26/02/2024
আজ ২৬ শে ফেব্রুয়ারী শিশু সার্জারী দিবস। উন্নত দেশ গুলোর তুলনায় নিম্ন-মধ্যম আয়ের দেশে শিশুদের সার্জারী এখনো অনেকটাই অবহেলিত। সাধারণ মানুষ এমনকি অনেক ডাক্তার দের মাঝেও শিশুদের সার্জারী ও এনেস্থিসিয়া নিয়ে ভুল ধারণা আছে। যার ফলে সরকার ও নীতিনির্ধারকদের মধ্যে শিশুদের সার্জারী সম্পর্কে উদাসিনতা লক্ষ্য করা যায়। Global Initiative for Children Surgery (GICS) এর এবারের শিশু সার্জারী দিবসের প্রতিপাদ্য হচ্ছে - জনসচেতনতার মাধ্যমে উন্নত ও গরীব দেশের মধ্যে শিশুদের সার্জারী তে যে ব্যবধান তা কমিয়ে আনা। আমাদের সচেতনতা শিশুর স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সাহায্য করবে।