Oshin Natural's

Oshin Natural's Welcome to our page.For restoration your health & beauty naturally
plz follow us.
(1)

Ready to go
02/08/2025

Ready to go

Shakil Ahmmad
01/08/2025

Shakil Ahmmad

30/07/2025


30/07/2025

  with coffeeঘি আর লেবু দিয়ে বানানো বুলেট কফি হচ্ছে একটু ভিন্ন ধরনের হেলদি ড্রিংক, যেটা ডিটক্স, মেটাবলিজম বুস্ট এবং ওজন...
30/07/2025

with coffee

ঘি আর লেবু দিয়ে বানানো বুলেট কফি হচ্ছে একটু ভিন্ন ধরনের হেলদি ড্রিংক, যেটা ডিটক্স, মেটাবলিজম বুস্ট এবং ওজন কমাতে সাহায্য করে।

---

🍋🧈 ঘি-লেবু বু*লেট কফি রেসিপি (Lemon Ghee B*ul*let Coffee)

✅ উপকরণ:

ব্ল্যাক কফি – ১ কাপ (ইনস্ট্যান্ট বা ফ্রেশ ব্রু করা)

ঘি – ১ টেবিল চামচ (গ্রাসফেড হলে ভালো)

লেবুর রস – ১ চা চামচ (তাজা)

চাইলে – দারুচিনি গুঁড়ো ১ চিমটি (ঐচ্ছিক)

---

🥣 প্রস্তুত প্রণালি:

1. প্রথমে কফি তৈরি করে নিন।

2. কফিতে ঘি দিন এবং ভালোভাবে ব্লেন্ড করুন (হ্যান্ড ব্লেন্ডার বা শেকার ব্যবহার করলে ভালো হয়)।

3. এবার লেবুর রস দিন। (লেবু আগে দিলে দুধ/ঘি জমে যেতে পারে, তাই পরে দিন।)

4. চাইলে এক চিমটি দারুচিনি মেশাতে পারেন।

5. গরম গরম খেয়ে নিন।

⚠️ টিপস:

খালি পেটে সকালে খেলে বেশি উপকার পাওয়া যায়।

গ্রিন টি খেতে না পারলে এটি একটি দারুণ বিকল্প।

চাইলে ঘি কমিয়ে ১ চা চামচও ব্যবহার করতে পারেন শুরুতে।

🔍 তাহলে জেনে নাও ঘি-লেবু বুলেট কফির উপকারিতা:

✅ ঘি-লেবু বু*লেট কফির উপকারিতা

🧈 ১. হজমে সহায়ক:

ঘি পিত্ত নিঃসরণ বাড়ায় এবং লেবু পাচনতন্ত্র পরিষ্কার রাখতে সাহায্য করে। একসাথে হজমশক্তি বাড়ায়।

🫀 ২. মেটাবলিজম বুস্ট করে:

এই কফি ফ্যাট বার্নে সহায়তা করে ও মেটাবলিজম বাড়ায় – যেটা ওজন কমানোর জন্য দরকারি।

🧠 ৩. ফোকাস এবং শক্তি বাড়ায়:

ঘিতে থাকা হেলদি ফ্যাট মস্তিষ্ককে শক্তি দেয়, ফলে মনোযোগ ধরে রাখা সহজ হয়।

⏳ ৪. দীর্ঘক্ষণ পেট ভরা রাখে:

ঘি ও লেবু একসাথে ক্ষুধা দমন করে, ফলে বারবার খাওয়ার প্রবণতা কমে।

🍋 ৫. ডিটক্স করে:

লেবুর রস লিভার পরিষ্কার রাখতে সহায়তা করে এবং কফির অ্যান্টিঅক্সিডেন্ট গুণ শরীর থেকে টক্সিন বের করে।

🌿 ৬. ইনফ্ল্যামেশন কমায়:

ঘি ও লেবু — দুটোই অ্যান্টি-ইনফ্ল্যামেটরি, যা শরীরের ফোলাভাব বা ব্যথা কমাতে সাহায্য করে।

⚠️ যা খেয়াল রাখবে:

গ্যাসের প্রবণতা থাকলে প্রথম দিকে অল্প পরিমাণে শুরু করো।

ডায়াবেটিস বা অ্যাসিডিটির সমস্যা থাকলে আগে একজন পুষ্টিবিদের পরামর্শ নাও।



Oshin Natural's

Ready for delivery
29/07/2025

Ready for delivery

29/07/2025


  Dry hair combo
29/07/2025


Dry hair combo

Kojic soap ✅মুখের যে কোনো দাগ,✅ডার্ক সার্কেল দূর করে আপনার মুখের ✅উজ্জ্বলতা বাড়াবে।✅স্কিন টানটান,✅ব্রণ ও ব্রণের দাগ দূর...
29/07/2025

Kojic soap

✅মুখের যে কোনো দাগ,
✅ডার্ক সার্কেল দূর করে আপনার মুখের ✅উজ্জ্বলতা বাড়াবে।
✅স্কিন টানটান,
✅ব্রণ ও ব্রণের দাগ দূর করে
✅ওয়েল কন্ট্রোল করে
✅স্কিনকে আকর্ষণীয় ও উজ্জ্বল করতে ব্যবহার করুন আমাদের এই সোপ। কোন ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া নেই।
✅এটি ব্যবহারে মুখ এবং শরীরের যে কোনো কালো দাগ দূর করে।

➡ব্যবহার-
প্রথমে ত্বক উষ্ণ গরম পানি দিয়ে ভিজিয়ে তারপর সাবানটি ত্বকে লাগিয়ে আস্তে আস্তে ম্যাসাজ করতে হবে , এরপর পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। ভালো ফলাফলের জন্য প্রতিদিন ২ বার ব্যবহার করতে হবে।

🥝আপনি কি জানেন, ছোট্ট এই সবুজ ফল—কিউই—একটি প্রকৃতির সুপারফ্রুট?প্রতিদিন মাত্র একটি কিউই আপনার শরীরকে দিতে পারে বিশাল উপক...
23/07/2025

🥝
আপনি কি জানেন, ছোট্ট এই সবুজ ফল—কিউই—একটি প্রকৃতির সুপারফ্রুট?

প্রতিদিন মাত্র একটি কিউই আপনার শরীরকে দিতে পারে বিশাল উপকার।

✅ এতে আছে উচ্চমাত্রার ভিটামিন C, যা বাড়ায় ইমিউনিটি
✅ ফাইবার থাকে পেট পরিষ্কার রাখতে
✅ অ্যান্টি-অক্সিডেন্ট যা করে ত্বককে উজ্জ্বল ও তরুণ
✅ কিউই রক্তচাপ ও কোলেস্টেরল নিয়ন্ত্রণে সাহায্য করে
✅ এমনকি এটি ঘুমের সমস্যা ও হজমে সহায়তা করে

🌿 ওজন কমাতে চান?
🌙 রাতে ভালো ঘুম চান?
✨ ত্বককে রাখতে চান ঝকঝকে?

তাহলে এখনই রুটিনে আনুন কিউই!

শুধু ফল নয়, কিউই এক স্বাস্থ্যকর অভ্যাস।

🥝 কিউই খান, সুস্থ থাকুন!

Address

Chasara
Narayanganj
1400

Telephone

+8801403366616

Website

Alerts

Be the first to know and let us send you an email when Oshin Natural's posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Oshin Natural's:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram