Mymensingh Health point

Mymensingh Health point স্বাস্থ্য বিষয়ক প্রয়োজনে সব সময়
ময়মনসিংহ হেলথ পয়েন্ট যে কোন সময়ে যোগাযোগ করুন ও খরচ বাঁচাইতে

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস🇧🇩উপলক্ষে সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন
15/12/2022

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস🇧🇩
উপলক্ষে সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন

আপনি কি জানেন??নিয়মিত হেলথ চেকআপ উচ্চ ঝুঁকি তৈরি করার আগে একটি রোগ নির্ণয় করতে সাহায্য করে। আপনাকে রোগ থেকে এক ধাপ এগি...
04/12/2022

আপনি কি জানেন??
নিয়মিত হেলথ চেকআপ উচ্চ ঝুঁকি তৈরি করার আগে একটি রোগ নির্ণয় করতে সাহায্য করে। আপনাকে রোগ থেকে এক ধাপ এগিয়ে রাখতে, আজই যোগাযোগ করুন Mymensingh health point - এর সাথে। # 01989-136552

05/11/2022

প্রতি দিন সকালে ঘুম থেকে উঠে ১ গ্লাস হালকা গরম পানি পানে শরিরের মেটাবলিজম বৃদ্ধি পায়। সকালে ১ গ্লাস পানি পানের কারণে দেহের রক্তের দূষিত পদার্থ বের হয়ে যায়। ঘুম থেকে উঠে নিয়মিত পানি পানের ফলে ত্বক সুন্দর ও উজ্জ্বল হয়। প্রতিদিন সকালে নাস্তার আগে খালি পেটে পানি খেলে দেহের মাংশ পেশি ও কোষ সুগঠিত হয়।

05/11/2022

যে ১০ জটিল রোগ নিরাময় সম্ভব

এস এম গল্প ইকবাল : অনেক মারাত্মক বা জটিল রোগ রয়েছে যা কারো মধ্যে নির্ণীত হলে তার মনে বারবার অকাল মৃত্যুর আশঙ্কা জাগে। কিন্তু হতাশ হবেন না। কারণ জীবদ্দশায় অনেক জটিল রোগের নিরাময় সম্ভব হচ্ছে। কিন্তু রোগ তাড়াতাড়ি শনাক্তকরণ খুব গুরুত্বপূর্ণ, কারণ যত তাড়াতাড়ি শনাক্ত করা যাবে নিরাময়ের সম্ভাবনা তত বেশি। এখানে এমন ১০টি জটিল রোগের কথা বলা হলো যাদের নিরাময় জীবদ্দশায় অসম্ভব নয়। * হার্টের রোগ পুরুষ ও নারীদের ঘাতক রোগ হচ্ছে, হার্টের রোগ। কিন্তু যুগান্তকারী নতুন পদ্ধতি ও প্রযুক্তি (যেমন- হৃদরোগ জনিত প্রদাহ নির্মূল করার চিকিৎসা) হার্টের রোগ অনুমান করতে পারে, প্রতিরোধ করতে পারে এবং নিরাময়ও করতে পারে। * অ্যালজেইমার’স রোগ অবিশ্বাস্যভাবে এই ডিজেনারেটিভ ব্রেইন-ধ্বংসাত্মক রোগটির নিরাময় আমাদের হাতের মুঠোয় থাকতে পারে। নিউ ইয়র্ক সিটির অ্যালজেইমার’স ড্রাগ ডিসকভারি ফাউন্ডেশনের (এডিডিএফ) এক্সিকিউটিভ ডিরেক্টর এবং চিফ সায়েন্স অফিসার হাওয়ার্ড এম. ফিলিট বলেন, ‘আমি ৪০ বছর ধরে অ্যালজেইমার’স গবেষণা ক্ষেত্রে কাজ করছি। কিন্তু বর্তমানের মতো পূর্বে এত বেশি আশাবাদী ছিলাম না। বর্তমানে পূর্বের তুলনায় ক্লিনিক্যাল ট্রায়ালে অধিক চিকিৎসা হচ্ছে, ভালো ডায়াগনোসিস হচ্ছে এবং বৈজ্ঞানিক বোধগম্যতাও স্পষ্ট হয়েছে। অ্যালজেইমার’স গবেষণার জন্য এটি সুবর্ণ সময়।’ একটি বড় চ্যালেঞ্জ হচ্ছে এই রোগের জন্য পরিমাপযোগ্য মার্কারের অভাব। ডা. ফিলিট বলেন, ‘কোলেস্টেরল হচ্ছে হার্টের রোগের প্রাথমিক বায়োমার্কার, আমাদের লক্ষ্য হচ্ছে অ্যালজেইমার’স রোগ স্ক্রিনিংয়ের জন্য সাধারণ ও কম খরচের রক্ত পরীক্ষার উদ্ভাবন করা।’ তিনি যোগ করেন, ‘এসব টেস্ট অ্যালজেইমার’স রোগীর মধ্যে স্মৃতিভ্রংশতা ডেভেলপ হওয়ার পূর্বে এই রোগ শনাক্ত করতে পারবে। এই রোগ প্রতিরোধ ও নিরাময় উভয়টিই সম্ভব হতে পারে।’ এ কারণে এডিডিএফ অ্যালজেইমার’স রোগ দ্রুত শনাক্ত করতে নতুন বায়োমার্কার উদ্ভাবনে বিল গেটস, ডলবি ফ্যামিলি, চার্লস অ্যান্ড হেলেন স্কোয়াব ফাউন্ডেশন ও অন্যান্যদের সহযোগিতায় কাজ করে যাচ্ছে। গবেষকরাও নতুন চিকিৎসা নিয়ে উত্তেজিত, যেমন- সেসব ট্রিটমেন্ট (উদাহরণস্বরূপ, জিন থেরাপি) যা মস্তিষ্কে অ্যালজেইমার’স রোগীদের স্মৃতিভ্রংশতার দিকে নিয়ে যাওয়ার কারিগর প্লেক সৃষ্টি হ্রাস করতে পারে, বলেন নিউ ইয়র্ক সিটির মাউন্ট সি

27/10/2022

ময়মনসিংহ হেলথ্ পয়েন্ট

সার্বক্ষনিক রোগীদের সেবা দিয়ে থাকেন পেইজে লাইক দিয়ে আমাদের সাথে থাকেনময়মনসিংহ হেলথ পয়েন্ট
27/10/2022

সার্বক্ষনিক রোগীদের সেবা দিয়ে থাকেন পেইজে লাইক দিয়ে আমাদের সাথে থাকেন

ময়মনসিংহ হেলথ পয়েন্ট

হৃদরোগের ঝুঁকি কমাতে এই ৭টি পরামর্শ মেনে চলুনহৃদরোগ থেকে বাঁচার পরামর্শপৃথিবীজুড়ে বহু মানুষই একটা নির্দিষ্ট বয়সের পর হৃদ...
25/10/2022

হৃদরোগের ঝুঁকি কমাতে এই ৭টি পরামর্শ মেনে চলুন

হৃদরোগ থেকে বাঁচার পরামর্শ

পৃথিবীজুড়ে বহু মানুষই একটা নির্দিষ্ট বয়সের পর হৃদরোগের সমস্যায় ভোগেন। দু-এক দিনের অনিয়মে নয়, বছরের পর বছর অনিয়মের কারণেই মূলত হার্টের ক্ষতি হয়। এরপর হঠাৎই গুরুতর উপসর্গ দেখা দেয়। বিশ্বে বছরে প্রায় ৩৮ লাখ পুরুষ ও ৩৪ লাখ নারী হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। এর মধ্যে প্রতি চারজনে একজন মারা যান করোনারি হার্ট ডিজিজ বা ইসকেমিক হার্ট ডিজিজে।

তাই সময় থাকতে এখন থেকেই একটু নিয়ম মেনে চলুন। তবেই দীর্ঘ মেয়াদে হার্ট ভালো থাকবে। অনেক বড় আঘাত এবং খরচ থেকেও মুক্তি পাবেন। এর জন্য দৈনন্দিন জীবনে আনতে হবে সামান্য কিছু পরিবর্তন। মেনে চলতে হবে কিছু পরামর্শ।

নিচে রইল দীর্ঘ মেয়াদে হার্ট ভালো রাখার জন্য ৭টি পরামর্শ :

১. প্রতিদিন অন্তত ৩০ মিনিট হালকা ব্যায়াম করুন। দৌড়, ওয়েট ট্রেনিং, সাঁতারের মতো হাই ইনটেনসিটি করতে পারলে খুবই ভালো। সেটা সম্ভব না হলে অন্তত ৩০ মিনিট খুব জোরে হাঁটুন। প্রতিদিন ৩০ মিনিট করে যেন হার্টবিট বাড়িয়ে তোলা যায়।

স্বাস্থ্য বিষয়ক প্রয়োজনে সব সময়
ময়মনসিংহ হেলথ পয়েন্ট যে কোন সময়ে যোগাযোগ করুন ও খরচ বাঁচাইতে প্রয়োজন হোক বা জরুরি মুহূর্তে পাশে আছে ময়মনসিংহ হেলথ পয়েন্ট সব সময়। পাশাপাশি জটিল রোগ থেকে নিরাপদ থাকতে পাবেন হেলথ টিপস উপভোগ করতে পারবেন এই সেবা।
এবার ব্যস্ততার সাথে পাল্লা দিয়ে বাড়ুক স্বাস্থ্য সচেতনতাও। ময়মনসিংহ হেলথ পয়েন্ট আপনার স্বাস্থ্য সুরক্ষায়, আজও আছি

ময়মনসিংহ হেলথ পয়েন্ট
সার্বক্ষনিক আপনাদের পাশে আছে যোগাযোগ ০১৬১৮-৬৬৭৩৩৫৫ ০১৯৭৮-১৩৬৫৫২

উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেসার বা হাইপারটেনশন একটি অতি পরিচিত রোগ। সময়মত রোগ নির্ণয় ও চিকিৎসা না করা হলে, উচ্চ রক্ত...
21/10/2022

উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেসার বা হাইপারটেনশন একটি অতি পরিচিত রোগ। সময়মত রোগ নির্ণয় ও চিকিৎসা না করা হলে, উচ্চ রক্তচাপ হার্ট অ্যাটাক ও স্ট্রোকের মত মারাত্মক স্বাস্থ্য সমস্যা সৃষ্টি করতে পারে।

অনেক প্রাপ্তবয়স্ক ব্যক্তি উচ্চ রক্তচাপে ভুগলেও তারা সেই সম্পর্কে অবগত থাকেন না। গবেষণায় দেখা গিয়েছে, উচ্চ রক্তচাপে আক্রান্ত প্রায় অর্ধেক রোগীই জানেন না যে তারা এ রোগে ভুগছেন।

উচ্চ রক্তচাপ থাকা সত্ত্বেও, একজন ব্যক্তি প্রয়োজনীয় চিকিৎসা নিয়ে ঝুঁকিমুক্ত স্বাভাবিক জীবনযাপন করতে পারে। এ ছাড়াও সুস্থ ব্যক্তির ক্ষেত্রে জীবনধারায় কিছু পরিবর্তন আনার মাধ্যমে সহজেই উচ্চ রক্তচাপে আক্রান্ত হওয়ার ঝুঁকি কমানো যায়।

স্বাস্থ্য বিষয়ক প্রয়োজনে সব সময়
ময়মনসিংহ হেলথ পয়েন্ট যে কোন সময়ে যোগাযোগ করুন ও খরচ বাঁচাইতে প্রয়োজন হোক বা জরুরি মুহূর্তে পাশে আছে ময়মনসিংহ হেলথ পয়েন্ট সব সময়। পাশাপাশি জটিল রোগ থেকে নিরাপদ থাকতে পাবেন হেলথ টিপস উপভোগ করতে পারবেন এই সেবা।
এবার ব্যস্ততার সাথে পাল্লা দিয়ে বাড়ুক স্বাস্থ্য সচেতনতাও। ময়মনসিংহ হেলথ পয়েন্ট আপনার স্বাস্থ্য সুরক্ষায়, আজও আছি

ময়মনসিংহ হেলথ পয়েন্ট
সার্বক্ষনিক আপনাদের পাশে আছে যোগাযোগ ০১৬১৮-৬৬৭৩৩৫৫ ০১৯৭৮-১৩৬৫৫২

কিডনি রোগ বিশ্বব্যাপী জনস্বাস্থ্য মূলক সমস্যায় পরিণত হয়েছে। আর সচেতনতার অভাবে মূলত এই রোগের প্রকোপ দিন দিন বাড়ছে বলে মন্...
19/10/2022

কিডনি রোগ বিশ্বব্যাপী জনস্বাস্থ্য মূলক সমস্যায় পরিণত হয়েছে। আর সচেতনতার অভাবে মূলত এই রোগের প্রকোপ দিন দিন বাড়ছে বলে মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা। বর্তমানে বাংলাদেশে ১৮ সহ বিশ্বে প্রায় ৮০০ মিলিয়ন লোক এই রোগে ভুগছে।

ইন্টারন্যাশনাল সোসাইটি আওব নেফ্রোলজির মতে, বর্তমানে এটি বিশ্বে ১১তম মৃত্যুর প্রধান কারণ হিসেবে বিবেচিত। প্রতিবছর বিশ্বে ১.২ মিলিয়ন লোক ক্রনিক কিডনি রোগের কারণে মৃত্যুবরণ করে।
ময়মনসিংহ হেলথ পয়েন্ট
সার্বক্ষনিক আপনাদের পাশে আছে

যোগাযোগ ০১৬১৮-৬৬৭৩৩৫৫ ০১৯৭৮-১৩৬৫৫২

১।এলা*র্জির তীব্রতা বাড়ার পরে এ্যা*জমা আক্রান্ত হলে এবং কাশি হলে।২।শ্বাস কষ্টের সাথে বুকে প্রচুর ব্যথা অনুভব হলে।৩।ভয়, হ...
18/10/2022

১।এলা*র্জির তীব্রতা বাড়ার পরে এ্যা*জমা আক্রান্ত হলে এবং কাশি হলে।
২।শ্বাস কষ্টের সাথে বুকে প্রচুর ব্যথা অনুভব হলে।
৩।ভয়, হতাশা ও চিন্তাগ্রস্থ হলে হাপানি চলে আসলে।
৪।শ্বাসকষ্ট শুরু হওয়ার পর বুকের ভেতরে বাঁশির মতো শব্দ হলে এবং সঙ্গে কাশি ও বুকের ভেতর শ্বাস বন্ধ ভাব অনুভূত হলে।
৫।কয়েক মাস চলে যাবার পরেও গলায় কি জানি আটকে আছে মনে হলে।
৬।রাতে ঘুমের সময় নাক-মুখ বন্ধ হয়ে আসলে।
৭।কাশি ছাড়াও ফুসফুসে বাশির মতো চিচি শব্দ হলে।
০৮।ঘন ঘন কাশি সেই সাথে শ্বাসকষ্ট, বুকে ব্যথা, আওয়াজ, বুকে চাপ বা দম নিতে কষ্ট হলে।
৯।অল্প একটু কাজ করে বা ঘুরেফিরে ঘন ঘন সাঁসাঁ শব্দে নিঃশ্বাস ফেললে।
১০।তা*মাক সিগা*রেট, জ*র্দা, গুল, সাদা পাতা সেবন করে প্রাণঘাতিতে চলে আসলে।
এই সকল সমস্যার জন্য আছেন----
----------------------------------
ময়মনসিংহ হেলথ্ পয়েন্ট
মোবাইল নম্বর ঃ ০১৯৮৭-১৩৬৫৫২

Address

১৩ জি, ব্রাহ্মপল্লী রোড, বকুলতলা মসজিদ
Mymensingh
2200

Telephone

+8801989136552

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mymensingh Health point posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Mymensingh Health point:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram