UroCare and Surgical Insights - Dr. Tanvir

UroCare and Surgical Insights - Dr. Tanvir Urology and General surgical cases will be uploaded by Dr. Tanvir.
[MBBS, FCPS (Urology)-final part ]

  অপারেশন  বা Trans Urethral Resection of Prostate অপারেশন৷ আমাদের মূত্রথলির ঠিক নিচেই প্রস্টেট গ্রন্থি নামে অর্গান রয়েছ...
07/05/2025

অপারেশন বা Trans Urethral Resection of Prostate অপারেশন৷

আমাদের মূত্রথলির ঠিক নিচেই প্রস্টেট গ্রন্থি নামে অর্গান রয়েছে৷ সিমেন বা বীর্যের তরল অংশ তৈরিতে এটি সাহায্য করে৷
বয়সের সাথে সাথে এই প্রস্টেট গ্ল্যান্ড বড় হয় এবং মূত্রনালীকে চাপ দিয়ে প্রস্রাব করতে বাধা তৈরি করে৷ এমনকি প্রস্রাব বের হওয়া বন্ধ হয়ে যেতে পারে। সাথে মূত্রথলির ইনফেকশন, বিভিন্ন ফিজিওলজিক্যাল পরিবর্তন, পাথর তৈরি এবং কিডনি ধীরে ধীরে নষ্ট হয়ে যেতে পারে দীর্ঘদিন এই সমস্যার জন্য৷

Prostatic enlargement এর আধুনিক চিকিৎসা TURP. কোন প্রকার বাহ্যিক কাটা-ছেড়া ছাড়াই এন্ডস্কোপ যন্ত্রের মাধ্যমে এই অপারেশন করে খুব সহজেই বড় হওয়া প্রস্টেট কেটে ছোট করে ফেলা যায়।

ইউরোলজিস্ট রা সাধারণত এই অপারেশন করে থাকেন। আপনার বাসায় বয়স্ক পুরুষ কেউ প্রস্রাবের সমস্যার ভুক্তভোগী হলে ইউরোলজিস্ট এর সাথে যোগাযোগ করুন।

D-J Stent  (Double J stent) ইউরোলজিতে বহুল ব্যবহৃত একটি ডিভাইস/ইনস্ট্রুমেন্ট হচ্ছে এই D-J stent.   পেটের ভিতরে থাকা কিডন...
05/05/2025

D-J Stent (Double J stent)

ইউরোলজিতে বহুল ব্যবহৃত একটি ডিভাইস/ইনস্ট্রুমেন্ট হচ্ছে এই D-J stent.
পেটের ভিতরে থাকা কিডনির নালি ( Ureter) তে কোন বাধা (পাথর বা অন্য কোন কারণে) থাকলে এই D-J stent ব্যবহার করে সাময়িক ভাবে ইউরিন বা মূত্র কিডনি থেকে মূত্রথলিতে আসতে সাহায্য করা হয়।

তাছাড়া কিডনি এবং ইউরেটারের বিভিন্ন সার্জারীর পর এই D-J stent দেয়া হয় সাময়িক সময়ের জন্য।

প্রথম ছবিতে একটি Rt Cross ectopia with D-J stent in situ দেখানো হয়েছে। যেখানে বাম পাশের কিডনি জন্মগতভাবেই ডান পাশে অবস্থান করছে৷ অর্থাৎ রোগীর ডান পাশেই ২ কিডনি।

Similar operation done today at People's hospital by Dr. Mohammad Ibrahim Ali  sir.
04/05/2025

Similar operation done today at People's hospital by Dr. Mohammad Ibrahim Ali sir.

প্রতিনিয়ত কিডনি রোগীর সংখ্যা বাড়ছে।  ভেজাল খাদ্য, কিটনাশক/ক্যামিকেল যুক্ত খাবার,  প্রস্রাবের রাস্তার বিভিন্ন রোগ ইত্যাদি...
04/05/2025

প্রতিনিয়ত কিডনি রোগীর সংখ্যা বাড়ছে। ভেজাল খাদ্য, কিটনাশক/ক্যামিকেল যুক্ত খাবার, প্রস্রাবের রাস্তার বিভিন্ন রোগ ইত্যাদি কারণে কিডনি নষ্ট হয়ে যেতে পারে।

সার্জিক্যাল কারণে কিডনি নষ্ট হওয়া থেকে বাচতে হলে প্রসাবের অথবা প্রস্রাবের রাস্তার যে কোন সমস্যায় ইউরোলজিস্ট এর পরামর্শ নিন।

কিডনি একবার নষ্ট হলে তা আর পুনরায় স্বাভাবিক অবস্থায় ফেরানো সম্ভব নয়। তখন ডায়ালাইসিস অথবা কিডনি ট্রান্সপ্লান্টের প্রয়োজন হয়, যা অনেক ব্যয়বহুল চিকিৎসা।

 Diagnosis: Rt. Renal Mass with thrombus in rt. Renal vein. Procedure done: Rt. Radical Nephrectomy.  Imp. Findings: Fas...
03/05/2025



Diagnosis: Rt. Renal Mass with thrombus in rt. Renal vein.

Procedure done: Rt. Radical Nephrectomy.

Imp. Findings: Fascia gerota was involved,morbid adhesion around fascia gerota. Thrombus in rt. Renal vein but IVC not involved.

 Diagnosis: Rt. Upper ureteric stone with gross HDN with non excreting Rt. Kidney with Left sided Duplex ureter with COP...
03/05/2025



Diagnosis: Rt. Upper ureteric stone with gross HDN with non excreting Rt. Kidney with Left sided Duplex ureter with COPD.

Procedure done : Rt. Sided Laparoscopic Ureterolithotomy with D-J stenting.

Address

Mymensingh
2200

Opening Hours

09:00 - 17:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when UroCare and Surgical Insights - Dr. Tanvir posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram