Therapy Portal & Home Service

Therapy Portal & Home Service Welcome to Brain Builders Learning Center. We're committed to serve quality therapy services.

28/06/2021

/তোতলামি
আমরা সবাই কথোপকথোনের মাধ্যমে তথ্য আদান-প্রদান করে থাকি। এখন ভাবুন তো, আপনি চাকুরির ইন্টারভিউ দিচ্ছেন বা কারো সাথে কথা বলছেন। ঠিক এই সময় আপনি একটি কথা বা শব্দ বলতে গিয়ে বারবার আটকে যাচ্ছেন বা সাবলীলভাবে কথা বলতে পারছেন না। খুবই লজ্জাজনক হবে বিষয়টা, তাই না। কিন্তু আমার বা আপনার এই সমস্যা কদাচিৎ হতে পারে যা সম্পুর্ণরূপে স্বাভাবিক। কারন মানুষ ভীত বা চিন্তিত বা উত্তেজিত অবস্থায় সাবলীলভাবে কথা বলতে পারে না। কিন্তু যারা এই সমস্যাটির ঘনঘন সম্মুখীন হচ্ছেন, তাদের ক্ষেত্রে বিষয়টি লক্ষনীয়।
কথা বলার সময় স্বচ্ছন্দগতিতে বা সাবলীলভাবে কথা বলায় ব্যাহত হওয়াকে স্টাটারিং বা স্টেমারিং বলে। স্টাটারিং বা স্টেমারিং দুটোই মেডিকেলের ভাষায় ব্যবহার করা হয়। সাধারণত বাংলায় এ সমস্যাকে তোতলামি বলা হয়। স্টাটারিং ভাষাজনিত কোনো সমস্যা নয় বরং কথার সাবলীলতাজনিত সমস্যা। শিশুরা যখন কথা বলতে শিখে তাদের মাঝে তোতলামি থাকাটা খুব স্বাভাবিক এবং তা বয়স বাড়ার সাথে সাথে ঠিক হয়ে যায়। মেয়ে শিশুদের তুলনায় ছেলে শিশুদের মাঝে তোতলামি ৫% বেশি দেখা যায়। কিছু পরিসংখ্যানে পাওয়া গিয়েছে যে, ৫০%-৮০% মানুষের তোতলামি বয়ঃসন্ধিকালে বিনা চিকিৎসায় সম্পুর্ণরূপে ঠিক হয়ে যায়।

আমরা সবাই স্টাটারিং বা তোতলামি সম্বন্ধে কিছুটা জানি। এখন এর কিছু লক্ষন দেখবো-
১.প্রায়ই শব্দ বা তার কিছু অংশের পুনরাবৃত্তি করা।
২.কিছু নির্দিষ্ট ধ্বনি টেনে বা সম্প্রসারণ করে উচ্চারণ করা।
৩.কথা বলতে অনিচ্ছা প্রকাশ করা।
৪.কথা বলার সময় একদম ব্লক বা বাধাপ্রাপ্ত হওয়াএবং হুট করে কথা বলতে শুরু করা।
৫.শারীরিক কিছু পরিবর্তন লক্ষ্য করা যায়ঃ
- দ্রুত চোখ ঝাপটানো
- কাঁপা কাঁপা ঠোট
- পা নাড়ানো
- একটি বাক্যে 'আ' বা 'মম' এ ধরনের শব্দের ঘনঘন ব্যবহার

কিছু কারনসমুহঃ
- পরিবারের সদস্যের যদি তোতলামি থেকে থাকে
- শৈশবকালের বিকাশজনিত কারণে
- মস্তিষ্কে আঘাত জনিত কারনে ইত্যাদি

এর কিছু টাইপ বা ধরনঃ
১.ডেভেলপমেন্টালঃ
শিশুরা যখন কথা বলতে শিখে তখন তারা সাবলীল বা স্বচ্ছন্দগতিতে কথা বলতে পারে না৷ যে শিশুদের বয়স ৫ এর নিচে তাদের মাঝে এ ধরনের তোতলামো দেখা যায় এবং সাধারনতঃ চিকিৎসা ছাড়াই ঠিক হয়ে যায়।
২. নিউরোলজিক্যালঃ
ট্রমাটিক ব্রেইন ইনজুরি বা ব্রেইনের কোনো অংশ আঘাতপ্রাপ্ত হওয়ার কারনে হয়।
৩. সাইকোলজিক্যালঃ
মানসিক কোনো চাপ, অশান্তি বা মানসিক কোনো সমস্যা থাকলে হয়ে থাকে।

ডায়গনোসিসঃ
একজন স্পিচ এন্ড ল্যাংগুয়েজ থেরাপিস্ট শিশু বা ব্যাক্তির কথা বলার ধরণ, আচার-আচরণ পর্যবেক্ষণের মাধ্যমে স্টাটারিং সনাক্ত করতে পারেন।এটি সনাক্ত করতে কোনো মেডিক্যাল টেস্টের প্রয়োজন হয় না।

কিছু টিপসঃ
*কথা বলার সময় যদি কথা বারবার আটকে যায় তাহলে থেমে আবার কথা বলা শুরু করবেন।
*যে শব্দটা বলতে গিয়ে আটকে যাচ্ছেন সে শব্দের পরিবর্তে অন্য শব্দ ব্যবহার করতে পারেন।

থেরাপি পোর্টাল এবং হোম সার্ভিসে আপনাদের স্বাগতম। আমরা ঢাকার অভ্যন্তরে গ্রাজুয়েট অভিজ্ঞ থেরাপিস্টগণ দ্বারা সেবা প্রদান ক...
24/01/2021

থেরাপি পোর্টাল এবং হোম সার্ভিসে আপনাদের স্বাগতম। আমরা ঢাকার অভ্যন্তরে গ্রাজুয়েট অভিজ্ঞ থেরাপিস্টগণ দ্বারা সেবা প্রদান করে থাকি। হোম সার্ভিসের মাধ্যমে সেবা গ্রহণের সুযোগ রয়েছে।
যেকোন তথ্য জানতে যোগাযোগ করুন।
ধন্যবাদ।

Address

Narayanganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when Therapy Portal & Home Service posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share