Dr. Mafruza Sultana Munia

Dr. Mafruza Sultana Munia MBBS,CCD (BIRDEM)

General practitioner
BMDC Reg no- 90168

29/01/2024

মেডিকেল কলেজে ভর্তি হবার পূর্বে শতবার ভাবুন.......

একজন ৩০ বছর বয়সের রোগী ৫ দিন থেকে জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এখন এই রোগীর চিকিৎসা কি হবে? শুধু জ্বর কমানোর ঔষধ যেমনঃ প্যারাসিটামল দেয়া, গা মোছানো করলেই কি এই রোগী ভালো হয়ে যাবে? অথবা একটা এন্টিবায়োটিক দিলেই কি এই রোগী সুস্থ হয়ে যাবে?
উত্তরঃ কখনোই না। কেউ বাই চান্স সুস্থ হয়ে যেতে পারে। প্রকৃতপক্ষে এই রোগীর জ্বরের যে কারন, সেই কারনের চিকিৎসা দিতে হবে।

এখন দেখি ৫ দিনের জ্বর হলে কি কি কারন হতে পারে?
১) Seasonal ভাইরাল ফিভার
২) ডেঙ্গু
৩) করোনা
৪) প্রসাবে ইনফেকশন
৫) টনসিলের ইনফেকশন
৬) শ্বাসনালীর ইনফেকশন
৭) নিউমোনিয়া
৮) যক্ষা
৯) কিডনিতে ইনফেকশন
১০) ম্যালেরিয়া
১১) ব্লাড ক্যান্সার
১২) ব্রেনে ইনফেকশন

এতগুলো সম্ভবনা থেকে একটি কারণ বের করা কি খুব সহজ? এগুলোর জন্য রোগীর ইতিহাস, শারীরিক পরীক্ষা করা দরকার। এবং রোগীর রক্ত, প্রসাব, এক্সরে, আল্ট্রা পরীক্ষা ইত্যাদি জ্বরের কারন বের করতে প্রধান ভূমিকা পালন করে।

জ্বরের কারন বের করার পর চিকিৎসা। কিন্তু এই চিকিৎসা কিছুদিন পর পর পরিবর্তন হয়। যেমনঃ পূর্বে যে এন্টিবায়োটিক দিয়ে নিউমোনিয়ার চিকিৎসা করা হত, সেগুলো এখন কিছুটা পরিবর্তন হয়েছে, এই পরিবর্তন না জানলে সঠিক, যুগোপযোগী চিকিৎসা প্রদান করা সম্ভব হয় না। তাই একজন ডাক্তারকে শুধু পাস করার জন্য নয়, মৃত্যুর পূর্ব পর্যন্ত রেগুলার পড়াশোনা করতে হয়।
এজন্যই সারা পৃথিবীতে সবচেয়ে পরিশ্রমী ও মেধাবী ছাত্রছাত্রীদের মেডিকেল কলেজে পড়ার জন্য মনোনীত করা হয়।

আমার মেয়েকে ছোট থেকেই অনেকে জিজ্ঞাসা করতো- বড় হয়ে কি হতে চাও। ও উত্তর দিতো- উদ্যোগতা, কখনো বিউটিশিয়ান, কখন পুলিশ অফিসার, কখনো ব্যবসায়ী। বোঝার মত বয়স হবার পর ভুল করেও সে একবার বলে নাই যে সে ডাক্তার হতে চায়। অনেকেই দ্বিতীয়বার জিজ্ঞাসা করে কেন তুমি কি ডাক্তার হতে চাও না? ওর উত্তরঃ আমি আমার জীবনটা পড়তে পড়তে শেষ করে ফেলতে চাই না।

একথা বলার পিছনে ওর যুক্তি হলো- ও আমাদের এখনো পড়তে দেখে। আমি ও ওর মা প্রতিদিন পড়ি। বিশেষজ্ঞ হবার এক যুগ পার হয়েছে, কিন্তু এখনো মনে হয় কিছুই জানি না। সব নতুন নতুন মনে হয়। প্রতিনিয়ত বইগুলো চেন্জ হচ্ছে, চিকিৎসার পদ্ধতি, ঔষধ পরিবর্তন হচ্ছে, যারা সব সময় পড়তে পারবে, এমবিবিএস পাস করার পর বিশেষজ্ঞ হবার লেখাপড়া করতে পারবে, বার বার ফেল করেও নতুন উদ্যোগে পড়াশোনা করবে, বিশেষজ্ঞ হয়েও নিয়মিত পড়াশোনা করতে পারবে - তাদেরই মেডিকেল কলেজে পড়ার ইচ্ছা পোষণ করা উচিত। কারন একজন মানুষের একটি সমস্যার অসংখ্য কারন থাকতে পারে, সে কারন খুঁজে বের করে মান সম্মত, আধুনিক চিকিৎসা দেয়া খুব সহজ কোন কাজ নয়।........……..........…..................................
ডাঃ রতীন্দ্র নাথ মন্ডল
সহযোগী অধ্যাপক
মেডিসিন বিভাগ
প্রাইম মেডিকেল কলেজ
প্রতিষ্ঠাতা- ডাক্তারখানা (জিপি সেন্টার)

একজন শিশু কেমন মানুষ হবে তা নির্ভর করে আপনি তাকে তার জীবনের প্রথম ৫ বছর কিভাবে গড়ে তুলেছেন তার উপর।তার কথাবার্তা, আচার ব...
22/01/2024

একজন শিশু কেমন মানুষ হবে তা নির্ভর করে আপনি তাকে তার জীবনের প্রথম ৫ বছর কিভাবে গড়ে তুলেছেন তার উপর।

তার কথাবার্তা, আচার ব্যবহার, অভ্যাস ম্যাক্সিমাম এই বয়সের মধ্যেই তৈরী হয়।
শিশু উপদেশ শুনে শিখে না, দেখে শিখে। নেতিবাচক কথা, আচরণ শিশুদের সামনে করলে এটি তাদের মানসিক স্বাস্থ্য ব্যহত করে।

একটি ভুল হতে পারে সারাজীবনের কান্না: 30 year-old-man came to me with skin lesions over palm and sole for last 2 months ....
10/01/2024

একটি ভুল হতে পারে সারাজীবনের কান্না:
30 year-old-man came to me with skin lesions over palm and sole for last 2 months .He had a history of travelling to India 6 months back.

So his exposure history at uttarakhand in india was positive.
I have given some test keeping in mind sexual transmitted disease.
HIV TEST - Positive
VDRL- Positive
TPHA- Positive
So,final diagnosis was HIV with secondary Syphilis.

এই রোগীর ২ জন ছোট বাচ্চা আছে। একটি ভুলের কারণেই ৩০ বছর বয়সে এইডস এর রোগী। সুতরাং, যারা বিভিন্ন সময়ে বিদেশে ভ্রমণ করেন, তারা খুবই সাবধানে থাকবেন কারণ একটি ভুলই সারা জীবনের কান্না হতে পারে।ধন্যবাদ।

®Dr.Aftab

26/12/2023

নিকট আত্মীয়ের মধ্যে বিয়ে হলে বাচ্চার জন্মগত ত্রুটির সম্ভাবনা বেড়ে যায়।

এই সিজনে হঠাৎ করেই বেড়ে গেছে ডায়রিয়া, ফুড পয়সনিং।দয়া করে শুরুতেই এন্টিবায়োটিক খাওয়া শুরু করবেন না।যতবার পায়খানা হবে ততবা...
25/12/2023

এই সিজনে হঠাৎ করেই বেড়ে গেছে ডায়রিয়া, ফুড পয়সনিং।
দয়া করে শুরুতেই এন্টিবায়োটিক খাওয়া শুরু করবেন না।
যতবার পায়খানা হবে ততবার সঠিক নিয়মে স্যালাইন বানিয়ে খাবেন, এটাই একমাত্র চিকিৎসা।
বাচ্চা বয়স্ক সবার জন্য একই নিয়ম।

প্রয়োজনে নিকটস্থ MBBS ডাক্তারের পরামর্শ নিন।

09/12/2023

শরীর দুর্বল লাগলেই ফার্মাসি থেকে স্যালাইন নিয়ে সাথে ভিটামিন ইঞ্জেকশন মিশিয়ে শরীরে পুশ করা একটি প্রচলিত প্রক্রিয়া।
কিন্তু আপনি জানেন কি?
আপনার সার্বিক অবস্থা না জেনে এই স্যালাইন পুশ করার জন্য ক্ষতিগ্রস্ত হতে পারে আপনার হার্ট, কিডনি, ফুসফুস এমনকি ব্রেইন ও।

দুর্বল লাগলে আগে দুর্বলতার কারন বের করে চিকিৎসা নিতে হবে।
নিজের প্রতি যত্নশীল হতে হবে।

07/12/2023

আমার চেম্বারে এক লক্ষি বাবুর আগমন 💕

04/12/2023

#বাঙালীর_খারাপ_অভ্যাস_সমাচার ১

যেদিন প্রেসার বাড়বে সেদিনই প্রেসারের মেডিসিন খাবে, তাও একেকদিন একেক ফার্মাসি থেকে একেকটা।
ডাক্তারের কাছে এসে নাম ও বলতে পারবেনা। ডাক্তারের পরামর্শ মতো মেডিসিন ও খাবেনা।

অত:পর স্ট্রোক, হার্ট অ্যাটাক, প্যারালাইসিস এবং মৃত্যু।

03/12/2023

খুব দুঃখ লাগে যখন শুনি প্রসুতি মা কে বাচ্চার পেট ব্যাথা হবে এই অজুহাতে তার পছন্দ মতো খাবার খেতে দেওয়া হয়না।
ছোট বাচ্চার পেট মোচড় দিয়ে কান্না করার সাথে মায়ের খাবারের কোনো সম্পর্ক নেই নেই নেই। 🙏🙏

02/12/2023

♥️♥️শিশুর বয়স ৬ মাস পূর্ণ হলে যে বাড়তি খাবারগুলো দিতে হবে:

💝শিশুর বয়স ৬ মাস পূর্ণ হলে মায়ের দুধের পাশাপাশি পারিবারিক পরিপূরক খাবার দিতে হবে।কারন এই সময় শুধু বুকের দুধ শিশুর পুষ্টি চাহিদা পূরণ করতে পারেনা।শিশুর খাদ্য তালিকায় পরিপূরক খাদ্য হিসাবে যে সমস্ত পুষ্টিকর ও সুষম খাবার যুক্ত করতে হবে সেগুলো হলোঃ

🇧🇩আলু ও ডাল সিদ্ধ করে চটকিয়ে খাওয়াতে হবে।
বিভিন্ন প্রকার শাক-সব্জি, চাল, ডাল মিশিয়ে নরম খিচুড়ি রান্না করে খাওয়ানো যেতে পারে।

🇧🇩ডাল বা দুধে রুটি ভিজিয়ে খাওয়ানো যেতে পারে।

🇧🇩বিভিন্ন প্রকার দেশীয় ফল যেমন কলা, পেঁপে, কাঁঠাল, পেয়ারা, আম, আনারস ইত্যাদি চটকিয়ে বা এসব ফলের জুস বানিয়েও খাওয়ানো যেতে পারে। ফলের মধ্যে প্রথমে কলা দিয়ে শুরু করতে পারেন।

🇧🇩চালের সুজি : শিশুদের সামান্য দুধ দিয়ে চালের সুজি রান্না করে খাওয়াতে পারেন।সুজি অনেকটা ভাতের কাজ করে,যা শিশুর শক্তি জোগাতে সাহায্য করে।

🇧🇩 ডিম সিদ্ধ ও নরম করে খাওয়ানো যেতে পারে।

🇧🇩চিড়া, মুড়ি বা ভাত, দুধ দিয়ে নরম করে মেখে খাওয়ানো যেতে পারে।

🇧🇩টমেটো, মটরশুটি, ফুলকপি, শিম ও অন্যান্য শাকসব্জি ভাল করে সিদ্ধ করে চটকিয়ে খাওয়ানো যেতে পারে।

🇧🇩মাছ-মাংস, ডিম: এই সময় শিশুকে মাছ মাংস ডিমের তৈরি খাবার চটকিয়ে খাওয়াতে পারেন।

স্বাস্থ ভালো রাখার পাশাপাশি শিশুর শারীরিক বৃদ্ধি এবং মানসিক বিকাশের জন্য অবশ্যই খাবারের সাথে আয়োডিনযুক্ত লবণ খাওয়াতে হবে।

পরিমান: ৬-৯ মাসের শিশুদের ২৫০ মিলি বাটির ১/২ বাটি দিনে ২ বার ও ২-৩ বার পুষ্টিকর নাস্তা

ডাঃমোঃ মোরশেদ আলম বাবলু
সহযোগী অধ্যাপক শিশু বিভাগ CiMCH
কনসালট্যান্ট ল্যাব এইড

বর্তমানে দাউদ, স্ক্যাবিস অনেক বেশি বেড়ে গেছে।আপনারা দয়া করে গ্যাকোজিমা টাইপ এসিড ব্যবহার করবেন না। এটি সরাসরি আপনার চামড়...
30/11/2023

বর্তমানে দাউদ, স্ক্যাবিস অনেক বেশি বেড়ে গেছে।

আপনারা দয়া করে গ্যাকোজিমা টাইপ এসিড ব্যবহার করবেন না। এটি সরাসরি আপনার চামড়া পুড়ে ফেলে।
কিন্তু কাজের কাজ কিছুই হয়না।

একজন নিকটস্থ এম.বি.বি.এস ডাক্তার দেখিয়ে চিকিৎসা নিন। দ্রুত ভালো হয়ে যাবেন।

চায়ের প্রতি ভালোবাসা 💕বেশ ছোট বেলা থেকেই আমি চা খোর।আমার আম্মুর কাছ থেকে অভ্যাসটা পাওয়া। সকালে চা/কফি ছাড়া ঘুম ভাঙেনা। য...
28/11/2023

চায়ের প্রতি ভালোবাসা 💕

বেশ ছোট বেলা থেকেই আমি চা খোর।
আমার আম্মুর কাছ থেকে অভ্যাসটা পাওয়া। সকালে চা/কফি ছাড়া ঘুম ভাঙেনা। যেখানেই যাই এক কাপ ক্যাফেইন আমার লাগবেই।

আর কে কে আছেন আমার মতো?

অবশ্যই চিনি ছাড়া চা খেতে হবে কিন্তু, রঙ চা হলে আরও ভালো 😌

Address

Shibu Market
Narayanganj

Telephone

+8801670949912

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Mafruza Sultana Munia posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr. Mafruza Sultana Munia:

Share

Category