22/04/2025
ফোবিয়া / Phobia
ফোবিয়া কী?
ফোবিয়া হলো কোনো নির্দিষ্ট বস্তু, প্রাণী, পরিস্থিতি বা পরিবেশ নিয়ে অতিরঞ্জিত, অযৌক্তিক ভয়। যেমন — উঁচু জায়গায় উঠতে ভয়, পানি দেখলেই দম বন্ধ হয়ে আসা, বা ছোট্ট একটা তেলাপোকাও দুঃস্বপ্নের মতো মনে হওয়া ইত্যাদি।
সাধারণ কিছু ফোবিয়ার নাম:
অ্যাক্রোফোবিয়া — উচ্চতার ভয়
ক্লাসট্রোফোবিয়া — বন্ধ জায়গার ভয়
সোশ্যাল ফোবিয়া — লোকসমাগমে কথা বলার ভয় ইত্যাদি।
ফোবিয়ার লক্ষণ:
- অতিরিক্ত ঘাম
- হৃৎস্পন্দন বেড়ে যাওয়া
- নিঃশ্বাস নিতে কষ্ট
- মাথা ঘোরা বা অজ্ঞান হয়ে যাওয়া
ফোবিয়ার চিকিৎসা কীভাবে হয়?
ফোবিয়ার চিকিৎসা সাধারণত একজন সাইকোলজিস্ট করে থাকেন। তিনি কগনিটিভ বিহেভিয়ার থেরাপি (CBT), এক্সপোজার থেরাপির মাধ্যমে এর চিকিৎসা করে থাকেন। তাছাড়া ক্ষেত্রভেদে সাইকিয়াট্রিস্ট প্রয়োজনীয় মেডিকেশন প্রদান করে থাকেন।
যেকোনো ধরনের সাইকোলজিক্যাল সাপোর্ট পেতে কল/হোয়াটসঅ্যাপ করুনঃ
+8801873-217043
+8801902-247613
অথবা ইনবক্স করুন Mind Redemption পেইজ- এ।