03/11/2025
রুমিয়া প্রফেশনাল ট্রেনিং ইনস্টিটিউটের তত্বাবধানে
বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের অর্থায়নে এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (PKSF) এর সহযোগিতায়
Skills for Industry Competitiveness and Innovation Program (SICIP) প্রকল্পের আওতায়
রুমিয়া প্রফেশনাল ট্রেনিং ইনস্টিটিউট, নওগাঁ-তে মোবাইল ফোন সার্ভিসিং ট্রেডের প্রশিক্ষণ কার্যক্রম চলছে উদ্যমী পরিবেশে। 💡
আজকের ক্লাসে প্রশিক্ষণার্থীরা হাতে-কলমে অনুশীলন করেছেন —
🔹 সার্কিট বোর্ডে জাম্পারিং টেকনিক
🔹 সোল্ডারিং আয়রন ব্যবহারের দক্ষতা
🔹 মাইক্রো লাইন রিপেয়ার ও পয়েন্ট কানেকশন প্র্যাকটিস
🎯 নিখুঁত হাতে গড়ে উঠছে দক্ষ টেকনিশিয়ানদের ভবিষ্যৎ! 🇧🇩
#দক্ষতাই_ভবিষ্যৎ