Mili World

Mili World প্রতিটা স্বঁপ্নই রঙিন হয়,বাস্তবতা গুলো সাদা কালো হয়।

সুখের দাম খুব বেশি না তবে মানসিক শান্তির দাম অনেক বেশি, যা অর্থ দিয়ে কেনা যায় না!🥰🌺💖
16/06/2025

সুখের দাম খুব বেশি না তবে মানসিক শান্তির দাম অনেক বেশি, যা অর্থ দিয়ে কেনা যায় না!🥰🌺💖

পৃথিবীতে কঠিন বাস্তবের মধ্যে একটি বাস্তব হলো,মানুষ যখন সাফল্যের দ্বারপ্রান্তে এসে পৌঁছায় আর তখনই তার প্রিয় মানুষটি হারিয়...
12/06/2025

পৃথিবীতে কঠিন বাস্তবের মধ্যে একটি বাস্তব হলো,মানুষ যখন সাফল্যের দ্বারপ্রান্তে এসে পৌঁছায় আর তখনই তার প্রিয় মানুষটি হারিয়ে যায়।

সবাই বলে পাশে আছি,কিন্তু কঠিন সময়ে যখন পাশে তাকাও তখন দেখবে তোমার ছায়াটা ও কখনো কখনো সরে গেছে।বাস্তবতা বড়ই নির্মম।
10/06/2025

সবাই বলে পাশে আছি,কিন্তু কঠিন সময়ে যখন পাশে তাকাও তখন দেখবে তোমার ছায়াটা ও কখনো কখনো সরে গেছে।বাস্তবতা বড়ই নির্মম।

জীবনের গল্প হলো ভূমিকাহীন। যার প্রতিটা লাইন পড়া সহজ কিন্তু বোঝা অনেক কঠিন।
09/06/2025

জীবনের গল্প হলো ভূমিকাহীন। যার প্রতিটা লাইন পড়া সহজ কিন্তু বোঝা অনেক কঠিন।

শুভ সকাল সবাইকে
04/06/2025

শুভ সকাল সবাইকে

বৃষ্টি ভেজা শুভ সকাল 💭
02/06/2025

বৃষ্টি ভেজা শুভ সকাল 💭

10/05/2022

7️⃣ 𝒄𝒐𝒎𝒎𝒐𝒏 𝒓𝒆𝒂𝒔𝒐𝒏𝒔 𝒇𝒐𝒓 𝑬𝒚𝒆 𝑰𝒓𝒓𝒊𝒕𝒂𝒕𝒊𝒐𝒏👁️

𝐃𝐫𝐲 𝐄𝐲𝐞: অশ্রু (চোখের পানি) চোখকে লুব্রিকেটেড (পিচ্ছিল ও আর্দ্র) রাখে। যখন আপনার চোখকে আর্দ্র রাখার জন্য অশ্রুর পরিমাণ অপর্যাপ্ত হয় অথবা অশ্রুর উপাদানগুলির পরিমাণের তারতম্য ঘটে তখন চোখের কিছু উপসর্গ দেখা দেয়। যেমন চোখ শুষ্ক থাকে, চোখ চুলকায় অথবা জ্বালা করে, চোখ লাল থাকে এমনকি কখনো কখনো প্রতিক্রিয়া হিসেবে হঠাৎ করে বেশি পানি পড়ে।, এই অবস্থাটা কে 'ড্রাই আই'বলা হয়।

𝐁𝐥𝐨𝐜𝐤𝐞𝐝 𝐓𝐞𝐚𝐫 𝐃𝐮𝐜𝐭: বন্ধ হয়ে যাওয়া অশ্রু নালী : আপনার চোখ থেকে অশ্রুকে সঠিকভাবে নিষ্কাশন হতে বাধা দেবে। এ অবস্থায় চোখ থেকে পানি পড়ে । কখনো কখনো পুঁজ পড়ে অথবা আঠালো ময়লা হয়। এতে চোখের জ্বালা হতে পারে।

𝐂𝐨𝐧𝐣𝐮𝐧𝐜𝐭𝐢𝐯𝐢𝐭𝐢𝐬 (𝐩𝐢𝐧𝐤 𝐞𝐢𝐧𝐤 𝐞𝐲𝐞): জীবাণু সংক্রমণের কারণে চোখ লাল হতে পারে ,জ্বালা করতে পারে, খচখচ করতে পারে এবং একই সঙ্গে আঠালো পানি ঝরতে পারে।

𝐄𝐲𝐞 𝐀𝐥𝐥𝐞𝐫𝐠𝐢𝐞𝐬: চোখের অ্যালার্জি নানা কারণে ঘটতে পারে যেমনঘ: ধুলো, পোষা প্রাণীর পশম অথবা খুশকি ।পরাগ বা ফুলের রেণু আপনার চোখের ঝিল্লিতে প্রদাহ তৈরি করতে পারে। এতে করে চোখ চুলকায় লাল হয় ও আঠালো পানি ঝরতে পারে। চোখের পাতা ও আক্রান্ত হতে পারে।

𝐁𝐥𝐞𝐩𝐡𝐚𝐫𝐢𝐭𝐢𝐬: চোখের পাতার প্রান্তের একটি প্রদাহজনক অবস্থা। চোখের পাপড়ির গোড়ায় খুশকির মতো জমে। কখনো কখনো রক্তক্ষরণ হতে পারে।কারো কারো এটা বারবার হয়।

𝐂𝐨𝐫𝐧𝐞𝐚𝐥 𝐔𝐥𝐜𝐞𝐫: কর্নিয়ার পৃষ্ঠে একটি খোলা ঘা। যারা কন্টাক্ট লেন্স পরেন তাদের মধ্যে এই ঘাগুলি বেশি হয়।বিশেষ করে যদি তারা সারারাত পরে থাকে। কৃষিকাজ এবং কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে যারা কাজ করে তাদের ভিতরেও এই রোগের প্রবণতা বেশি থাকে।

𝐓𝐫𝐢𝐜𝐡𝐢𝐚𝐬𝐢𝐬: চোখের পাতার একটি সাধারণ সমস্যা যেখানে চোখের পাপড়ি চোখের দিকে ভিতরের দিকে বৃদ্ধি পায়। ভিতরের দিকে মুখ করা এই পাপড়িগুলি কর্নিয়া, কনজাংটিভা এবং চোখের পাতার কোমল অংশে ঘষা লাগে এবং আলসার তৈরি করে।

𝐃𝐫𝐢𝐬𝐭𝐢 𝐄𝐲𝐞 𝐇𝐨𝐬𝐩𝐢𝐭𝐚𝐥
𝐇𝐨𝐮𝐬𝐞 #𝟒𝟖,𝐑𝐨𝐚𝐝 #𝟒,𝐁𝐥𝐨𝐜𝐤 #𝐄,
𝐁𝐚𝐧𝐚𝐬𝐫𝐞𝐞,𝐃𝐡𝐚𝐤𝐚-𝟏𝟐𝟏𝟗.
📞𝐀𝐩𝐩𝐨𝐢𝐧𝐭𝐦𝐞𝐧𝐭 &&
☎️𝐇𝐨𝐭𝐥𝐢𝐧𝐞:𝟎𝟏𝟗𝟖𝟖𝟖𝟏𝟓𝟕𝟒𝟑/𝟎𝟏𝟗𝟖𝟖𝟖𝟏𝟓𝟕𝟒𝟒

07/05/2022
ঢাকা প্রোগ্রেসিভ লায়ন্স আই হসপিটালের পক্ষ থেকে সকলকে জানাই পবিত্র মাহে রমযানের শুভেচ্ছা। পবিত্র রমজানের আলোতে আলোকিত হোক...
02/04/2022

ঢাকা প্রোগ্রেসিভ লায়ন্স আই হসপিটালের পক্ষ থেকে সকলকে জানাই পবিত্র মাহে রমযানের শুভেচ্ছা। পবিত্র রমজানের আলোতে আলোকিত হোক আপনার জীবন।।

01/04/2022
20/03/2022

আজ থেকে নিয়মিত ডায়বেটিস রোগী দেখা হবে।
সময় সকাল ৮টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত।
শুক্রবার সাপ্তাহিক বন্ধ।

19/03/2022

Address

Narayanganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mili World posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share