Mind Redemption

Mind Redemption ~ Where Mental Health meets Hope ~

এংজাইটি (Anxiety)এংজাইটি হলো এক ধরনের মানসিক ও শারীরিক প্রতিক্রিয়া, যা সাধারণত ভবিষ্যতের অনিশ্চয়তা, চাপ বা ভয়ের কারণে...
08/08/2025

এংজাইটি (Anxiety)

এংজাইটি হলো এক ধরনের মানসিক ও শারীরিক প্রতিক্রিয়া, যা সাধারণত ভবিষ্যতের অনিশ্চয়তা, চাপ বা ভয়ের কারণে তৈরি হয়।

এটি মাঝে মাঝে সবার মধ্যেই হতে পারে—যেমন পরীক্ষার আগে, নতুন কোনো চাকরিতে যোগ দেওয়ার সময়, বা গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে। তবে যখন এই অনুভূতিটি অযথা, অতিরিক্ত এবং দীর্ঘস্থায়ী হয়, তখন সেটি মানসিক স্বাস্থ্যের সমস্যা হিসেবে দেখা দেয়।

এংজাইটির লক্ষণসমূহ:

১। মনঃকষ্ট, অস্থিরতা বা ভয় লাগা;
২। অতিরিক্ত দুশ্চিন্তা বা নেতিবাচক ভাবনা;
৩। দ্রুত হৃদস্পন্দন;
৪। ঘাম হওয়া বা হাত কাঁপা;
৫। শ্বাসকষ্ট বা বুক চাপা অনুভব;
৬। মনোযোগে সমস্যা বা সহজে বিরক্ত হওয়া ইত্যাদি।

এংজাইটির কারণসমূহ:

১। দীর্ঘস্থায়ী মানসিক চাপ বা ক্রনিক স্ট্রেস;
২। কোনো ধরনের ট্রমা বা দূর্ঘটনা;
৩। জেনেটিক বা পারিবারিক ইতিহাস;
৪। মস্তিষ্কের রাসায়নিক ভারসাম্যের পরিবর্তন;
৫। শারীরিক অসুস্থতা বা হরমোনের সমস্যা ইত্যাদি।

এংজাইটি ব্যবস্থাপনা:

১। শ্বাসপ্রশ্বাসের ব্যায়াম;
২। ধ্যান বা মেডিটেশন;
৩। পর্যাপ্ত ঘুম;
৪। নিয়মিত শারীরিক ব্যায়াম;
৫। স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস;
৬। নেতিবাচক চিন্তা চিহ্নিত ও চ্যালেঞ্জ করা (কগনিটিভ থেরাপির কৌশল); এবং

৭। একজন মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের সাহায্য নেওয়া।

এংজাইটি দুর্বলতার লক্ষণ নয়—এটি মানুষের স্বাভাবিক প্রতিক্রিয়া, কিন্তু যখন এটি জীবনের স্বাভাবিক ছন্দে বাধা দেয়, তখন যত্ন ও চিকিৎসা জরুরি।

এংজাইটির একটি চক্র রয়েছে। এটি হলো:
Trigger → Negative Thoughts → Physical Symptoms → Avoidance → Temporary Relief → More Anxiety

একজন সাইকোলজিস্ট এর সহযোগিতায় ব্যক্তি সহজেই এংজাইটির এই চক্র থেকে বেরিয়ে আসতে পারবেন।।

যেকোনো ধরনের মানসিক স্বাস্থ্যসেবা পেতে যোগাযোগ করুনঃ 01873-217043 নম্বরে অথবা whatsapp করুন +8801902-247613 এই নম্বরে।

এছাড়াও ইনবক্স করতে পারেন Mind Redemption পেইজ- এ।

পিউবারফোনিয়া (Puberphonia)পিউবারফোনিয়া হলো একটি ভয়েস ডিজঅর্ডার, যেখানে কিশোর বয়স অতিক্রম করার পরও একজন পুরুষের কণ্ঠস্বর...
05/08/2025

পিউবারফোনিয়া (Puberphonia)

পিউবারফোনিয়া হলো একটি ভয়েস ডিজঅর্ডার, যেখানে কিশোর বয়স অতিক্রম করার পরও একজন পুরুষের কণ্ঠস্বর উচ্চতর (উচ্চ-পিচের) থেকে যায়, যেমনটি শৈশবে ছিল। সাধারণত পুরুষদের কণ্ঠস্বর বয়ঃসন্ধিকালে গভীর বা ভারী হয়ে যায়, তবে পিউবারফোনিয়ায় এই পরিবর্তন হয় না বা ঠিকভাবে হয় না।

লক্ষণসমূহ:

উচ্চ-পিচের কণ্ঠস্বর (শিশুসুলভ বা নারীকণ্ঠের মত);
ভয়েসে কম্পন বা অনির্ভরযোগ্যতা;
নিজ কণ্ঠে অস্বস্তি বা আত্মবিশ্বাসের অভাব;
সামাজিক পরিস্থিতিতে লজ্জা বা বিব্রতবোধ ইত্যাদি।

নির্ণয় (Diagnosis):
ইএনটি (ENT) বিশেষজ্ঞ বা স্পিচ থেরাপিস্ট রোগীর কণ্ঠস্বর বিশ্লেষণ করেন।

🗣️ চিকিৎসা ও সমাধান:

1. ভয়েস থেরাপি (Voice Therapy):
কণ্ঠস্বর গভীর করার প্রশিক্ষণ;
সঠিক ব্রিদিং টেকনিক শেখানো;
পিচ কন্ট্রোল অনুশীলন;

2. কগনিটিভ বিহেভিয়ার থেরাপি (CBT):
মানসিক ব্লক দূর করে আত্মবিশ্বাস বৃদ্ধিতে সহায়তা করে।

ভালো ফলাফলের সম্ভাবনা:

সঠিক থেরাপি পেলে খুব অল্প সময়ের মধ্যেই এ সমস্যার উল্লেখযোগ্য উন্নতি হয়।

------------- -------------- -------------
পিউবারফোনিয়া বা চিকন কন্ঠস্বর বা মেয়েলি কন্ঠস্বরজনিত সমস্যার সঠিক চিকিৎসা পেতে যোগাযোগ করুন আমাদের নম্বরে অথবা ইনবক্স করুন আমাদের পেজ এ।

****মাত্র ৩ থেকে ৫ দিনের মধ্যে পিউবারফোনিয়ার সমস্যা সেরে যায়!****

যোগাযোগ:
ফোন 01873217043
হোয়াটসঅ্যাপ +8801902247613

"অটিজম কোনো রোগ নয়, এটি একটি নিউরোডেভেলপমেন্টাল অবস্থা।"অনেকে ভুলভাবে অটিজমকে একটি রোগ মনে করেন, যার চিকিৎসা বা 'সারানো'...
04/08/2025

"অটিজম কোনো রোগ নয়, এটি একটি নিউরোডেভেলপমেন্টাল অবস্থা।"

অনেকে ভুলভাবে অটিজমকে একটি রোগ মনে করেন, যার চিকিৎসা বা 'সারানো' দরকার। কিন্তু অটিজম আসলে কোনো শারীরিক বা মানসিক ব্যাধি নয়। এটি হচ্ছে "মস্তিষ্কের বিকাশজনিত" একটি অবস্থা। অর্থাৎ, শিশুর মস্তিষ্ক যেভাবে বেড়ে ওঠে ও কাজ করে, সেটি সাধারণ ধারা থেকে কিছুটা ভিন্ন হয়। এটি জন্মগত এবং সারা জীবনের জন্য থাকে।

এই অবস্থায় শিশুর ভাষা, সামাজিক যোগাযোগ, আচরণ ও সংবেদনশীলতায় পার্থক্য দেখা যায়।
তাই এটি যথাযথ থেরাপিস্ট এর মাধ্যমে ব্যবস্থাপনা করা হয়ে থাকে।

এ সংক্রান্ত আচরণ ব্যবস্থাপনায়, থেরাপিস্টের সহায়তা নিতে যোগাযোগ করুন 01873217043 নম্বরে।
অথবা ইনবক্স করুন Mind Redemption পেইজ এ।

“Disability Management & Special Education” program held at Proyash Savar Area, Savar Cantonment.We are in the Sensory G...
04/08/2025

“Disability Management & Special Education” program held at Proyash Savar Area, Savar Cantonment.

We are in the Sensory Garden, which is designed to stimulate and develop the sensory abilities of children with Neurodevelopmental Disorders (NDDs).

International Self-Care Day | 24th July 🌿আজকের দিনটি আমাদের মনে করিয়ে দেয়—নিজেকে ভালোবাসা, নিজের যত্ন নেওয়া আর মানসিক শা...
24/07/2025

International Self-Care Day | 24th July 🌿

আজকের দিনটি আমাদের মনে করিয়ে দেয়—নিজেকে ভালোবাসা, নিজের যত্ন নেওয়া আর মানসিক শান্তি খোঁজার গুরুত্ব কতটা গভীর!
আমরা সবার পাশে থাকি, কিন্তু কখনো কি নিজের পাশেও দাঁড়াই?

Self-Care হচ্ছে-
✔ নিজের অনুভূতিকে সম্মান করা
✔ ডিজিটাল ডিটক্স
✔ বিশ্রাম নেওয়ার সময় বের করা
✔ পছন্দের কাজের জন্য সময় রাখা
✔ মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়া

আজ নিজেকে জিজ্ঞেস করুন—
"আমি আমার জন্য কী করছি?"

নিজেকে একটু সময় দিন, একটু বুঝুন 💜

ছবি: ইন্টারনেট থেকে সংগ্রহকৃত।




22/07/2025

উত্তরা মাইলস্টোন স্কুলে ফাইটার বিমান বিধ্বস্তের ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত।

22/04/2025

ফোবিয়া / Phobia

ফোবিয়া কী?
ফোবিয়া হলো কোনো নির্দিষ্ট বস্তু, প্রাণী, পরিস্থিতি বা পরিবেশ নিয়ে অতিরঞ্জিত, অযৌক্তিক ভয়। যেমন — উঁচু জায়গায় উঠতে ভয়, পানি দেখলেই দম বন্ধ হয়ে আসা, বা ছোট্ট একটা তেলাপোকাও দুঃস্বপ্নের মতো মনে হওয়া ইত্যাদি।

সাধারণ কিছু ফোবিয়ার নাম:

অ্যাক্রোফোবিয়া — উচ্চতার ভয়
ক্লাসট্রোফোবিয়া — বন্ধ জায়গার ভয়
সোশ্যাল ফোবিয়া — লোকসমাগমে কথা বলার ভয় ইত্যাদি।

ফোবিয়ার লক্ষণ:

- অতিরিক্ত ঘাম
- হৃৎস্পন্দন বেড়ে যাওয়া
- নিঃশ্বাস নিতে কষ্ট
- মাথা ঘোরা বা অজ্ঞান হয়ে যাওয়া

ফোবিয়ার চিকিৎসা কীভাবে হয়?
ফোবিয়ার চিকিৎসা সাধারণত একজন সাইকোলজিস্ট করে থাকেন। তিনি কগনিটিভ বিহেভিয়ার থেরাপি (CBT), এক্সপোজার থেরাপির মাধ্যমে এর চিকিৎসা করে থাকেন। তাছাড়া ক্ষেত্রভেদে সাইকিয়াট্রিস্ট প্রয়োজনীয় মেডিকেশন প্রদান করে থাকেন।

যেকোনো ধরনের সাইকোলজিক্যাল সাপোর্ট পেতে কল/হোয়াটসঅ্যাপ করুনঃ
+8801873-217043
+8801902-247613

অথবা ইনবক্স করুন Mind Redemption পেইজ- এ।

13/04/2025

শুভ নববর্ষ ১৪৩২!

Mind Redemption এর পক্ষ থেকে সকলকে বাংলা নববর্ষ ও পহেলা বৈশাখের শুভেচ্ছা!
নতুন বছর হোক শান্তি, ভালোবাসা আর সম্ভাবনায় ভরপুর।

07/04/2025

We are with Gaza 🇵🇸

31/03/2025

Mind Redemption এর পক্ষ থেকে সকল শুভাকাঙ্ক্ষীদের পবিত্র ঈদ-উল-ফিতর এর শুভেচ্ছা!
ঈদ আনন্দে কাটুক 💙

27/03/2025

ঈদ আনন্দে সতর্কতা ও মানসিক স্বাস্থ্য:

ঈদ মানে খুশির দিন। আনন্দের দিন। ঈদের দিন সবাই হাসিখুশি থাকবে, দিনটিকে সবার সাথে মিলেমিশে উপভোগ করবে এটাই এ দিনটির বার্তা 🎉

তবে এ ঈদ আনন্দকে আরো সুন্দর করে সাজাতে, আরো ভালোবাসাময় করে গড়ে তুলতে আমরা যেসব পদক্ষেপ নিতে পারি-

🔹 ঈদে আমাদের প্রতিবেশীদের খোঁজ-খবর নেব। তাদের সাথে যোগাযোগ করব। সময় অতিবাহিত করব।

🔹 আত্মীয়দের সাথে যোগাযোগ করব। তাদের খোঁজ-খবর নেব।

🔹 বাড়িতে কিছু রান্না করলে সবাই মিলেমিশে খাব। প্রয়োজনে প্রতিবেশীদেরকেও যতটা সম্ভব দেয়া যেতে পারে। তাদেরকে নিয়ে একসাথে বসা যেতে পারে।

🔹 যারা গ্রামের বাড়িতে যাবেন না, তারা আশেপাশে কোথাও পরিবারসহ ঘুরে আসতে পারেন। বিশেষ দিনগুলোতে পরিবারের সদস্যদের নিয়ে বেড়ানো আমাদের মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটায়।

🔹 যেহেতু সারা বছর আমরা সাধারণত একটানা বেশি কর্মদিবস ছুটি পাই না। তাই এই ঈদে এই ছুটিটাকে যথাসম্ভব পরিবারের সাথে মিলেমিশে উপভোগ করতে হবে। পরিবারের সদস্যদেরকে যথাযথ গুরুত্ব ও সময় দেয়ার মাধ্যমে দিনটিকে আরো উপভোগ্য করে তোলা সম্ভব। পাশাপাশি পারিবারিক বন্ধনকে আরো দৃঢ় করা সম্ভব।

🔴 ঈদ আনন্দে সতর্কতাঃ
- এক মাসব্যাপী রোজা রাখার পর, হঠাৎ করে ঈদের দিনটিতে সাধারণ দিনের চেয়ে অতিরিক্ত বেশি পরিমাণে না খাবার খাওয়াটাই উত্তম। পরিমিত পরিমাণে খাবার খেতে হবে।

- ঈদে নতুন কোনো জায়গায় বেড়াতে গেলে, সে জায়গা সম্পর্কে পূর্বে থেকেই ভালভাবে জেনে নেয়া উচিত। স্থানটির পরিবেশ, সুবিধা-অসুবিধা মাথায় রাখা উচিত।

- কোথাও বেড়াতে যাওয়ার আগে বাড়ির গ্যাসের চুলা বন্ধ করা হয়েছে কি না সেটা নিশ্চিত করা উচিত।

- বাড়ির গুরুত্বপূর্ণ জিনিসগুলো নিরাপদ স্থানে সরিয়ে রাখা উচিত।

- যতটুকু সম্ভব নিরাপত্তা নিশ্চিত করে সেইফ রোডে জার্নি করার চেষ্টা করতে হবে।

- যারা সাঁতার জানে না, তাদেরকে পানিপথে একান্তই যাতায়াত করতে হলে, যতটুকু সম্ভব নিরাপত্তা নিশ্চিত রেখে যাতায়াত করাটা জরুরী।

- ছোট শিশুরা যেন গ্রামের বাড়িতে ঘুরতে গিয়ে একা একা কোনো জলাশয়ের কাছে না চলে যায়, সেদিকে লক্ষ্য রাখতে হবে।

- নিজ সন্তানদেরকে খেয়াল রাখতে হবে যাতে তারা ঈদে গ্রামের বাড়ি গিয়ে অসৎ সঙ্গের সাথে যেন না জড়িত হয়ে যায়। বিশেষ করে টিন-এজারদের দিকে কিছুটা বেশি লক্ষ্য রাখতে হবে। অনেক সময় ঈদ বা বিশেষ ছুটির দিনগুলোতে দেখা যায়, কিশোর বয়সী ছেলেমেয়েরা পরিবারের সাথে গ্রামের বাড়িতে গিয়ে বিভিন্ন উঠতিবয়সী বন্ধুবান্ধবদের সাথে মেশে। যদি তার ওই ফ্রেন্ড সার্কেলের কেউ নেশার সাথে জড়িত থাকে, সঙ্গের কারণে এই সামান্য সময়ের মধ্যেই উক্ত বিষয়টি তার উপর ক্ষতিকর প্রভাব ফেলবে।
তাই গ্রামের বাড়িতে গিয়ে ছেলেমেয়েরা কাদের সাথে মিশছে সেদিকেও নজর রাখাটা উচিত।

আবির হোসেন আকাশ
সাইকোলজিস্ট।

আজ International Day of Happiness!সুখ শুধু একটি অনুভূতি নয়, এটি একটি চর্চা। ছোট ছোট ইতিবাচক কাজ, কৃতজ্ঞতা প্রকাশ, এবং সু...
20/03/2025

আজ International Day of Happiness!
সুখ শুধু একটি অনুভূতি নয়, এটি একটি চর্চা। ছোট ছোট ইতিবাচক কাজ, কৃতজ্ঞতা প্রকাশ, এবং সুস্থভাবে জীবনযাপন করার মাধ্যমে আমরা সত্যিকারের আনন্দ খুঁজে পেতে পারি।

মানসিক সুস্থতা ও সুখ একসঙ্গে চলে। তাই নিজেকে ভালোবাসুন, আপনার প্রিয়জনদের ভালোবাসুন, হাসি ছড়িয়ে দিন, আর দিনটিকে অর্থবহ করে তুলুন!

Spread Happiness with Mind Redemption.

Address

Narayanganj
1430

Telephone

+8801625449778

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mind Redemption posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Mind Redemption:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram