22/11/2025
আল্লাহ মাফ করুক । আবারও কিছুক্ষণ আগে ভূমিকম্প হয়েছিল ।
ভূমিকম্প হলে কী দোয়া করা উচিত?
১. “ইস্তিগফার” বেশি বেশি পড়া
ভূমিকম্প আল্লাহর পক্ষ থেকে সতর্কবার্তা, তাই বেশি বেশি বলা উচিত:
“আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জাম্বিন ওয়া আতুবু ইলাইহি।”
এর অর্থ:
“আমি আল্লাহর কাছে সকল গুনাহের জন্য ক্ষমা চাই এবং তাঁর দিকে ফিরে আসি।”
⸻
🌿 ২. এই দোয়া পড়া
রাসুল ﷺ ভয় বা বিপদের সময় এই দোয়া পড়তেন:
“اللهُـمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ زَوَالِ نِعْمَتِكَ، وَتَحَوُّلِ عَافِيَتِكَ، وَفُجَاءَةِ نِقْمَتِكَ، وَجَمِيعِ سَخَطِكَ”
উচ্চারণ:
“আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন জাওয়ালি নি‘মাতিকা, ওয়া তাহাউউলি ‘আফিয়াতিকা, ওয়া ফুজা-আতি নিকমাতিকা, ওয়া জামি’ই সাখাতিকা।”
অর্থ:
“হে আল্লাহ! তোমার নেয়ামত হারিয়ে যাওয়া থেকে, সুস্থতা-বিপদ বদলে যাওয়া থেকে, আকস্মিক বিপদ নেমে আসা থেকে ও তোমার সর্বপ্রকার অসন্তোষ থেকে আমি আশ্রয় চাই।”
⸻
🌿 ৩. তাসবীহ বলা
ভয় বা ঝাঁকুনি অনুভব করলে বলা যায়:
“سُبْحَانَ اللهِ وَبِحَمْدِهِ، سُبْحَانَ اللهِ الْعَظِيمِ”
(সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আজীম)
এটি আল্লাহর প্রশংসা ও সুরক্ষার দোয়া।
⸻
🌿 ৪. “লা হাওলা…” পড়া
দুশ্চিন্তা বা বিপদের মুহূর্তে শক্তিশালী দোয়া:
“لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللّٰهِ”
(লা হাওলা ওলা কুওয়াতা ইল্লা বিল্লাহ)
⸻
৫. কুরআনের আয়াত
ভয় বা বিপদে এই আয়াত পড়া যায়:
“حَسْبُنَا اللّٰهُ وَنِعْمَ الْوَكِيلُ”
(হাসবুনাল্লাহু ওয়া নিয়ামাল ওয়াকিল)
অর্থ:
“আল্লাহই আমাদের জন্য যথেষ্ট, তিনিই সর্বোত্তম অভিভাবক।