Taha Medical Hall

Taha Medical Hall Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Taha Medical Hall, Medical and health, North Bisiura, Mymensingh.

Epistaxis‎কোনো কারণে নাক দিয়ে যদি রক্তপাত হয় তখম সেই অবস্থাকে বলা হয় epistaxis‎‎Epistaxis যে যে  কারণে হয়ঃ‎"""""""""""""...
02/08/2025

Epistaxis
‎কোনো কারণে নাক দিয়ে যদি রক্তপাত হয় তখম সেই অবস্থাকে বলা হয় epistaxis

‎Epistaxis যে যে কারণে হয়ঃ
‎""""""""""""""""""""""""""
‎১. লিউকেমিয়া, এনিমিয়া এগুলোর কারণে হতে পারে।
‎২. কালা জ্বর, টাইফয়েড জ্বর, সিফিলিস ইত্যাদি রোগ এর কারণে হতে পারে।
‎৩. ভাইরাস জনিত ইনফেকশনের কারণে হতে পারে।
‎৪. নাকে বা মাথায় আঘাত এর কারণে হতে পারে।
‎৫. নাকে পলিপ থাকলে হতে পারে।
‎৬. নাকের নরম জায়গায় ইনফেকশন বা খোঁচা লাগার ফলে হতে পারে।
‎৭. ক্যালসিয়াম এর ঘাটতির কারণে হতে পারে।

‎লক্ষন বা উপসর্গ যা যা থাকেঃ
‎""""""""""""""""""""""""""
‎১. নাক দিয়ে রক্ত পড়া।
‎২. রক্ত বন্ধ হতে সময় লাগে।
‎৩. নাক এটে আসে বা ঘ্রান অনুভূতি সাময়িক ভাবে বন্ধ।

‎পরিক্ষা বা Investigation যা যা করতে হবেঃ
‎"""""""""""""""""""""""""""""""""""""""""
‎1. CBC Test = May be Thrombocytopenia. অর্থাৎ এখানে Platelet কম থাকতে পারে।


‎চিকিৎসাঃ
‎""""""""
‎রক্ত বন্ধের জন্য Tranexamic Acid Injection তুলায় লাগিয়ে নাকে ঢুকিয়ে চাপ দিয়ে ধরে রাখলে রক্ত বন্ধ হয়ে যাবে। এরপরে কারণ অনুযায়ী চিকিৎসা দিতে হবে। যেমনঃ

‎🔴লেখাটি বাংলা ভাষায় রচিত চিকিৎসা বিয়ক একটি পিডিএফ থেকে নেওয়া।

🔴 মরচে পড়া লোহায় কী এমন থাকে যে তাতে পা কেটে গেলে টিটেনাস ইনজেকশন দিতে হয়❓▫️মরচে পড়া লোহায় মরিচার সাথে আরও থাকতে পারে ময়...
01/08/2025

🔴 মরচে পড়া লোহায় কী এমন থাকে যে তাতে পা কেটে গেলে টিটেনাস ইনজেকশন দিতে হয়❓

▫️মরচে পড়া লোহায় মরিচার সাথে আরও থাকতে পারে ময়লা আবর্জনা এবং বিভিন্ন ধরণের জীবাণু। এই জীবাণু গুলোই আমাদের জন্য বেশি ক্ষতিকর।

▫️একপ্রকার ব্যাকটেরিয়া Clostridium tetani যা সাধারণত মাটি, আবর্জনা ও নোংরা স্থানে পাওয়া যায়। এই ব্যাকটেরিয়ার স্পোর যখন তীক্ষ্ণ পেরেক বা ওইজাতীয় জীবাণু বাহিত বস্তু দ্বারা চামড়া ভেদ করে শরীরের মাংসপেশিতে প্রবেশ করে তখন সেগুলো বংশবিস্তারের মাধ্যমে এক প্রকার টক্সিন (tetanospasmin) তৈরি হয়। এ টক্সিন মানবদেহের মোটর নিউরনে আক্রমন করে যা মাংসপেশির সন্ঞ্চালন নিয়ন্ত্রণ করে।

▫️সংক্রমণ বৃদ্ধি পেলে পেশী খিঁচুনি ক্রমশ চোয়ালেও পরিলক্ষিত হয়, ফলে এই রোগের একটি সাধারণ নাম হল দাঁতকপাটি । এই রোগের অন্যান্য লক্ষণগুলি হল পেশীর অনমনীয়তা, গিলে খেতে অসুবিধা এবং দেহের অন্যান্য অংশে খিঁচুনি। শরীরের পেছনের মাংসপেশিগুলো সংকুচিত হয় বলে পুরো শরীর ধনুকের মতো বেঁকে যায়। এই কারণে এই রোগকে (ধনুঃ + টঙ্কার) ধনুষ্টংকার বলে।

14/07/2025

✔️মাত্র ৩ টি কাজ করলেই ক্যা'ন্সার উধাও!

ওশ স্টেট মেডিকেল ইউনিভার্সিটি, মস্কো, রাশিয়ার ক্যা'ন্সার বিশেষজ্ঞ ডা. গুপ্তপ্রসাদ রেড্ডি (বি ভি) বলেছেন, ক্যা'ন্সার কোনো মর'ণব্যা'ধি নয়, কিন্তু মানুষ এই রোগে মারা যায় শুধুমাত্র উদাসীনতার কারণে।

তার মতে, মাত্র দুটি উপায় vঅনুসরণ করলেই উধাও হবে ক্যা'ন্সার। উপায়গুলো হচ্ছে:-

👉১. প্রথমেই সব ধরনের সুগার বা চিনি খাওয়া ছেড়ে দিন। কেননা, শরীরে চিনি না পেলে ক্যা'ন্সার সেলগুলো এমনিতেই বা প্রাকৃতিকভাবেই বিনাশ হয়ে যাবে।

👉২. এরপর এক গ্লাস গরম পানিতে একটি লেবু চিপে মিশিয়ে নিন। টানা তিন মাস সকালে খাবারের আগে খালি পেটে এই লেবু মিশ্রিত গরম পানি পান করুন। উধাও হয়ে যাবে ক্যান্সার।

মেরিল্যান্ড কলেজ অব মেডিসিন- এর একটি গবেষণায় বলা হয়েছে, কেমোথেরাপির চেয়ে এটি হাজার গুণ ভাল।

👉৩. প্রতিদিন সকালে ও রাতে তিন চা চামচ অর্গানিক নারিকেল তেল খান, ক্যা'ন্সার সেরে যাবে।

চিনি পরিহারের পর নিচের দুটি থেরাপির যেকোনো একটি গ্রহণ গ্রহণ করুন। ক্যা'ন্সার আপনাকে ঘায়েল করতে পারবে না। তবে অবহেলা বা উদাসীনতার কোনো অজুহাত নেই।

উল্লেখ্য, ক্যা'ন্সার সম্পর্কে মানুষকে সচেতন করতে ডা. গুপ্তপ্রসাদ গত পাঁচ বছর ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে এই তথ্যটি প্রচার করছেন।

সেই সঙ্গে তিনি সবাইকে অনুরোধ করেছেন এই তথ্যটি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দেয়ার জন্য।

তিনি বলেছেন, “আমি আমার কাজটি করেছি। এখন আপনি শেয়ার করে আপনার কাজটি করুন এবং আশেপাশের মানুষকে ক্যান্সার থেকে রক্ষা করুন।”
..সংগৃহীত...

12/07/2025
 #মানব গোষ্ঠীর কিছু অজানা তথ্য 👉💥🗨️🗨️💥🗨️🗨️💥🗨️🗨️💥1.নারীদের হৃদপিণ্ড পুরুষের চাইতে বেশি গতিতে স্পন্দিত হয়।2.একমাত্র মানুষই...
10/07/2025

#মানব গোষ্ঠীর কিছু অজানা তথ্য 👉
💥🗨️🗨️💥🗨️🗨️💥🗨️🗨️💥
1.নারীদের হৃদপিণ্ড পুরুষের চাইতে বেশি গতিতে স্পন্দিত হয়।
2.একমাত্র মানুষই তার পিঠ নিচে দিয়ে ঘুমাতে পারে।
3.দাঁত একমাত্র অঙ্গ যে নিজে নিজে সুস্থ হতে পারেনা।
3.আমাদের শরীরের সবগুলো ব্যাকটেরিয়া একসাথে প্রায় 2 কেজি ওজন হয়।
4.মানুষের হাত একমাত্র অঙ্গ যেটি সোজা লাইন টানতে পারে আর কোন প্রাণী তা পারে না।
5.হাতের নখ পায়ের নখ এর তুলনায় চারগুণ বেশি গতিতে বাড়ে।
6.মানবদেহের সবচেয়ে শক্তিশালী পেশী হচ্ছে তার জিহ্বা।
7.মানুষের নাক ও কান সব সময় বাড়তে থাকে কিন্তু চোখ জন্মের সময় যে সাইজ ছিল সেটাই থাকে।(চোখের ব্যপারটা নিয়ে আমার সন্দেহ আছে)
8.আমাদের শরীরের সবচেয়ে শক্ত অংশটি হচ্ছে দাঁত।
9.চোখ খোলা রেখে হাঁচি দেওয়া অসম্ভব।
10.একজন পুরুষ একজন মহিলার তুলনায় দ্বিগুণ সংখ্যক বার চোখের পাপড়ি ফেলে।
11.হাঁচি দেওয়ার সময় শরীরের অভ্যন্তরীণ সকল কাজ বন্ধ হয়ে যায়, এমনকি হার্ট-বিটও।
12.মানবদেহের সবচেয়ে ছোট হাড় হলো কানের মধ্যে থাকা হাড় যার নাম স্টেপিস।
13.একজন মানুষের বেঁচে থাকার জন্য একটি কিডনি যথেষ্ট।
14.আমাদের শরীরে থাকা নার্ভ সেলের সংখ্যা প্রায় শত বিলিয়ন।
15.সমুদ্রের পানির লবণাক্ততা আর আমাদের রক্তের লবণাক্ততা প্রায় সমান।
16.আমাদের শরীরে থাকা কার্বন দিয়ে 900 টি পেন্সিল লিড তৈরি করা সম্ভব।
17.আমাদের এক একটা চোখ 576 মেগা পিক্সেল ক্যামেরার সমান।
18.আপনি একসাথে খাবার গিলতে এবং নিশ্বাস নিতে পারবেন না কিন্তু একটা শিশু 7 মাস পর্যন্ত এই কাজটি করতে পারে।
পোস্টটি শেয়ার করবেন 👉👉

#বাস্তবতা

আপনি জানেন কি? মানুষের শরীর প্রতিদিন প্রায় ৩২ থেকে ৫০ বিলিয়ন কোষ শুকিয়ে ঝরে পড়ে?হ্যাঁ, আমাদের শরীর প্রতিদিন লক্ষ লক্ষ ...
09/07/2025

আপনি জানেন কি? মানুষের শরীর প্রতিদিন প্রায় ৩২ থেকে ৫০ বিলিয়ন কোষ শুকিয়ে ঝরে পড়ে?

হ্যাঁ, আমাদের শরীর প্রতিদিন লক্ষ লক্ষ কোষ ধ্বংস করে এবং নতুন কোষ তৈরি করে। তবে ভয় পাবেন না, এই প্রক্রিয়াটাই জীবিত থাকার জন্য জরুরি। এটাকে বলা হয় “cell turnover”

একজন প্রাপ্তবয়স্ক মানুষের শরীর প্রতিদিন গড়ে ৩০ বিলিয়নেরও বেশি কোষ ধ্বংস করে নতুন কোষের জন্ম দেয়। এর ফলে পুরনো, ক্ষতিগ্রস্ত বা মিউটেড কোষ সরিয়ে নতুন, কার্যকর কোষ জায়গা নেয়।

এই প্রক্রিয়া না থাকলে শরীরে ক্যানসার, সংক্রমণ বা অন্যান্য মারাত্মক রোগ সহজেই ছড়িয়ে পড়ত।

তাই বলতে পারেন, প্রতি দিন আপনি একটু একটু করে নিজেকে নতুন করে গড়ছেন!

Note: This image is digitally crafted based on imagination.

07/07/2025
07/07/2025

Address

North Bisiura
Mymensingh

Website

Alerts

Be the first to know and let us send you an email when Taha Medical Hall posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram