Ruma Medicine Corner

Ruma Medicine Corner আপনার বিশ্বস্ত ঔষধের দোকানে।

রুমা মেডিসিনের পক্ষ থেকে সবাইকে জানাই ঈদ মোবারক 🌙
31/03/2025

রুমা মেডিসিনের পক্ষ থেকে সবাইকে জানাই ঈদ মোবারক 🌙

আলহামদুলিল্লাহ, আপনাদের কথা চিন্তা করে আজ থেকে নতুন সার্ভিস চালু হয়েছে রুমা মেডিসিন কর্ণারে।
04/03/2025

আলহামদুলিল্লাহ,
আপনাদের কথা চিন্তা করে আজ থেকে নতুন সার্ভিস চালু হয়েছে রুমা মেডিসিন কর্ণারে।

🍂 স্বাস্থ্য সম্পর্কিত অসাধারণ কিছু টিপস জেনে নিনঃ১। চুলকানি জাতীয় চর্মরোগে নিমপাতা ও কাঁচা হলুদ বেটে গোসলের আধা ঘন্টা প...
25/02/2025

🍂 স্বাস্থ্য সম্পর্কিত অসাধারণ কিছু টিপস জেনে নিনঃ
১। চুলকানি জাতীয় চর্মরোগে নিমপাতা ও কাঁচা হলুদ বেটে গোসলের আধা ঘন্টা পূর্বে লাগালে ভাল হবে।

২। রক্ত আমাশয়ে ডুমুর গাছের শিকড়ের রস দিনে দু'বার খান।

৩। দাঁতের গোড়ায় ব্যথা হলে আক্রান্ত স্থানে সামান্য হলুদ লাগিয়ে দিন।

৪। দাঁতের মাড়িতে ক্ষত হলে বা দাঁত থেকে রক্ত পড়লে জামের বিচি গুড়ো করে দাঁত মাজলে উপকার পাবেন।

৫। ফোঁড়া হলে তা অনেক সময় না পেকে শক্ত দলার মত হয়ে যায়। কলমি শাকের কচি ডগা ও শিকড় একসঙ্গে বেটে ফোঁড়ার ওপর প্রলেপ দিয়ে দীর্ঘক্ষণ রেখে দিন। এতে ফোঁড়া পেকে যাবে।

৬। মচকে গিয়ে ব্যথা পেলে চালতা গাছের পাতা ও মূলের ছাল সমপরিমাণ একসঙ্গে বেটে হালকা গরম করে ব্যথার জায়গায় লাগালে উপকার পাওয়া যায়।

৭। ঠোঁটের দু'পাশে এবং মুখের ভেতরে অনেক সময় ঘায়ের মত হয়। গাব ফলের রসের সঙ্গে অল্প পানি মিশিয়ে কয়েকদিন মুখ ধুলে ঘা সেরে যায়।

৮। ডালসহ পুদিনা পাতা ৭/৮ ঘন্টা পানিতে ভিজিয়ে রেখে সেই পানি ছেঁকে খেলে পেট ফাঁপা ভাল হয়।

৯। অনেকের গায়ে ঘামের দুর্গন্ধ হয়। বেল পাতার রস পানির সঙ্গে মিশিয়ে গা মুছলে তা কমে।

১০। মাথা ব্যথা হলে কালোজিরা একটা পুটলির মধ্যে বেঁধে শুকতে থাকুন; ব্যথা সেরে যাবে।

১১। কাশি হলে দুই টুকরো দারুচিনি, একটি এলাচি, ২টি তেজপাতা, ২টি লবঙ্গ ও সামান্য চিনি পানিতে ফুটিয়ে ছেঁকে নিন; হালকা গরম অবস্থায় এই পানি খেলে কাশি ভাল হবে।

১২। দাঁতের ব্যথায় পেয়ারা পাতা চিবালে ব্যথা উপশম হয়।

১৩। দই খুব ভাল এন্টাসিড হিসেবে কাজ করে৷ এসিডিটির সমস্যা শুরু হওয়া মাত্র তা কয়েক চামচ খেয়ে নিন।

১৪। গলায় মাছের কাঁটা আটকে গেলে অর্ধেকটা লেবু নিয়ে রস চুষে খেয়ে ফেলুন; কাঁটা নরম হয়ে নেমে যাবে।

১৫। ছুরি/দা/বটিতে হাত কেটে গেলে এক টুকরা সাদা কাগজ কাটা জায়গায় লাগান। রক্ত বন্ধ হবে।

১৬। শ্বাসকষ্ট কমাতে বাসক গাছের পাতা ও ছাল একসঙ্গে সেদ্ধ করে বেটে মধু মিশিয়ে খেতে পারেন।

১৭। জিভে বা মুখে সাদা ঘা হলে পানির সঙ্গে কর্পূর গুলে দিনে ২ বার মুখ ধুয়ে নিন।

১৮। ঘুম ভাল হওয়ার জন্য ডালিমের রসের সঙ্গে ঘৃতকুমারীর শাঁস মিশিয়ে খেতে পারেন।

পোস্টটি আপনাদের উপকারে এলে লাইক ও শেয়ার করুন৷

নিয়মিত হেলথ টিপস পেতে আমাদের পেইজে লাইক দিন৷

ওষুধ কেনার আগে যে বিষয়গুলো জানা জরুরিওষুধ কেনার সময় কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানা দরকার, যাতে ভুল ওষুধ সেবনের ঝুঁকি কমানো ...
05/02/2025

ওষুধ কেনার আগে যে বিষয়গুলো জানা জরুরি
ওষুধ কেনার সময় কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানা দরকার, যাতে ভুল ওষুধ সেবনের ঝুঁকি কমানো যায় এবং সঠিকভাবে ওষুধের কার্যকারিতা নিশ্চিত করা যায়।

🔹 ১. ওষুধের নাম ও সঠিক ব্র্যান্ড বাছাই করুন
✅ জেনেরিক নাম (Generic Name) এবং ব্র্যান্ড নাম (Brand Name) যাচাই করুন।
✅ একাধিক কোম্পানি একই ওষুধ তৈরি করে, যেমন প্যারাসিটামল (Generic) = Napa, Ace (Brand)।
✅ সস্তা বা অচেনা ব্র্যান্ডের ওষুধ নেওয়ার আগে ফার্মাসিস্টের পরামর্শ নিন।

🔹 ২. প্রেসক্রিপশন লাগবে কিনা চেক করুন
✅ প্রেসক্রিপশন ছাড়া ওষুধ কিনবেন না যদি এটি এন্টিবায়োটিক, হরমোন বা স্টেরয়েড হয়।
✅ সাধারণ জ্বর, ব্যথা বা ঠান্ডার ওষুধ (OTC - Over The Counter Drugs) প্রেসক্রিপশন ছাড়া কেনা যায়।
✅ ডাক্তারের পরামর্শ ছাড়া এন্টিবায়োটিক ওষুধ সেবন করলে পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে।

🔹 ৩. মেয়াদ ও গুণগত মান যাচাই করুন
✅ ওষুধের মেয়াদ (Expiry Date) দেখুন – মেয়াদোত্তীর্ণ ওষুধ কখনো কিনবেন না।
✅ ভেজাল বা নকল ওষুধ কিনবেন না – লেবেলের বানান ভুল, ভিন্ন রঙ বা গন্ধ থাকলে ফার্মাসিস্টের সঙ্গে কথা বলুন।

🔹 ৪. ওষুধের ব্যবহার ও ডোজ সম্পর্কে নিশ্চিত হোন
✅ ডোজ (Dosage) এবং সেবন পদ্ধতি জানুন – খাওয়ার সময়, মাত্রা (mg/ml), এবং দিনে কয়বার খাবেন তা বুঝতে হবে।
✅ খালি পেটে নাকি খাবারের পর খেতে হবে তা জানুন – কিছু ওষুধ খালি পেটে খেলে সমস্যা হয় (যেমন: গ্যাস্ট্রিকের ওষুধ খাবারের আগে খেতে হয়)।
✅ শিশু ও প্রাপ্তবয়স্কদের ডোজ আলাদা হয়, তাই ভুল ডোজ নেবেন না।

🔹 ৫. পার্শ্বপ্রতিক্রিয়া ও সতর্কতা জানুন
✅ ওষুধ খেলে কোনো সাধারণ পার্শ্বপ্রতিক্রিয়া (Side Effects) আছে কিনা তা জানুন।
✅ কিছু ওষুধের কারণে ঘুম পাওয়া, বমিভাব, মাথা ঘোরা বা অ্যালার্জি হতে পারে।
✅ যদি অন্য কোনো ওষুধ খেয়ে থাকেন, তাহলে ড্রাগ ইন্টারঅ্যাকশন চেক করুন।

🔹 ৬. সংরক্ষণ ও রাখার নিয়ম জানুন
✅ কিছু ওষুধ ফ্রিজে রাখতে হয় (যেমন: ইনসুলিন, ভ্যাকসিন)।
✅ কিছু ওষুধ শুকনো ও ঠান্ডা স্থানে রাখতে হয় (যেমন: ট্যাবলেট, ক্যাপসুল)।
✅ শিশুর হাতের নাগালের বাইরে রাখুন, বিশেষ করে ব্যথানাশক ওষুধ।

🔹 ৭. মূল্য যাচাই ও ভাউচার সংরক্ষণ করুন
✅ ওষুধ কেনার সময় মূল্য যাচাই করুন এবং রশিদ বা বিল সংগ্রহ করুন।
✅ কিছু ফার্মেসিতে একই ওষুধের দাম ভিন্ন হতে পারে, তাই নির্ভরযোগ্য দোকান থেকে কিনুন।

⚠ বিশেষ সতর্কতা
🚫 নিজের ইচ্ছামতো এন্টিবায়োটিক বা স্টেরয়েড খাবেন না।
🚫 গর্ভবতী ও শিশুদের ক্ষেত্রে বিশেষ সতর্কতা প্রয়োজন – সব ওষুধ নিরাপদ নয়।
🚫 অ্যালার্জি থাকলে ওষুধ কেনার আগে ফার্মাসিস্টকে জানান।

💡 উপসংহার:
ওষুধ কেনার আগে নাম, মেয়াদ, ডোজ, পার্শ্বপ্রতিক্রিয়া ও সংরক্ষণ পদ্ধতি যাচাই করা জরুরি। ভুল ঔষধ বা ডোজ খেলে সাস্থ্যের ক্ষতি হতে পারে। তাই, সন্দেহ হলে ফার্মাসিস্ট বা ডাক্তারের পরামর্শ নিন।

✨সৌজন্যে :
রুমা মেডিসিন কর্ণার,
জেলা সদর হাসপাতাল গেইট, নেত্রকোণা।
০১৭৯২৩-৮৬২১৪, ০১৮৩৩৪-৩২২০৬

30/10/2024
আলহামদুলিল্লাহ 🥰আমাদের দোকানের একজন নিয়মিত কাস্টমার আমার প্রিয় বড় ভাই❤️রিমন ভাইয়ের সর্বদা সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করি 🤲
05/10/2024

আলহামদুলিল্লাহ 🥰
আমাদের দোকানের একজন নিয়মিত কাস্টমার আমার প্রিয় বড় ভাই❤️
রিমন ভাইয়ের সর্বদা সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করি 🤲

আলহামদুলিল্লাহ 🥰আমাদের দোকানের এই পর্যন্ত সর্বোচ্চ টাকার ঔষধ ক্রয় করেছেন আমার প্রিয় আঙ্কেল Harun Rashid 🥰আঙ্কেল এর সর্বদ...
02/10/2024

আলহামদুলিল্লাহ 🥰
আমাদের দোকানের এই পর্যন্ত সর্বোচ্চ টাকার ঔষধ ক্রয় করেছেন আমার প্রিয় আঙ্কেল Harun Rashid 🥰
আঙ্কেল এর সর্বদা সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করি 🤲

আলহামদুলিল্লাহ 🥰প্রিয় বন্ধু Mehidi Hasan Riyad  এর সর্বদা সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করি 🤲
02/10/2024

আলহামদুলিল্লাহ 🥰
প্রিয় বন্ধু Mehidi Hasan Riyad এর সর্বদা সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করি 🤲

আলহামদুলিল্লাহ 🥰Mahmudul Haque Ove  ভাইয়ের সর্বদা সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করি 🤲
26/09/2024

আলহামদুলিল্লাহ 🥰
Mahmudul Haque Ove ভাইয়ের সর্বদা সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করি 🤲

আলহামদুলিল্লাহ 🥰রিপন ভাইয়ের সর্বদা সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করি 🤲
25/09/2024

আলহামদুলিল্লাহ 🥰
রিপন ভাইয়ের সর্বদা সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করি 🤲

Address

Zila Sadar Hospital Gate, Netrokona
Mymensingh
2400

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ruma Medicine Corner posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram