Guairdian life insurance limited এর মতো প্রতিষ্ঠানের কারণে।
👍গার্ডিয়ান লাইফ, থাকবে ছায়া হয়ে।
বিস্তারিত জানতে ফোন করুন।
হাসান উদ্দিন আহমেদ
০১৭১৭২৬৮৯২৫,০১৯১৯২৬৮৯২৫
ইউনিট ম্যানেজার,
মৌচাক ব্রাঞ্চ, কালিয়াকৈর, গাজীপুর।

🌟 বাংলাদেশে এত কোম্পানি থাকতে কেন Guairdian life এ কেনো পলিসি করবেন? 🌟সঠিক জায়গায় সঞ্চয় ও নিরাপত্তা—এই দুটোর সেরা সমাধান...
15/11/2025

🌟 বাংলাদেশে এত কোম্পানি থাকতে কেন Guairdian life এ কেনো পলিসি করবেন? 🌟

সঠিক জায়গায় সঞ্চয় ও নিরাপত্তা—এই দুটোর সেরা সমাধান গার্ডিয়ান লাইফ । বাংলাদেশের সবচেয়ে নির্ভরযোগ্য জীবনবিমা কোম্পানি হিসেবে গার্ডিয়ান ১ যুগেরওবেশি সময় ধরে মানুষের ভবিষ্যৎ ও আর্থিক নিরাপত্তা সুরক্ষায় কাজ করছে।

✅ কেনো Guairdian সবার প্রথম পছন্দ?

🔹 ২০১২সাল থেকে বাংলাদেশে সফল কার্যক্রম
🔹 আন্তর্জাতিক ‘ট্রিপল এ’ ক্রেডিট রেটিং—আর্থিকভাবে . অত্যন্ত শক্তিশালী
🔹 মাইক্রো,রিটেইল এবং গ্রোপ মিলিয়ে,১ কোটি ৩২লাখেরও বেশি গ্রাহকের আস্থা
🔹 ক্লেইম সেবা দেশের মধ্যে অন্যতম সেরা

💰 ক্লেইম নিষ্পত্তিতে গার্ডিয়ানের শক্তি

🔹 ২০২৪সালে ক্লেইম নিষ্পত্তি: ১০৬ কোটি টাকা

আপনার প্রয়োজনের মুহূর্তে গার্ডিয়ান লাইফ পাশে থাকে—এটাই আমাদের শক্তি।

🛡️ গার্ডিয়ান পলিসিতে যে কভারেজগুলো পাবেন✅

🔰 ১. জীবন বীমা কভারেজ

আপনার অনুপস্থিতিতে পরিবার আর্থিক স্থিতি বজায় রাখবে।

🔰 ২. দুর্ঘটনা সুরক্ষা (Accidental Riders)

দুর্ঘটনায় মৃত্যু

স্থায়ী/আংশিক অক্ষমতা

ইনকাম প্রোটেকশন

🔰 ৩. মেডিক্যাল সুবিধা

হাসপাতালে ভর্তি
ICU সুবিধা

গুরুতর অসুখ (Critical Illness) কভার

🔰 ৪. সঞ্চয় + লাভ (Savings & Return)

নির্দিষ্ট সময় শেষে বড় অংকের টাকা পাবেন।

🔰 ৫. শিক্ষা ও রিটায়ারমেন্ট প্ল্যান

আপনি না থাকলেও সন্তানের শিক্ষা ও ভবিষ্যৎ সুরক্ষিত।

📞 যোগাযোগ

০১৭১৭২৬৮৯২৫ (WhatsApp)
আপনার এবং পরিবারের জন্য সেরা পরিকল্পনাটি সাজিয়ে দিতে আমি আছি আপনার পাশে।

12/11/2025
বীমা নিয়ে যত কথা!!! বীমা বলতে সাধারণ মানুষের ধারণা ছিল । মৃত্যুর পর শুধু বীমার টাকা পাওয়া যায়। জীবিতদের সাথে এর কোন স...
08/11/2025

বীমা নিয়ে যত কথা!!!
বীমা বলতে সাধারণ মানুষের ধারণা ছিল । মৃত্যুর পর শুধু বীমার টাকা পাওয়া যায়। জীবিতদের সাথে এর কোন সম্পর্কই নেই !!

কিন্তু সেদিন বর্তমানে আর নেই
ডিজিটালাইজেশনের এই যুগে এখন

👉বীমা শ্রেষ্ঠ বিনিয়োগ,
👉বীমা অন্যান্য নিরাপত্তা সুবিধা,
👉বীমায় অনিশ্চয়তার বিপরীতে আর্থিক গ্যারান্টি ।
👉বীমা সঞ্চয় ও নিরাপত্তার সংমিশ্রণের,
👉বীমা আয়কর মুক্ত ,
👉বীমায় প্যাথলজিক্যাল রিপোর্টে ডিসকাউন্ট,
👉বীমা দুর্ঘটনায় আর্থিক নিশ্চয়তা,
বীমায় হাসপাতাল চিকিৎসার সুবিধা ,
👉বীমার মেয়াদের মধ্যে একাধিকবার টাকা পাওয়ার সুবিধা।
👉বীমা থেকে একটা সময় লোন পাওয়া যায়।

👈বর্তমানে প্রথাগত পদ্ধতির বাইরে
ব্যাংক insurance এর মাধ্যমে এই সুবিধা নেওয়া যায়।
👉বীমার কিস্তির টাকা প্রদানের জটিলতা ছাড়াই ।। ব্যাংকের মাধ্যমে, নগদে, বিকাশে, সহজে টাকা দেওয়ার ব্যবস্থা। (অতিরিক্ত কিছু প্রিমিয়ামে উল্লেখিত সব ঝুঁকি গ্রহণ করা যায়)

(তবে বীমা করতে হয় ভালো কোম্পানি দেখে)
তবে হ্যাঁ বীমা নিয়ে মানুষ কত কথাই বলবে....

কিছু শিক্ষিত মানুষ বীমার কথা শুনলেই ছেত করে ওঠে, না বুঝেই বক্তব্য দেন.. আবার কিছু গুণী মানুষ আছে বীমা সম্পর্কে না বুঝার ভান করে থাকেন, আবার বীমাকে এনজিও অথবা মাল্টিপারপাস কোম্পানির সাথে তুলনা করেন.বীমা কর্মী এবং বীমার জন্য এটা খুবই দুঃখজনক !

💙এটা শুনে বীমি কর্মীরা ঘাবড়াবেন না ঘাবড়ে গেলে..
সিদ্ধান্ত ভুল হয়,হোঁচট খায় , আর সুযোগ হারায়!

মনবল বদলাবেন, জীবন বদলে যাবে, দৃষ্টিভঙ্গি বদলান, জীবন বদলে যাবে।
গার্ডিয়ান লাইফ ইনসুরেন্স,থাকবে ছায়া হয়ে।

বাংলাদেশে “ইন্সুরেন্স” নিয়ে মানুষের অবিশ্বাসের কারণ আর বর্তমান পরিবর্তিত অবস্থা – দুটোই অনেক গুরুত্বপূর্ণ বিষয়। নিচে সহজ...
07/11/2025

বাংলাদেশে “ইন্সুরেন্স” নিয়ে মানুষের অবিশ্বাসের কারণ আর বর্তমান পরিবর্তিত অবস্থা – দুটোই অনেক গুরুত্বপূর্ণ বিষয়। নিচে সহজভাবে বিশ্লেষণ করে দিলাম 👇

---

🧩 মানুষ আগে ইন্সুরেন্সে বিশ্বাস করত না — কেন?

১️⃣ অভিজ্ঞতার অভাব ও ভুল ধারণা

অনেকেই ভাবত—

> “ইন্সুরেন্স মানে টাকা দিলে পরে আর পাওয়া যায় না!”
এই ভুল ধারণা এসেছে কিছু দুর্নীতিগ্রস্ত বা অব্যবস্থাপনা করা কোম্পানি থেকে, যারা সময়মতো দাবি (claim) দেয়নি।
ফলে সাধারণ মানুষ ভেবেছে—সব ইন্সুরেন্স কোম্পানি একই রকম।

---

২️⃣ প্রতারক এজেন্ট ও ফেক অফিস

আগে অনেক তথাকথিত “এজেন্ট” ছিল যারা ঠিকভাবে কোম্পানির প্রতিনিধি ছিল না।
তারা কমিশনের লোভে মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দিত—

> “পাঁচ বছরেই দ্বিগুণ টাকা পাবেন!”
এই ধরণের প্রতারণা অনেকের মনে স্থায়ী নেতিবাচক ধারণা তৈরি করেছে।

---

৩️⃣ এনজিও ও ইন্সুরেন্সকে গুলিয়ে ফেলা

বাংলাদেশে অনেক এনজিও-ভিত্তিক সঞ্চয় প্রকল্প হঠাৎ বন্ধ হয়ে গেছে।
ফলে মানুষ ভেবেছে—“বীমাও হয়তো একই রকম, আজ আছে কাল নাই।”
কিন্তু বাস্তবে, ইন্সুরেন্সের আইন (Insurance Act 2010) অনুযায়ী,

> কোন বীমা কোম্পানি বন্ধ হলেও, গ্রাহকের পলিসি অন্য কোম্পানির মাধ্যমে রক্ষা করা হয়।

---

৪️⃣ ধর্মীয় ভুল ব্যাখ্যা

অনেকে মনে করত—ইন্সুরেন্স হারাম বা জুয়ার মতো কিছু।
কিন্তু বাস্তবে, ইসলামিক শারিয়াহ অনুযায়ী “তাকাফুল” বা “শরিয়াহভিত্তিক বীমা” একদম বৈধ ও ন্যায়সঙ্গত পদ্ধতি।
এখন অনেক কোম্পানি শরিয়াহভিত্তিক পলিসিও দিচ্ছে।

---

🌱 এখনকার অবস্থা — অনেক কিছুই বদলে গেছে

✅ ১️⃣ আইন ও নিয়ন্ত্রণ শক্তিশালী

বাংলাদেশ ইন্সুরেন্স ডেভেলপমেন্ট অ্যান্ড রেগুলেটরি অথরিটি (IDRA) এখন প্রতিটি কোম্পানিকে কঠোরভাবে তদারকি করে।
বিলম্বে দাবি পরিশোধ করলে কোম্পানিকে জরিমানা পর্যন্ত করা হয়।

---

✅ ২️⃣ দ্রুত ক্লেইম নিষ্পত্তি

আগে যেখানে দাবি পেতে মাসের পর মাস লাগত,
এখন অনেক কোম্পানি ৩-৭ দিনের মধ্যেই মৃত্যু বা ম্যাচিউরিটি ক্লেইম পরিশোধ করছে।
যেমন-গার্ডিয়ান লাইফ ইনসুরেন্স এখন প্রায় ৯৯% দাবি সময়মতো পরিশোধ করে।

---

✅ ৩️⃣ ডিজিটাল ট্রান্সপারেন্সি

এখন বীমার প্রিমিয়াম, বোনাস, পলিসি তথ্য, এমনকি ক্লেইম স্ট্যাটাস —
সবকিছু মোবাইল বা ওয়েবসাইটে দেখা যায়।
এর ফলে প্রতারণার সুযোগ কমেছে, বিশ্বাস বেড়েছে।

---

✅ ৪️⃣ জনগণের সচেতনতা বাড়ছে

এখন মানুষ বুঝতে পারছে —

> “ইন্সুরেন্স মানে প্রতারণা নয়, বরং নিরাপত্তা।”
বেশিরভাগ মানুষ এখন শিক্ষা, স্বাস্থ্য, জীবন ও অবসর সঞ্চয়ের জন্য বীমার দিকে ঝুঁকছে।

---

💬 সারাংশে বলা যায়:

🔹 আগে মানুষ ইন্সুরেন্সকে ভয় পেত, এখন ধীরে ধীরে বিশ্বাস করছে।
🔹 আগে ইন্সুরেন্স মানে প্রতারণা মনে হতো, এখন নিরাপত্তার প্রতীক হচ্ছে।
🔹 আগে ছিল অবিশ্বাস, এখন আসছে আস্থা — বিশেষ করে গার্ডিয়ান লাইফ ইনসুরেন্সের এর মতো প্রতিষ্ঠানের কারণে।
👍গার্ডিয়ান লাইফ, থাকবে ছায়া হয়ে ❤️❤️❤️

👉ইন্সুরেন্সে সৎ মানুষ প্রয়োজন — মানুষের পাশে থাকার জন্য, শুধু টাকার জন্য নয়...👇আজকের দুনিয়ায় অনেকেই কাজ খোঁজে শুধু টাকার...
05/11/2025

👉ইন্সুরেন্সে সৎ মানুষ প্রয়োজন — মানুষের পাশে থাকার জন্য, শুধু টাকার জন্য নয়...👇

আজকের দুনিয়ায় অনেকেই কাজ খোঁজে শুধু টাকার জন্য। কিন্তু আমরা খুঁজছি এমন কিছু মানুষ,
যারা কাজ খুঁজবে মানুষের ভালো করার জন্য, সমাজে বিশ্বাস ফিরিয়ে আনার জন্য।

আমাদের ইন্সুরেন্স টিমে প্রয়োজন এমন সৎ, নীতিবান ও দায়িত্বশীল মানুষ —
যাদের টাকার প্রতি লোভ নেই,
বরং আছে মানুষের প্রতি ভালোবাসা, বিশ্বাস ও সাহায্য করার ইচ্ছা।

ইন্সুরেন্স মানে শুধু কমিশন নয়, এটা এমন এক কাজ যেখানে আপনি কারো ভবিষ্যৎ নিরাপদ করতে পারেন, কারো দুঃসময়ে পাশে থাকতে পারেন।
যে মানুষ হাসিমুখে বলবে, “ভালো হয়েছে, আপনি আমার জন্য ইন্সুরেন্সটা করেছিলেন” — সেই তৃপ্তিই আসল পুরস্কার।

👇আমরা চাই এমন মানুষ,
👉 যারা সত্য কথা বলবে,
👉 যাদের কাজের মূল লক্ষ্য হবে মানুষের উপকার,
👉 আর যারা সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে চাই।

যদি মনে করেন আপনি সৎভাবে কাজ করতে চান,
মানুষের পাশে থাকতে চান
তাহলে আমাদের দলে আপনাকে আন্তরিকভাবে স্বাগতম। 🙏

📩 আগ্রহীরা ইনবক্সে যোগাযোগ করুন অথবা কমেন্টে জানিয়ে দিন।
চলেন একসাথে এমন এক টিম গড়ি, যেখানে সততাই হবে শক্তি, আর মানুষের আস্থা হবে আমাদের সাফল্য।
গার্ডিয়ান লাইফ ইনসুরেন্স,থাকবে ছায়া হয়ে।

আসসালামু আলাইকুম অনেকে ব্যাংক ও ইনস্যুরেন্স সেক্টরকে একই মনে করেন। আবার অনেকেই ভাবেন, “আমি কত টাকা ইনভেস্ট করব আর কত টাক...
30/10/2025

আসসালামু আলাইকুম

অনেকে ব্যাংক ও ইনস্যুরেন্স সেক্টরকে একই মনে করেন। আবার অনেকেই ভাবেন, “আমি কত টাকা ইনভেস্ট করব আর কত টাকা রিটার্ন পাব।”
এই ধারণার কারণেই অনেক মানুষ ইনস্যুরেন্স সম্পর্কে সঠিক ধারণা পান না।

আসলে ইনস্যুরেন্স একটি চুক্তি, যেখানে নির্দিষ্ট মেয়াদের আগে পলিসি বন্ধ (surrender) করা ঠিক নয়।
ব্যাংক কখনোই আপনার জীবন সুরক্ষা দেয় না, কিন্তু ইনস্যুরেন্স আপনার জীবন ও ভবিষ্যৎ নিয়ে কাজ করে।

প্রতিটি কোম্পানির নিজস্ব নিয়ম-কানুন থাকে।
তাই পলিসি করার আগে সবারই কিছু বিষয় যাচাই করা উচিত—
✅ যে কোম্পানিতে পলিসি খুলছেন, তাদের আর্থিক অবস্থা কেমন
✅ আগের বছরগুলোতে তারা কীভাবে বীমা দাবি (claim) পরিশোধ করেছে
✅ কোম্পানির ফান্ড কোথায় বিনিয়োগ করে
✅ কোম্পানির স্বচ্ছতা কেমন
✅ এবং কীভাবে আপনি আপনার অর্থ ফেরত পাবেন

এসব বিষয় জেনে বুঝে পলিসি করলে ভবিষ্যতে কোনো ধরনের ঝামেলায় পড়ার আশঙ্কা থাকে না।

শুধু “ফাইন্যান্সিয়াল অ্যাসোসিয়েট যা বলল তাই বিশ্বাস করলাম”—এটা ঠিক নয়।
এখন প্রায় সব কোম্পানির তথ্য সরকারি IDRA ওয়েবসাইটে ও নিজস্ব ওয়েবসাইটে পাওয়া যায়।

২–৪টি কোম্পানির ভুলের কারণে পুরো সেক্টরকে খারাপ ভাবা ঠিক নয়।
যেমন ব্যাংক সেক্টরে ভালো-মন্দ প্রতিষ্ঠান আছে, তেমনি ইনস্যুরেন্স সেক্টরেও আছে।

তাই যাচাই-বাছাই করে পরিকল্পনা করুন, সচেতন থাকুন, স্বচ্ছতাই আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে।

গার্ডিয়ান লাইফ ইন্সুরেন্স লিমিটেড এটা আমাদের দেশের জন্য অনেক বড় একটা সুযোগ। আমাদের সকলেরই একটি মেডিকেল কার্ড থাকা খুবই গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠে পড়েছে তাই আমরা সবাই মেডিকেল কার্ডের আওতায় থাকবো।
হাসান উদ্দিন আহমেদ,ইউনিট ম্যানেজার
গার্ডিয়ান লাইফ ইনসুরেন্স লিমিটেড
মৌচাক,কালিয়াকৈর, গাজীপুর।
মোবাইল নাম্বার
০১৯১৯২৬৮৯২৫

19/10/2025
🛡️ ইন্সুরেন্স মানে কী?ইন্সুরেন্স মানে হলো নিরাপত্তা।আপনি আজ সুস্থ, ভালো আছেন — কিন্তু আগামীকাল কী হবে সেটা কেউ জানে না।হ...
18/10/2025

🛡️ ইন্সুরেন্স মানে কী?
ইন্সুরেন্স মানে হলো নিরাপত্তা।
আপনি আজ সুস্থ, ভালো আছেন — কিন্তু আগামীকাল কী হবে সেটা কেউ জানে না।
হঠাৎ দুর্ঘটনা, অসুখ, আগুন, মৃত্যু — এসব ঘটলে এক মুহূর্তে জীবন ও সম্পদ দুটোই বিপদে পড়ে।
সেই বিপদের সময় যে হাতটা পাশে থাকে, সেটাই হলো ইন্সুরেন্স।

🌾 মানুষ ইন্সুরেন্স না করলে কী হয়?
ধরুন, এক কৃষক সারাজীবনের সঞ্চয় দিয়ে চাষ করল।
একটা বন্যা এলো — সব নষ্ট। এখন কারো সাহায্য নেই।
যদি তার ফসল ইন্সুরেন্স করা থাকত, তাহলে কোম্পানি ক্ষতিপূরণ দিত।
তাহলে সে আবার চাষ করতে পারত, পরিবার বাঁচত, দেশও বাঁচত।

এভাবেই প্রতিদিন হাজারো মানুষ ক্ষতির মুখে পড়ে —
কারণ তারা আগে থেকে নিরাপত্তার চিন্তা করে না।

💰 দেশের ক্ষতি কোথায়?
যখন মানুষ ইন্সুরেন্স করে না —

তখন দুর্ঘটনা বা প্রাকৃতিক দুর্যোগে সরকারের ওপর বড় চাপ পড়ে।

সরকারকে টাকা দিতে হয়, যেটা দেশের উন্নয়ন কাজ থেকে কেটে নিতে হয়।

মানুষ ক্ষতিগ্রস্ত হলে দারিদ্র্য বেড়ে যায়, ব্যবসা বন্ধ হয়, চাকরি কমে।

দেশের অর্থনীতি দুর্বল হয়ে পড়ে।

অন্যদিকে যদি মানুষ ইন্সুরেন্স করে,
এই টাকাগুলো কোম্পানির মাধ্যমে আবার দেশের উন্নয়ন খাতে বিনিয়োগ হয় —
যেমন রাস্তাঘাট, বিদ্যুৎ, শিল্প, ব্যাংক প্রভৃতি।

🧍‍♂️ সাধারণ মানুষের জন্য লাভ কী?
ইন্সুরেন্স করলে আপনি শুধু নিজের জন্য না,
বরং পরিবার, সমাজ আর দেশের ভবিষ্যৎ নিরাপদ করেন।

অসুখ হলে চিকিৎসার টাকা পাবেন,

দুর্ঘটনা হলে ক্ষতিপূরণ পাবেন,

মৃত্যু হলে আপনার পরিবারের জীবন বাঁচবে,

আর সেই টাকায় দেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে।

🇧🇩 সংক্ষেপে বললে:
“ইন্সুরেন্স শুধু কাগজে-কলমে চুক্তি না,
এটা একধরনের বিশ্বাস ও নিরাপত্তার ঢাল –
যা আপনাকে, আপনার পরিবারকে, আর পুরো দেশকে রক্ষা করে।”
❤️গার্ডিয়ান লাইফ ইনসুরেন্স আছে আপনার পাশ,
বিশ্বস্ত, নিরাপদ ও নিশ্চয়তার আরেক নাম,গার্ডিয়ান লাইফ ইনসুরেন্স।বিজনেস পার্টনার,ব্র্যাক,স্কয়ার ও এপেক্স গ্রুপ।
গার্ডিয়ান লাইফ,
থাকবে ছায়া হয়ে।

Address

Mouchak, Kaliakair, Gazipur
Mymensingh

Telephone

+8801717268925

Website

Alerts

Be the first to know and let us send you an email when বাংলাদেশ ফার্মাসিস্ট পরিবার,মৌচাক,কালিয়াকৈর, গাজীপুর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to বাংলাদেশ ফার্মাসিস্ট পরিবার,মৌচাক,কালিয়াকৈর, গাজীপুর:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram