Habib's Health Solution

Habib's Health Solution 24 hrs Service. All kinds of medicines,cosmetics available.

আমাদের দেহের সবচেয়ে বড় ডাক্তার কে?আমাদের দেহের ভেতরেই রয়েছে এমন দুটি শক্তিশালী ব্যবস্থা, যারা নীরবে আমাদের সুস্থ রাখে — ...
27/04/2025

আমাদের দেহের সবচেয়ে বড় ডাক্তার কে?

আমাদের দেহের ভেতরেই রয়েছে এমন দুটি শক্তিশালী ব্যবস্থা, যারা নীরবে আমাদের সুস্থ রাখে — মস্তিষ্ক ও রোগ প্রতিরোধ ব্যবস্থা।

📗 মস্তিষ্ক :
শরীরের সকল কার্যক্রমের নিয়ন্ত্রক। হরমোন, রোগ প্রতিরোধ, চিন্তাভাবনা ও অনুভূতি — সবকিছুই মস্তিষ্কের পরিচালনায়। কোনো অসামঞ্জস্য দেখা দিলে মস্তিষ্ক দ্রুত সংকেত দিয়ে ব্যবস্থা নেয়।

📗 রোগ প্রতিরোধ ব্যবস্থা :
দেহের অভ্যন্তরীণ চিকিৎসক। এটি জীবাণু, ভাইরাসের বিরুদ্ধে লড়াই করে এবং ছোটখাটো অসুস্থতা বা আঘাত নিজে থেকেই সারিয়ে তোলে।

সুতরাং, মস্তিষ্ক ও রোগ প্রতিরোধ ব্যবস্থাই আমাদের আসল ডাক্তার।
নিজের দেহের ডাক্তারকে সুস্থ রাখুন — সচেতন থাকুন, বাহ্যিক নির্ভরতা কমান, প্রাকৃতিক জীবনধারা গ্রহণ করুন।

💖সুস্থ থাকুন, সচেতন থাকুন!
💜অসুখ ব্যবসায়ী ও অপ্রয়োজনীয় টেস্ট ব্যবসায়ীদের ফাঁদে পা দেবেন না!

20/04/2025
20/04/2025

With Dr. Khaled Hasan Milu – I just got recognized as one of their top fans!
Thanks ❤️

আমরা গর্বিত প্রফেসর ইউনুস একজন নোবেলজয়ী উচ্চ শিক্ষিত ব্যক্তি।চা বিক্রেতা নন।চা বিক্রেতা দেশের প্রধানমন্ত্রী হলেও স্বভাবে...
26/03/2025

আমরা গর্বিত প্রফেসর ইউনুস একজন নোবেলজয়ী উচ্চ শিক্ষিত ব্যক্তি।চা বিক্রেতা নন।
চা বিক্রেতা দেশের প্রধানমন্ত্রী হলেও স্বভাবে সে চা বিক্রেতা থেকে যায়।

মাত্র ৫ বছর বয়সে তিনি বাবাকে হারান। ১৬ বছর বয়সে স্কুল থেকে ঝড়ে পড়েন। ১৭ বছরের মাথায় মোট ৪ বার চাকরী হারিয়েছিলেন। ১...
26/03/2025

মাত্র ৫ বছর বয়সে তিনি বাবাকে হারান। ১৬ বছর বয়সে স্কুল থেকে ঝড়ে পড়েন। ১৭ বছরের মাথায় মোট ৪ বার চাকরী হারিয়েছিলেন। ১৮ বছর বয়সে বিয়ের পিঁড়িতে বসেন। ১৯ বছর বয়সে তিনি বাবা হন। ২০ বছর বয়সে তার স্ত্রী তাঁকে ফেলে রেখে চলে যায় আর কন্যা সন্তানটিকেও নিয়ে যায় সাথে।

সেনাবাহিনীতে যোগদান করেন এবং সেখানে ব্যর্থ হন। ইনস্যুরেন্স কোম্পানীতে যোগদান করেন এবং সেখানেও সফলতার দেখা পান নি। নিজের মেয়েকে নিজেই অপহরণ করতে গিয়েছিলেন এবং সেখানেও ব্যর্থ হন। চাকরী নিয়েছিলেন রেললাইনের কন্ডাকটর হিসেবে, সুবিধে করতে পারেন নি।

অবশেষে এক ক্যাফেতে রাধুনীর চাকুরী নেন। ৬৫ বছর বয়সে তিনি অবসরে গিয়েছিলেন। অবসরে যাবার প্রথম দিন সরকারের কাছ থেকে ১০৫ ডলারের চেক পেয়েছিলেন। তাঁর কাছে মনে হয়েছিল জীবন তাঁর মূল্যহীন।

আত্মহত্যা করবার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। এরপর একটি গাছের নিচে বসে জীবনে কি কি অর্জন করেছেন তাঁর একটা লিস্ট বানাতে শুরু করলেন।
তখন তাঁর কাছে মনে হল জীবনে এখনো অনেক কিছু করবার বাকি আছে। আর তিনি বাকি সবার চাইতে একটি জিনিসের ব্যাপারে বেশি জানেন- তা হল রন্ধনশিল্প।

তিনি ৮৭ ডলার ধার কই না হয়ে সঠিক পরিকল্পনা করে সমানের দিকে এগিয়ে যান। দেরিতে হলেও, অবশ্যই আপনি সফলকাম হবেন।

তিনি ৮৭ ডলার ধার করলেন সেই চেকের বিপরীতে আর কিছু মুরগী কিনে এনে নিজের রেসিপি দিয়ে সেগুলো ফ্রাই করলেন।

এরপর Kentucky তে প্রতিবেশীদের দ্বারে দ্বারে গিয়ে সেই ফ্রাইড চিকেন বিক্রি করা শুরু করলেন!

জন্ম নিল KENTUCY FRIED CHICKEN তথা KFC র...

৬৫ বছর বয়সে তিনি দুনিয়া ছাড়তে চেয়েছিলেন আর ৮৮ বছর বয়সে এসে Colonel Sanders বিলিয়নার বনে গিয়েছিলেন।

স্মরণীয় হয়ে আছেন KFC এর প্রতিষ্ঠাতা হিসেবে!,

----- তাই, হতাশ হবার কিছু নেই। আপনার হাতে এখনো অনেক সময় আছে বিলিয়নার হবার...শুধু চেষ্টাটি প্রয়োজন! হতাশ না হয়ে সঠিক পরিকল্পনা করে সমানের দিকে এগিয়ে যান। দেরিতে হলেও, অবশ্যই আপনি সফলকাম হবেন।
copied

07/03/2025

❤️❤️❤️

আল্লাহর সুন্দর সৃষ্টি ❤️
06/03/2025

আল্লাহর সুন্দর সৃষ্টি ❤️

01/02/2025

খাঁটি মধু চিনতে চাইলে তাপের মাধ্যমে একটি সহজ পরীক্ষা করা যায়। একটি ধাতব চামচে মধু নিয়ে সেটি হালকা তাপে গরম করুন। যদি মধু খাঁটি হয়, তাহলে এটি তরল হবে এবং রঙ অপরিবর্তিত থাকবে। অন্যদিকে ভেজাল মধু গরম করলে এটি কালচে হয়ে যেতে পারে বা চিনি মেশানো থাকলে জ্বলে পুড়ে যেতে পারে এবং বাবল তৈরি হতে পারে।

যদি আমার লেখাগুলো পছন্দ হয় তাহলে আমার রসায়ন রসায়ন পেইজটা ফলো করবেন🙏, আরো ইন্টারেস্টিং অনেককিছু জানতে পারবেন।

Address

ধর্মগঞ্জ, ভিতরের পাকাপুল
Narayanganj

Telephone

+8801619601183

Website

Alerts

Be the first to know and let us send you an email when Habib's Health Solution posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Habib's Health Solution:

Share