
10/04/2023
আলহামদুলিল্লাহ।আল্লাহর অশেষ রহমতে আমার দীর্ঘদিনের প্রিয় এক রোগীর আজ ৩৬ সপ্তাহ পূর্ণ হওয়া জমজ বাচ্চা (ছেলে -মেয়ে) জন্ম হলো।
এই বাচ্চাদের জন্মের পিছনে সে এক লম্বা কাহিনী।
রোগীর আগেও ২ বাচ্চা,; মেয়ে সদ্য SSC পাশ করেছে আর মেয়ের ৮ বছর পর আমার কাছে চিকিৎসার পর জন্ম নেওয়া ছেলে স্কুলে পড়ে।
এবার যখন আবারও বাচ্চা চাই বলে চেম্বারে আসলো আমি একটু পেরেশানই হলাম,কারণ ইতিমধ্যে সে জরায়ুর জটিলতায় (Adenomyosis)ভুগছিল যার কারণে বাচ্চা কনসিভ করা এবং নিরাপদ গর্ভাবস্হা দুটোই চেলেন্জিং।সাথে আছে ডায়াবেটিস ও হাইপোথাইরয়েডের মতো জটিলতা। আল্লাহর নামে চিকিৎসা শুরু করলাম এবং মোটামুটি ৬ মাস ধারাবাহিক চিকিৎসার পর সফলতা আসলো।পুরো গর্ভকালীন সময়টা রোগী এবং রোগীর ডাক্তারের টেনশনেই কেটেছে বলা যায়।অবশেষে ৩৬ সপ্তাহ পূর্ণ হতেই বাচ্চাদের নড়াচড়া গেলো কমে, আলট্রাসাউন্ড রিপোর্ট আসলো বিপদ জনক।তাই দেরী না করে আমাদের "এলাইড হাসপাতাল "এ অপারেশন করলাম আর এখানে NICU থাকার কারণে বাবুরাও ভালো চিকিৎসা পেলো।আলহামদুলিল্লাহ মা -বাচ্চারা সুস্হ আছে। আপনারা সবাই দোয়া করবেন ওদের জন্য।