Dr. Reza Hasan Tokey

Dr. Reza Hasan Tokey Medicine , Diabetes, Skin and Sexual medicine doctor

আজ সারাটা দিন কাটল মাদ্রাসার এতিম  বাচ্চাদের সাথে।।।মহজমপুর হাফিজিয়া এতিমখানা মাদ্রাসা তে মাদ্রাসার  ছাত্রদের, অভিভাবক ...
24/10/2025

আজ সারাটা দিন কাটল মাদ্রাসার এতিম বাচ্চাদের সাথে।।।
মহজমপুর হাফিজিয়া এতিমখানা মাদ্রাসা তে মাদ্রাসার ছাত্রদের, অভিভাবক ও এলাকাবাসীদের ফ্রিতে রোগী দেখা , ওদের সাথে নামাজ পড়া, খাওয়া দাওয়া সব মিলিয়ে এক অপূর্ব সুন্দর দিন আমার জন্য। সকলের কাছে দোয়া চাই।।।
বিশেষ ধন্যবাদ জানাই আনোয়ার ভাই, নাজমুল ভাই, শামীম, অনিক, অলি ও আমাদের ড্রাইভার নূরনবী।।।

এটি আমার এক পরিচিত বয়স্ক রোগীর প্রস্রাবের কালচার রিপোর্ট। এখানে দেখা যাচ্ছে অনেকগুলো এন্টিবায়োটিক ঐ জীবাণুর বিরুদ্ধে স...
23/10/2025

এটি আমার এক পরিচিত বয়স্ক রোগীর প্রস্রাবের কালচার রিপোর্ট। এখানে দেখা যাচ্ছে অনেকগুলো এন্টিবায়োটিক ঐ জীবাণুর বিরুদ্ধে সেনসিটিভ ,মানে কাজ করবে। যারা জীবনে কম এন্টিবায়োটিক খেয়েছেন অথবা অপ্রয়োজন এন্টিবায়োটিক ব্যবহার করেননি, সঠিক ডোজ মেনেছেন, তাদের ক্ষেত্রে এন্টিবায়োটিক এর কর্ম ক্ষমতা মোটামুটি সক্রিয় থাকে।
অনেক সময় হাসপাতাল, ওয়ার্ড, আই সি ইউ তে রোগী ভর্তি থাকে, এরকম রোগীদের ইনফেকশন কন্ট্রোল না হলে মৃত্যু অবধারিত।
সবার কাছে অনুরোধ সাধারণ ঠান্ডা জ্বর ব্যথা বা নিজে নিজে মনে করে যে ইনফেকশন হয়েছে, এন্টিবায়োটিক খেয়ে নেয়, এই ভুলগুলো করবেন না। জ্বর মানেই এন্টিবায়োটিক, বিষয়টি এমন নয়।
শিশু বাচ্চাদের মায়েদের কাছে অনুরোধ, বাচ্চাদের বেশিরভাগ জ্বর ভাইরাল, এন্টিবায়োটিক তেমন কাজ করে না, আপনারা নিজে নিজে সহজে এন্টিবায়োটিক ব্যবহার করবেন না। অনেক মা আমাদের কাছে এসে বলেন, আমার বাচ্চা এন্টিবায়োটিক ছাড়া ভালো হয় না। এই কথাটা সঠিক নয়।।।

20/10/2025
🌿 প্রিয় সমাজের সচেতন মানুষ,আমাদের আশেপাশে অনেক অসহায় ও গরিব মানুষ আছেন, যারা টাকার অভাবে চিকিৎসা নিতে পারেন না। তাদের ...
13/10/2025

🌿 প্রিয় সমাজের সচেতন মানুষ,

আমাদের আশেপাশে অনেক অসহায় ও গরিব মানুষ আছেন, যারা টাকার অভাবে চিকিৎসা নিতে পারেন না। তাদের পাশে দাঁড়ানো আমাদের সবার দায়িত্ব।
যদি এমন কেউ আপনার আশেপাশে থাকেন, তবে তারা আমার কাছে বিনামূল্যে চিকিৎসা পেতে পারেন (ইনশাআল্লাহ)।
📜 রোগী সত্যিই অসচ্ছল কিনা তা নিশ্চিত করে কোনো স্বেচ্ছাসেবক, শিক্ষক, সমাজকর্মী বা ছাত্রছাত্রী তার পক্ষ থেকে একটি সংক্ষিপ্ত চিঠি পাঠালেই যথেষ্ট।
🤲 আসুন, আমরা সবাই মিলে এমন একটি সমাজ গড়ি, যেখানে অর্থের অভাবে কেউ চিকিৎসা থেকে বঞ্চিত হবে না।
📞 যোগাযোগ: ডা. রেজা হাসান ত্বকি
মেডিকেল অফিসার
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল
📱 01904-707070

মায়ের কাছে সন্তান কখনো বড় হয় না।।।প্রিয় সন্তানকে চিকিৎসকের কাছে নিয়ে আসলেন মমতাময়ী মা।
07/10/2025

মায়ের কাছে সন্তান কখনো বড় হয় না।।।

প্রিয় সন্তানকে চিকিৎসকের কাছে নিয়ে আসলেন মমতাময়ী মা।

রোগীদের চিকিৎসা নিশ্চিত করা দায়িত্ব রাষ্ট্রের। রোগী কেন মেঝেতে চিকিৎসা নিবে, আমাদের রাষ্ট্রের বাজেটের অনেক টাকা অনেক ভা...
03/10/2025

রোগীদের চিকিৎসা নিশ্চিত করা দায়িত্ব রাষ্ট্রের। রোগী কেন মেঝেতে চিকিৎসা নিবে, আমাদের রাষ্ট্রের বাজেটের অনেক টাকা অনেক ভাবে খরচ হয়, নষ্ট হয়, আমাদের রোগীদের কষ্ট দূর করতে চাইলে অতি দ্রুত পরিকল্পনামাফিক বিভিন্ন প্রজেক্ট হাতে নিতে হবে। অর্থোপেডিক্স এর জন্য আলাদা হাসপাতাল, গাইনি বিভাগের জন্য আলাদা হাসপাতাল, ক্যান্সার বিভাগের জন্য আলাদা হাসপাতাল, শিশু বিভাগের জন্য আলাদা হাসপাতাল, পরীক্ষা-নিরীক্ষা করার জন্য আলাদা ল্যাবরেটরি সেন্টার, প্যারালাইসিস রোগীদের রিহ্যাবিলিটেশন এর জন্য আলাদা পুনর্বাসন হাসপাতাল, এরকমভাবে প্রতিষ্ঠান গড়ে উঠতে হবে। প্রাইভেট পর্যায়ে ব্যবসা চিন্তা না করে মানবিক দিক চিন্তা করে বিভিন্ন সেন্টার গড়ে উঠতে হবে। স্বাস্থ্য নিয়ে যারা কাজ করেন, এবং যারা রাজনৈতিকভাবে বড় পদে থাকেন ,আপনাদের কাছে আকুল আবেদন, আমাদের দেশের মানুষকে বাঁচান, সঠিক চিকিৎসার ব্যবস্থা করেন। আমরা যদি সুস্থভাবে বাঁচতেই না পারি, অসুস্থ হলে সঠিকভাবে চিকিৎসা না পাই, তাহলে আপনারা আমাদের কি স্বপ্ন দেখাবেন ???

"আমি প্রতিদিন নিজেকে জিজ্ঞেস করি—আমি কি আমার রোগীদের জন্য যথেষ্ট করছি? তাদের দোয়াই যেন আমার জীবনের আসল সাফল্য।"
01/10/2025

"আমি প্রতিদিন নিজেকে জিজ্ঞেস করি—আমি কি আমার রোগীদের জন্য যথেষ্ট করছি? তাদের দোয়াই যেন আমার জীবনের আসল সাফল্য।"

চরপাড়ার কিছু অসাধু ফার্মেসী ব্যবসায়ীর কারণে মানুষের বিশ্বাস চরপাড়ার ফার্মেসির ওপর কমে যাচ্ছে। লাল বক্সের মধ্যে চিহ্নি...
17/09/2025

চরপাড়ার কিছু অসাধু ফার্মেসী ব্যবসায়ীর কারণে মানুষের বিশ্বাস চরপাড়ার ফার্মেসির ওপর কমে যাচ্ছে।
লাল বক্সের মধ্যে চিহ্নিত ঔষধ ছুটিতে ডাক্তার লিখেনি কিন্তু ফার্মেসি ওয়ালা নিজে লিখে বিক্রি করেছেন। উক্ত ঔষধ টি মানহীন হারবাল।
ঔষধ জীবন রক্ষাকারী, কিন্তু অপ্রয়োজনীয় ঔষধ মানুষের ক্ষতি করে। সবাই সচেতন থাকবেন।

💙 কাশিগঞ্জ বাসীর জন্য সুখবর 💙আমার ডাক্তারি চাকুরী  জীবনের প্রথম চার বছর কেটেছে কাশিগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রে(তারাকান্দা...
14/09/2025

💙 কাশিগঞ্জ বাসীর জন্য সুখবর 💙

আমার ডাক্তারি চাকুরী জীবনের প্রথম চার বছর কেটেছে কাশিগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রে(তারাকান্দা, ময়মনসিংহ)। সেই সময়ে আপনাদের ভালোবাসা, বিশ্বাস আর আন্তরিকতা আমার জীবনের অমূল্য সম্পদ।

এখন আমি পদোন্নতি পেয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত, কিন্তু কাশিগঞ্জের মানুষ আজও আমাকে মনে রাখে—এটাই আমার সবচেয়ে বড় আনন্দ।

আপনাদের চাওয়া আর আমার ভালোবাসা—দুই মিলিয়ে আমি সিদ্ধান্ত নিয়েছি,
📍 প্রতি মাসে ১-২ দিন কাশিগঞ্জ বাজারে চেম্বার করব
যাতে আপনাদের আরও কাছে থেকে চিকিৎসা সেবা দিতে পারি।

📢 চেম্বারের দিন ও সময় শিগগিরই জানানো হবে।
আপনাদের দোয়া ও সহযোগিতা কাম্য। ❤️

10/09/2025

অপচিকিৎসা থেকে সুস্থ হয়ে রোগীর মুখে হাসি...

দাউদ (দাদ) Tinea হলে আপনি নিচের যে কোন একটি ক্রিম দিনে দুইবার আক্রান্ত স্থানে লাগাবেন ইনশাল্লাহ কমে যাবে। এরপর সরাসরি চর...
03/09/2025

দাউদ (দাদ) Tinea
হলে আপনি নিচের যে কোন একটি ক্রিম দিনে দুইবার আক্রান্ত স্থানে লাগাবেন ইনশাল্লাহ কমে যাবে। এরপর সরাসরি চর্ম ডাক্তারের ডাক্তারের শরণাপন্ন হবেন। ঠান্ডা পরিবেশে থাকতে চেষ্টা করবেন, অধিক ঘাম ঝরানো কাজ কম করবেন, কাপড়চোপড় প্রতিদিন পরিষ্কার করবেন, টাইট কাপড়-চোপড় কম পড়বেন, স্যাঁতস্যাতে পরিবেশে এড়িয়ে চলবেন । ডায়াবেটিস থাকলে নিয়ন্ত্রণে রাখবেন, ওজন বেশি থাকলে নিয়ন্ত্রণে আনবেন। প্রাথমিক লেভেলে এই ক্রিম গুলো দিলে কোন ক্ষতি হবে না। কোনদিন কখনোই dermomix , combicid এই জাতীয় ওষুধ চামড়ায় লাগাবেন না।

Address

Mymensingh

Telephone

+8801706060604

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Reza Hasan Tokey posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr. Reza Hasan Tokey:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category