26/10/2024
আল্লাহ বাচাইছে- আপনার জন্ম যদি মুসা আ. এর যুগে হতো তাহলে নিশ্চিত বলে বসতেন যে মুসা আ. কে নবুয়ত দেওয়া আল্লাহর গুড সিলেকশন ছিলো না । তখন বলতেন মুসা আ. এর চাইতে স্মার্ট কাউকে নবুয়ত দেওয়া উচিত ছিলো । তখন বলতেন যে, হারুন আ. থাকতে মুসা আ. কে নবুয়ত দেওয়ার কি প্রয়োজন ছিলো? (নাউযুবিল্লাহ)
শুনেন ভাই,
জাতীয় মসজিদ কোন যুদ্ধের যায়গা না বা কোন কুটনৈতিক যায়গা না । নিবৃতচারী মালেক সাহেব তুলনামূলক বিতর্কমুক্ত একজন ব্যাক্তি । এর আগে অনেককেই এখানে নিয়োগ দেওয়া হয়েছিলো কাউকে কি বিতর্কের উর্ধ্বে দেখেছেন? মালেক সাহেব দুনিয়া নিয়া খুব কমই মাথা ঘামান । উনি আখিরাত নিয়ে খুবই ব্যস্ত । আর আখিরাত নিয়ে ব্যস্ত থাকায় উনার ইথিক্স হলো দুনিয়া নিয়ে যত কম সময় ব্যয় করা যাবে ততই আখিরাতের জন্য মঙ্গলজনক । এটা নিয়ে আপনার দ্বিমত থাকতেই পারে । কিন্তু তাই বলে প্রকৃত আখিরাত নিয়ে ব্যাস্ত একজনকে জাতীয় মসজিদের খতিব নিয়োগ দেওয়াতে আপনাদের এত কষ্ট হবে কেনো ভাই? এটা তো আমাদের সৌভাগ্য হওয়া উচিত তাই না?
আমার জানা মতে আপনি জামায়াতের সমর্থক/দায়িত্বশীল । তো ইসলামের রাজনৈতিক, কুটনৈতিক, স্মার্টলি হ্যান্ডেল, হুঙ্কার, গর্জন, মারামারি, কাটাকাটি, প্রচার, প্রসারের জন্য তো আপনাদের দল জামায়াতে ইসলামী আছেই সেটাকে এই এক্সপেক্টেশনে ব্যবহার করুন না ভাই আর জাতীয় মসজিদকে ছেড়ে দেন না মানুষের প্রশান্তিক আত্মশুদ্ধির জন্য নিবৃতচারী মালেক সাহেবের কাছে ।
নাকি মালেক সাহেবের অনুপস্থিত জায়গাগুলো আপনাদের দল পুরণ করতে অক্ষম? যদি অক্ষম না হয় তাহলে আপনারা আপনাদের দল নিয়ে দুনিয়াকে কভার করেন, ব্যস্ত থাকেন । যখন হাপিয়ে উঠবেন দুনিয়া নিয়ে তখন প্রশান্তির জন্য আখিরাত নিয়ে ভাবা দুনিয়া বিমুখ মুফতি আব্দুল মালেক সাহেবের কাছে চলে আসবেন জাতীয় মসজিদ বায়তুল মুকারম এ । আশা করি এতে সকলেরই মঙ্গল হবে । আপনারা দুনিয়া কভার করুন আর মালেক সাহেব আখিরাতকে কভার করবেন । এতে করে দুনিয়া ও আখিরাত দুইটাই কভার হবে ইনশাআল্লাহ ।
এই বিষয়টা নিয়ে এখানেই থেমে গিয়ে মালেক সাহেবকে এপ্রিশিয়েট করেন নয়তো ঐরকম হবে- "যারে দেখতে নারি তার চলন বাঁকা" অর্থাৎ আব্দুল মালেক সাহেবের ভালো গুনগুলোও আপনাদের কাছে খারাপ লাগবে ।
মনে রাখবেন,
এখন আমরা এটা নিশ্চিত যে, বাংলাদেশের আর কোথাও কিছু পাই বা না পাই আমরা যদি জাতীয় মসজিদের খতিব মুফতি আব্দুল মালেক সাহেবের কাছে যাই তাহলে প্রশান্তিময় আখিরাতের জন্য একটা বিশুদ্ধ আত্মশুদ্ধি পাবো ইনশাআল্লাহ ।