05/11/2022
যে ১০ জটিল রোগ নিরাময় সম্ভব
এস এম গল্প ইকবাল : অনেক মারাত্মক বা জটিল রোগ রয়েছে যা কারো মধ্যে নির্ণীত হলে তার মনে বারবার অকাল মৃত্যুর আশঙ্কা জাগে। কিন্তু হতাশ হবেন না। কারণ জীবদ্দশায় অনেক জটিল রোগের নিরাময় সম্ভব হচ্ছে। কিন্তু রোগ তাড়াতাড়ি শনাক্তকরণ খুব গুরুত্বপূর্ণ, কারণ যত তাড়াতাড়ি শনাক্ত করা যাবে নিরাময়ের সম্ভাবনা তত বেশি। এখানে এমন ১০টি জটিল রোগের কথা বলা হলো যাদের নিরাময় জীবদ্দশায় অসম্ভব নয়। * হার্টের রোগ পুরুষ ও নারীদের ঘাতক রোগ হচ্ছে, হার্টের রোগ। কিন্তু যুগান্তকারী নতুন পদ্ধতি ও প্রযুক্তি (যেমন- হৃদরোগ জনিত প্রদাহ নির্মূল করার চিকিৎসা) হার্টের রোগ অনুমান করতে পারে, প্রতিরোধ করতে পারে এবং নিরাময়ও করতে পারে। * অ্যালজেইমার’স রোগ অবিশ্বাস্যভাবে এই ডিজেনারেটিভ ব্রেইন-ধ্বংসাত্মক রোগটির নিরাময় আমাদের হাতের মুঠোয় থাকতে পারে। নিউ ইয়র্ক সিটির অ্যালজেইমার’স ড্রাগ ডিসকভারি ফাউন্ডেশনের (এডিডিএফ) এক্সিকিউটিভ ডিরেক্টর এবং চিফ সায়েন্স অফিসার হাওয়ার্ড এম. ফিলিট বলেন, ‘আমি ৪০ বছর ধরে অ্যালজেইমার’স গবেষণা ক্ষেত্রে কাজ করছি। কিন্তু বর্তমানের মতো পূর্বে এত বেশি আশাবাদী ছিলাম না। বর্তমানে পূর্বের তুলনায় ক্লিনিক্যাল ট্রায়ালে অধিক চিকিৎসা হচ্ছে, ভালো ডায়াগনোসিস হচ্ছে এবং বৈজ্ঞানিক বোধগম্যতাও স্পষ্ট হয়েছে। অ্যালজেইমার’স গবেষণার জন্য এটি সুবর্ণ সময়।’ একটি বড় চ্যালেঞ্জ হচ্ছে এই রোগের জন্য পরিমাপযোগ্য মার্কারের অভাব। ডা. ফিলিট বলেন, ‘কোলেস্টেরল হচ্ছে হার্টের রোগের প্রাথমিক বায়োমার্কার, আমাদের লক্ষ্য হচ্ছে অ্যালজেইমার’স রোগ স্ক্রিনিংয়ের জন্য সাধারণ ও কম খরচের রক্ত পরীক্ষার উদ্ভাবন করা।’ তিনি যোগ করেন, ‘এসব টেস্ট অ্যালজেইমার’স রোগীর মধ্যে স্মৃতিভ্রংশতা ডেভেলপ হওয়ার পূর্বে এই রোগ শনাক্ত করতে পারবে। এই রোগ প্রতিরোধ ও নিরাময় উভয়টিই সম্ভব হতে পারে।’ এ কারণে এডিডিএফ অ্যালজেইমার’স রোগ দ্রুত শনাক্ত করতে নতুন বায়োমার্কার উদ্ভাবনে বিল গেটস, ডলবি ফ্যামিলি, চার্লস অ্যান্ড হেলেন স্কোয়াব ফাউন্ডেশন ও অন্যান্যদের সহযোগিতায় কাজ করে যাচ্ছে। গবেষকরাও নতুন চিকিৎসা নিয়ে উত্তেজিত, যেমন- সেসব ট্রিটমেন্ট (উদাহরণস্বরূপ, জিন থেরাপি) যা মস্তিষ্কে অ্যালজেইমার’স রোগীদের স্মৃতিভ্রংশতার দিকে নিয়ে যাওয়ার কারিগর প্লেক সৃষ্টি হ্রাস করতে পারে, বলেন নিউ ইয়র্ক সিটির মাউন্ট সি