Dr. Md. Al - Amin

Dr. Md. Al - Amin Medicine specialist

নারায়ণগঞ্জের সরকারি ও বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠানের চিকিৎসকদের মধ্যে হৃদ্যতাপূর্ণ ও আন্তরিক সম্পর্ক বজায় রাখার লক্ষ্যে চ...
29/10/2024

নারায়ণগঞ্জের সরকারি ও বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠানের চিকিৎসকদের মধ্যে হৃদ্যতাপূর্ণ ও আন্তরিক সম্পর্ক বজায় রাখার লক্ষ্যে চিকিৎসা বিজ্ঞান সম্পর্কিত বেশ কিছু বৈজ্ঞানিক সভার আয়োজন করা হয়। উক্ত সভাগুলিতে নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য সিভিল সার্জন ডাঃ এ এফ এম মশিউর রহমান স্যার, ৩০০ শয্যার হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মোঃ আবুল বাশার স্যার , নারায়ণগঞ্জ এর অন্যতম সিনিয়র চিকিৎসক প্রফেসর( ডাঃ) মোঃ জাহাঙ্গীর আলম স্যার , ভিক্টোরিয়া হাসপাতালের আরএমও ডাঃ জহিরুল ইসলাম, মেডিসিন কনসালটেন্ট ডাঃ মোঃ আল-আমীন, নারায়ণগঞ্জ ডায়াবেটিস হাসপাতালের ডাঃ ফারুক হোসেন সহ ভিক্টোরিয়া হাসপাতাল, ৩০০ শয্যা হাসপাতাল, নারায়ণগঞ্জ ডায়াবেটিস হাসপাতাল, ডক্টরস ফোরাম, বন্দরের বিভিন্ন পর্যায়ের চিকিৎসকগন অংশ গ্রহণ করেন । এ সভাগুলোতে হাসপাতাল ও চিকিৎসকদের মধ্যে আন্তঃ সংযোগবৃদ্ধি এবং চিকিৎসক ও রোগীবান্ধব হাসপাতাল পরিচালনার উপর গুরুত্ব আরোপ করা হয়।

নারায়ণগঞ্জ স্বাস্থ্য বিভাগ কর্তৃক জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল, নারায়ণগঞ্জ ও সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আয়...
25/10/2024

নারায়ণগঞ্জ স্বাস্থ্য বিভাগ কর্তৃক জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল, নারায়ণগঞ্জ ও সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আয়োজিত dengue fever management ও back pain management বিষয়ক সাইন্টেফিক সেমিনারে বিশেষজ্ঞ মতামত প্রদান করেন ডাঃ মোঃ আল-আমীন (ধ্রুব), কনসালটেন্ট, মেডিসিন বিভাগ, জেনারেল(ভিক্টোরিয়া) হাসপাতাল, নারায়ণগঞ্জ ।

21/06/2024
19/06/2024

দীর্ঘ নীরোগ জীবন পেতে

নীল অঞ্চলের ডায়েট

আমরা পৃথিবীর সবচেয়ে স্বাস্থ্যবান প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের কাছ থেকে অনেক কিছু শিখতে পারি।

এঁরা শতবর্ষীয় সুস্থ মানুষ।

নীল অঞ্চলের ডায়েট বা ‘ব্লু জোনস ডায়েট’ আসলে কোনো ডায়েট নয়, বরং এটি একটি ডায়েট ও জীবনযাপন চর্চা, যা দীর্ঘায়ু করে মানুষকে। জ্যাম বুয়েটনার নামের একজন লেখক ব্লু জোন নামে যে বই লিখেছেন, সেটিতে তিনি পৃথিবীর পাঁচটি অঞ্চলের লোক, যাঁরা দীর্ঘায়ু ও নীরোগ, তাঁদের জীবনযাপন চর্চা লক্ষ করেছেন:

● একারিয়া, গ্রিস

● ওকিনাওয়া, জাপান

● ওগলিযাস, সাবডিনিয়া, ইতালি

● লোমা লিন্ডা, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র

● নিকোয়াপোনিনসুলা, কোস্টারিয়া

ব্লু জোনের অনেক মানুষ ৯০ বছর পেরিয়ে বাঁচেন, অনেকে শতবর্ষী হন। হয়তো জিনগত উপাদানের ভূমিকা থাকতে পারে, তবে তা সামান্য। তা মাত্র ২৫ শতাংশ, বাকি ৭৫ শতাংশ ডায়েট এবং জীবনযাপন চর্চা।

তাঁদের সাধারণ খাদ্যাভ্যাস।

উদ্ভিজ্জ খাবারে বেশি জোর দেওয়া হয়। ব্লু জোনের লোকজন বছরে মাত্র ১১-১৫ পাউন্ড মাংস গ্রহণ করে। আমেরিকানরা গ্রহণ করে গড়ে জনপ্রতি ২২৩ পাউন্ড। প্রধানত নিরামিষ।

শরীরের ওজন
স্থূলতা: ডায়াবেটিস, হৃদ্‌রোগ, স্ট্রোক ও কিছু ক্যানসারের ঝুঁকি বাড়ায়। উদ্ভিজ খাবার স্থূলতা প্রতিরোধ করে দীর্ঘায়ু হওয়ার পথ কিছুটা প্রশস্ত করে। কানাডার ইপিডেমিওলনিস্ট জনগোষ্ঠীর ৬২ শতাংশের বেশি ওজন এবং ২৫ শতাংশ স্থূল।
তবে যারা উদ্ভিজ্জ খাবার খায়, তাদের স্থূলতা অনেক কম।

প্রাণিজ খাবার বেশি খেলে বডি মাস ইনডেস্ক (বিএমআই) বাড়ে, তবে উদ্ভিজ খাবার সময়ের সঙ্গে ওজন বাড়ার ঝুঁকি অনেক কমায়।

মোদ্দা কথা হলো, ব্লু জোনের লোকজন উদ্ভিজ্জ খাবার খায়, প্রতি মাসে গড়ে মাংস খায় ১ পাউন্ডের কম। উদ্ভিজ্জ খাবারে ক্যালরি অনেক কম, স্যাচুরেটেড ফ্যাট কম, বেশি হলো আঁশ ও অ্যান্টি–অক্সিডেন্ট।

গবেষণায় দেখা গেছে, এমন খাবার খেলে ক্রনিক রোগ কম হয়।

ব্লু জোনে স্বাস্থ্যকর জীবনযাপন চর্চা

তবে স্বাস্থ্যের পরম তুঙ্গ পর্যায়ে পৌঁছাতে হলে কেবল ডায়েট নয়, সে সঙ্গে জীবনযাপন আচরণও প্রয়োজন, দুটো মিলে নীরোগ স্বাস্থ্য পাওয়া সম্ভব। যেমন পেট যখন ৮০ শতাংশ ভরাট মনে হবে, তখন খাওয়া বন্ধ করতে হবে।

ওকিনাওয়ান চর্চা: ‘হারা হা চি বু’ কনফুসিয়ান মন্ত্র: মানে পেট ৮০ শতাংশ পূর্ণ। বিশ্বের সবচেয়ে সুস্থ লোকজন পেট অস্বস্তিকরভাবে ভরাট হওয়া পর্যন্ত খায় না। বরং এদের পেট ৮০ শতাংশ ভরাট হলে খাওয়া বন্ধ হয়ে যায়। এতে তাদের ক্যালরি গ্রহণ কম হয় এবং স্থূলতা ও স্থূলতা সম্পর্কিত রোগের ঝুঁকিও কমে। তবে এটি এত সহজ নয়। মনোযোগী আহার (মাইন্ডফুল ইটিং) করলে তা সম্ভব।

● টেবিলে বসে খাবেন, অন্য সব যন্ত্র যেমন টিভি, মোবাইল ফোন, ট্যাব—সব থাকবে বন্ধ।

● সময় নিয়ে খান, ধীরে ধীরে।

● যদি নিশ্চিত না হন যে পেট ৮০ শতাংশ পূর্ণ হয়েছে কি না, তখন ক্ষণিক বিরতি নিন, ধৈর্য ধরুন। সময়ে সব ঠিক হয়ে যাবে।

সবচেয়ে কম পরিমাণ খাবার গ্রহণ করুন দিনের শেষ দিকে
‘প্রাতরাশ খাবেন রাজার মতো, মধ্যাহ্ন আহার করবেন যুবরাজের মতো আর রাতের খাবার খাবেন হতদরিদ্রের মতো’।

ব্লু জোনের লোকজন এ ধরনের ডায়েট অনুসরণ করে। তারা তা করেই সুস্থ। রাতে ভোজন ও শোবার আগে পেট ভরে স্ন্যাকস খেলে দেখা যায় স্থূলতা, মেটাবলিক সিনড্রোম, অন্যান্য স্বাস্থ্য সমস্যা।

প্রথমে ডিনারের পর স্ন্যাকস বাদ দিন। ক্ষুধা এর সঙ্গে অভিযোজিত হলে দিনে বেশি পরিমাণ ও সন্ধ্যা রাতে কম পরিমাণ খাওয়ায় অভ্যস্ত হবেন।

সক্রিয় সচল থাকুন

ব্লু জোনের লোকজন সক্রিয় সচল বা সে অর্থে তেমন কঠোর ব্যায়াম করে। জনগোষ্ঠী সক্রিয় অচল থাকাকে জীবনধারার মধ্যে মিশিয়ে দিয়েছে। এবং ড্রাইভ করার পর হাঁটে বা সাইকেল চালায় বেশি। ঘরে গেরস্থালির কাজ করতে লজ্জাবোধ করে না, কায়িক শ্রম করে, ঘরে বা বাগানে। এ জন্য তারা দীর্ঘায়ু। সার্ডিনিয়ান লোকজন পাহাড়ে ওঠে হেঁটে, সেখানে চাষবাস করে, এরা দীর্ঘায়ু। দেখা গেছে, যারা নিষ্ক্রিয় জীবনযাপন করে, তারা যারা প্রতিদিন হাঁটে, এদের চেয়ে অনেক কম দিন বাঁচে।

সারা দিন হাঁটুন, চলুন

নিজের ডেস্ক থেকে প্রতি ঘণ্টায় একবার উঠুন, পাঁচ মিনিট হাঁটুন, ঘরের দরজা থেকে কিছু দূরে গাড়ি পার্ক করে ঘরে আসুন, বাজারে যান হেঁটে, হেঁটে দেখা করতে যান বন্ধুর সঙ্গে।

চাপ মোকাবিলা করুন

সময়ে সময়ে সবার মানসিক চাপ হয়। ব্লু জোনের লোকজন একে মোকাবিলা করে ঈশ্বর প্রার্থনা করে, ধ্যান করে, ভাতঘুম দিয়ে। এদের প্রদাহ ও হৃদ্‌রোগ ও স্ট্রোকের ঝুঁকি কমে।

যেসব কাজকর্ম মনে আনে আনন্দ ও সুখ, এগুলোর তালিকা করুন। যেমন দীর্ঘপথ হাঁটা, বন্ধুর সঙ্গে ফোনে কথা বলা, উষ্ণ স্নান বা ধ্যানমগ্নতা। এসব কাজে নিজেকে নিয়োজিত করার সময় খুঁজে নিন, চাপভাব হয়ে জীবনকে কষ্ট দেওয়ার আগেই।চাপ আচ্ছন্ন করলে মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের সাহায্য ও পরামর্শ নিতে পারেন।
বন্ধুবান্ধব ও পরিবার–পরিজনের সঙ্গে সময় কাটান।
ব্লু জোনের লোকজন পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটানোকে অগ্রাধিকার দেয়। এভাবে হয় দীর্ঘায়ু।
শুরু হয় শৈশব থেকে।

ওকিনাওয়ার শিশুদের পাঁচজনের দলে ভাগ করে বড়রা, বলে মোয়াই। এই ছোট বন্ধুসভা শৈশব থেকে পরস্পরকে দেয় সামাজিক ও ইমোশনাল অবলম্বন, আমৃত্য। অন্যান্য ব্লু জোনে বয়স্ক ও বৃদ্ধ লোকজন তাঁদের প্রাপ্তবয়স্ক সন্তান ও অন্যান্য স্বজনের সঙ্গে একত্রে বসবাস করেন।

৩৪ বছর দীর্ঘ এক গবেষণায় দেখা গেছে একাকিত্ব ও সমাজবিচ্ছিন্ন মৃত্যু ত্বরান্বিত করে।

যত ব্যস্তই থাকুন, সামাজিকতা করুন, বন্ধু স্বজনদের নিয়ে থাকুন। সামাজিক বলয় বড় করুন।

উদ্দেশ্য–লক্ষ্য উপলব্ধি করুন। জীবনের লক্ষ্য–উদ্দেশ্য বুঝুন। প্রতিদিন ঘুম থেকে উঠে কী করবেন?

ওকিনায়ার লোকজন বলে, ‘আইকিগাই’ নিকোয়া পোনিগুলোতে বলে ‘চাপ্লান ডা ভাইডা’। ইংরেজিতে ‘পারপাস’।

এটি স্থির থাকলে দীর্ঘায়ু লাভ হবে।

জীবনের সুস্থ লক্ষ্য–উদ্দেশ্য থাকলে মৃত্যুর ঝুঁকি কমে। দেখা গেছে মেটাঅ্যানালিসিসে।

লেখনী - Professor Dr.Subhagata Choudhury Sir.

12/06/2024

Low-Dose Corticosteroids for Critically Ill Adults With Severe Pulmonary Infections.

Abstract

Importance Severe pulmonary infections, including COVID-19, community-acquired pneumonia, influenza, and Pneumocystis pneumonia, are a leading cause of death among adults worldwide. Pulmonary infections in critically ill patients may cause septic shock, acute respiratory distress syndrome, or both, which are associated with mortality rates ranging between 30% and 50%.

Observations :
Corticosteroids mitigate the immune response to infection and improve outcomes for patients with several types of severe pulmonary infections. Low-dose corticosteroids, defined as less than or equal to 400 mg hydrocortisone equivalent daily, can reduce mortality of patients with severe COVID-19, community-acquired pneumonia, and Pneumocystis pneumonia. A randomized clinical trial of 6425 patients hospitalized with COVID-19 who required supplemental oxygen or noninvasive or invasive mechanical ventilation reported that dexamethasone 6 mg daily for 10 days decreased 28-day mortality (23% vs 26%). A meta-analysis that included 7 randomized clinical trials of 1689 patients treated in the intensive care unit for severe bacterial community-acquired pneumonia reported that hydrocortisone equivalent less than or equal to 400 mg daily for 8 days or fewer was associated with lower 30-day mortality compared with placebo (10% vs 16%). In a meta-analysis of 6 randomized clinical trials, low-dose corticosteroids were associated with lower mortality rates compared with placebo for patients with HIV and moderate to severe Pneumocystis pneumonia (13% vs 25%). In a predefined subgroup analysis of a trial of low-dose steroid treatment for septic shock, patients with community-acquired pneumonia randomized to 7 days of intravenous hydrocortisone 50 mg every 6 hours and fludrocortisone 50 μg daily had decreased mortality compared with the placebo group (39% vs 51%). For patients with acute respiratory distress syndrome caused by various conditions, low-dose corticosteroids were associated with decreased in-hospital mortality (34% vs 45%) according to a meta-analysis of 8 studies that included 1091 patients. Adverse effects of low-dose corticosteroids may include hyperglycemia, gastrointestinal bleeding, neuropsychiatric disorders, muscle weakness, hypernatremia, and secondary infections.

Conclusions and Relevance :

Treatment with low-dose corticosteroids is associated with decreased mortality for patients with severe COVID-19 infection, severe community-acquired bacterial pneumonia, and moderate to severe Pneumocystis pneumonia (for patients with HIV). Low-dose corticosteroids may also benefit critically ill patients with respiratory infections who have septic shock, acute respiratory distress syndrome, or both.

09/06/2024
নারায়ণগঞ্জের চিকিৎসকনামা ঃডাঃ নূর উদ্দিন রনি ভাইএমসিপিএস,  এফসিপিএস (মেডিসিন)এমডি (নিউরোলজি)। জীবনের ৪০ বছর পূর্ণ করার প...
10/06/2022

নারায়ণগঞ্জের চিকিৎসকনামা ঃ

ডাঃ নূর উদ্দিন রনি ভাই
এমসিপিএস, এফসিপিএস (মেডিসিন)
এমডি (নিউরোলজি)।

জীবনের ৪০ বছর পূর্ণ করার পূর্বেই নামের পাশে ৩ টা স্নাতকোত্তর মেডিকেল ডিগ্রী, নিঃসন্দেহ বংশ পরস্পরায় বসবাসকারী নারায়ণগঞ্জের আদি বাসিন্দাদের মধ্যে রনি ভাই - ই প্রথম চিকিৎসক হবেন যিনি এমন বিরল গৌরব অর্জন করেছেন। রনি ভাই আর আমি একসাথে স্নাতকোত্তর প্রশিক্ষণ শুরু করেছিলাম ২০০৯ সালে ৩০০ শয্যা হাসপাতাল, খানপুর, নারায়ণগঞ্জে।এমবিবিএস পাস করার পর নিজ এলাকার মানুষকে চিকিৎসা সেবা দেয়ার উদ্দেশ্যে বিনে পয়সায় ১ বছর কাজ করি এই হাসপাতালে (চাইলেই এই কাজটা আমরা দুইজন ঢাকাতে করতে পারতাম, যা সারা দেশের প্রায় সকল চিকিৎসক করেন)।

এই ছবিতে আরও একজন চিকিৎসক ডাঃ তাহিরা জান্নাত,এমসিপিএস (মেডিসিন),মাতৃকূলের দিক থেকে নারায়ণগঞ্জের আদি বাসিন্দাএবংনারায়ণগঞ্জের
পুত্রবধূ। খুব শীঘ্রই নারায়ণগঞ্জের প্রথম ফিমেল নিউরোলজিস্ট হিসেবে আবির্ভূত হতে যাচ্ছেন।

আমরা তিনজন সরকারী চাকুরীকালীন বিভিন্ন সময় নারায়ণগঞ্জের সকল স্বাস্থ্য স্থাপনায় কাজ করার সৌভাগ্যও অর্জন করেছি।

ভবিষ্যতে নারায়ণগঞ্জ মেডিকেল কলেজের কার্যক্রম পূর্ণাঙ্গ ভাবে শুরু হলে নিশ্চয়ই আবার একসাথে কাজ করার সুযোগ পাব ইনশাআল্লাহ ।

বর্তমানে আমি নারায়ণগঞ্জ সদর(পপুলার ডায়াগনস্টিক সেন্টার , বন্দর(কদমরসুল ডিজিটাল ল্যাব) , সোনারগাঁও(ডক্টরস'হেলথ কেয়ার লিমিটেড হাসপাতাল, আড়াইহাজারে(এ - জেট হাসপাতাল) এবং রনি ভাই রুপগঞ্জে চেম্বার করছি যাতে করে নারায়ণগঞ্জের প্রতিটি উপজেলার মানুষ সহজে আমাদের কাছে চিকিৎসা সেবা গ্রহণ করতে পারেন।

পরিশেষে বলতে চাই নারায়ণগঞ্জের ইতিহাস ও ঐতিহ্য নিয়ে যদি কোন মিউজিয়াম থাকতো তাহলে নিশ্চয়ই এই ছবিটা সেখানে স্থান পেত (don't take it seriously) 😀।

শুভ নববর্ষ ১৪২৯ বঙ্গাব্দ ।
14/04/2022

শুভ নববর্ষ ১৪২৯ বঙ্গাব্দ ।

Address

272/1 S. S. SHAH Road, BANDAR
Narayanganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Md. Al - Amin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr. Md. Al - Amin:

Share

Category