02/08/2025
Epistaxis
কোনো কারণে নাক দিয়ে যদি রক্তপাত হয় তখম সেই অবস্থাকে বলা হয় epistaxis
Epistaxis যে যে কারণে হয়ঃ
""""""""""""""""""""""""""
১. লিউকেমিয়া, এনিমিয়া এগুলোর কারণে হতে পারে।
২. কালা জ্বর, টাইফয়েড জ্বর, সিফিলিস ইত্যাদি রোগ এর কারণে হতে পারে।
৩. ভাইরাস জনিত ইনফেকশনের কারণে হতে পারে।
৪. নাকে বা মাথায় আঘাত এর কারণে হতে পারে।
৫. নাকে পলিপ থাকলে হতে পারে।
৬. নাকের নরম জায়গায় ইনফেকশন বা খোঁচা লাগার ফলে হতে পারে।
৭. ক্যালসিয়াম এর ঘাটতির কারণে হতে পারে।
লক্ষন বা উপসর্গ যা যা থাকেঃ
""""""""""""""""""""""""""
১. নাক দিয়ে রক্ত পড়া।
২. রক্ত বন্ধ হতে সময় লাগে।
৩. নাক এটে আসে বা ঘ্রান অনুভূতি সাময়িক ভাবে বন্ধ।
পরিক্ষা বা Investigation যা যা করতে হবেঃ
"""""""""""""""""""""""""""""""""""""""""
1. CBC Test = May be Thrombocytopenia. অর্থাৎ এখানে Platelet কম থাকতে পারে।
চিকিৎসাঃ
""""""""
রক্ত বন্ধের জন্য Tranexamic Acid Injection তুলায় লাগিয়ে নাকে ঢুকিয়ে চাপ দিয়ে ধরে রাখলে রক্ত বন্ধ হয়ে যাবে। এরপরে কারণ অনুযায়ী চিকিৎসা দিতে হবে। যেমনঃ
🔴লেখাটি বাংলা ভাষায় রচিত চিকিৎসা বিয়ক একটি পিডিএফ থেকে নেওয়া।