Ahsan Mohammad Osman

Ahsan Mohammad Osman আর বলুন, হক এসেছে ও বাতিল বিলুপ্ত হয়েছে; নিশ্চয় বাতিল বিলুপ্ত হওয়ারই ছিল।
--সূরাঃ আল-ইসরা (বনী-ইসরাঈল) আয়াতঃ ৮১

27/10/2024

ঘুমানোর আগে গত ২/৩ মাসে নিজের একটা উপলব্ধি শেয়ার করি:

"রাজনীতিতে যদি তোমার কোন ক্যারিয়ার না থাকে তাহলে তুমি দেশ নিয়ে না ভেবে নিজেকে নিয়ে ভাবো, নিজের ক্যারিয়ার নিয়ে ভাবো। দেশ নিয়ে তোমার ভাবার দরকার নাই! এইটা ভাবার জন্য অনেক মানুষ পড়ে আছে! তোমার দেশ নিয়ে ভাবা না ভাবায় দেশ বা সমাজের কিছুই যায় আসবে না, কিছু পরিবর্তনও হবে না"

তবে যেখানে গঠনমূলক মতামত দেয়ার সুযোগ থাকবে, যেই মতামত দেশ ও দশের উন্নতি বয়ে আনবে সেখানে সুস্পষ্ট ভাবে নিজের মতামত প্রেজেন্ট করুন ।

আল্লাহ বাচাইছে- আপনার জন্ম যদি মুসা আ. এর যুগে হতো তাহলে নিশ্চিত বলে বসতেন যে মুসা আ. কে নবুয়ত দেওয়া আল্লাহর গুড সিলেকশন...
26/10/2024

আল্লাহ বাচাইছে- আপনার জন্ম যদি মুসা আ. এর যুগে হতো তাহলে নিশ্চিত বলে বসতেন যে মুসা আ. কে নবুয়ত দেওয়া আল্লাহর গুড সিলেকশন ছিলো না । তখন বলতেন মুসা আ. এর চাইতে স্মার্ট কাউকে নবুয়ত দেওয়া উচিত ছিলো । তখন বলতেন যে, হারুন আ. থাকতে মুসা আ. কে নবুয়ত দেওয়ার কি প্রয়োজন ছিলো? (নাউযুবিল্লাহ)
শুনেন ভাই,
জাতীয় মসজিদ কোন যুদ্ধের যায়গা না বা কোন কুটনৈতিক যায়গা না । নিবৃতচারী মালেক সাহেব তুলনামূলক বিতর্কমুক্ত একজন ব্যাক্তি । এর আগে অনেককেই এখানে নিয়োগ দেওয়া হয়েছিলো কাউকে কি বিতর্কের উর্ধ্বে দেখেছেন? মালেক সাহেব দুনিয়া নিয়া খুব কমই মাথা ঘামান । উনি আখিরাত নিয়ে খুবই ব্যস্ত । আর আখিরাত নিয়ে ব্যস্ত থাকায় উনার ইথিক্স হলো দুনিয়া নিয়ে যত কম সময় ব্যয় করা যাবে ততই আখিরাতের জন্য মঙ্গলজনক । এটা নিয়ে আপনার দ্বিমত থাকতেই পারে । কিন্তু তাই বলে প্রকৃত আখিরাত নিয়ে ব্যাস্ত একজনকে জাতীয় মসজিদের খতিব নিয়োগ দেওয়াতে আপনাদের এত কষ্ট হবে কেনো ভাই? এটা তো আমাদের সৌভাগ্য হওয়া উচিত তাই না?
আমার জানা মতে আপনি জামায়াতের সমর্থক/দায়িত্বশীল । তো ইসলামের রাজনৈতিক, কুটনৈতিক, স্মার্টলি হ্যান্ডেল, হুঙ্কার, গর্জন, মারামারি, কাটাকাটি, প্রচার, প্রসারের জন্য তো আপনাদের দল জামায়াতে ইসলামী আছেই সেটাকে এই এক্সপেক্টেশনে ব্যবহার করুন না ভাই আর জাতীয় মসজিদকে ছেড়ে দেন না মানুষের প্রশান্তিক আত্মশুদ্ধির জন্য নিবৃতচারী মালেক সাহেবের কাছে ।
নাকি মালেক সাহেবের অনুপস্থিত জায়গাগুলো আপনাদের দল পুরণ করতে অক্ষম? যদি অক্ষম না হয় তাহলে আপনারা আপনাদের দল নিয়ে দুনিয়াকে কভার করেন, ব্যস্ত থাকেন । যখন হাপিয়ে উঠবেন দুনিয়া নিয়ে তখন প্রশান্তির জন্য আখিরাত নিয়ে ভাবা দুনিয়া বিমুখ মুফতি আব্দুল মালেক সাহেবের কাছে চলে আসবেন জাতীয় মসজিদ বায়তুল মুকারম এ । আশা করি এতে সকলেরই মঙ্গল হবে । আপনারা দুনিয়া কভার করুন আর মালেক সাহেব আখিরাতকে কভার করবেন । এতে করে দুনিয়া ও আখিরাত দুইটাই কভার হবে ইনশাআল্লাহ ।
এই বিষয়টা নিয়ে এখানেই থেমে গিয়ে মালেক সাহেবকে এপ্রিশিয়েট করেন নয়তো ঐরকম হবে- "যারে দেখতে নারি তার চলন বাঁকা" অর্থাৎ আব্দুল মালেক সাহেবের ভালো গুনগুলোও আপনাদের কাছে খারাপ লাগবে ।
মনে রাখবেন,
এখন আমরা এটা নিশ্চিত যে, বাংলাদেশের আর কোথাও কিছু পাই বা না পাই আমরা যদি জাতীয় মসজিদের খতিব মুফতি আব্দুল মালেক সাহেবের কাছে যাই তাহলে প্রশান্তিময় আখিরাতের জন্য একটা বিশুদ্ধ আত্মশুদ্ধি পাবো ইনশাআল্লাহ ।

ছবিটির দিকে তাকিয়ে দেখেন তো ভালো করে । ১৯৭১ এ যুদ্ধের শেষে ঘরে ফেরার ছবি এটা । এই সমস্ত বীরের যুদ্ধটা কিসের জন্য করেছিলো...
12/07/2024

ছবিটির দিকে তাকিয়ে দেখেন তো ভালো করে । ১৯৭১ এ যুদ্ধের শেষে ঘরে ফেরার ছবি এটা । এই সমস্ত বীরের যুদ্ধটা কিসের জন্য করেছিলো বলে আপনার মনে হয়? এরা কি বৈষম্য দূর করার জন্য যুদ্ধ করেছিলো নাকি বৈষম্য বাড়ানোর জন্য যুদ্ধ করেছিলো? বিশ্বাস করুন মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে চরম বিকৃতি থাকা সত্বেও এই ছবিটির দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকলাম । ছবিটির দিকে তাকিয়ে মনের অজান্তেই ভূয়া মুক্তিযুদ্ধাদের গালি দিলাম আর প্রকৃত মুক্তিযুদ্ধাদের হৃদয়ের সর্বোচ্চ সম্মানের জয়গা থেকে স্যালুট জানালাম । এরাই প্রকৃত বীর যুদ্ধা, এরাই আমাদের সম্মান, এরাই আমাদের অহংকার, এরাই আমাদের গৌরব । আমার মনে হয় এরা বেঁচে থাকলে দেশটাকে মেরামত করার জন্য আবার একটা যুদ্ধ করতো ।
ফ্যাক্ট: প্রশ্ন ফাঁস, ভূয়া মুক্তিযুদ্ধা, বৈষম্যমূলক কোটা ব্যবস্থা, ঘুষ, দুর্নীতি

08/07/2024

যেহেতু আপনি নিজেকে মেধাবীই দাবী করছেন সেহেতু মেধা খাটিয়েই চাকরী নেন । মেধাবী হলে তো আর কোটার প্রয়োজন নাই তাই না? প্রকৃত মুক্তিযুদ্ধাগণ আমাদের গৌরব, আমাদের সম্মান ❤ । প্রকৃত মুক্তিযোদ্ধাগণ দেশকে স্বাধীন করেছেন বৈষম্য দূর করার জন্য । এই কোটা সিস্টেমটা সর্বোচ্চ মাত্রার বৈষম্য সৃষ্টি করে রেখেছে । ব্যাক্তিগতভাবে আমি সব ধরনের কোটা প্রথার বিরুদ্ধে । যোগ্যরা তাদের যোগ্যতা অনুযায়ী যোগ্যতম স্থানে বসে দেশকে এগিয়ে নিয়ে যাবে আমি এটাই কামনা করি ।

10/06/2024

অতিলোভ আর অশান্তি যুগলবন্দী সহযাত্রী।
জন্ম নিয়ে হাহাকার আমাদের।
দেশ, সমাজ নিয়ে আফসোস।
শিক্ষা, চাকরি, অনাচার নিয়ে দুশ্চিন্তায়।
লোভ আর লালসা আমাদের গলা সমান।
“জ্ঞান-লোভী আর সম্পদ-লোভী কারো লোভই পরিতৃপ্ত হয় না।”-বায়হাকী
তবে জ্ঞান-লোভী বিনীত হয় এবং জ্ঞান তাকে পাহারা দেয়।
অন্যদিকে সম্পদ-লোভী হয় দুর্বিনীত এবং সারা জীবন তাকে সম্পদ পাহারা দিতে উৎকণ্ঠিত থাকতে হয়।

উত্তম হচ্ছে জ্ঞান-লোভী হওয়া। পরকালে কল্যান লাভের লোভী হওয়া।

অতিরিক্ত সম্পদ-লোভী না।
-- Nazar E Zilani

07/06/2024

সমাজ, সংসার, পরিবেশ, চারিদিকের কোন কিছুই আমাদেরকে মহব্বত করে ছাড় দেয় না। আমাদের প্রয়োজনগুলোকে,আমাদের স্বপ্নগুলোকে কঠোর পরিশ্রম আর সংগ্রাম করে জিতে আনতে হয়।

আমি সম্পদহীন এমন বহু লোককে জানি যারা প্রয়োজন পরিমান সম্পদ না থাকার কারনে ধার্মিক থেকে অধার্মিক/বিপথগামী হয়ে গিয়েছিলো ।  ...
03/06/2024

আমি সম্পদহীন এমন বহু লোককে জানি যারা প্রয়োজন পরিমান সম্পদ না থাকার কারনে ধার্মিক থেকে অধার্মিক/বিপথগামী হয়ে গিয়েছিলো । সম্পদ না থাকায় নোবেল পাওয়ার যোগ্য হয়েও নোবেল পায় নি বরং অনাহারে অর্ধাহারে দিনাতিপাত করে পৃথিবী থেকে বিদায় নিতে হয়েছে, অন্যদিক সম্পদের প্রভাবে অন্যজন আবার তুলনামূলক অযোগ্য হয়েও নোবেল পেয়ে যায়, বিশ্ব কবি হয়ে যায় । সম্পদের কারনে আমি একজনকে বিশ্বকবি হয়ে যেতে দেখেছি । আধুনিক অর্থনীতিতে সম্পদহীন কোন জ্ঞানী ব্যাক্তির অস্তিত্ব কল্পনাতীত । আর মহামাবন হওয়ার যোগ্যতা সম্পদের সাথে নির্ভরশীল নয়, সেটা শুধুমাত্র, কেবলমাত্র ও একমাত্র সৃষ্টিকর্তার দয়া । অর্থাৎ আল্লাহ তা'আলা কেবল কিছু সিলেক্টিভ লোককেই মহামানব বানান । আর তাকে মহামানব বানানোর সাথে সাথে তাকে সম্পদও দেন আবার সম্পদ কেড়েও নেন ।
শেষকথা (ধর্মীয): প্রয়োজন পরিমান সম্পদ অর্জন করা প্রত্যেক মুসলমানের উপর ফরয । সম্পদের আধিক্য হলে হ্বজ, যাকাত ফরয কিন্তু সেই সম্পদ মানুষের ভিতরে (অন্তরে) প্রবেশ করা হারাম ।
নোটেড: এই স্বার্থপর/পূঁজিবাদির পৃথিবীতে সম্পদ দিয়ে যা অর্জন করা যায়, সম্পদহীন কোন ব্যাক্তির পক্ষে সেটা কখনোই অর্জন করা সম্ভব নয় ।

22/05/2024

ধর্ম হচ্ছে নৈতিকতার একটা বাটখাড়া । এই বাটখাড়া যদি না থাকে তাহলে আপনার কাছে যেটা ন্যায় আমার কাছে সেটা অন্যায় হয়ে যাবে । ধর্মীয় বিধান ঠিকমত মানে না বলেই পৃথিবীতে এত অশান্তি । ধর্মীয় বিধান ঠিকমত মানলে পৃথিবীতে কোন অশান্তিই থাকবে না । না মানে না । সে আপনি জাপানীজ, ইন্ডিয়ান বা এরাবিয়ান যেটার উদাহরণই দেন না কেনো । ধর্মীয় বিধান মান্যকারী পরিবার, সমাজ, রাষ্ট্র সকল ধর্মহীনদের চাইতে সর্বাগ্রে থাকবে । যদি সেই ধর্মটা পূর্ণাঙ্গ ধর্ম (জীবন বিধান) হয়ে থাকে তবে ।

11/05/2024

যখন বুঝবেন আপনার প্রতিপক্ষ আপনার চেয়েও সেয়ানা, তখন আপনি কি করবেন? আপনাকে তখন ফেয়ার খেলতে হবে । লাইন অফ ফায়ারে দাঁড়িয়ে আপনাকে রুল অফ দ্যা ওয়্যার, রুল অফ দ্যা গেইম, রুল অফ দ্যা বিজনেস গুলা মানতে হবে, ওয়ারেন্ট অফ প্রসিডিউর ফলো করতে হবে যাথাযথভাবে, আন্তর্জাতিক প্রসেস/রিতিনীতি মানতে হবে, ওভার দ্যা টেবিল নেগোশিয়েট করার পেছনের ক্যাপাবিলিট গুলা এভেইল করতে হবে অথবা স্রেফ আপনাকে যথাসময়ে আত্ম সমর্পণ করতে হবে ।
পার্সোনাল এক্সপেরিয়েন্স থেকে বলেছি এটা ।

07/05/2024

প্রত্যেক জ্ঞানীর উপরই তার চেয়ে অধিক জ্ঞানী বিদ্যমান রয়েছে। এই কারণেই সত্যিকারের জ্ঞানীরা অন্যের সামনে বিনয়ী হতেন। তাঁরা জানতেন, শুনলে কিছু না কিছু শিখতে পারবেন। আর এখন আমরা কিছু শিখলে প্রচারের জন্য আকুল হয়ে উঠি। শান্ত সমাহিত জীবন চাইলে অন্যতম অনুঘটক হতে পারে উত্তম শ্রোতা হওয়া।
"প্রত্যেক জ্ঞানীর উপর রয়েছে একজন মহাজ্ঞানী।"
-- সূরা: ইউসূফ, আয়াত: ৭৬ (খন্ডাংশ)

07/05/2024

"হে আল্লাহ! ছোট-বড় সমস্ত পাপকে ক্ষমা করে দিয়ে আমাকে পবিত্র হেদায়াত দান করুন এবং জ্ঞান, সম্পদ ও সন্তান-সন্ততি সহ যা কিছু আমাকে দিয়েছেন সেগুলো আরো বৃদ্ধি করে তাতে বরকত দান করুন।"

04/05/2024

কাজের পারফেকশনের জন্য নেশা, নিজেকে অর্গানাইজ করার প্যাশন, মানুষকে আরো ভালো সার্ভিস দেওয়ার একাগ্রতা যদি থাকে তাহলে উন্নতি বা সফলতা পোশা বেড়ালের মতো পায়ে পায়ে ঘুরবে, ইনশাআল্লাহ।

Address

Kaladaha, Namapara, Fulbaria
Mymensingh
2216

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ahsan Mohammad Osman posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share