রুমিয়া প্রফেশনাল ট্রেনিং ইনস্টিটিউট

  • Home
  • রুমিয়া প্রফেশনাল ট্রেনিং ইনস্টিটিউট

রুমিয়া প্রফেশনাল ট্রেনিং ইনস্টিটিউট জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ) অনুমোদিত রুমিয়া প্রফেশনাল ট্রেনিং ইনস্টিটিউট

সম্পূর্ণ ফ্রি কোর্স...!
09/09/2025

সম্পূর্ণ ফ্রি কোর্স...!

09/09/2025
🌍 RUMIYA-PKSF-SICIP প্রকল্পে আদিবাসী যুবদের অংশগ্রহণ বৃদ্ধি বিষয়ক নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত রুমিয়া প্রফেশনাল ট্রেনিং ইনস্...
09/09/2025

🌍 RUMIYA-PKSF-SICIP প্রকল্পে আদিবাসী যুবদের অংশগ্রহণ বৃদ্ধি বিষয়ক নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত

রুমিয়া প্রফেশনাল ট্রেনিং ইনস্টিটিউটের উদ্যোগে সমতল ও নওগাঁ জেলার আদিবাসী নেতৃবৃন্দের সাথে “RUMIYA-PKSF-SICIP প্রকল্পে আদিবাসী যুব তথা তরুণ-তরুণীদের অংশগ্রহণ, সুযোগ সুবিধা ও উৎসাহ বৃদ্ধি” শীর্ষক এক নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন—
🔹 রুমিয়া প্রফেশনাল ট্রেনিং ইনস্টিটিউটের চেয়ারম্যান মো: মুরাদ হোসেন
🔹 জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নরেণ পাহান
🔹 নিয়ামতপুর, মহাদেবপুর ও পত্নীয়লার সাধারণ সম্পাদকগণ
🔹 নওগাঁ আদিবাসী ছাত্র অধিকার পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ স্থানীয় আদিবাসী নেতৃবৃন্দ।

আলোচনার মূল বিষয়:

✅ RUMIYA-PKSF-SICIP প্রকল্পে আদিবাসী যুবদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা
✅ আদিবাসী নারী-পুরুষ উভয়ের সমান সুযোগ সৃষ্টি করা
✅ আদিবাসী তরুণীদের জন্য নিরাপদ ও অনুকূল প্রশিক্ষণ পরিবেশ তৈরি করা
✅ প্রশিক্ষণ-পরবর্তী উদ্যোক্তা উন্নয়ন ও চাকরির সুযোগ তৈরি

উক্ত সভায় আদিবাসী প্রতিনিধিরা বলেন—
🗣 “যদি আদিবাসী তরুণ প্রজন্মকে দক্ষ করে তোলা যায়, তবে সমাজের সামগ্রিক উন্নয়ন হবে এবং দারিদ্র্য হ্রাস পাবে।”

রুমিয়া প্রফেশনাল ট্রেনিং ইনস্টিটিউটের চেয়ারম্যান মো: মুরাদ হোসেন বলেন—
🗣 “আমরা চাই আদিবাসী তরুণ-তরুণীরা মূলধারার স্বতঃস্ফূর্তভাবে কর্মসংস্থানে যুক্ত হোক। এজন্য মোবাইল সার্ভিসিং, ডিজিটাল মার্কেটিং, বিউটিফিকেশনসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ চালু করা হয়েছে।”

👉 সভার মাধ্যমে একটি সম্মিলিত সিদ্ধান্তে উপনীত হওয়া হয় যে, স্থানীয় আদিবাসী নেতৃবৃন্দ যুব সমাজকে উদ্বুদ্ধ করবেন এবং রুমিয়া প্রফেশনাল ট্রেনিং ইনস্টিটিউট তাদের দক্ষতা উন্নয়নের জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ সুযোগ নিশ্চিত করবে।

🎯 ভর্তি চলছে!

RUMIYA-PKSF-SICIP প্রকল্পের আওতায় ৩ মাস মেয়াদী আবাসিক প্রশিক্ষণ কোর্সে ভর্তি চলছে।
📌 কোর্স: মোবাইল সার্ভিসিং, ডিজিটাল মার্কেটিং, বিউটিফিকেশন
📌 সম্পূর্ণ সরকারি খরচে প্রশিক্ষণ + খাবার + আবাসন
📌 অনলাইন আবেদন লিংক: https://forms.gle/WBzLuZycThK7zkrG9

09/09/2025
05/09/2025

✅ দক্ষতাই উন্নয়নের চাবিকাঠি
📢 জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (NSDA)-এর অধীনে আধুনিক ও বাজারচাহিদাভিত্তিক দক্ষতা নির্ভর প্রশিক্ষণ গ্রহণের সুযোগ!

🎯 আমাদের প্রশিক্ষণের মূল লক্ষ্যঃ

কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি

আত্মকর্মসংস্থান ও উদ্যোক্তা গড়ে তোলা

দক্ষ মানবসম্পদ তৈরি করে দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারে প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধি

📌 প্রশিক্ষণের বৈশিষ্ট্যঃ

অভিজ্ঞ প্রশিক্ষকের মাধ্যমে বাস্তবভিত্তিক প্রশিক্ষণ

সরকারি নির্দেশনা অনুযায়ী কোর্স পরিচালনা

সম্পূর্ণ মানসম্মত সিলেবাস

সফল প্রশিক্ষণার্থীদের সার্টিফিকেট প্রদান

👉 যোগ্যতা: ন্যূনতম SSC/সমমান (কোর্সভেদে ভিন্ন হতে পারে)
👉 প্রশিক্ষণ শেষে চাকরি ও উদ্যোক্তা হবার সুযোগ

📞 বিস্তারিত জানতে যোগাযোগ করুন:
রুমিয়া প্রফেশনাল ট্রেনিং ইনস্টিটিউট নওগাঁ
📱 01311992378, 01311992381

🌐 বাংলাদেশকে দক্ষ জাতিতে পরিণত করতে আজই যুক্ত হোন দক্ষতা উন্নয়ন কার্যক্রমে!

❗❗❗আমরা আপনার জন্য প্রস্তুত, আপনি প্রস্তুত তো?❗❗❗✅ প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং✅ মোবাইল ফোন সার্ভিসিং✅ বিউটিফিকেশনরুমিয়া ...
04/09/2025

❗❗❗আমরা আপনার জন্য প্রস্তুত, আপনি প্রস্তুত তো?❗❗❗

✅ প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং
✅ মোবাইল ফোন সার্ভিসিং
✅ বিউটিফিকেশন

রুমিয়া প্রফেশনাল ট্রেনিং ইনস্টিটিউট
বরেন্দ্র অফিসের বিপরীতে, চকমুক্তার, নওগাঁ সদর, নওগাঁ
যোগাযোগ: 01311992381, 01311992378
আবেদন লিংক: https://forms.gle/WBzLuZycThK7zkrG9

https://www.facebook.com/share/p/1GhfZAjYGd/
03/09/2025

https://www.facebook.com/share/p/1GhfZAjYGd/

📢✨ সম্পূর্ণ সরকারি খরচে ৩ মাসের আবাসিক প্রশিক্ষণে ভর্তি বিজ্ঞপ্তি"
বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয় ও এশীয় উন্নয়ন ব্যাংক (ADB)-এর আর্থিক সহায়তায় এবং পিকেএসএফ-এর বাস্তবায়নে Skills for Industry Competitiveness and Innovation Program - SICIP -PKSF প্রকল্পের আওতায়,
রুমিয়া প্রফেশনাল ট্রেনিং ইনস্টিটিউটের পরিচালনায়
৩ মাস ব্যাপী সম্পূর্ণ সরকারি খরচে আবাসিক প্রশিক্ষণ কার্যক্রমে শিক্ষার্থী ভর্তি চলছে।

🎯 কোর্সসমূহ:
✅ প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং
✅ মোবাইল ফোন সার্ভিসিং
✅ বিউটিফিকেশন

🕒 মেয়াদ: ৩ মাস (৩৬০ ঘণ্টা)
👥 আসন সংখ্যা: প্রতিটি কোর্সে ২৫ জন

📌 শিক্ষাগত যোগ্যতা:

ন্যূনতম এসএসসি/সমমান পাশ (ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে বেসিক কম্পিউটার চালনায় দক্ষ হতে হবে)

মোবাইল ফোন সার্ভিসিং ও বিউটিফিকেশনে ন্যূনতম অষ্টম শ্রেণি/সমমান পাশ

📌 আবেদনকারীর জন্য যোগ্যতা:
🔹 বয়স ১৮-৪৫ বছর
🔹 বাংলাদেশী নাগরিক
🔹 জাতীয় পরিচয়পত্র/জন্মসনদ আবশ্যক

✨ বিশেষ সুযোগ সুবিধা:
✔️ সম্পূর্ণ সরকারি অর্থায়নে প্রশিক্ষণ
✔️ কোর্স শেষে সার্টিফিকেট
✔️ চাকরি/স্বনির্ভর হওয়ার সুযোগ।
প্রশিক্ষণকালীন সম্পূর্ণ আবাসন ও খাবারের ব্যবস্থা ফ্রি
✔️ মহিলা, যুবক-যুবতী, প্রতিবন্ধী, পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে অগ্রাধিকার

📝 অনলাইন আবেদন করুন: https://forms.gle/WBzLuZycThK7zkrG9

📍 অফলাইন আবেদন ঠিকানা:
রুমিয়া প্রফেশনাল ট্রেনিং ইনস্টিটিউট
বরেন্দ্র অফিসের বিপরীতে, চকমুক্তার, নওগাঁ সদর, নওগাঁ

📞 যোগাযোগ:
👉 ০১৩১১-৯৯২৩৮১, ০১৩১১-৯৯২৩৭৮

✨ এই প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে নওগাঁ ও পার্শ্ববর্তী জেলার বেকার যুবক-যুবতী এবং নারীদের দক্ষ মানবসম্পদে পরিণত করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে।

সীমিত আসন — এখনই আবেদন করুন!

📢✨ সম্পূর্ণ সরকারি খরচে ৩ মাসের আবাসিক প্রশিক্ষণে ভর্তি বিজ্ঞপ্তি"বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয় ও এশীয় উন্নয়ন ব্যাংক ...
03/09/2025

📢✨ সম্পূর্ণ সরকারি খরচে ৩ মাসের আবাসিক প্রশিক্ষণে ভর্তি বিজ্ঞপ্তি"
বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয় ও এশীয় উন্নয়ন ব্যাংক (ADB)-এর আর্থিক সহায়তায় এবং পিকেএসএফ-এর বাস্তবায়নে SICIP-PKSF প্রকল্পের আওতায়,
রুমিয়া প্রফেশনাল ট্রেনিং ইনস্টিটিউটের পরিচালনায়
৩ মাস ব্যাপী সম্পূর্ণ সরকারি খরচে আবাসিক প্রশিক্ষণ কার্যক্রমে শিক্ষার্থী ভর্তি চলছে।
🎯 কোর্সসমূহ:
✅ প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং
✅ মোবাইল ফোন সার্ভিসিং
✅ বিউটিফিকেশন
🕒 মেয়াদ: ৩ মাস (৩৬০ ঘণ্টা)
👥 আসন সংখ্যা: প্রতিটি কোর্সে ২৫ জন
📌 শিক্ষাগত যোগ্যতা:
ন্যূনতম এসএসসি/সমমান পাশ (ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে বেসিক কম্পিউটার চালনায় দক্ষ হতে হবে)
মোবাইল ফোন সার্ভিসিং ও বিউটিফিকেশনে ন্যূনতম অষ্টম শ্রেণি/সমমান পাশ
📌 আবেদনকারীর জন্য যোগ্যতা:
🔹 বয়স ১৮-৪৫ বছর
🔹 বাংলাদেশী নাগরিক
🔹 জাতীয় পরিচয়পত্র/জন্মসনদ আবশ্যক
🔹 প্রশিক্ষণকালীন সম্পূর্ণ আবাসন ও খাবারের ব্যবস্থা ফ্রি
✨ বিশেষ সুযোগ সুবিধা:
✔️ সম্পূর্ণ সরকারি অর্থায়নে প্রশিক্ষণ
✔️ কোর্স শেষে সার্টিফিকেট
✔️ চাকরি/স্বনির্ভর হওয়ার সুযোগ
✔️ মহিলা, যুবক-যুবতী, প্রতিবন্ধী, পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে অগ্রাধিকার
📝 অনলাইন আবেদন করুন: ছবিতে দেওয়া লিংকের মাধ্যমে।
📍 অফলাইন আবেদন ঠিকানা:
রুমিয়া প্রফেশনাল ট্রেনিং ইনস্টিটিউট
বরেন্দ্র অফিসের বিপরীতে, চকমুক্তার, নওগাঁ সদর, নওগাঁ
📞 যোগাযোগ:
👉 ০১৩১১-৯৯২৩৮১, ০১৩১১-৯৯২৩৭৮
✨ এই প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে নওগাঁ ও পার্শ্ববর্তী জেলার বেকার যুবক-যুবতী এবং নারীদের দক্ষ মানবসম্পদে পরিণত করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে।
সীমিত আসন — এখনই আবেদন করুন!

📢✨ সম্পূর্ণ সরকারি খরচে ৩ মাসের আবাসিক প্রশিক্ষণে ভর্তি বিজ্ঞপ্তি"বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয় ও এশীয় উন্নয়ন ব্যাংক ...
26/08/2025

📢✨ সম্পূর্ণ সরকারি খরচে ৩ মাসের আবাসিক প্রশিক্ষণে ভর্তি বিজ্ঞপ্তি"
বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয় ও এশীয় উন্নয়ন ব্যাংক (ADB)-এর আর্থিক সহায়তায় এবং পিকেএসএফ-এর বাস্তবায়নে SICIP-PKSF প্রকল্পের আওতায়,
রুমিয়া প্রফেশনাল ট্রেনিং ইনস্টিটিউটের পরিচালনায়
৩ মাস ব্যাপী সম্পূর্ণ সরকারি খরচে আবাসিক প্রশিক্ষণ কার্যক্রমে শিক্ষার্থী ভর্তি চলছে।

🎯 কোর্সসমূহ:
✅ প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং
✅ মোবাইল ফোন সার্ভিসিং
✅ বিউটিফিকেশন

🕒 মেয়াদ: ৩ মাস (৩৬০ ঘণ্টা)
👥 আসন সংখ্যা: প্রতিটি কোর্সে ২৫ জন

📌 শিক্ষাগত যোগ্যতা:

ন্যূনতম এসএসসি/সমমান পাশ (ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে বেসিক কম্পিউটার চালনায় দক্ষ হতে হবে)

মোবাইল ফোন সার্ভিসিং ও বিউটিফিকেশনে ন্যূনতম অষ্টম শ্রেণি/সমমান পাশ

📌 আবেদনকারীর জন্য যোগ্যতা:
🔹 বয়স ১৮-৪৫ বছর
🔹 বাংলাদেশী নাগরিক
🔹 জাতীয় পরিচয়পত্র/জন্মসনদ আবশ্যক
🔹 প্রশিক্ষণকালীন সম্পূর্ণ আবাসন ও খাবারের ব্যবস্থা ফ্রি

✨ বিশেষ সুযোগ সুবিধা:
✔️ সম্পূর্ণ সরকারি অর্থায়নে প্রশিক্ষণ
✔️ কোর্স শেষে সার্টিফিকেট
✔️ চাকরি/স্বনির্ভর হওয়ার সুযোগ
✔️ মহিলা, যুবক-যুবতী, প্রতিবন্ধী, পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে অগ্রাধিকার

📝 অনলাইন আবেদন করুন: https://forms.gle/WBzLuZycThK7zkrG9

📍 অফলাইন আবেদন ঠিকানা:
রুমিয়া প্রফেশনাল ট্রেনিং ইনস্টিটিউট
বরেন্দ্র অফিসের বিপরীতে, চকমুক্তার, নওগাঁ সদর, নওগাঁ

📞 যোগাযোগ:
👉 ০১৩১১-৯৯২৩৮১, ০১৩১১-৯৯২৩৭৮

✨ এই প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে নওগাঁ ও পার্শ্ববর্তী জেলার বেকার যুবক-যুবতী এবং নারীদের দক্ষ মানবসম্পদে পরিণত করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে।

সীমিত আসন — এখনই আবেদন করুন!

❗❗❗ Admission Going On❗❗❗
25/08/2025

❗❗❗ Admission Going On❗❗❗

21/08/2025

Address

Deen Tower, Main Road, Naogaon Sadar

6500

Alerts

Be the first to know and let us send you an email when রুমিয়া প্রফেশনাল ট্রেনিং ইনস্টিটিউট posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your practice to be the top-listed Clinic?

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram