Tasfia Homoeo Hall

Tasfia Homoeo Hall Official page of tasfia homeo hall.

01/11/2025

“অস্তরাগে অনন্ত”

যখন সূর্য নত হয় রক্তিম প্রণামে,
প্রকৃতি ডুবে যায় নিস্তব্ধ ধ্যানের নামাজে।
আলো ও অন্ধকার মিশে একাকার,
যেন মৃত্যু নয়—জীবনেরই আরেক অবতার।

পাতায় পাতায় সেজদার নীরব জ্বালা,
নির্বাক বাতাস বলে — “শেষ নেই, কেবল রূপান্তর!”
সূর্য ডোবে না, সে তো ফিরে যায় অন্তরে—
আত্মার মসজিদে জ্বালে অনন্ত আলোর প্রদীপ!

ডাঃ রওশন লায়লা 🌹

27/09/2025

যা চোখে দেখা যায় তা সব সময় সত্য নয়,
যা আড়ালে থাকে, তার মাঝেই লুকিয়ে থাকে আসল গল্প।
চোখ ধোঁকা দিতে পারে, কিন্তু অন্তরের অনুভূতি মিথ্যে বলে না।
দেখা নয়,বোঝাই সত্যকে চিনিয়ে দেয়।

23/09/2025

হোমিওপ্যাথি—প্রকৃতির ছোঁয়ায় চিকিৎসা

হোমিওপ্যাথি শুধু একটি চিকিৎসা পদ্ধতি নয়, বরং এটি এক শান্ত নিরাময়ের পথ।
এখানে রোগের লক্ষণ নয়, চিকিৎসা হয় মানুষের মূল কারণের উপর।
অতি ক্ষুদ্র ডোজেই শরীরকে জাগিয়ে তোলে নিজস্ব রোগ প্রতিরোধ ক্ষমতা,
যেখানে নেই কোনো ভয়াবহ পার্শ্বপ্রতিক্রিয়া, নেই ক্ষতিকর প্রভাব।

প্রকৃতির সাথে সুর মিলিয়ে, কোমল কিন্তু কার্যকরভাবে,
হোমিওপ্যাথি আল্লাহর দানকৃত এক অনন্য উপহার।
সুস্থতার পথে হোক সবার যাত্রা—নিরাপদ ও সুন্দর।

রওশন লায়লা🌹

10/09/2025

থাইরয়েড নিয়ে কিছু কথা:-
থাইরয়েড দুই প্রকার হয়। হাইপো ও হাইপার।এটি এমন একটি সমস্যা, যেটা বাইরে থেকে দেখা যায় না, কিন্তু ভেতর থেকে জীবনটাকে নষ্ট করে দেয়। ঘন ঘন মুড সুইং হয়, হঠাৎ করেই মানুষ রেগে যায়।
শরীরে অনেক ক্লান্তি থাকে অথচ ঘুম ঠিকমতো হয় না। অনেক সময় মাথা ঘোরায়, হাত পা থর থর করে কেঁপে উঠে। চোখে অন্ধকার দেখা, শরীরে হুটহাট ব্যাথা অনুভব করা।মাথা কাজ করে না, ভুলে যাওয়া, এক রকম উপস্বর্গ দেখা দেয়। কখনও ওজন বাড়ে, আবার কমে। খাওয়ার অভ্যাসেও পরিবর্তন আসে।
চুল পড়ে, ত্বক শুকিয়ে যায়, কিন্তু সবাই ভাবে হয়তো নিজের যত্ন নেয়া হচ্ছেনা।
মন খারাপ থাকে, কিছুতেই আনন্দ লাগে না, কিন্তু কেউ ভাবে না এটা হরমোনাল ইম্বব‍্যালেন্স কারণেও হতে পারে।
অন্যরা ভাবে “অলস”, অথচ প্রতিদিন নিজের শরীরের বিরুদ্ধে কতটা লড়াই করে চলতে হয়।
যাদের থাইরয়েডের সমস্যা নেই সেই মানুষ গুলো সামাজিকভাবে বুঝতে পারে না বা বুঝতে চায় না যে এটা কতটা কষ্টদায়ক। তারা ভাবে,
“হাঁটা চলা, খাওয়া দাওয়া সবইতো ঠিকঠাক আছে!!!
“তোমার কষ্ট কিসের?”
“কম খাও, বেশি হাঁটো, সব ঠিক হয়ে যাবে!”
এরা জানে না যে, হাইপোথাইরয়েডিজমে মেটাবলিজম স্লো হয়ে যায়, ঘুমের চক্র নষ্ট হয়ে যায়, এমনকি মনের শক্তিও কমে যায়।।
এটা ঠিক যে, বাইরে থেকে মানুষ না বুঝলেও, হাজার হাজার মানুষ এই অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে।
উল্লেখ্য যে- বিশ্বের উন্নত দেশগুলোতে থাইরয়েডের রোগী যে পরিবারে থাকে সেই পরিবারের সদস্যদের নিয়ে কাউন্সিলিং করানো হয়। রোগীর সাথে কেমন আচরন করলে তারা স্বাভাবিক থাকবে সে বিষয়ে পরামর্শ দেওয়া হয়। কি খেতে পারবে কি খাবে না সব॥অথচ আমাদের বাঙ্গালী বেশীরভাগ পরিবারই এই মুডসুইং,ডিপ্রেশনকে ঢং বলে উড়িয়ে দেয়, মানুষ না জেনে নানান ভাবে জাজ করে।এরজন‍্য রোগীর আশেপাশের শুভাকাঙ্খী এবং পরিবার পরিজন সবার সচেতনতা দরকার ॥

ডাঃ রওশন লায়লা

08/09/2025

মেধা যাচাই 🌸

কোন গাড়ির ড্রাইভার চারজন যাত্রী একজন?

🌍 নতুন আতঙ্ক: Oropouche ভাইরাসআগে শুধু আমাজনের জঙ্গলে সীমাবদ্ধ ছিল, এখন ছড়িয়ে পড়ছে আমেরিকা ও ইউরোপে। 🦟মশা ও ব্ল্যাক ফ্লা...
07/09/2025

🌍 নতুন আতঙ্ক: Oropouche ভাইরাস

আগে শুধু আমাজনের জঙ্গলে সীমাবদ্ধ ছিল, এখন ছড়িয়ে পড়ছে আমেরিকা ও ইউরোপে। 🦟
মশা ও ব্ল্যাক ফ্লাইয়ের মাধ্যমে সংক্রমণ হয়—ডেঙ্গু/চিকুনগুনিয়ার মতোই দ্রুত ছড়ায়।

🧾 উপসর্গ:

হঠাৎ জ্বর, মাথা ও শরীর ব্যথা

চোখ লাল হওয়া, প্রচণ্ড ক্লান্তি

মারাত্মক হলে মেনিনজাইটিস/এনসেফালাইটিস পর্যন্ত

🙏 করণীয়:

👉 মশা নিয়ন্ত্রণ
👉 আশেপাশে পানি জমতে না দেওয়া
👉 অজানা জ্বরকে হালকা না নেওয়া

⚠️ পৃথিবী ছোট হয়ে আসছে, তাই এক জায়গার রোগ দ্রুতই অন্য জায়গায় ছড়াচ্ছে। সচেতন থাকুন, নিরাপদ থাকুন। 🕊️

🌍  #🛑 আমাদের সংস্কৃতি ও মূল্যবোধ রক্ষায় সচেতন হই 🛑বর্তমানে কিছু গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় এমন কনটেন্ট প্রচার করা হচ্ছে,...
29/07/2025

🌍 #🛑 আমাদের সংস্কৃতি ও মূল্যবোধ রক্ষায় সচেতন হই 🛑

বর্তমানে কিছু গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় এমন কনটেন্ট প্রচার করা হচ্ছে, যেখানে 👉 নারীসুলভ ভঙ্গি ও পোশাক পরা পুরুষদেরকে "সুদর্শন পুরুষ" হিসেবে উপস্থাপন করা হচ্ছে। এটা নিছক বিনোদন নয়—বরং এর পেছনে কাজ করতে পারে এক গভীর সামাজিক প্রভাব।

🔍 একটি শিশু বা কিশোর যখন এসব দেখে, তারা মানসিকভাবে বিভ্রান্ত হতে পারে।

⚠️ আমাদের সমাজে এখন:
পুরুষত্ব ✔️
নারীত্ব ✔️
চরিত্রবোধ ✔️
সংস্কৃতি — সব কিছু ধীরে ধীরে চ্যালেঞ্জের মুখে পড়ছে।

📢 স্বাধীনতা মানে যা খুশি তাই নয়। স্বাধীনতার নামে যদি: 🔸 সমকামিতাকে প্রমোশন করা হয় 🔸 অদ্ভুত পোশাক ও আচরণকে “স্টাইল” হিসেবে প্রতিষ্ঠিত করা হয় — তাহলে ভবিষ্যৎ প্রজন্ম দিক হারাবে।

⛔ আমরা কাউকে ঘৃণা করি না। কিন্তু… 🛐 আমাদের ধর্মীয় ও সামাজিক নীতি রক্ষা করা আমাদের দায়িত্ব।

✅ আসুন, সচেতন হই। পরিবার ও সমাজকে রক্ষা করি।
✅ প্রচার নয়—প্রতিরোধ গড়ি, যেন আগামী প্রজন্ম গর্ব করে বলতে পারে—

"আমি একজন মূল্যবোধসম্পন্ন মানুষ!"

📌 দ্রষ্টব্য: এই লেখাটি কারো প্রতি ঘৃণা নয়, বরং সমাজ সচেতনতামূলক একটি বার্তা।

21/07/2025
20/07/2025

মানুষ মূলত একাই, অবিশ্রান্ত বয়ে চলা এক নদীর মত একা,
মানুষে মানুষে যতটুকু সম্পর্ক, বন্ধুত্ব, মায়া ভালবাসা সবটাই ক্ষনিকের। যতই আমরা অন্যেদের সঙ্গে সময় কাটাই, সম্পর্কের সেতু গড়ি একে অপরকে পাশে পাই সেগুলো একটা সময় মলিন হয়ে যায়। সময়ের সঙ্গে সঙ্গে তৈরি হয় দূরত্ব এক এক করে ভেঙে পরে সম্পর্কেরসেতু””💔 অনন্তকালের জন্য বিছিন্ন হয় যোগাযোগ।বেলাশেষে মানুষ মূলত একাই।💚💚💚

রওশন লায়লা 🌹🌹

Address

Rupgonj
Narail
7500

Telephone

01858000022

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tasfia Homoeo Hall posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Tasfia Homoeo Hall:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category