Lokman Islamic and medical page

Lokman Islamic and medical page Life is beautiful when You are right

06/12/2025

ফুলবাড়িয়া জনগণ জামাতে ইসলাম সাথে ঐক্যবদ্ধ হয়ে গেছে।আপনার এলাকার খবর কি?

আল্লাহ পাক এই প্রিয় মানুষটাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন
06/12/2025

আল্লাহ পাক এই প্রিয় মানুষটাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন

05/12/2025

শুভ রাত্রি বন্ধুরা আল্লাহ তায়ালা আপনাদেরকে ভাল রাখুন

05/12/2025

কিছু বন্ধুদের অনুরোধে একটা ছোট্ট ভিডিও

05/12/2025

ফুলবাড়ীয়া উপজেলা জামায়াতের উদ্যোগে আগামীকালের গণমিছিলে
যোগ দিন,সফল করুন।

04/12/2025

যারা ফেসবুক থেকে আয় করতে চান তাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ তথ্য # #

04/12/2025

আলহামদুলিল্লাহ,ময়মনসিংহ সার্কিট হাউস আয়োজিত আট ইসলামী দলের সম্মেলন সফল হয়েছে।

যাচ্ছি ময়মনসিংহ সার্কিট হাউস,আট দলীয় জোট ইসলামী সমাবেশে,আপনিও আমন্ত্রিত।
04/12/2025

যাচ্ছি ময়মনসিংহ সার্কিট হাউস,আট দলীয় জোট ইসলামী সমাবেশে,আপনিও আমন্ত্রিত।

03/12/2025

ফেসবুক থেকে ইনকাম করার প্রধান উপায়গুলো হলো কন্টেন্ট তৈরি (যেমন ভিডিও, ছবি) করে মনিটাইজেশন ফিচার ব্যবহার করা, অ্যাফিলিয়েট মার্কেটিং, ফেসবুক মার্কেটপ্লেসে পণ্য বিক্রি করা, ফেসবুক গ্রুপ পরিচালনা করা, এবং বিজ্ঞাপন ও স্পনসরশিপের মাধ্যমে আয় করা। এছাড়া, প্রফেশনাল মোড চালু করে ব্যক্তিগত প্রোফাইল থেকেও আয় করা সম্ভব।
ফেসবুক থেকে আয় করার বিভিন্ন উপায়
কন্টেন্ট তৈরি:
মনিটাইজেশন ফিচার: আকর্ষণীয় ভিডিও ও ছবি আপলোড করে ফেসবুকের মনিটাইজেশন ফিচার ব্যবহার করে আয় করা যায়।

রিলস (Reels): শুধুমাত্র রিলস (Reels) হিসেবে ভিডিও পোস্ট করে আয় করা সম্ভব।

মেটা স্টারস (Meta Stars): দর্শকরা আপনাকে স্টারস (Stars) পাঠিয়ে ভার্চুয়াল উপহার দিতে পারে, যা থেকে আয় করা যায়।

পণ্য ও সেবা বিক্রি:
ফেসবুক মার্কেটপ্লেস: স্থানীয়ভাবে যেকোনো পণ্য বিক্রি করার জন্য এটি একটি চমৎকার প্ল্যাটফর্ম।

নিজের তৈরি পণ্য: নিজের তৈরি করা শিল্পকর্ম, যেমন ছবি বা অন্যান্য হস্তশিল্প বিক্রি করতে পারেন।

অনলাইন কোচিং: আপনার দক্ষতা বা জ্ঞান অন্যদের শেখানোর জন্য অনলাইন কোচিং সেবা প্রদান করতে পারেন।

অন্যান্য উপায়:
অ্যাফিলিয়েট মার্কেটিং: অন্য কোম্পানির পণ্যের প্রচার করে এবং আপনার শেয়ার করা লিঙ্ক থেকে বিক্রি হলে কমিশন পাওয়া যায়।

ফেসবুক গ্রুপ: একটি নির্দিষ্ট বিষয়ের উপর গ্রুপ তৈরি করে এবং সেটি ভালোভাবে পরিচালনা করে সেখান থেকে আয় করা যায়।

স্পনসরশিপ: বিভিন্ন ব্র্যান্ডের সাথে চুক্তিবদ্ধ হয়ে তাদের পণ্য বা সেবার প্রচার করতে পারেন।

ইভেন্ট প্রমোশন: ইভেন্ট তৈরি করে এবং সেটির প্রচার করে টিকিট বিক্রি বা অন্যান্য মাধ্যমে আয় করতে পারেন।

ক্রাউডফান্ডিং: কোনো ভালো উদ্যোগের জন্য দর্শকদের কাছ থেকে অর্থ সংগ্রহ করতে পারেন।

কিছু জরুরি বিষয়
পেশাদার মোড: সাধারণ প্রোফাইলকে পেশাদার মোডে (Professional Mode) রূপান্তর করে কনটেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ শুরু করতে পারেন।
মনিটাইজেশন নীতিমালা: আয়ের জন্য, আপনার কন্টেন্টকে অবশ্যই ফেসবুকের কমিউনিটি নির্দেশিকা এবং মনিটাইজেশন নীতি অনুসরণ করতে হবে।
দর্শকদের সম্পৃক্ততা: নিয়মিত এবং আকর্ষণীয় কন্টেন্ট পোস্ট করে ফলোয়ারদের সাথে যোগাযোগ বাড়াতে হবে, যা আপনার আয়ের পথকে আরও সুগম করবে।

03/12/2025

ইয়া আল্লাহ অভাবীদের অভাব দূর করুন।
অসুস্থদেরকে সুস্থতা দান করুন।
কর্মহীনদেরকে কর্ম দান করুন।

03/12/2025

ফেসবুকের ‘ভিডিও’ থেকে আয় করা যাবে না আর
ফেসবুক ব্যবহারকারীদের জন্য আসছে বড় পরিবর্তন। মেটা ঘোষণা করেছে, এখন থেকে ফেসবুকে আলাদা করে ‘ভিডিও’ বা ‘রিলস’ বলে কিছু থাকবে না—সব ধরনের ভিডিও-ই আপলোডের সঙ্গে সঙ্গে ‘রিলস’ হিসেবে প্রকাশিত হবে। অর্থাৎ, ভিডিও পোস্ট করে যারা আয় করতেন, তাদের জন্য বন্ধ হয়ে যাচ্ছে সেই পথ।
বিশ্বের সবচেয়ে বড় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক শুধু বিনোদনের নয়, অনেকের আয়ের উৎসও ছিল। কেউ পণ্য বিক্রি করে, কেউবা কনটেন্ট তৈরি করে মাসে লাখ টাকা পর্যন্ত আয় করতেন। কিন্তু মেটার নতুন আপডেট অনুযায়ী, এখন থেকে ভিডিও পোস্ট করলেই তা রিলস হিসেবে গণ্য হবে এবং আয়ের সুযোগ কেবল রিলসের মাধ্যমেই থাকবে।
আগে ফেসবুকে ভিডিও এবং রিল—এই দুটি আলাদা বিভাগে কনটেন্ট পোস্ট করা যেত। এখন সবকিছুকে একটি সহজ ইন্টারফেসে নিয়ে আসছে মেটা, যেখানে ভিডিও তৈরি, সম্পাদনা এবং শেয়ার করার সব সুবিধা থাকবে একসঙ্গে।
এই আপডেটের সঙ্গে থাকছে আরও কিছু নতুন টুল, যা ব্যবহার করে ভিডিও আরও আকর্ষণীয় করা যাবে। বড় পরিবর্তনের মধ্যে রয়েছে সময়সীমার সীমাবদ্ধতা তুলে দেওয়া। আগে যেখানে রিলসের দৈর্ঘ্য সীমিত ছিল ৬০ বা ৯০ সেকেন্ডে, এখন ব্যবহারকারীরা চাইলে ৩০ সেকেন্ডের শর্ট ক্লিপ থেকে শুরু করে ১০ মিনিটের টিউটোরিয়াল ভিডিও পর্যন্ত আপলোড করতে পারবেন।
তবে সব ভিডিওই এখন থেকে গণ্য হবে রিলস হিসেবে। স্বাভাবিকভাবে, যাঁরা পুরনো নিয়মে ভিডিও কনটেন্ট বানিয়ে আয় করতেন, তাঁদের এখন রিলস বানানো ছাড়া উপায় থাকছে না। এতে কনটেন্ট ক্রিয়েটরদের আয়ের ধরন এবং কৌশলে বড়সড় পরিবর্তন আসবে বলে মনে করা হচ্ছে।

Address

Mymensingh

Alerts

Be the first to know and let us send you an email when Lokman Islamic and medical page posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Lokman Islamic and medical page:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram