Dr. Reza Hasan Tokey

Dr. Reza Hasan Tokey Medicine , Diabetes, Skin and Sexual medicine doctor

দাউদ (দাদ) Tinea হলে আপনি নিচের যে কোন একটি ক্রিম দিনে দুইবার আক্রান্ত স্থানে লাগাবেন ইনশাল্লাহ কমে যাবে। এরপর সরাসরি চর...
03/09/2025

দাউদ (দাদ) Tinea
হলে আপনি নিচের যে কোন একটি ক্রিম দিনে দুইবার আক্রান্ত স্থানে লাগাবেন ইনশাল্লাহ কমে যাবে। এরপর সরাসরি চর্ম ডাক্তারের ডাক্তারের শরণাপন্ন হবেন। ঠান্ডা পরিবেশে থাকতে চেষ্টা করবেন, অধিক ঘাম ঝরানো কাজ কম করবেন, কাপড়চোপড় প্রতিদিন পরিষ্কার করবেন, টাইট কাপড়-চোপড় কম পড়বেন, স্যাঁতস্যাতে পরিবেশে এড়িয়ে চলবেন । ডায়াবেটিস থাকলে নিয়ন্ত্রণে রাখবেন, ওজন বেশি থাকলে নিয়ন্ত্রণে আনবেন। প্রাথমিক লেভেলে এই ক্রিম গুলো দিলে কোন ক্ষতি হবে না। কোনদিন কখনোই dermomix , combicid এই জাতীয় ওষুধ চামড়ায় লাগাবেন না।

আগে শুনতাম অনেক ফার্মেসীওয়ালা ঔষধ পরিবর্তন করে  অন্য কোম্পানির অথবা দুর্বল কোন কোম্পানির ঔষধ দিয়ে দিত যাতে তার অধিক মু...
02/09/2025

আগে শুনতাম অনেক ফার্মেসীওয়ালা ঔষধ পরিবর্তন করে অন্য কোম্পানির অথবা দুর্বল কোন কোম্পানির ঔষধ দিয়ে দিত যাতে তার অধিক মুনাফা হয়। অনেকে হয়তো পরিবর্তন করে ভালো কোম্পানির ঔষধ দিয়ে ( যেমন স্কয়ারের জিম্যাক্স এর পরিবর্তে রেনাটার জিথ্রিন দেওয়া) এটা ইমারজেন্সি ভিত্তিতে দেয়া যেতে পারে ,তবে না দেওয়া উত্তম।
আজ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগ থেকে লিখিত প্রেসক্রিপশনে লাল বক্সের ভিতরে লিখা ওষুধটি ডাক্তার লিখে নি। ফার্মেসি ওয়ালা নিজে লিখে P GINGO এই ওষুধটি বিক্রি করেছেন। এছাড়া বাকি ঔষধ গুলো পরিবর্তন করে নিম্নমানের কোম্পানির ঔষধ দেওয়া হয়েছে। সরকারিভাবে এজিথ্রোমাইসিন এবং সিটিরিজিন সাপ্লাইয়ের ওষুধ রুগীকে হাসপাতাল থেকে দেওয়া হয়েছিল।
সাময়িক কিছু সুবিধা এবং অতিরিক্ত মুনাফার আশায় রোগীদের সাথে এমন প্রতারণা করবেন না। রোগীদের, রোগীদের স্বজনদের এবং সাধারণ মানুষের কাছে অনুরোধ আপনারা আপনাদের ঔষধ চেক করে নিবেন।
এই তথ্যটি সবাই শেয়ার করে দিন , মানুষকে জানার সুযোগ দিন।

17/08/2025

সঠিক চিকিৎসায় চর্ম ভালো হয়।।।

08/08/2025

হে আল্লাহ, সকল পিতা-মাতার কষ্ট দূর করে দিন।

আজ এক রোগীর বার্তা পেলাম— ‘স্যার, আলহামদুলিল্লাহ, আমার আম্মা সুস্থ হয়েছে।’এরকম মেসেজগুলো পড়তেই মনে হলো— এটাই তো আসল প্...
08/08/2025

আজ এক রোগীর বার্তা পেলাম— ‘স্যার, আলহামদুলিল্লাহ, আমার আম্মা সুস্থ হয়েছে।’
এরকম মেসেজগুলো পড়তেই মনে হলো— এটাই তো আসল প্রাপ্তি, এটাই তো জীবনের সত্যিকারের আনন্দ।
ডাক্তারি আমার পেশা হলেও, মানুষের কষ্ট লাঘব করা আর তাদের মুখে সুস্থতার হাসি দেখা— এটা আমার নেশা, আমার তৃপ্তি।
প্রতিটি রোগীর আরোগ্য আমার জন্য যেন একেকটি দোয়া, একেকটি শান্তির বার্তা।
আল্লাহ যেন আমাকে সবসময় মানুষের উপকারে লাগান, এই দোয়াই চাই সবার কাছে। ❤️

🇧🇩 দেশের চিকিৎসক, দেশের অহংকার 🇧🇩সম্প্রতি জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান ওপেন হার্ট সার্জারির জন্য দেশেরই এক কিং...
02/08/2025

🇧🇩 দেশের চিকিৎসক, দেশের অহংকার 🇧🇩

সম্প্রতি জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান ওপেন হার্ট সার্জারির জন্য দেশেরই এক কিংবদন্তি চিকিৎসকের ওপর ভরসা রেখেছেন। সার্জারিটি সফলভাবে সম্পন্ন করেছেন ডা. জাহাঙ্গীর স্যার — যিনি শুধু বাংলাদেশ নয়, পুরো বিশ্বের অন্যতম সেরা কার্ডিয়াক সার্জন হিসেবে পরিচিত।

৩০,০০০-এরও বেশি ওপেন হার্ট সার্জারির অভিজ্ঞতা যাঁর হাতে। তুলনায় ভারতের বিখ্যাত ডা. দেবশেঠির অপারেশনের সংখ্যা প্রায় ১৫,০০০। দেবশেঠিকে নিয়ে শতশত ডকুমেন্টারি হয়েছে, তাকে ঘিরে গড়ে উঠেছে নায়কতুল্য মর্যাদা। কিন্তু আমাদের ডা. জাহাঙ্গীর স্যার?
আমরা কয়জন চিনি তাঁকে? আমরা কয়জন সম্মান দিই আমাদের এই রিয়েল লাইফ হিরোদের?

প্রতিবছর বাংলাদেশের মানুষ শুধু চিকিৎসার জন্য বিদেশে পাড়ি জমায়। কোটি কোটি ডলার বেহাত হয়—ভারতে, সিঙ্গাপুরে, থাইল্যান্ডে। অথচ আমাদের দেশেই আছে সেই মানের ডাক্তার, সেই প্রযুক্তি, সেই সামর্থ্য।
শুধু নেই বিশ্বাস।

জামায়াতের রাজনীতিকে কেউ পছন্দ করুক বা না করুক, ডা. শফিকুর রহমানকে ধন্যবাদ জানাতেই হয়—তিনি দেশের চিকিৎসাব্যবস্থার উপর আস্থা রেখেছেন। আর এই সিদ্ধান্ত হয়তো অদূর ভবিষ্যতে অন্যান্য রাজনৈতিক ব্যক্তি, উচ্চপদস্থ কর্মকর্তা ও সাধারণ মানুষকে ভাবাবে—চিকিৎসার নামে অকারণে বিদেশ সফর কি আদৌ দরকার?

👉 আমাদের উচিত, দেশীয় চিকিৎসকদের স্বীকৃতি দেওয়া। তাদের নিয়ে গর্ব করা। কারণ তাঁরা শুধু সেবা দেন না, তাঁরা প্রমাণ করেন—বাংলাদেশ পারে।

দেশে চিকিৎসা নিন, দেশের চিকিৎসককে সম্মান দিন।
গর্ব করুন, আপনি বাংলাদেশি। 🇧🇩❤️

🌸 রোগীর সুস্থতাই আমাদের আনন্দ 🌸রোগীর মুখের হাসিই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। 💖যখন কোনো রোগী দীর্ঘদিনের সমস্যার পরে সুস্...
15/07/2025

🌸 রোগীর সুস্থতাই আমাদের আনন্দ 🌸
রোগীর মুখের হাসিই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। 💖
যখন কোনো রোগী দীর্ঘদিনের সমস্যার পরে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে যান, তখন আমাদের পরিশ্রম সার্থক মনে হয়। 🩺✨

✅ আপনার স্বাস্থ্যই আমাদের অঙ্গীকার।
✅ আমরা সবসময় চেষ্টা করি সঠিক চিকিৎসা ও যত্ন দিয়ে আপনাদের সুস্থ জীবনে ফিরিয়ে দিতে।

চেম্বার:
📍 নেইবার কেয়ার ডায়াগনস্টিক সেন্টার, শম্ভুগঞ্জ, ময়মনসিংহ।
📞 01904-707070

আপনার প্রিয়জনের সুস্থতার জন্য আমাদের সাথেই থাকুন। ❤️


#সুস্থতার_গল্প
#চর্মরোগ_চিকিৎসা
#স্বাস্থ্য_হোক_সবার

🌿 আরও একজন চর্ম রোগী আজ পুরোপুরি সুস্থ হয়েছেন! আলহামদুলিল্লাহ 😊চর্ম রোগ শুধু শরীরের সমস্যা না — অনেক সময় আত্মবিশ্বাস হা...
07/07/2025

🌿 আরও একজন চর্ম রোগী আজ পুরোপুরি সুস্থ হয়েছেন! আলহামদুলিল্লাহ 😊

চর্ম রোগ শুধু শরীরের সমস্যা না — অনেক সময় আত্মবিশ্বাস হারিয়ে যায়, সামাজিক অস্বস্তি তৈরি হয়, মানসিক কষ্টও হয়।

এই রোগী এসেছিলেন অনেকদিনের ভোগান্তি নিয়ে।
চামড়ার সমস্যা ছিল প্রকট, চুলকানি, দাগ, এবং সেই সঙ্গে লজ্জা আর হতাশা।

আমি ধৈর্য নিয়ে চিকিৎসা করেছি, তিনি নিয়ম মেনে চলেছেন।
আর আজ — তিনি হাসিমুখে বললেন,
“ডাক্তার সাহেব, আমার চামড়ার সমস্যা একেবারে ভালো হয়ে গেছে।”

এই কথাগুলোই আমার প্রেরণা।
এই সুস্থতাই আমার আনন্দ।

🧴 চর্মরোগের চিকিৎসা সম্ভব — সঠিক সময়ে, সঠিক নিয়মে, সঠিক চিকিৎসায়।

রোগ লুকিয়ে রাখবেন না,
👉 চিকিৎসা নিন, সুস্থ থাকুন।

আজ চেম্বারে আবারও এক মায়ের মুখে সন্তানের জন্য উদ্বেগ দেখলাম। ছেলে অসুস্থ, মা ছেলেকে চেম্বারে নিয়ে এসেছেন। জীবনের এই পড...
28/06/2025

আজ চেম্বারে আবারও এক মায়ের মুখে সন্তানের জন্য উদ্বেগ দেখলাম। ছেলে অসুস্থ, মা ছেলেকে চেম্বারে নিয়ে এসেছেন। জীবনের এই পড়ন্ত বেলায় এসেও মা-বাবার একটাই চিন্তা— সন্তান যেন ভালো থাকে, সুস্থ থাকে। এই দৃশ্যগুলো আমাকে বারবার মনে করিয়ে দেয়, মা-বাবার ভালোবাসা কতটা নিঃস্বার্থ।
আমরা যখন ছোট থাকি, মা-বাবা আমাদের প্রতিটি প্রয়োজন মেটান, প্রতিটি আবদার পূরণ করেন। নিজেরা না খেয়েও আমাদের মুখে খাবার তুলে দেন। দিনের পর দিন রাত জাগেন আমাদের সুস্থতার জন্য। অথচ, যখন তাঁদের একটু সাহায্যের প্রয়োজন হয়, একটুখানি পাশে থাকার দরকার হয়, তখন অনেকেই সেই দায়িত্ব থেকে মুখ ফিরিয়ে নিই।
কাজের ব্যস্ততা, নিজেদের জীবন— সবকিছুর ভিড়ে আমরা ভুলে যাই আমাদের শেকড়কে। ভুলে যাই সেই মানুষগুলোকে, যাঁরা আমাদের আজকের অবস্থানে আসার পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন। একজন অসুস্থ মা বা বাবাকে সময়মতো ডাক্তারের কাছে নিয়ে যাওয়া, তাঁদের ওষুধের খোঁজ রাখা, কিংবা নিদেনপক্ষে একটু সময় দেওয়া— এগুলো কি খুব বেশি চাওয়া?
আসুন, আমরা সচেতন হই। আমাদের মা-বাবা আমাদের জন্য যে ত্যাগ স্বীকার করেছেন, তার প্রতিদান হয়তো আমরা কখনোই দিতে পারব না। কিন্তু তাঁদের শেষ জীবনটা যেন শান্তিতে কাটে, সেটা নিশ্চিত করার দায়িত্ব আমাদেরই। তাঁদের মুখে হাসি ফোটাতে পারার চেয়ে বড় সার্থকতা আর কী হতে পারে!
যদি আপনার মা-বাবা থাকেন, তাঁদের যত্ন নিন। তাঁদের পাশে থাকুন। আর যদি না থাকেন, তবে তাঁদের প্রতি সম্মান রেখে অন্তত আপনার চারপাশের বয়োজ্যেষ্ঠদের প্রতি সহানুভূতিশীল হন। আজকের এই যত্নই আপনার ভবিষ্যতের পথ খুলে দেবে।
(ছবিটি অনুমতি সাপেক্ষে দেওয়া)

''' #তাঁরা বলবেন না কিছু।
চুপ করে কষ্ট সইবেন, অপেক্ষা করবেন…
একদিন হয়তো চিরতরে চুপ হয়ে যাবেন।'''

🩺 কখনও কখনও, রোগী চুপ থাকেন।তিনি কাঁদেন না, অভিযোগ করেন না—শুধু তাকিয়ে থাকেন…তাঁর সেই চাহনির মাঝে লুকিয়ে থাকে অগণিত প্...
25/06/2025

🩺 কখনও কখনও, রোগী চুপ থাকেন।
তিনি কাঁদেন না, অভিযোগ করেন না—শুধু তাকিয়ে থাকেন…

তাঁর সেই চাহনির মাঝে লুকিয়ে থাকে অগণিত প্রশ্ন।
"আমি কি ভালো হবো?"
"আপনি কি সত্যিই আমার কথা বুঝছেন?"
"আমি তো অনেক চেম্বার ঘুরেছি, এবার কি ভরসা করতে পারি?"
তিনি হয়তো বলছেন না, কিন্তু চোখে লেখা—
“দয়া করে, আমায় বুঝুন। আমায় একটু ভরসা দিন।”

এই চাহনির উত্তর কোনো ওষুধ নয়…
এর উত্তর হয় একটু সময় দিয়ে শোনা,
একটা মন থেকে বলা কথা— “আমি চেষ্টা করবো, আপনি একা নন।”
তিনি শুধু শরীর নয়, মনের শান্তি খুঁজছেন।

চিকিৎসা তখনই সম্পূর্ণ হয়,
যখন রোগী নিজেকে বোঝা নয়, গ্রহণযোগ্য মনে করেন।

চলুন, আবার তৈরি করি সেই বিশ্বাসের জায়গা।
চিকিৎসা হোক মানবিক, সম্পর্ক হোক নির্ভরতার।

#রোগীরনীরবতা #ভালোবাসারচিকিৎসা #চিকিৎসাহোকসম্পর্ক #ভরসারসেতু

Address

Mymensingh

Telephone

+8801706060604

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Reza Hasan Tokey posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr. Reza Hasan Tokey:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category