06/08/2024
#বিশেষ_অনুরোধ :
১) কেউ কোন রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করবেন না🙏
★মনে রাখবেন,
এগুলো আপনার, আমার এবং আমাদের সম্পদ; এসব নষ্ট করলে আবার আমাদের টাকায় ই ঠিকটাক করতে হবে।
২) সংখ্যালঘু সম্প্রদায়ের উপাসনালয়, ঘরবাড়ি এবং দোকানপাটের কোন প্রকার ক্ষয়ক্ষতি করবেন না🙏
মনে রাখবেন,
তাঁরা আপনাদের কাছে মেহমান হিসেবে থাকবে, তাদের সম্পদ এবং জানমান রক্ষা করা আমাদের সবার দায়িত্ব।
★ আমাদের সাধারণ ছাত্র, নারী, শিশু এবং খেটে-খাওয়া মানুষের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা যেন প্রশ্নবিদ্ধ না হয়🙏
★মনে রাখতে হবে "স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন"
বিভিন্ন অপশক্তির বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে,
তারা যাতে দেশে জ্বালাও-পুরাও করে এবং অরাজকতা সৃষ্টি করে বহির বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করতে না পারে।।।