03/11/2025
অভিনন্দন
"HWFB" এর প্রান ব্যাক্তিত্ব অধ্যাপক ডাঃ জিল্লুর রহমান স্যার বাংলাদেশ ইএনটি হাসপাতাল,ঢাকা এর চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় "HWFB" পরিবারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। স্যার এর নতুন দায়িত্ব ও পথচলা সফল ও নিরাপদ হোক এই কামনা করছি। আমিন।পাশাপাশি কৃতজ্ঞতা প্রকাশ করছি অত্র হাসপাতালের সকল ডাঃ,কর্মকর্তা ও কর্মচারীদের প্রতি যারা স্যারকে সহযোগীতা করে যাচ্ছেন।
-"HWFB" পরিবার