
27/04/2025
আমাদের দেহের সবচেয়ে বড় ডাক্তার কে?
আমাদের দেহের ভেতরেই রয়েছে এমন দুটি শক্তিশালী ব্যবস্থা, যারা নীরবে আমাদের সুস্থ রাখে — মস্তিষ্ক ও রোগ প্রতিরোধ ব্যবস্থা।
📗 মস্তিষ্ক :
শরীরের সকল কার্যক্রমের নিয়ন্ত্রক। হরমোন, রোগ প্রতিরোধ, চিন্তাভাবনা ও অনুভূতি — সবকিছুই মস্তিষ্কের পরিচালনায়। কোনো অসামঞ্জস্য দেখা দিলে মস্তিষ্ক দ্রুত সংকেত দিয়ে ব্যবস্থা নেয়।
📗 রোগ প্রতিরোধ ব্যবস্থা :
দেহের অভ্যন্তরীণ চিকিৎসক। এটি জীবাণু, ভাইরাসের বিরুদ্ধে লড়াই করে এবং ছোটখাটো অসুস্থতা বা আঘাত নিজে থেকেই সারিয়ে তোলে।
সুতরাং, মস্তিষ্ক ও রোগ প্রতিরোধ ব্যবস্থাই আমাদের আসল ডাক্তার।
নিজের দেহের ডাক্তারকে সুস্থ রাখুন — সচেতন থাকুন, বাহ্যিক নির্ভরতা কমান, প্রাকৃতিক জীবনধারা গ্রহণ করুন।
💖সুস্থ থাকুন, সচেতন থাকুন!
💜অসুখ ব্যবসায়ী ও অপ্রয়োজনীয় টেস্ট ব্যবসায়ীদের ফাঁদে পা দেবেন না!