Parapar Drug Addiction Rehabilitation Center.

Parapar Drug Addiction Rehabilitation Center. Parapar – Inpatient Care | Outdoor Counseling | Aftercare
Recover with care | সুস্থতার অঙ্গীকার, গোপনীয়তা নিশ্চিত

.It's an Mental Health And Drugs Addiction Treatment Center

🖤 শোকবার্তা 🖤আজকের এই ভয়াবহ দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন, তাদের আত্মার শান্তি কামনা করছি।যারা আহত হয়েছেন, তাদের দ্রুত ...
21/07/2025

🖤 শোকবার্তা 🖤

আজকের এই ভয়াবহ দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন, তাদের আত্মার শান্তি কামনা করছি।
যারা আহত হয়েছেন, তাদের দ্রুত সুস্থতা ও নিরাপত্তার জন্য দোয়া রইল।

জাতি হিসেবে আমরা গভীরভাবে মর্মাহত।
“পারাপার” পরিবার শোকাহত এবং দেশবাসীর এই দুঃসময়ে আমরা একাত্ম।
এই দুঃখজনক ঘটনার কোনো ভাষা নেই—শুধু ব্যথা আর প্রার্থনা।

– পারাপার পরিবার
“সুস্থতার অঙ্গীকারে, আপনাদের পাশে আছি।”

২৬ জুন আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে পারাপার-এর আয়োজন:র‍্যালি ও উৎসব - সচেতনতাই মুক্তির প্রথম ধাপ!"পরিবর্তনের পথে,...
25/06/2025

২৬ জুন আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে পারাপার-এর আয়োজন:
র‍্যালি ও উৎসব - সচেতনতাই মুক্তির প্রথম ধাপ!
"পরিবর্তনের পথে, পাশে আছি আমরা"

International Day Against Drug Abuse and Illicit Trafficking.
24/06/2025

International Day Against Drug Abuse and Illicit Trafficking.

21/06/2025

🌍 আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস ২০২৫
📅 উদযাপন: ২৬ জুন
🟠 আয়োজনে: পারাপার – মাদকাসক্ত ও মানসিক চিকিৎসা কেন্দ্র

🎉 আজ ২২ জুন থেকে শুরু!

🧠 ফ্রি কাউন্সেলিং ও পরামর্শ সেবা

🔸 মানসিক চাপ
🔸 মাদকাসক্তি
🔸 পারিবারিক সংকট
🔸 পুনর্বাসন নিয়ে প্রশ্ন

🤝 আমরা বিশ্বাস করি — সচেতনতা, চিকিৎসা ও সহানুভূতির মাধ্যমে সম্ভব এক নতুন জীবন।
এই কর্মসূচি উন্মুক্ত সবার জন্য।

চলবে ২২ থেকে ২৬ জুন পর্যন্ত। আসুন, কথা বলি — পথ বদলাই।

📍 ঠিকানা:
১৫৬/২ কলতান, গণশার মোড়, মাসকান্দা, ময়মনসিংহ
📞 যোগাযোগ: ০১৭১৮৬৫৫০৯১,০১৭৩৪০৫৭২৯২

📌 হ্যাশট্যাগ:




#পারাপার_সুস্থতার_অঙ্গীকার

🧡 পারাপার — সুস্থতার অঙ্গীকার

''এই জানালার ওপারে প্রতিদিন পরিবর্তনের গল্প লেখা হয়''যে গল্পে থাকে পুনরায় জীবনে ফেরার ইচ্ছা, সহানুভূতি আর নির্ভরতা।‘পা...
20/04/2025

''এই জানালার ওপারে প্রতিদিন পরিবর্তনের গল্প লেখা হয়''
যে গল্পে থাকে পুনরায় জীবনে ফেরার ইচ্ছা, সহানুভূতি আর নির্ভরতা।
‘পারাপার’ শুধু চিকিৎসা নয়, এটি একটি নিরাপদ আশ্রয়,
যেখানে প্রতিটি রোগীর গোপনীয়তা, নিরাপত্তা ও সম্মানকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়।

আমরা পাশে আছি,
যেন কেউ নিজেকে একা না ভাবে এই যাত্রাপথে।
সুস্থতার পথে, পাশে আছি আমরা।

#পারাপার

"টেকনিক্যাল মোড় থেকে মাত্র ৬০০ মিটার দূরে, নতুন বাজার সড়ক ধরে সোজা এগিয়ে আসুন। বাইতুল মামুন জামে মসজিদের পাশে, কলটতান, গ...
17/04/2025

"টেকনিক্যাল মোড় থেকে মাত্র ৬০০ মিটার দূরে, নতুন বাজার সড়ক ধরে সোজা এগিয়ে আসুন। বাইতুল মামুন জামে মসজিদের পাশে, কলটতান, গনশার মোড়ে অবস্থিত 'পারাপার মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্র'। সুস্থ জীবনের পথে প্রথম পদক্ষেপ নিন আজই।"

01/03/2025

🌙 পারাপার—আলোর পথে, পবিত্র রমজান শুরু🌙
আজ মাগরিবের আযানের সাথে সাথে জান্নাতের দরজা খুলে যাবে, বন্ধ করে দেওয়া হবে জাহান্নামের সব দরজা। এই পবিত্র মাসে—

✅ শয়তানদের বন্দী করা হবে,
✅ কবরবাসীদের আযাব কমানো হবে,
✅ প্রতিটি আমলের সওয়াব ৭০ গুণ বৃদ্ধি পাবে,
✅ আর ইফতারের সময় একটি দোয়া নিশ্চিত কবুল করা হবে।

এই রমজান শুধু রোজা রাখার মাস নয়, এটি নিজেকে বদলানোর, হারিয়ে যাওয়া পথ খুঁজে পাওয়ার, এবং আলোর পথে ফিরে আসার মাস। যারা পাপ, হতাশা বা আসক্তির অন্ধকারে ডুবে আছেন—এটি তাঁদের জন্য মুক্তির সময়!

✨ পারাপার এই রমজানে পাশে আছে তাদের, যারা সত্যিকার অর্থে নতুন জীবন গড়তে চায়। আমরা বিশ্বাস করি—
❝সংযম, আত্মশুদ্ধি ও সঠিক দিকনির্দেশনা পারে জীবন বদলে দিতে❞

🤲 আসুন, সবাই মিলে আলোর পথে পারাপার হই!

🌟 রমজান মোবারক!

#রমজান_মোবারক #পারাপার_আলোর_পথে #সংযম_ও_শুদ্ধতা #নতুন_জীবনের_প্রত্যয় #পারাপার_রিহ্যাব

06/02/2025
"Choose life, not drugs! 🌟 Build a brighter future and stay away from addiction.
04/02/2025

"Choose life, not drugs! 🌟 Build a brighter future and stay away from addiction.

31/10/2024

খুরশিদ স্যার,
অভিনন্দন আপনাকে সফলতার জন্য,
"পারাপার"পরিবারের পক্ষ থেকে~~~>>

30/09/2024

“সকল প্রশংসা মহান সৃষ্টিকর্তার”
মাদকের বিরুদ্ধে সংগ্রাম ও মাদকাসক্তদের পাশে আমাদের একযুগ,
এক যুগ আগে আমরা ‘পারাপার পরিবার’ যাত্রা শুরু করেছিলাম, একটি সুন্দর স্বপ্ন নিয়ে এ দেশ ও জাতিকে মাদকের হাত হাত থেকে কিছুটা হলেও ভূমিকা রাখব।
সৃষ্টিকর্তার অশেষ কৃপায়, আমরা বিভিন্ন সময়ে বিভিন্নভাবে আপনাদের পাশে থাকতে পেরেছি।
এবং এভাবেই আমরা ‘পারাপার’ পরিবার এই মাদকের বিরুদ্ধে যুগ যুগ ধরে লড়ে যেতে চাই।
আপনাদের ভালোবাসা আমাদের একান্ত কাম্য,আপনাদের ভালোবাসা আমাদের এগিয়ে যাওয়ার শক্তি।

বিঃ দ্রঃ ১লা অক্টোবর, মঙ্গলবার সন্ধ্যায় ‘পারাপার পরিবারের’ সকল সদস্য ও রিকোভারি ভাই সহ সকলেই আমন্ত্রিত।

15/07/2024

"The evidence is clear: invest in prevention"🚫
মাদকের আগ্রাসন দৃশ্যমান, প্রতিরোধেই সমাধান।"🚫

মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস- ২০২৪।

Address

Parapar Drugs Addiction Rehabilitation Center. , Gonshar Mor, 156/2, Near By The Baitul Mamun Jame Masjid Noton Bazzer Connecting Road, Koltan
Mymensingh
2200

Telephone

+8801731883759

Website

Alerts

Be the first to know and let us send you an email when Parapar Drug Addiction Rehabilitation Center. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Parapar Drug Addiction Rehabilitation Center.:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram