Mondal Homeo Hall

Mondal Homeo Hall This is a Homeo Treatment and wholesale shop. ���

01/07/2025

অফোরিনাম/ওভারী
(Oophorinum/Ovary)

ফার্মেসী(Pharmacy): ওভারী বা অফোরিনাম(Oophorinum) একটি সারকোড(Sarcode) জাতীয় ঔষধ। গাভী অথবা ভেড়ার ওভারী বা ডিম্বাশয় হতে নিঃসৃত হরমোন যথা এস্ট্রোজেন(Oestrogen) ও প্রজেষ্টারন(Progesteron) এই হরমোন শক্তিকৃত করে ওভারী ঔষধ প্রস্তুত করা হয়। সাধারণত এটি ট্রাইটোরেশন/বিচূর্ণ হিসাবে পাওয়া যায়। নিম্ন শক্তিই বেশি ব্যবহৃত হয়। প্রয়োজন অনুসারে উক্ত শক্তির তরল ঔষধ হিসাবেও পাওয়া যায়।

ইতিহাস(History): যে সকল মহিলাদের ওভারী বা ডিম্বাশয় অপারেশনের মাধ্যমে ফেলে দেয়া হয়েছে এবং যে সকল মহিলাদের মাসিক ঋতুস্রাব বন্ধ হয়ে গেছে তাদের বিভিন্ন সমস্যায় ওভরী বা অফোরিনাম ঔষধটি ব্যবহৃত হয়। ডাঃ ক্লার্ক এর নিম্ন শক্তির ট্রাইটোরেশন ব্যবহার করে ভাল ফলাফল পেয়েছেন।

ক্লিনিক্যাল ব্যবহার(Clinical use): ব্রন(Acne rosacea), মহিলাদের মাসিক ঋতুস্রাব বন্ধের পর(Menopausal women) হঠাৎ মুখমণ্ডলে রক্ত সঞ্চালন(Flashings), অস্থিরতা, স্নায়বিক উত্তেজনার প্রবণতা(Nervousness), ওভারীর সিস্ট এবং টিউমার, নানাবিধ উদ্ভেদযুক্ত চর্মরোগ(Prurigo)।

উপযোগী লক্ষণ(Indicating symotoms):
মহিলাদের ক্ষেত্রে-
*যৌবনবতী হয়েও যৌনলক্ষণগুলো সুস্পষ্টভাবে প্রকাশ পায় না-যোনি শিশুদের মত, স্তন বর্ধিত হয় না।
*যৌন ইচ্ছা/কামেচ্ছা স্বাভাবিক অথচ যৌনমিলনে গর্ভ সঞ্চার হয় না অথবা গর্ভবতী হলেও তৃতীয় বা পঞ্চম মাসে গর্ভনষ্ট(Abortion) হয়।
ওভারী বা ডিম্বাশয় অপারেশনের পর এবং মাসিক ঋতু স্রাব বন্ধের পরবর্তী সমস্যায় ঔষধের উপযোগী লক্ষণ পাওয়া যায়।

বিশেষ লক্ষণ(Particular Symptoms):-
মানসিক লক্ষণ(Mental symptoms): মাসিক ঋতুস্রাব বন্ধের পর মহিলাদের মানসিক উদ্ভিগ্নতা, ভয়, স্নায়ুবিক উত্তেজনার প্রবণতা দেখঅ দেয়।
মুখমণ্ডল(Face): এস্ট্রোজেন ও প্রজেষ্টেরন হরমোনজনিত ব্রন(Acne rosacea), নানা ধরনের উদ্ভেদযুক্ত চর্মরোগ দেখা দেয়।

স্ত্রী জননাঙ্গ(Female genitalia): প্রাপ্ত বয়সেও যৌন লক্ষণগুলো ভালোভাবে প্রকাশ পায় না। যৌনাঙ্গ বা যোনি শিশুদের মত। বয়সানুপাতে স্তন বর্ধিত হয় না। ওভারীতে সিস্ট অথবা টিউমার দেখা দেয়। মাসিক বন্ধজনিত নানাবিধ সমস্যা। মাসিকের সমস্যার কারণে মুখমণ্ডলে অতিরিক্ত রক্ত-সঞ্চালন। মাসিক অতি তাড়াতাড়ি দেখা দেয়, জমাটবদ্ধ, প্রচুর পরিমাণের রক্ত নিঃসৃত হয়। মাসিক স্বল্প সময় স্থায়ী থাকে(Short duration)। বন্ধ্যাত্ব(Infertility) বা সন্তান জন্মদানে অক্ষম। গর্ভবতী হলেও তৃতীয় বা পঞ্চম মাসে গর্ভ নষ্ট হয়।

প্যাথলজিক্যাল পরিবর্তন(Pathological change): তলপেটের আল্ট্রাসনোগ্রাফী(USG of Lower Abdomen) করলে ওভরী, জরায়ু, অথবা ফেলোপিয়ান টিউবের অস্বাভাবিকতা/ক্ষীণতা(Infantile genitalis) পাওয়া যায়। ওভারীর সিস্ট বা টিউমার দেখা দেয়। হরমোন পরীক্ষায়ও অস্বাভাবিকতা পাওয়া যায়।
হ্রাস-বৃদ্ধি(Modalites): সাধারণতঃ হ্রাস-বৃদ্ধির লক্ষণ পাওয়া যায় না। মাসিকের পর কিছুটা ভালবোধ করে।

মৌলিক লক্ষণ(Cardinal Symptoms):
*মেনোপজাল(Menopausal) অথবা ওভরী অপারেশন(Removal of the ovaries)-এর পরবর্তী সমস্যা।
*অপরিপুষ্ট স্ত্রী জননাঙ্গ(Undeveloped female genitalis)।
*উভয় পাশের অফোরেকটমি(Oophorectomy)-র পর একজিমা।
*Ovariotomy-র পর যৌন দুর্বলতা।

মন্তব্য(Comments): ওভারীর উপর E. Saalfeld-এর পর্যবেক্ষণ(Landau’s observations)-এ দেখা যায় যে, যে সকল মহিলার মাসিক ঋতুস্রাব বন্ধ হয়ে গেছে তারা বিভিন্ন ধরনের স্নায়ুবিক সমস্যায় ভোগে এবং Acne rosacea অথবা নানা ধরনের উদ্ভেদযুক্ত চর্মরোগ দেখা দেয়। ২০ বছর বয়সের মহিলা যার উভয় পাশের ওভারী ফেলে দেয়া হয় এবং তার শরীরে লাইকেন(Lichen) জাতীয় একজিমা দেখা দেয়। ওভারী ঔষধটি ব্যবহারের পর সে সম্পূর্ণ সুস্থ হয়, এর পাশাপাশি তার অস্থিরতা, স্নায়বিক উদ্ভিগ্নতা এবং মেদ/স্থূলতা(adiposity) কমে যায়। তিনি যে সকল মহিলার মাসিক বন্ধ হয়নি(Non-menopausal) তাদের ক্ষেত্রেও (কিছু মহিলার ক্ষেত্রে) ভালো রেজাল্ট পেয়েছেন। যেমন-অল্প বয়স্ক মহিলা(chlorotic women)-র ব্রন। এবং ২৬বছর বয়স্ক মহিলার উদ্ভেদযুক্ত চুলকানি যা সে শৈশব কাল থেকে কষ্ট পাচ্ছিল, মাসিকের পর অল্পদিনের জন্য ভালো বোধ হত। সেক্ষেত্রে ওভারী ঔষধ ব্যবহার করে ভালো ফল পেয়েছিলেন।
তুলনীয় ঔষধ(Comparative Medicine): সিপিয়া, পালসেটিলা, ক্লিমেট্রিস,

শক্তি(Potency): এই ঔষধের ২X বা ৩X ও শক্তি দীর্ঘদিন ব্যবহারে উপরোক্ত দোষ দূর হয়। সকল শক্তি ব্যবহার করা যায়।

সংগ্রহ: Boericke, Clarke, Lotus Materia Medica, এ্যালেন’স কী নোটস।

লেখক-
ডাঃ মোহাম্মদ ইখতিয়ার উদ্দিন
BHMS(DU), MS(Microbiology), MPH(Epidemiology),
DMU(Advance Ultrasonogram), PGD(Homeo.Medicine).

09/12/2024

🍒 হিরসুটিজম (Hirsutism) বা মেয়ের মুখে চুল🍒

হিরসুটিজম (Hirsutism):
হিরসুটিজম হলো নারীদের শরীরের এমন স্থানে পুরুষদের মতো ঘন এবং মোটা চুল গজানো, যেমন মুখ, বুক, পিঠ, বা পেট। এটি সাধারণত হরমোনের ভারসাম্যহীনতা (অ্যান্ড্রোজেন হরমোনের বৃদ্ধি) বা অন্যান্য শারীরিক সমস্যার কারণে হয়ে থাকে।

📍 হোমিওপ্যাথিতে মায়াজম নাম:

হিরসুটিজম মূলত সাইকোসিস মায়াজমের অন্তর্ভুক্ত। তবে এটি মিশ্র মায়াজমের ফলও হতে পারে।

📌 হিরসুটিজমের ৫টি কারণ:

1. হরমোনজনিত সমস্যা: অ্যান্ড্রোজেন হরমোনের অতিরিক্ততা।

2. পলিসিস্টিক ওভারি সিন্ড্রোম (PCOS): মহিলাদের হরমোন ভারসাম্যের সমস্যা।

3. অ্যাড্রেনাল গ্রন্থির রোগ: কুশিং সিন্ড্রোম বা অ্যাড্রেনাল হাইপারপ্লাসিয়া।

4. জেনেটিক প্রভাব: পারিবারিক ইতিহাস।

5. ঔষধের পার্শ্বপ্রতিক্রিয়া: কর্টিকোস্টেরয়েড বা অ্যানাবলিক স্টেরয়েড।

📍 হিরসুটিজমের ৫টি লক্ষণ:

1. মুখ, বুক বা পিঠে পুরুষদের মতো অতিরিক্ত চুল।

2. মাসিক চক্রের অনিয়ম।

3. ত্বক তৈলাক্ত হওয়া এবং ব্রণ হওয়া।

4. কণ্ঠস্বর ভারী হয়ে যাওয়া।

5. চুল পড়া এবং মাথার টাক পড়া।

📍 হোমিওপ্যাথিক চিকিৎসা:

মেডিক্যাল থেরাপি: হোমিওপ্যাথি ব্যক্তির শারীরিক ও মানসিক লক্ষণ বিবেচনা করে চিকিৎসা দেয়।

প্রধান ওষুধসমূহ:

পলিক্রেস্ট রেমেডি: Thuja, Natrum Mur, Calcarea Carb।

বিশেষ ওষুধ: Oleum Jecoris Aselli, Sepia, Lycopodium, Pulsatilla।

💜💜💜

❣️ Rubric: Generals: Hair, Distribution in woman,Masculine:
( bar-c, cimic, ign, lyc, puls, Sepia, thuja)

♥️ Sepia Succus:

1. হরমোনের ভারসাম্যহীনতার কারণে অবাঞ্ছিত চুলের জন্য।
2. PCOS বা বিরক্তিকর ঋতুস্রাব মুখের লোম হওয়ার কারণ,
3. ঋতুস্রাব দেরিতে হয়, পেটে ব্যথা সহ অল্প ঋতুস্রাব হয়।
4. এটি ডিম্বাশয়ের অস্থিরতার থাকে।

♥️ Oophorinum:

1. PCOS এর কারণে অবাঞ্ছিত চুলের জন্য ।
2. এই নির্যাসটিতে ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন এবং ফলিকল স্টিমুলেটিং হরমোন রয়েছে ।
3. ডিম্বাশয়ের সিস্ট বা টিউমারের কারণে ঘটে।
4. ঋতুস্রাবের সময় রোগীর খারাপ বোধ হয়,
5. যা খুব তাড়াতাড়ি, প্রচুর, জমাট বাঁধা এবং অল্প সময়ের হয়।

♥️ Oleum Jecoris Aselli

অবাঞ্ছিত মুখের চুলের জন্য সেরা প্রতিকার
1. মুখে, বিশেষ করে চিবুক এবং উপরের ঠোঁটে চুলের অস্বাভাবিক বৃদ্ধির
2. মুখের চুল ছোট, কালো এবং ঘন হতে পারে।
3. এটি অ্যামেনোরিয়া এবং অলিগোমেনোরিয়ার চিকিত্সার জন্য ব্যবহৃত হয়,
4. উভয়ই একটি মহিলার দেহে হরমোনের ভারসাম্যহীনতার ফলে বিকাশ লাভ করে।
5. ডিসমেনোরিয়ার সাথে উভয় ডিম্বাশয়ে ব্যথা হতে পারে।

♥️ Calcarea Carbonica :

1. মোটা মহিলাদের অবাঞ্ছিত চুলের জন্য
2. চর্বি বৃদ্ধির প্রবণতা রয়েছে এমন মহিলাদের জন্যে।
3. বিপাক প্রক্রিয়া ধীর হয়, যার ফলে শরীরে চর্বি জমা হয়।

♥️ Natrum Muriaticum:

1. উপরের ঠোঁটের অবাঞ্ছিত চুলের জন্য।
2. মুখে ব্রণও হতে পারে।
3. মাসিক খুব তাড়াতাড়ি, খুব বেশি হতে পারে এবং
4. প্রবাহ সাধারণত রাতে পরিলক্ষিত হয়।
5. রোগী পাতলা এবং রক্তশূন্য হতে পারে,
6. ত্বক ও মুখের অত্যধিক শুষ্কতা থাকে।

📍 সমাধান হওয়া ৫টি কেসের উদাহরণ:

1. কেস ১: এক ২৫ বছর বয়সী মেয়ে, মুখে অতিরিক্ত চুল, মাসিক চক্র অনিয়মিত; Thuja ২০০ ব্যবহারে ভালো।

2. কেস ২: পিসিওএস রোগী, চুল পড়া এবং ওজন বৃদ্ধি; Sepia ৩০-এর সাফল্য।

3. কেস ৩: জেনেটিক হিরসুটিজম, মুখের চুল বেশি; Oleum Jecoris Aselli সফল।

4. কেস ৪: ত্বকের তৈলাক্তভাব ও ব্রণের সমস্যা; Pulsatilla ৩০ প্রয়োগে সমাধান।

5. কেস ৫: কর্টিকোস্টেরয়েডের পার্শ্বপ্রতিক্রিয়ার কারণে হিরসুটিজম; Calcarea Carb ব্যবহারে আরোগ্য।

কপি:
ডাঃ মোঃ তাজমিলুর রহমান চপল

-ধ্বংসের শেষে মৃত কুয়াশা হয়ে,🫠অস্বিত্বের ছদ্দবেশে ঘুরি তোমার নগরীতে 💔🥀
03/12/2023

-ধ্বংসের শেষে মৃত কুয়াশা হয়ে,🫠
অস্বিত্বের ছদ্দবেশে ঘুরি তোমার নগরীতে 💔🥀

12/10/2023

অবহেলিত হোমিওপ্যাথি ওষুধ
সিম্ফোরিকারপাস রেসিমোসা ( Symphoricarpus Recemosa )

গর্ভকালীন সময়ে অবিরাম বমন ও বমি বমি ভাব মুখ দিয়ে জল উঠা পরিবর্তনশীল ক্ষিধা ও রুচি , কোষ্ঠকাঠিন্যতা থাকিলে উপরিউক্ত লক্ষণে হোমিওপ্যাথিক মেডিসিন সিম্ফোরিকারপাস রেসিমোসা ৬ ,৩০ ,২০০ শক্তিতে দৈনিক তিনবার খাবার ৩০ মিনিট পূর্বে সেবনে দ্রুত উপশম
করে থাকে ।

ধন্যবাদান্তে

সাগর কুমার মন্ডল
হোমিওপ্যাথি মেডিসিন
মোবাইল ইমো হোয়াটসঅ্যাপ ০১৭৫৪-৩৫৬১৫৪
১২ অক্টোবর ২০২৩

👉 োপ্যাথি_মেডিসিন_প্যারাসিটামল"ক্ষতি, ভীতি, হুমকির কারণ হয়েছে জনস্বাস্থ্যের প্রতি! ✅১/প্যারাসিটামল মানুষের লিভার কোষকে ধ...
28/03/2023

👉 োপ্যাথি_মেডিসিন_প্যারাসিটামল"
ক্ষতি, ভীতি, হুমকির কারণ হয়েছে জনস্বাস্থ্যের প্রতি!

✅১/প্যারাসিটামল মানুষের লিভার কোষকে ধ্বংস করে দিচ্ছে!
✅২/ডেমেজ করে দিচ্ছে কিডনি কে!
✅৩/দেশে অটিস্টিক শিশু জন্ম নিচ্ছে!
✅৪/হাঁপানি রোগের রোগী বেড়ে যাচ্ছে!
✅৫/ এ্যালার্জি রোগের রোগী বেড়ে যাচ্ছে!
✅৬/আত্ম হত্যার বটিকা হিসেবে ব্যবহার করছে!

াননীয়_স্বাস্থ্য_মন্ত্রী_জনাব,
জাহিদ মালেক এম পি মহোদয় কে বলবো

👉 ্যি_উন্মোচন_হচ্ছে_এলোপ্যাথি_মেডিসিন_এর ক্ষতি প্রকাশ পাচ্ছে!

৫৩ টি মেডিসিন এর দাম অতিরিক্ত বেড়ে গেছে🥼🇧🇩🚯
সুতরাং,🚸 হোমিওপ্যাথি মেডিসিন এর কোন সাইডইফেক্ট নাই,
বেশি দাম ও বাড়ে নাই,
এত বেশি টেস্ট বাণিজ্য ও নাই!
কম টাকা দিয়ে হয়রানি মুক্ত হোমিওপ্যাথিতে
রোগীরা চিকিৎসা পায়।
তাহলে আপনি এবং সম্মানিত রোগীগন মাথা খাটিয়ে দেখুন পার্শ্বপ্রতিক্রিয়া মুক্ত হোমিও মেডিসিন এর মাধ্যমে লক্ষ্মণ অনুযায়ী চিকিৎসা সেবা নিবেন,
না #পার্শপ্রতিক্রিয়া যুক্ত এলোপ্যাথিতে রোগ ভিত্তিক চিকিৎসা নিবেন?
অর্থ মন্ত্রনালায় ও চিন্তা করেন বাজেট কোন দিকে বেশি দিয়ে রোগী বাঁচাবেন!

28/02/2023

টিউমারের হোমিওপ্যাথিক চিকিৎসা :

টিউমারের কয়েকটি প্রধান ঔষধ হলো
Thuja, Conium, Baryta Carb, Baryta Iod, Baryta Mur, Calcarea Carb, Calcarea Phos, Calcarea Floor, Calcarea Iod, Ruta, Phytolacca, Silicea. ইত্যাদি।
শরীরের বিভিন্ন স্হানের টিউমারের নির্ঘন্ট চিকিৎসাঃ
চোখের পাতায় টিউমারঃ Calcarea Floor, Thuja. Staphysagria.
নাকে টিউমারঃ Thuja,
স্বরযন্ত্রের টিউমারঃ Thuja.
কানে টিউমারঃ Calcarea Carb, Thuja.
মাথায় টিউমারঃ Calcarea Carb, Calcarea Floor, Thuja, Baryta Carb.
গলায় টিউমারঃ Baryta Carb, Thuja.
পেটে টিউমারঃ Calcarea Iod, Thuja.
কাঁধে বা পিঠে টিউমারঃ Conium, Baryta Carb.
কপালে টিউমারঃ Conium, Calcarea Floor.
আঘাতের কারনে টিউমারঃ Conium, Ruta.
দাতের মাড়িতে টিউমারঃ Hecla Lava.
হাতের কব্জির টিউমারঃ Ruta, Calcarea Phos.
হাটুতে টিউমারঃ Calcarea Floor, Calcarea Phos.
আঙ্গুলে টিউমারঃ Calcarea Floor, Thuja.
মুখের উপর টিউমারঃ Calcarea Floor, Thuja.
মুখের ভিতর টিউমারঃ Arum Mur, Baryta Carb, ThUja.
অস্হির/হাড়ের টিউমারঃ Calcarea Phos, Calcarea Floor, Silicea.
ব্রেন টিউমারঃ Sulpher, Acid Hydro, Tuber Bovi, Natrum Mur.
জিহ্বার টিউমারঃ Thuja, Arum Mur, Baryta Carb.
স্তনে টিউমারঃ Phytolacca, Conium, Carbo Ani, Calcarea Floor.
ডিম্বকোষে/ওভারিতে টিউমারঃ Thuja, Calcarea Floor.
জরায়ুর টিউমারঃ Arum Mur Nat., Calcarea Iod, Conium, Thuja.
গর্ভভ্রমে টিউমারঃ Natrum Carb, Thuja
নবজাত শিশুর মাথায় টিউমারঃ Baryta Carb.
মুত্র পথে টিউমারঃ Thuja, Eucaliptus.
বুকে টিউমারঃ Thyroidinum.
উরুর মধ্যে বেদনাযুক্ত টিউমারঃ Conium.
রক্তময় টিউমারঃ Calcarea Floor.
বগলের টিউমারঃ Carbo Ani, Thuja
ফুসফুসে টিউমারঃ Thuja, Phosphorus.
ঠোটের টিউমারঃ Thuja, Silicea, Calcarea Phos.
রক্তবহা নাড়ির টিউমারঃ Calcarea Floor.
Thuja Q and Phytolacca Q বাহ্য প্রয়োগ করা যায়।
শক্ত টিউমারে Conium, Ruta, Calcarea Floor, Calcarea Phos. Carbo Ani. ভাল।
নরম টিউমারে Calcarea Carb, Thuja, Baryta Carb

27/06/2022
★**★হাতে পায়ের কড়া রোধে  কর্যকরি হোমিওপ্যাথিক ঔষধ সমূহ ★**★কড়া বা কর্ন ( Callosities) কি ?  আচ্ছাদন তন্ত্র  := (Integume...
10/06/2022

★**★হাতে পায়ের কড়া রোধে কর্যকরি হোমিওপ্যাথিক ঔষধ সমূহ ★**★

কড়া বা কর্ন ( Callosities) কি ?

আচ্ছাদন তন্ত্র := (Integumentary)মানবদেহের একটি তন্ত্র।

এটি মানবদেহের বাহ্যিক অঙ্গসমুহ আচ্ছাদন করে।

এপিডার্মিস:=

এপিডার্মিস হল আচ্ছাদন তন্ত্রের উপরের ত্বক

এটি একটি শারীরিক বাধা হিসাবে কাজ করে, শরীর থেকে জলের ক্ষতি রোধ করে এবং শরীরে পদার্থ এবং জীবের প্রবেশ রোধ করে।

পায়ে,হাতে বা কনুইএ একটি অংশ যা অতিরিক্ত ঘর্ষণ বা চাপের ফলে এপিডার্মিস স্তরটি পরু হয়ে যায়। এবং কড়া হয়।

পায়ে কড়া প্রধানত সঠিক জুতো ব্যবহার না পড়া এবং বারংবার পায়ের চামড়ার সাথে জুতোর ঘর্ষণের ফলে তৈরি হয়।

পায়ের আঙ্গুলেও কড়া হতে পারে।

যারা হাত দিয়ে চাপের কাজ করেন, তাদের কড়া হতে পারে।

পরামর্শ ঃ-

যাদের পায়ে কড়া হেয়েছে, তাঁরা মোজা সহ জুতা ব্যবহার করুন।
মোজা যেন আরামদায়ক হয়।
মোজা ভাজ থাকলে ত্বকের এপিডার্মিস স্তরে চাপ পড়ে এবং অসুবিধা হয়।

কড়া সমন্ধে কয়েকটি কার্যকারি হোমিওপ্যাথিক ঔষধ আলোচনা করছি।

কড়া'র ঔষধ তিন - চার মাস খেতে হবে।

১).THUJA OC 1000/1M

নিন্মলিখিত ঔষধ গুলো মধ্যে যে টি আপনার উপসর্গে মিল থাকবে,
একমাত্র সেই ঔষধ টি নিবেন।

আপনার নির্বাচিত ঔষধের
THUJA OC 1M পাক্ষিক / পনের দিনে একবার নিবেন

সকালে ব্রাশ করার আধ ঘন্টা আগে, জল দিয়ে ভালো করে কুলকুচি করে নিবেন।

তারপর এই ঔষধটি দুই -৩িন ফোঁটা জলের এক বার সাথে খাবেন।

যে দিন এই ঔষধ ব্যবহার করবেন, সে দিন অন্য ঔষধ খাবেন না।

২).FERRUM PICRIC 200

জুতা পরার জন্য যদি কড়া হয়, তা'হলে প্রাথমিক ভাবে এই ঔষধ কার্যকরী।

৩).ANTIM CRUD 200/1M

পায়ে কড়া, কড়ায় চাপ দিলে ব্যথা লাগে না। কিন্তু চলতে গেলে ব্যথা হয়, সেই ক্ষেত্রে এই ঔষধ বিশেষ কর্যকরি।

৪).HYDRASTIS 200 / Q (Mathertictur)

পায়ের আঙুলে কড়া ঃ-

শক্ত জুতার চাপেই হোক বা অন্য কোন কারণে হোক।

পায়ের আঙুলে কড়া তা,তে অত্যন্ত ব্যথা হয়।ছুরি দিয়ে কেটে দিলে ১০-১৫ ভালো থাকে, কিন্তু আবার বেদনা হয়ে বড় হতে থেকে। এই ঔষধ বিশেষ কর্যকরি।

নিয়মিত কড়ার স্থানে, HYDRASTIS Q (Mathertintur) vaseline 1:3 মিশিয়ে লাগাতে হবে। এতে উপকার পাওয়া যায়।

৫).RANANCUIUS B 200

কড় যেখানেই হোক, কড়াতে স্পর্শ করলে খুব ব্যথা,

ব্যথার প্রকৃতি ছুঁচ ফোটানো - ব্যথা বা টাটানো ব্যথা।

সেই ক্ষেত্রে এই ঔষধ বিশেষ উপকারী।

৬).SULPHUR 200

নরম কড়ার ঔষধ।

এর বিশেষ লক্ষ্মণ রোগী খুবই নোংরা প্রকৃতি।

৭).ANACARDIUM OXIDENT 200

পায়ে এবং পায়ের আঙুলে কড়া এবং তাতে ক্ষত।

কিছু ক্ষেত্রে কড়া ফেটে কষ্ট হয়।

৮).RHODODENDRON 200

রিউম্যাটিক আর্থ্রাইটিসের রোগীদের কড়া এবং তাতে ব্যথা, অল্প পরিসরস্থানে হটাৎ করে ব্যথা হয়।

৯).GRAPHITIS 200

কড়া সেরে গিয়ে পুনরায় আবার হয়।
অনেক সময় কড়া পেকে গিয়ে পুঁজ বের হয়, সে ক্ষেত্রে
এই ঔষধ বিশেষ উপকারী।

১০).RADIUM BROM 200

যদি উপরোক্ত কোন ঔষধ
আপনার কড়া 'র সাথে সাদৃশ্য পারছেন না, বা কোন ঔষধে কাজ হচ্ছে না তখন এই ঔষধ
ব্যবহার করবেন।



এছাড়াও আরো হোমিওপ্যাথিক ঔষধ কড়ার জন্য ব্যবহার হয়।

★*★* কড়া সারাতে বাহ্যিক হোমিওপ্যাথিক ঔষধ ★*★*

1.THUJA OC Q (MOTHER TINCTURE)

2.HYDRASTIS CAN Q (MOTHER TINCTURE)

3).VERATRUM VIR Q
( MOTHER TINCTURE)

কড়া 'র স্থান ভালো করে পরিস্কার করে উপরের ঔষধ গুলো 1:1:1 মিশিয়ে দিনে তিন বার ব্যবহার করবেন।
অবশ্যই উপকার পাবেন।

★*★* কড়া সারাতে ঘরোয়া চিকিৎসা ★*★*

১). BAKING SODA (Sodium bicarbonate)

বেকিং সোডা
ত্বকের জন্য বেশ উপকারী। এটি প্রাকৃতিক স্ক্রাবার হিসেবে কাজ করে।

ত্বকের যেসব স্থানে কড়া আছে, সেখানে মৃত ত্বকের কোষ দূর করতে ব্যবহার করুন বেকিং সোডা।

সামান্য গরম জলে বেকিং সোডা মিশিয়ে ১৫ মিনিট ত্বকের কর্নের স্থানে রাখুন।

এরপর পিউমিস পাথর দিয়ে পরিস্কার করুন।

বেকিং সোডায় অ্যান্টি-ব্যাকটেরিয়া এবং অ্যান্টি-ফাঙ্গাল এজেন্ট রয়েছে, যা সংক্রমণ প্রতিরোধে সহায়তা করে।এবং কড়া সারাতে সহায়তা করে

২).CASTOR OIL
( রেড়ির তেল)

ক্যাস্টর অয়েল শক্ত ত্বককে নরম করতে সাহায্য করে।

প্রতিদিন কড়া স্থান টি ভালো করে পরিস্কার করে ক্যাস্টার অয়েল ব্যবহার করুন।নিয়মিত ব্যবহার করলে কড়া সেরে যায়।

জুতো পাড়ার সময় বরোলিন বা কোন প্রেট্রলিয়াম জেলি গরম করে লাগিয়ে নিবেন।

★*★বিশেষ কথা জেনে রাখা ভালো। ★* ★

শরীর কে রোগ মুক্ত করতে প্রতিদিন আহারে ৫০% খাবার ফল এবং স্যালাট খান অথাৎ কাঁচা পাকা ফল কাঁচা সব্জি খান এতে শরীরে পটাসিয়াম ও সোডিয়াম পরিমাণের সমতা বজায় রাখে। পটাসিয়াম ও সোডিয়াম ১ঃ১ থাকলে কোন রোগ আক্রান্তের হওয়ার সম্ভাবনা কম থাকে । হলেও autophagy মাধ্যমে শরীর তাড়াতাড়ি সুস্থ হয়।

01/06/2022

যৌন ও ধাতু দূর্বলতায় হোমিওপ্যাথিক এবং :
ধাতু দূর্বলতা : অনৈচ্ছিক বীর্যপাতের নামই হলো ধাতু দুর্বলতা । এ ধরনের সমস্যায় সপ্নাবেশ বা কম উদ্দীপনা ছাড়াই বারবার বীর্যস্থলন হয়। সাধারণভাবে বলতে গেলে ইহা নিজে কোন রোগ নয় বরং অন্যান্য রোগের উপসর্গ।
ধাতু দূর্বলতা (Spermatorrhoea) এর কারণসমূহ : যৌবন কালে অস্বাভাবিক উপায়ে শুক্র ক্ষয় হলে এই সমস্যার সৃষ্টি হতে পারে, হস্তমৈথুন এবং অতিরিক্ত যৌন মিলন করা ইহার প্রধান কারণ। কোষ্ঠকাঠিন্য, অর্শ্বরোগ ইত্যাদির কারণেও ইহা হতে পারে। আবার অনেক সময় সিফিলিস, গনোরিয়া, ধ্বজভঙ্গ রোগের লক্ষণ স্বরূপ এই সমস্যা দেখা দিতে পারে।
স্বাভাবিক ভাবে হরমোনের অভাবে অথবা কৃত্রিম অতিরিক্ত মৈথন বা অস্বাভাবিক শুক্রপাত করতে থাকলে স্পারম্যাটোরিয়া সৃষ্টি হতে পারে। আবার অনেক সময় অপুষ্টি বা ভিটামিন প্রভৃতির অভাবে অথবা দীর্ঘদিন রক্তশূন্যতা বা নানা প্রকার রোগে ভোগার ফলে ইহা দেখা দিতে পারে। যারা সাধারণত বেশি পরিমান যৌন মিলন করে, অতিরিক্ত শুক্রক্ষয় করে তাদের শুক্রথলিতে শুক্র বেশি সঞ্চিত থাকে না। ইহার ফলে তাদের শুক্র নির্গত হলে দেখা যায় তাদের শুক্রে ঘনত্ব (viscosity) কম এবং তা দেখতে বেশ তরল। ইহাতে রোগীর ভয়ানক দুর্বলতা সৃষ্টি হয়।
ধাতু দৌর্বল্য (Spermatorrhoea) এর লক্ষণসমূহ :স্পারম্যাটোরিয়ার লক্ষণযুক্ত রোগীর শুক্র অত্যন্ত তরল হয়। অনেক সময় পাতলা পানির মত। নির্গত শুক্রে ঘনত্ব (viscosity) খুব কম। রোগী ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে এবং দেহগত অপুষ্টির ভাব প্রকাশ পেয়ে থাকে। দেহের সৌন্দর্য নষ্ট হয় এবং জীর্ণ শীর্ণ হয়ে পড়ে, মুখ মলিন এবং চক্ষু কোঠরাগত হয়ে পরে। দেহে প্রয়োজনীয় প্রোটিন এবং ভিটামিনের প্রবল অভাব পরিলক্ষিত হয়। রোগীর জীবনীশক্তি দুর্বল হয়ে পড়ে এবং নানা প্রকার রোগে অতি সহজেই আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে।
দেহে যৌন হরমোন বা পিটুইটারি এড্রিনাল প্রভৃতি গ্রন্থির হরমোন কম নিঃসৃত হয়। ইহার ফলে দেহে যৌন ক্ষমতা কমে যায় এবং শুক্র ধীরে ধীরে পাতলা হতে থাকে। আবার এর কারণে সিফিলিস, গনোরিয়ার মত রোগের প্রকাশ লাভ করার সুযোগ হয়। শুক্রপাত বেশি হওয়ার দরুন দৈহিক এবং মানসিক দুর্বলতা বৃদ্ধি পায়, মাথা ঘোরে, বুক ধড় ফড় করে, মাথার যন্ত্রণা দেখা যায়। আক্রান্ত ব্যক্তি সর্বদাই অস্থির বোধ করে। বসা থেকে উঠলেই মাথা ঘোরে এবং চোখে অন্ধকার দেখে, ক্ষধাহীনতার ভাব দেখা দেয়। ইহাতে পেনিস বা জননেদ্রীয় এতটাই দুর্বল হয়ে যায় যে, তার শুক্রের ধারণ শক্তি একেবারে কমে যায়। রাত্রে স্বপ্ন দেখে শুক্র ক্ষয় হয়, আবার দিনের বেলায়ও নিদ্রাকালীন স্বপ্ন দেখে শুক্রপাত হয়।
সমস্যা ধীরে ধীরে কঠিন আকার ধারণ করলে সামান্য উত্তেজনায় শুক্রপাত হয়।, স্ত্রীলোক দর্শনে বা স্পর্শে শুক্রপাত ঘটে এমনকি মনের চাঞ্চল্যেও শুক্রপাত হয়। পায়খানার সময় কুন্থন দিলে শুক্রপাত হয়, স্মরণশক্তি কমে যায়, বুদ্ধিবৃত্তি কমে যায়, পুরুষাঙ্গের ক্ষীনতা ও দুর্বলতা দেখা যায়, চোখের চারদিকে কালিমা পড়ে, অকাল বার্ধক্য এবং ধ্বজভঙ্গ রোগের লক্ষণ দেখা দেয়। এই বিশ্রী সমস্যার লক্ষণ মানুষের বিশেষ করে তরুনদের উন্নতির পথে প্রধান একটা অন্তরায় হয়ে দাড়ায়।
জটিল উপসর্গসমূহ :অতিরিক্ত অপুষ্টি রোগ ভোগ, রক্ত শুন্যতা, দুর্বলতা প্রভৃতি উপসর্গ দেখা দিতে পারে। তবে অনেক ক্ষেত্রেই ইহাতে তেমন জটিল উপসর্গ দেখা দেয় না। যাদের হরমোনের অভাব হয় বা বীর্যে শুক্রকীট থাকে না তাদের অনেক সময় এর দরুন সন্তান হয় না। এছাড়া শুক্রের ঘনত্ব (viscosity) নস্ট হওয়ার কারণে ইহা অতি সহজেই নির্গত হয় এবং এর ফলে যৌন আনন্দ পাওয়া যায় না। অনেক সময় এর ফলে স্বামী স্ত্রীর মধ্যে মানসিক অশান্তি দেখা দেয় এবং নানা পারিবারিক সমস্যার সৃষ্টি হয়। এই উপসর্গযুক্ত পুরুষদের স্ত্রীরা মানসিক অশান্তি এবং হতাশায় ভোগে। পরোক্ষভাবে সাংসারিক অশান্তি এই রোগের একটি জটিল উপসর্গ বলা যেতে পারে।
আরোগ্যকারী হোমিওপ্যাথি চিকিৎসা: উপরে বর্ণিত লক্ষণগুলির সব কয়টি বা কোন কোনটি এই সমস্যায় আক্রান্ত রোগীর ক্ষেত্রে পরিলক্ষিত হয়ে থাকে। যেহেতু এই অবস্থায় আক্রান্ত ব্যক্তি মানসিক ভাবে অনেক দুর্বল থাকে তাই রাস্তা ঘাটের তথাকথিত হারবাল, কবিরাজ, ভেষজ নামধারী চিকিত্সকরা তাদের খুব সহজেই প্রতারিত করে থাকে। কিন্তু দেখা যায় তাদের চিকিত্সায় এই সমস্যাটি পুরােপুরি নির্মূল হয় না। আর তখন ঐসব চিকিৎসকরা আক্রান্ত ব্যক্তিকে নানা প্রকার উত্তেজক ঔষধ দিয়ে এইগুলি সব সময় খেয়ে যেতে বলে। আর সহজ সরল ব্যক্তিরা আসল সত্যটা না জানার কারণে তাদের দেয়া ক্ষতিকর উত্তেজক ঔষধগুলি দিনের পর দিন ব্যবহার করে করে সমস্যাটিকে আরো জটিল থেকে জটিলতর করে তুলে।
হোমিওপ্যাথিতে ব্যবহৃত ঔষধসমুহের লক্ষণসহ আলোচনা করা হল।
Staphisagria : পুরুষদের যৌন দুর্বলতা দূর করার ক্ষেত্রে স্টেফিসেগ্রিয়া একটি শ্রেষ্ট ঔষধ। বিশেষত অতিরিক্ত যৌনকর্ম করার কারণে বা মাত্রাতিরিক্ত হস্তমৈথুনের ফলে যাদের ধ্বজভঙ্গ হয়ে গেছে, তাদের ক্ষেত্রে বেশী প্রযোজ্য।
বিয়ের প্রথম কিছুদিনে মেয়েদের প্রস্রাব সম্পর্কিত অথবা যৌনাঙ্গ সম্পর্কিত কোন সমস্যা হলে নিশ্চিন্তে স্টেফিসেগ্রিয়া নামক ঔষধটি খেতে পারেন। কারণ স্টেফিসেগ্রিয়া একই সাথে যৌনাঙ্গ সম্পর্কিত রোগে এবং আঘাতজনিত রোগে সমান কাযর্কর।
Salix nigra: মাত্রাতিরিক্ত যৌনকর্ম, হস্তমৈথুন, স্বপ্নদোষ প্রভৃতি কারণে সৃষ্ট পুরুষদের যৌনকর্মে দুর্বলতা বা অক্ষমতার একটি শ্রেষ্ট ঔষধ হলো স্যালিক্স নাইগ্রা। এসব কারণে যাদের ওজন কমে গেছে, এই ঔষধ একই সাথে তাদের ওজনও বাড়িয়ে দিয়ে থাকে যথেষ্ট পরিমাণে। পাশাপাশি অবিবাহিত যুবক-যুবতী বা যাদের স্বামী-স্ত্রী বিদেশে আছেন অথবা মারা গেছেন, এই ঔষধ তাদের মাত্রাতিরিক্ত উত্তেজনা কমিয়ে দিয়ে স্বাভাবিক জীবনযাপনে সাহায্য করে।(সোজাকথায়, এই ঔষধটি যাদের যৌনশক্তি স্বাভাবিকের চেয়ে কম তাদেরটা বাড়িয়ে স্বাভাবিক করবে এবং যাদেরটা স্বাভাবিকের চেয়ে অতিরিক্ত বেশী তাদেরটা কমিয়ে স্বাভাবিক করবে।)
Origanum marjorana: ওরিগ্যানাম ঔষধটি পুরুষ এবং নারীদের যৌন উত্তেজনা বৃদ্ধিতে একটি শ্রেষ্ট ঔষধ।
Moschus Moschiferus : ডায়াবেটিস রোগীদের ধ্বজভঙ্গে এটি ভালো কাজ করে। এটি ক্ষুদ্রাকৃতি হয়ে যাওয়া পুরুষাঙ্গকে পূর্বের আকৃতিতে ফিরিয়ে নিয়ে যেতে পারে।
Kali Bromatum : বিষন্নতা জনিত কারণে যৌন দুর্বলতায় এটি প্রযোজ্য। ইহার প্রধান প্রধান লক্ষণগুলি হলো স্মরণশক্তির দুর্বলতা, স্মায়বিক দুর্বলতা, হাত দুটি সর্বদাই ব্যস্ত থাকে, মৃগী ইত্যাদি ইত্যাদি।
Sabal serrulata: সেবাল সেরুলেটা পুরুষদের যৌনশক্তি বৃদ্ধি করে এবং পাশাপাশি হজমশক্তি, ঘুম, শারীরিক শক্তি, ওজন (কম থাকলে) ইত্যাদিও বৃদ্ধি পায়। এটি মেয়েদেরও যৌন উত্তেজনা বৃদ্ধি করে থাকে এবং ক্ষুদ্রাকৃতির স্তনবিশিষ্ট মেয়েদের স্তনের আকৃতি বৃদ্ধি করে থাকে। বয়ষ্ক পুরুষদের প্রোস্টেট গ্ল্যান্ডের বৃদ্ধিজনিত যে-কোন সমস্যা এবং ব্রঙ্কাইটিস নির্মূল করতে পারে।
Lycopodium clavatum : লাইকোপোডিয়াম ধ্বজভঙ্গের একটি উৎকৃষ্ট ঔষধ। মাত্রাতিরিক্ত ধূমপানের কারণে ধ্বজভঙ্গ হলে এটি খেতে পারেন। লাইকোপোডিয়ামের প্রধান প্রধান লক্ষণ হলো এদের পেটে প্রচুর গ্যাস হয়, এদের ব্রেন খুব ভালো কিন্তু স্বাস্থ্য খুব খারাপ, এদের প্রস্রাব অথবা পাকস্থলী সংক্রান্ত কোন না কোন সমস্যা থাকবেই, অকাল বার্ধক্য, সকাল বেলা দুর্বলতা ইত্যাদি ইত্যাদি।
Calcarea Carbonica: ক্যালকেরিয়া কার্ব যৌনশক্তি বৃদ্ধির ক্ষেত্রে একটি উৎকৃষ্ট ঔষধ। বিশেষত মোটা, থলথলে স্বাস্থ্যের অধিকারী লোকদের বেলায় এটি ভালো কাজ করে।পারেন।
Natrum carbonicum: যে-সব নারীদের পুরুষরা আলিঙ্গন করলেই বীযর্পাত হয়ে যায় (সহবাস ছাড়াই) অর্থাৎ অল্পতেই তাদের তৃপ্তি ঘটে যায় এবং পরে আর সঙ্গমে আগ্রহ থাকে না, তাদের জন্য উৎকৃষ্ট ঔষধ হলো নেট্রাম কার্ব। এই কারণে যদি তাদের সন্তানাদি না হয় (অর্থাৎ বন্ধ্যাত্ব দেখা দেয়), তবে নেট্রাম কার্বে সেই বন্ধ্যাত্বও সেরে যাবে।
Caladium seguinum: যারা যৌনমিলনে কোন আনন্দ পান না বা যৌনমিলনের পর বীরয নির্গত হয় না বা যাদের বীরয তাড়াতাড়ি নির্গত হয়ে যায় বা যারা মাত্রাতিরিক্ত হস্তমৈথুন করে দুবর্ল হয়ে পড়েছেন, তারা ক্যালাডিয়াম খান ।
Agnus Castus : সাধারণত গনোরিয়া রোগের পরে যৌন দুর্বলতা দেখা দিলে এটি ভালো কাজ করে। পুরুষাঙ্গ ছোট এবং নরম হয়ে যায়, পায়খানা এবং প্রস্রাবের আগে-পরে আঠালো পদার্থ নির্গত হয়, ঘনঘন স্বপ্নদোষ হয়।
Nux Vomica : নাক্স ভমিকা ঔষধটি যৌন শক্তি বৃদ্ধিতে একটি শ্রেষ্ট ঔষধ বিশেষত যারা শীতকাতর, যাদের পেটের সমস্যা বেশী হয়, সারাক্ষণ শুয়ে-বসে থাকে, শারীরিক পরিশ্রম কম করে, মানসিক পরিশ্রম বেশী করে ইত্যাদি ইত্যাদি।
Phosphoricum Acidum : সাধারণত টাইফয়েড বা এরকম কোন মারাত্মক রোগের ভোগার কারণে, মাত্রাতিরিক্ত যৌনকর্ম, হস্তমৈথুন, স্বপ্নদোষ ইত্যাদি কারণে যৌন ক্ষমতা কমে গেলে অথবা একেবারে নষ্ট হয়ে গেলে (এবং সাথে অন্য আরো যে-কোন সমস্যা হউক না কেন) এসিড ফস আপনাকে সব ফিরিয়ে দিবে।
Selenium : যৌন শক্তির দুর্বলতা, দ্রুত বীর্য নির্গত হওয়া, স্বপ্নদোষ, মাথার চুল পড়ে যাওয়া ইত্যাদি সমস্যায় সেলিনিয়াম একটি প্রথম শ্রেণীর ঔষধ। বিশেষত যাদের কোষ্টকাঠিন্যের সমস্যা আছে, তাদের ক্ষেত্রে এটি ভালো কাজ করে।
* পুরুষাঙ্গ বড় করার জন্য Agnus castus (অতীতে যৌন অনাচার), Lycopodium (যাদের পেটে গ্যাস হয়) অথবা Baryta carb (জন্মগতভাবে বোকাটে)।
* মহিলাদের মাত্রাতিরিক্ত যৌন উত্তেজনা দমনের জন্য Platinum, Baryta mur অথবা Salix nigra প্রতিদিন একবার করে খান। পুরুষদের অতিরিক্ত যৌন উত্তেজনা দমনের জন্য Salix nigra অথবা Agnus castus।
* অবিবাহিত মেয়েদের অতিরিক্ত যৌন উত্তেজনা দমনের জন্য Platinum.
* মহিলাদের যৌন মিলনে বিতৃষ্ণা দূর করতে- এগনাস কাস্ট
উপরে লক্ষণ অনুসারে যেকোনো একটি মেডিসিন উচ্চশক্তির ব্যবহার করুন এবং সাথে মাদার টিংচার এগুলো ব্যবহার করুন ইনশাল্লাহ রেজাল্ট ভালো পাবেন
সিমুল+ জিনসেন+ ডামিয়ানা + অশ্বগন্ধা +স্যালিক্স নাইগ্রা মাদার।
বায়োকেমিক
কেলি ফস 12×
ক‍্যালকেরিয়া ফস12×
নেট্রাম মিউর12×
--Colllected

জি.এইচ.পির  সকল প্রোডাক্ট লাগলে যোগাযোগ করতে পারেন।
02/03/2022

জি.এইচ.পির সকল প্রোডাক্ট লাগলে যোগাযোগ করতে পারেন।

Address

Mohadevpur
Naogaon
6530

Opening Hours

Monday 09:30 - 21:00
Tuesday 09:30 - 21:00
Wednesday 09:30 - 21:00
Thursday 09:29 - 21:00
Friday 10:00 - 12:00
Saturday 09:30 - 21:00
Sunday 09:30 - 21:00

Telephone

+8801913302754

Alerts

Be the first to know and let us send you an email when Mondal Homeo Hall posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Mondal Homeo Hall:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category