Shauda Mubassira Mariyam

Shauda Mubassira Mariyam Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Shauda Mubassira Mariyam, AIDS Resource Center, Sherpur, Mymensingh.

✎⎯✍̶ͥ2বাচ্চার বাবা কেনো তুমি যদি 10বিয়ে করেও আমার জীবনে ফিরে আসতে চাও তবুও আমি তোমাকেই গ্রহণ করে নিবো!!
কারণ এই জন্মে আমার তোমাকে পাওয়ার ইচ্ছা আমার অনেক||⸙ܔ◂   ❖

তুমি ছিলে আমার জীবনের সব চেয়ে সুন্দর অধ্যায়!!আমার পৃথিবী||তোমার সাথে কাটানো প্রতিটি মুহূর্ত ছিলো এক অমূল্য রত্ন• যা আম...
01/03/2025

তুমি ছিলে আমার জীবনের সব চেয়ে সুন্দর অধ্যায়!!
আমার পৃথিবী||
তোমার সাথে কাটানো প্রতিটি মুহূর্ত ছিলো এক অমূল্য রত্ন• যা আমি কখনো ভুলতে পারবো না||
তোমার হাসি• তোমার কথা• তোমার চোখের মাঝে হারানো যাওয়া প্রতিটি স্বপ্ন সবকিছুই যেন আজও আমাকে ঘিরে আছে!!
তোমার অনুপস্থিতি যেনো আমার সমস্ত পৃথিবী থামিয়ে দিয়েছে||
আমি জানি• সময় কখনও অপেক্ষা করে না• সম্পর্ক কখনও এক জায়গায় থেমে থাকে না• কিন্তু তোমাকে হারানোর এতোটা তখন কষ্টকর হবেন• তা কখনো ভাবতে পারেনি||
আমরা যখন একে অপরকে ভালোবাসতাম তখন মনে হতো সব কিছু সম্ভব• কিন্তু আজ আমাদের সম্পর্ক শুধু একটা স্মৃতি হয়ে দাঁড়িয়েছে!!
স্মৃতি আমাকে প্রতি নিয়ত ব্যথা দেয়||
সব কিছু বদলে গেছে কিন্তু আমার হৃদয় এখনও তোমাকে খোঁজে||
তোমার চলে যাওয়া আমাকে একা করে দিয়েছে• মনে হয় যেনো আমি জীবনে আরও কিছু বড় কিছু হারিয়েছি• আর ফিরিয়ে পাবো না||
হয়তো তোমার চলে যাওয়ায় আমি কিছুটা দূর্বল হয়েছি• কিন্তু তোমার প্রতি ভালোবাসা কখনো কমবে না||
আমি জানি• তুমি আর ফিরবে না• কিন্তু তুমি যা ছিলে আমি তা কখনো ভুলতে পারবো না||

আমি অভিশাপ দিচ্ছি না• তবে আমি চাই আপনার জীবনে কঠিন আপনার মতো একজন মানুষ আসুক||আমি চাই আপনার ভালোবাসা ঠিক আপনার মতো করেই ...
14/02/2025

আমি অভিশাপ দিচ্ছি না• তবে আমি চাই আপনার জীবনে কঠিন আপনার মতো একজন মানুষ আসুক||
আমি চাই আপনার ভালোবাসা ঠিক আপনার মতো করেই আপনাকে অবহেলা করুক||
আর সব শেষে আপনার মতো করেই আপনাকে ছেড়ে যাক||
তখন আপনি বুঝবেন অনেকটা ভালোবাসার বিনিময়ে অবহেলা পেলে কেমন লাগে||
আপনি বুঝবেন অপেক্ষার প্রহর ঠিক কেমন হয়||
আপনি বুঝবেন বেঁচে থেকে মৃত্যুর সাধ পাওয়াটা কতোটা কষ্টের||
নির্ঘুম রাত আপনাকে অনেক বেদনা দিবে• আপনি বুঝবেন অবহেলা পাওয়ার পরও সেই মানুষটাকেই চেয়ে যাওয়ার আকুতি কেমন হয়||
আমি খুব করে চাই আপনার জীবনে ঠিক আপনার মতোই একজন মানুষ আসুক||
আপনার চাওয়া পাওয়া গুলোকে অপেক্ষা করুক• আপনার পছন্দ গুলোকে ছুড়ে ফেলে দিক নর্দময়||
আপনার প্রতি তার একটুও মায়া দয়া না জন্মাক• আপনাকে সে যতন কইরা আগলাইয়া না রাখুক• না রাখুক কোনো প্রতিশ্রুতি• আপনাকে আপনার মতো করেই ছেড়ে দিয়ে মিলিয়ে যাক শুন্যে||
আপনি দুনিয়ার কোনো ভাষা দিয়ে যেনো না বুঝাইতে পারেন;
যে আপনি তারে কতো ভালোবাসেন• যেমন করে আমি আপনাকে বুঝাইতে পারি নাই||
আপনার মনটাকে শুন‌্যে ভাসিয়ে দিক||
সব স্বপ্ন গুলো জ্বালিয়ে পুড়িয়ে আপনাকে দিয়ে যাক • শুধু একাকিত্ব আর এক বুক অপেক্ষা||

এতোটা বড় হতে চাইনি• যতটা বড় হওয়ার পর মাকে জড়িয়ে ধরে কান্না করা যায় না!!বাবাকে বলা যায় না• বাবা আমার কষ্ট হচ্ছে মা...
01/02/2025

এতোটা বড় হতে চাইনি• যতটা বড় হওয়ার পর মাকে জড়িয়ে ধরে কান্না করা যায় না!!
বাবাকে বলা যায় না• বাবা আমার কষ্ট হচ্ছে মাথায় একটু হাত বুলিয়ে দাও!!
আমি আসলে এতোটা বড় হতে চাইনি কখনো!!
যতটা বড় হলে নিজের কষ্ট গুলোকে ভাতের লোকমার সাথে গিলে নিতে হয়!!
এতোটা বড় হতে চাইনি যেখানে নিজের কষ্ট গুলোকে বন্ধ দরজা আড়ালে প্রকাশ করে আবার হাসি মুখে বাইরে যেতে হয়!!
বাবাকে জড়িয়ে ধরা যায় না!!
মায়ার কোলে শুয়ে কান্না করা যায় না||
আমি এতটাও বড় হতে চাইনি কখনো||

জান গো🌿 তুমি যখন আমাকে ভিডিও কল দেও• ফোনের উপর থেকে তোমার মুখটা দেখি!!😥☺️বিশ্বাস করো জান তখন তোমাকে ছোঁয়ার আকাঙ্ক্ষা আম...
20/01/2025

জান গো🌿 তুমি যখন আমাকে ভিডিও কল দেও• ফোনের উপর থেকে তোমার মুখটা দেখি!!😥☺️
বিশ্বাস করো জান তখন তোমাকে ছোঁয়ার আকাঙ্ক্ষা আমাকে ঘিরে ধরে!!🥺😥
তখন চিৎকার করে বলতে ইচ্ছা করে জান• কিভাবে আছো আমাকে অনেক দূরে রাখে!!😭😭
অনেক কষ্ট হয় তোমাকে ছাড়া থাকতে• বড্ড মিস করি তোমায় কলিজা||❤️😅😭

আমার না হওয়া মহারাজা আপনি সব সময় ভালো থাকবেন• মন খারাপ করবেন না• আল্লাহর উপর ভরসা রাখবেন• একদিন নিশ্চয়ই আল্লাহ আপনার ...
14/01/2025

আমার না হওয়া মহারাজা আপনি সব সময় ভালো থাকবেন• মন খারাপ করবেন না• আল্লাহর উপর ভরসা রাখবেন• একদিন নিশ্চয়ই আল্লাহ আপনার মনের আশা পূরণ করবে||
আপনি কারো কাছে দামি না হলেও• আমার কাছে মূল্যবান• আমি আপনাকে হারাতে চাইনি• কিন্তু ভাগ্যের কাছে হেরে গেছি||
কিন্তু আপনি চাইলে আমাদের ভালোবাসা পূর্ণতা পেতো• কিন্তু আপনার তো আমার প্রতি কোনো গুরুত্বই নেই• যাই হোক আপনি সব সময় ভালো থাকবেন সেই কামনা করি||
তবে একটা কথা মনে রাখবেন আপনি আপনাকে ভালোবাসতাম• ভালোবাসি আর ভবিষ্যতেও ভালোবাসবো||
দূর থেকে তো অনেক কিছুই সুন্দর লাগে যেমন চাঁদ• আর আপনি চাঁদের থেকেও কম না||
ভালো থাকবেন আমার না হওয়া মহারাজা||

ওই স্বামী জান Happy New Year 2025 সালে যেনো তোমার সাথে দিন গুলো খুব ভালো কাটে||😊💔🥀আর প্রতিটা পথ চলাই যেনো আমি তোমার পাশে...
31/12/2024

ওই স্বামী জান Happy New Year 2025 সালে যেনো তোমার সাথে দিন গুলো খুব ভালো কাটে||😊💔🥀
আর প্রতিটা পথ চলাই যেনো আমি তোমার পাশে থাকতে পারি||🥰🥀👩‍❤️‍💋‍👨
I Love You Jan😔🥀♥️

2024 তুমি আমার কাছ থেকে সব কিছুই কাইড়া নিছো!!কিন্তু তাও তোমার প্রতি কোন অভিযোগ নাই!!তোমাকে হাসি মুখে বিদায় দিতাছি!!কিন...
31/12/2024

2024 তুমি আমার কাছ থেকে সব কিছুই কাইড়া নিছো!!
কিন্তু তাও তোমার প্রতি কোন অভিযোগ নাই!!
তোমাকে হাসি মুখে বিদায় দিতাছি!!
কিন্তু 2025 তোমার কাছে বিগ রিকোয়েস্ট রইলো!!
স্বপ্ন পূরণের বছর হইয়া আইসো||

—পরিবর্তন দেখতে চেয়েছিলে না?দেখো আমি আর আগের মতো তোমাকে ফোন দেই না• কোন কিছু খারাপ লাগলেও বলি না• তোমার এক লাইনের মেসেজ...
14/12/2024

—পরিবর্তন দেখতে চেয়েছিলে না?
দেখো আমি আর আগের মতো তোমাকে ফোন দেই না• কোন কিছু খারাপ লাগলেও বলি না• তোমার
এক লাইনের মেসেজের অপেক্ষা করি না||

—আগে যখন তুমি আমার অনুপস্থিতিতে অন্য
কিছুতে সময় কাটাতে তখন ভেতরটা দুমড়ে
মুচড়ে যেত||
আগে যেমন অধিকার দেখাতাম রাগ দেখাতাম• খারাপ লাগলে বলে দিতাম• এখন আর তা করি না!!

—এখন ভিতরটা ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেলেও
চুপ থাকি||
কোন কিছু খারাপ লাগলে ও
বলি না তোমাকে••••••
বুঝতে ও দি না!!
এটাই হয়তো পরিবর্তন||😅💝

সমালোচনা শহরে বাস করি বদনাম তো একটু থাকবেই!!নানান লোকের• লোকের নানান কথা কান দিলেই মাথা ব্যথা||
30/11/2024

সমালোচনা শহরে বাস করি বদনাম তো একটু থাকবেই!!
নানান লোকের• লোকের নানান কথা কান দিলেই মাথা ব্যথা||

7• 9• 2024               13•10• 2024তুমি বিশ্বাস করো তোমাকে ভালোবাসার পর থেকে আমার ভালো থাকা• হাসি খুশি থাকা সব কিছুই তো...
14/11/2024

7• 9• 2024
13•10• 2024

তুমি বিশ্বাস করো তোমাকে ভালোবাসার পর থেকে আমার ভালো থাকা• হাসি খুশি থাকা সব কিছুই তোমার উপর নির্ভর করে||

ভুল তোমারও ছিলো••••••🥀🥰সেই তুমি বোঝোনি••••••🌺🥲রাগ আমাও ছিলো••••••🤣🤬সেটা আমি দেখাইনি••••••🧐☹️ভুলে আমিও যেতে পারতাম••••••🤔...
02/11/2024

ভুল তোমারও ছিলো••••••🥀🥰
সেই তুমি বোঝোনি••••••🌺🥲
রাগ আমাও ছিলো••••••🤣🤬
সেটা আমি দেখাইনি••••••🧐☹️
ভুলে আমিও যেতে পারতাম••••••🤔🥴
কিন্তু চেষ্টা করিনি•••••••😔✋
কারণ আমি তো ভুলার জন্য ভালোবাসিনি||🥰💔

যে যেমন ভাবে ভাবছে তোমায় ভাবতে দাও••••••তুমি তোমার মতো থাকতে শুধু শিখে নাও||লোকের কথায় গুরুত্ব দাও কম দেখো ধীরে ধীরে বদল...
31/10/2024

যে যেমন ভাবে ভাবছে তোমায় ভাবতে দাও••••••
তুমি তোমার মতো থাকতে শুধু শিখে নাও||

লোকের কথায় গুরুত্ব দাও কম দেখো ধীরে ধীরে বদলাবে জীবন||

চাওয়া পাওয়ার হিসাব গুলো মেলানো থাক বন্ধ
জীবনটা থাকুক অগোছালো না মিলুক ছন্দ||

এক জীবনে সবার সব আশা পূর্ণ হয় না কেউ অল্পতে সুখী হতে পারে••••••
কেউ অনেক পেলেও দুঃখ তার যায় না||

এইতো ভালোই আছি••••••তোমার সাথে দেখা হচ্ছে না••••••এখন আর কথা হচ্ছে না||সারাদিন ব্যস্ততা জড়িয়ে ভিড়ের মাঝেই দিন কেটে যা...
13/10/2024

এইতো ভালোই আছি••••••
তোমার সাথে দেখা হচ্ছে না••••••
এখন আর কথা হচ্ছে না||
সারাদিন ব্যস্ততা জড়িয়ে ভিড়ের মাঝেই দিন কেটে যাচ্ছে||
তোমাকে একটুও মনে পড়ছে না||

তবে কি জানো ভালো আছি বললেও কেনো যেনো আমি ভালো থাকতে পারছি না||
সারাদিনের ক্লান্তি শেষে বিশ্রামের আশায় বিছানায় যখন গা ঠেকাই•••••••
বিশ্বাস করো আমি ভীষণ রকম একা হয়ে যাই||
দু চোখের ঘুম উড়ে যায়••••••
আমার শুধু তোমাকেই মনে পড়ে ক্লান্ত দু চোখের জল গাল বেয়ে ঝরতে থাকে||
তুমি নেই ভাবতেই বুকটা কেঁপে ওঠে||

বিশ্বাস করো দিনশেষে আমি আর ভালো থাকতে পারি না||
ভালো থাকা হয় না আমার||
কত যে রাত এভাবে চোখের জলে ভাসিয়ে দিয়েছি
তা কেবল আমার সৃষ্টিকর্তা জানে||

খুব বেশি অপরাধ তো আমি করিনি•••••••
শুধু তোমায় ভালোবেসেছিলাম•••••••
একটু ভালো থাকার জন্য•••••••
একটু ভালোবাসা পাবার জন্য||

তোমার কাছে আমার আর কিছুই চাওয়ার নেই||
শেষ একটা অনুরোধ আমাকে একটু ভালো থাকতে দাও||
শান্তিতে একটু নিঃশ্বাস নিতে দাও•••••••
আমি শুধু একটু ভালো থাকতে চাই||
ব্যস এতটুকু••••••••
আর কিচ্ছু চাই না||

তোমাকে একটা সত্যি কথা বলি?তোমার জন্য অনেক কান্না করছি!!কি করবো বলো যদি তুমি আমার কপালেই না থাকো||
30/09/2024

তোমাকে একটা সত্যি কথা বলি?
তোমার জন্য অনেক কান্না করছি!!
কি করবো বলো যদি তুমি আমার কপালেই না থাকো||

একটি নারী তার শখের পুরুষের কারণে খারাপ হয়• আমি বার• বার বলবো নারীকে তার শখের পুরুষ ওই খারাপ বানায়||💔😓খোঁজ নিয়ে দেখেন ...
01/09/2024

একটি নারী তার শখের পুরুষের কারণে খারাপ হয়• আমি বার• বার বলবো নারীকে তার শখের পুরুষ ওই খারাপ বানায়||💔😓
খোঁজ নিয়ে দেখেন না আপনার চারপাশে অনেক জীবিত মানুষ মৃত হয়ে বেঁচে আছে||😭🤧
অনেকে সোশ্যাল মিডিয়ায় এক্টিভ না সব কিছু ফেসবুক Instagram টিকটকে শিয়ার করতে পারে না লাজ লজ্জার ভয়ে বন্ধু বান্ধব ফ্যামেলির কাছেও বলতে পারে না||😭😭
কেউ• কেউ নেশায়• কেউ ভালো দিনের আশায়• ভালো কিছু ফিরে ফিরে পাবার আশায়• কেউ আবার এক আকাশ পরিমাণ রাগ জিদ নিয়ে খারাপ পথ বেঁছে নেয়||😭😓

😭😭😭এই দুই টা লাইন আমার জানের জন্য••••••তুই আমার থেকে বিরক্ত হয়ে গেসিছ•••••••তোর সময় টা আর আমি নষ্ট করবো না•••••তুই আমা...
02/08/2024

😭😭😭
এই দুই টা লাইন আমার জানের জন্য••••••
তুই আমার থেকে বিরক্ত হয়ে গেসিছ•••••••
তোর সময় টা আর আমি নষ্ট করবো না•••••
তুই আমার থেকে বিরক্ত হয়ে গেসিছ•••••••
তোর সময় টা আর আমি নষ্ট করবো না•••••
তোরে দুর থেকে ভালোবাসবো• কিন্তু কখনও কথা বলতে চেষ্টা করবো না||

Address

Sherpur
Mymensingh

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shauda Mubassira Mariyam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram