29/10/2025
আমরা গভীর শোকের সাথে জানাচ্ছি যে, আমাদের প্রিয় সহকর্মী সিআরপি সাভারের পেডিয়াট্রিক (শিশু) বিভাগের ক্লিনিক্যাল ফিজিওথেরাপিস্ট সায়মা আক্তার গতকাল ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।
সায়মা সিআরপি পরিবারের একজন নিবেদিতপ্রাণ এবং সহানুভূতিশীল সদস্য ছিলেন। রোগীদের প্রতি তার নিষ্ঠা এবং তার দয়ালু, কোমল স্বভাব তার সাথে কাজ করা সকলের কাছে সর্বদা স্মরণীয় হয়ে থাকবে। তার অকাল মৃত্যু সিআরপি এবং তাকে চেনেন এমন সকলের জন্য একটি বিরাট ক্ষতি। তার পরিবার এবং প্রিয়জনদের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা। সর্বশক্তিমান আল্লাহ তাকে চিরশান্তি দান করুন এবং তার পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দিন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। (নিশ্চয়ই, আমরা আল্লাহর এবং আমরা তাঁর কাছেই ফিরে যাব।)