Medihelp Solutions

Medihelp Solutions Your Physical Fitness
Is Our Mental Satisfaction

:: Original & Authentic Indian Medicine ::

উন্নত চিকিৎসার জন্য যদি আপনি কখনো "𝑵𝒂𝒓𝒂𝒚𝒂𝒏𝒂 𝑪𝒂𝒓𝒅𝒊𝒂𝒄 𝑯𝒐𝒔𝒑𝒊𝒕𝒂𝒍" এ যান তাহলে আপনাকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে তা হলো, সরা...
08/09/2025

উন্নত চিকিৎসার জন্য যদি আপনি কখনো "𝑵𝒂𝒓𝒂𝒚𝒂𝒏𝒂 𝑪𝒂𝒓𝒅𝒊𝒂𝒄 𝑯𝒐𝒔𝒑𝒊𝒕𝒂𝒍" এ যান তাহলে আপনাকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে তা হলো, সরাসরি 𝑯𝒆𝒍𝒑 𝑫𝒆𝒔𝒌 এ গিয়ে 𝑵𝒆𝒘 𝑷𝒂𝒕𝒊𝒆𝒏𝒕 𝑹𝒆𝒈𝒊𝒔𝒕𝒓𝒂𝒕𝒊𝒐𝒏 𝑭𝒐𝒓𝒎 টি পূরণ করে ছবিতে উল্লেখিত 𝑫𝒐𝒄𝒖𝒎𝒆𝒏𝒕𝒔 গুলো জমা দিয়ে 𝑹𝒆𝒈𝒊𝒔𝒕𝒓𝒂𝒕𝒊𝒐𝒏 করে নিতে হবে ।

পরবর্তীতে আপনি 𝑷𝒂𝒚𝒎𝒆𝒏𝒕 𝑪𝒐𝒖𝒏𝒕𝒆𝒓 এ গিয়ে ডাক্তারের 𝑭𝒆𝒆 জমা দিয়ে আপনার পছন্দ অনুযায়ী ডাক্তার দেখাতে পারবেন ।

সঠিক চিকিৎসার জন্য উপযুক্ত হাসপাতাল এবং ডাক্তারের সম্পর্কে যথাযথ জ্ঞান নিয়ে 𝗙𝗥𝗥𝗢 𝗿𝗲𝗴𝗶𝘀𝘁𝗿𝗮𝘁𝗶𝗼𝗻 সম্পন্ন করুন । মনে রাখবেন আপনার প্রতিবেশীর রোগ আর আপনার রোগের ধরন এক নাও হতে পারে, তাই অনভিজ্ঞ প্রতিবেশীর কথায় সবসময় কর্ণপাত না করে অভিজ্ঞ লোকের অথবা প্রতিষ্ঠানের পরামর্শ নিন ।

আরো বিস্তারিত জানতে যথাযথ পরামর্শ নিতে প্রয়োজনে যোগাযোগ করুন :::

চুলকানি, খোসপাঁচড়া চিরদিনের জন্য বিদায় নেবে আপনার জীবন থেকে । তবে ব্যবহার পদ্ধতিটি অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ক...
06/09/2025

চুলকানি, খোসপাঁচড়া চিরদিনের জন্য বিদায় নেবে আপনার জীবন থেকে । তবে ব্যবহার পদ্ধতিটি অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী করবেন ।

💊💊💊চিকিৎসা শেষে ভারত থেকে এসে এখন ঔষুধ কোথায় পাবেন ভাবছেন ? নির্ভরযোগ্য কাউকে খুঁজে পাচ্ছেন না ঔষুধ আনার জন্য ?আমরা আপন...
06/09/2025

💊💊💊
চিকিৎসা শেষে ভারত থেকে এসে এখন ঔষুধ কোথায় পাবেন ভাবছেন ? নির্ভরযোগ্য কাউকে খুঁজে পাচ্ছেন না ঔষুধ আনার জন্য ?
আমরা আপনাকে দেবো সকল চিন্তা থেকে মুক্ত হওয়ার সহজ সমাধান । আমাদের মাধ্যমে আপনি ঘরে বসেই এখন ভারতীয় যেকোনো অরিজিনাল এবং অথেনটিক ঔষুধ পেয়ে যাবেন । আমরা সরাসরি ইন্ডিয়া থেকে ডক্টরের প্রেসক্রিপশন অনুযায়ী ঔষুধ এনে হোম ডেলিভারি দিয়ে থাকি। তাই আর দেরি না করে আজই আমদের সাথে যোগাযোগ করুন .......
💊💊💊

05/09/2025
01/09/2025

মানুষের সেবা কীভাবে করতে হয় – চেন্নাইয়ের শ্রী রামাচন্দ্র হাসপাতালের দৃষ্টান্ত

মানুষ জন্মগতভাবেই সামাজিক প্রাণী। সমাজে বেঁচে থাকার মূল শর্ত হলো পারস্পরিক সহযোগিতা এবং পরস্পরের প্রতি মানবিকতা। এই মানবিকতার সর্বোচ্চ প্রকাশ ঘটে সেবার মাধ্যমে। আর অসুস্থ, দুঃখী ও বিপন্ন মানুষের পাশে দাঁড়িয়ে তাকে সুস্থ করে তোলা কিংবা অন্তত স্বস্তি দেওয়া—এটাই মানুষের সেবার অন্যতম শ্রেষ্ঠ রূপ।

চেন্নাইয়ের শ্রী রামাচন্দ্র হাসপাতাল আজ বিশ্বের কাছে প্রমাণ করেছে যে চিকিৎসা শুধু ওষুধ বা অস্ত্রোপচার নয়, বরং এটি একটি পূর্ণাঙ্গ মানবসেবা। এই হাসপাতাল শুরু থেকেই তাদের কাজের মূলমন্ত্র করেছে—“মানুষকে সেবা করো, শুধু রোগ নয় মানুষকে সুস্থ করো।”

১. চিকিৎসার সঙ্গে মানবিকতা

এই হাসপাতালের ডাক্তার, নার্স এবং কর্মচারীরা কেবল পেশাগত দায়িত্ব পালন করেন না, বরং রোগীদের প্রতি আন্তরিক সহানুভূতি প্রদর্শন করেন। প্রতিটি রোগীকে একজন মানুষ হিসেবে সম্মান দেওয়া, তাদের কষ্ট ভাগ করে নেওয়া এবং মানসিকভাবে শক্তি যোগানো—এসবই এখানকার চিকিৎসার অংশ।

২. আধুনিক প্রযুক্তি ও গবেষণা

শ্রী রামাচন্দ্র হাসপাতাল আধুনিক প্রযুক্তি ও চিকিৎসা গবেষণায় দক্ষিণ এশিয়ার অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান। এখানে সর্বাধুনিক যন্ত্রপাতি, দক্ষ ডাক্তার এবং আন্তর্জাতিক মানের চিকিৎসা সুবিধা রয়েছে। কিন্তু এসবের পাশাপাশি তারা সবচেয়ে বেশি গুরুত্ব দেয় রোগীর প্রতি মানবিক আচরণে।

৩. সেবার শিক্ষা বিশ্বকে

এই হাসপাতালের অন্যতম বড় অবদান হলো—তারা শুধু চিকিৎসা দেয় না, বরং ভবিষ্যতের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের শেখায় কীভাবে মানুষের সেবা করতে হয়। চিকিৎসা শিক্ষা ও প্রশিক্ষণের প্রতিটি ধাপে মানবিকতার গুরুত্ব বোঝানো হয়। এর ফলে এখান থেকে বের হওয়া ডাক্তাররা শুধু দক্ষ নয়, তারা প্রকৃত অর্থেই মানবসেবক হয়ে ওঠে।

৪. বৈশ্বিক বার্তা

আজ যখন অনেক জায়গায় চিকিৎসা বাণিজ্যিকতার মোড়ক পরে ফেলেছে, তখন শ্রী রামাচন্দ্র হাসপাতাল সারা বিশ্বের সামনে এক অনন্য বার্তা দিচ্ছে—“মানুষের সেবা কোনো ব্যবসা নয়, এটি এক মহান মানবিক দায়িত্ব।”

উপসংহার

মানুষের সেবা করার প্রকৃত শিক্ষা শুধু বই থেকে পাওয়া যায় না, এটি আসে অনুশীলন, আন্তরিকতা ও মানসিকতার মাধ্যমে। চেন্নাইয়ের শ্রী রামাচন্দ্র হাসপাতাল সেই দৃষ্টান্ত স্থাপন করেছে। তাই আজ বিশ্ব বলছে—“মানুষের সেবা কীভাবে করতে হয়, তা শিখতে চাইলে শ্রী রামাচন্দ্র হাসপাতালের দিকে তাকিয়ে দেখতে হবে ।।

শ্রী রামাচন্দ্র হাসপাতালে চিকিৎসা নিতে যোগাযোগ করুন ::: 015-11446611 Whatsapp & Call.

বর্তমানে ভারতীয় ভিসা জটিলতা বা ভিসা অপ্রতুলতার কারণে অনেকেই অধিক অর্থ ব্যয় করেও চিকিৎসার জন্য ভারতে যেতে পারছেন না আবা...
31/08/2025

বর্তমানে ভারতীয় ভিসা জটিলতা বা ভিসা অপ্রতুলতার কারণে অনেকেই অধিক অর্থ ব্যয় করেও চিকিৎসার জন্য ভারতে যেতে পারছেন না আবার অনেকে শত বাধা অতিক্রম করে ভারতে চিকিৎসার জন্য যেতে পারলেও চিকিৎসা শেষে পর্যাপ্ত পরিমাণে ঔষধ আনতে পারছেন না । ডাক্তারের প্রেসক্রিপশন কৃত ঔষধ শেষ হয়ে যাওয়ার পর অনেকেই বাংলাদেশী ঔষধ সেবন করতে চান না অথবা ভারতীয় ঔষধের মত কার্যকরী ওষুধ খুঁজে পান না । আপনাদের এই সকল বিড়ম্বনা থেকে মুক্তি দিতে আমরা বিভিন্ন রকম বাধা বিপত্তি অতিক্রম করেও প্রতি সপ্তাহেই ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী সরাসরি ইন্ডিয়া থেকে "Original & Authentic Medicine" আনার ব্যবস্থা করছি ।
ক্যান্সার, হেপাটাইটিস বি সহ বিভিন্ন জটিল রোগের চিকিৎসার জন্য প্রেসক্রিপশন কৃত ঔষধ আমরা দ্রুত সময়ের মধ্যে ভারত থেকে এনে দিতে পারব ।

আপনার প্রয়োজনীয় ভারতীয় ঔষধ ঘরে বসে দ্রুত সময়ের মধ্যে পেতে আমাদের সাথে যোগাযোগ করুন :::

🔴 জরুরি ঘোষণা – ভারতীয় ভিসা আবেদনকারীদের জন্য 🔴🇮🇳 ভারতীয় BSF হাই অ্যালার্টে আছে।📌 ইন্ডিয়ান হাইকমিশন / এম্বাসিতে নতুন করে...
29/08/2025

🔴 জরুরি ঘোষণা – ভারতীয় ভিসা আবেদনকারীদের জন্য 🔴

🇮🇳 ভারতীয় BSF হাই অ্যালার্টে আছে।
📌 ইন্ডিয়ান হাইকমিশন / এম্বাসিতে নতুন করে মেডিকেল অফিসার নিয়োগ দেওয়া হয়েছে।

🎯 কাজ কী করবেন এই অফিসাররা?
✅ মেডিকেল ভিসার রিপোর্ট যাচাই করবেন
✅ ভুয়া রিপোর্ট / নকল কাগজপত্র ধরবেন
✅ ফেক রোগী সেজে ভিসা নেওয়ার চেষ্টা বন্ধ করবেন

🚫 মনে রাখুন –
❌ ফটোশপড রিপোর্ট
❌ জাল মেডিকেল পেপার
❌ ভুয়া চেম্বারের কাগজপত্র

➡️ এগুলো এখনই এম্বাসির ভেতরে ধরা পড়ছে।

⚠️ ধরা পড়লে কী হবে?
👉 ভিসা সাথে সাথে বাতিল
👉 ভবিষ্যতে Blacklist হয়ে যাবেন

📢 তাই সাবধান!
💡 আসল রিপোর্ট ও সঠিক তথ্য দিয়েই ভিসা আবেদন করুন।

👉 ভিসা সহজ হবে সত্যের মাধ্যমে,
ভুয়া কাগজে নয়।

29/08/2025

🫀হৃদরোগ প্রতিরোধে আসুন কিছু ভালো অভ্যাস গড়ে তুলি:

* ধূমপান, মদ্যপান, তামাক,জর্দা, গুল ছেড়ে দেই।
* প্রতিদিন কমপক্ষে ৩০ মিনিট হাঁটতে শুরু করি🏃‍♂️‍➡️🏃🏽‍➡️🚶🏽‍♂️🏃🏽‍♂️‍➡️
* কোমল পানীয়, এনার্জি ড্রিংক্স পান না করি।
* রাতে ৭/৮ ঘণ্টা ঘুমানোর চেষ্টা করি।
* শাকসবজি, ফলমূল, মাছ সাধ‍্যের মধ্যে খেতে চেষ্টা করি।
* নিজের মনকে ভালো রাখতে হবে।
* দু:শ্চিন্তা, হতাশা বাদ দিতে হবে।
* রাগ ও ক্রোধ প্রশমিত করতে হবে।
* আলোচনা করা যেতে পারে তবে তর্কে জড়াবেন না।
* ধর্মীয় অনুশাসন মেনে চলতে হবে।প্রার্থনা মানসিক শান্তি দেয়।
* তেলে ভাজা খাবার না খাওয়া ভালো।
* চর্বি জাতীয় খাবার পরিমিত করতে হবে।
* ফাস্ট ফুড ও বেকারির খাবার স্বাস্থ্যের জন্য ভালো নয় এতে
ক‍্যালরি অনেক বেশি থাকে।
* সন্তানদের স্বাস্থ্যকর খাবার এবং খেলাধুলার সুযোগ দিতে
হবে। একমাত্র লেখাপড়াই জীবনের সবকিছু নয়।
* স্বাস্থ্যের জন্য ভালো নয় যে সাদা খাবার গুলো:
👉🏿লবণ
👉🏿 চিনি ও মিষ্টি
👉🏿সাদা চালের ভাত এবং সাদা আটার রুটি

বিশেষ দ্রষ্টব্য: আমার পোস্টগুলো হৃদরোগ বিষয়ে আমার ২৫ বছর কাজ করার সময় বিভিন্ন দেশের গবেষণা , বই এবং বিশেষজ্ঞদের মতামত থেকে সংগৃহীত।
হয়তো কারো ভিন্ন ধারণা থাকতে পারে।
আপনার মতামত সাদরে গ্রহণ করা হবে।
আসুন আমরা মানব কল্যাণে ভূমিকা রাখি।

অধ্যাপক ডা. সমীর কুমার কুন্ডু
🫀হৃদরোগ বিশেষজ্ঞ।
BMDC Registration no: 24581.

নারীদের মাঝে ভ্যাজাইনাল ডিসচার্জ স্বাভাবিক একটি ফিজিওলজিক্যাল প্রক্রিয়া। অনেকেই ভাবেন সাদা স্রাব মানেই রোগ, আসলে বিষয়টি ...
29/08/2025

নারীদের মাঝে ভ্যাজাইনাল ডিসচার্জ স্বাভাবিক একটি ফিজিওলজিক্যাল প্রক্রিয়া। অনেকেই ভাবেন সাদা স্রাব মানেই রোগ, আসলে বিষয়টি একেবারেই তা নয়। মাসিক চক্র চলাকালীন সময়ে শরীরের হরমোনের পরিবর্তনের কারণে হালকা সাদা বা স্বচ্ছ স্রাব স্বাভাবিক। এর মূল উদ্দেশ্য হলো ভ্যাজাইনাকে আর্দ্র রাখা, জীবাণুর সংক্রমণ থেকে রক্ষা করা এবং স্পার্মের মোবিলিটি সহজ করা।
সাদা স্রাবের রং এর উপর ক্যারেক্টার দেখলেই আপনি বুঝতে পারবেন এটি নরমাল নাকি এবনরমাল।
যদি ও অনেকে নরমাল সাদা স্রাবকে রোগ বানিয়ে ইনকাম করে খাচ্ছেন। 🤣🤣🤣

সাদা ডিসচার্জ (White):
সব সময় সাদা স্রাব রোগ নয়। মাসিকের আগে-পরে, বিশেষ করে ওভুলেশনের সময়, হরমোনের প্রভাবে সাদা স্রাব বেড়ে যায়। এটি কোনো সমস্যা নয়। তবে যদি সাদা স্রাব ঘন হয়ে চিজের মতো হয়, সঙ্গে তীব্র চুলকানি ও জ্বালাপোড়া থাকে, তবে সেটি ক্যান্ডিডা বা ফাঙ্গাল ইনফেকশনের কারণে হতে পারে।

স্বচ্ছ ডিসচার্জ (Clear):
স্বচ্ছ, পাতলা ও টানটান স্রাব ওভুলেশন সময় খুব স্বাভাবিক। এটি ওভুলেশনের সময়ের সংকেতও দেয়। এতে কোনো দুর্গন্ধ বা অস্বস্তি না থাকলে একে রোগ ভাবার প্রয়োজন নেই।

হলুদ ডিসচার্জ (Yellow):
হলুদ রঙের স্রাব সাধারণত ইনফেকশনের দিকে ইঙ্গিত করে। অনেক সময় ব্যাকটেরিয়া বা ট্রাইকোমোনাস সংক্রমণের কারণে হলুদ স্রাব হয়। সঙ্গে দুর্গন্ধ, জ্বালাপোড়া বা ব্যথা থাকলে এটিকে অবশ্যই প্যাথলজিকাল ধরা হয়।

সবুজ ডিসচার্জ (Green):
সবুজ স্রাব বেশিরভাগ সময় গুরুতর সংক্রমণের লক্ষণ। সাধারণত ব্যাকটেরিয়াল বা ট্রাইকোমোনাস ইনফেকশনে এই ধরনের ঘন, দুর্গন্ধযুক্ত স্রাব হয়। এটি সবসময় রোগের চিহ্ন এবং চিকিৎসার প্রয়োজন হয়।

Collected...

মেডিকেল ভিসা পেয়েছেন যাচ্ছেন না, ভিসার মেয়াদ  শেষ হওয়ার কিছুদিন আগে গেলে এমন অবস্থা আপনার ও হতে পারে?
29/08/2025

মেডিকেল ভিসা পেয়েছেন যাচ্ছেন না, ভিসার মেয়াদ শেষ হওয়ার কিছুদিন আগে গেলে এমন অবস্থা আপনার ও হতে পারে?

28/08/2025

সবাই পড়বেন পজিটিভ দৃষ্টিশক্তি রাখবেন 🙏

★সকল মেয়েদের দৃষ্টি আকর্ষণ করছি, সচেতন হোন, সুস্থ থাকুন।
🙂 Be positive, think positive 😘

মেয়েদের_যোনি_নিয়ে_একটি_গুরুত্বপূর্ণ_তথ্যঃ ❤
টাটা ক্যান্সার হাসপাতালের মেডিকেল অনুশীলন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী জরায়ু ক্যান্সার বেড়ে যাওয়ার কারন সমর্পক এ তারা গবেষনা করে দেখেছে যে,যেসব নারীরা সঠিক পন্থা অবলম্বন করে না তাদের যোনি তে ক্যান্সার সৃষ্টি হচ্ছে। যাহাতে একাধিক জীবন নষ্ট হয়ে যাচ্ছে নিমেষের ভিতরে।
❌দয়া করে আপনার যোনি সাবান দিয়ে ধোবেন না। শুধুমাত্র পানি দিয়ে ধুয়ে ফেলুন, সাবানের মধ্যে একটি নির্দিষ্ট রাসায়নিক আছে, সাধারণত এটা খুবই বিপজ্জনক এবং এটা থেকেই ক্যান্সারের সৃষ্টি হয়ে থাকে।
📢একটি সমিক্ষাতে হুয়িস্পার, স্টেফ্রি,
সোফি,সেনোরার মতো প্যাডগুলিকে ব্যবহার করার কারণে ৫৫৬ জন জরায়ু ক্যান্সার এ মেয়ে মারা গিয়েছে।
❌একটি প্যাডকে আপনি সারাদিন ব্যবহার করবেন না,আপনি সেটিকে ৫ঘন্টা ব্যবহার করুন।হুয়িস্পারের মত প্যাড গুলিতে আল্ট্রা ন্যাপকিন ব্যবহার করা হয়, যা তরল ন্যাপকিনে রূপান্তরিত করে,এটি ব্লাডার ও জরায়ুতে ক্যান্সার সৃষ্টি করে । সুতরাং অনুগ্রহ করে কটন তৈরি প্যাড ব্যবহার করার চেষ্টা করুন এবং যদি আপনি আল্ট্রা প্যাড ব্যবহার করেন, তবে অনুগ্রহ করে ৫ ঘন্টার মধ্যে এটি পরিবর্তন করুন। । সময় যদি দীর্ঘায়িত হয় রক্ত সবুজ হয়ে যায় এবং ছত্রাক গঠন জরায়ু ও শরীরের ভিতরে প্রবেশ করে।
👉 লক্ষণ সমূহ:
১.যোনি থেকে সাদাস্রাবের মতো তরল বের হওয়া।
২.যোনিরস বের হওয়া বন্ধ হওয়া।
👉 সতর্কতাঃ
1⃣ কালো প্যান্টি পরবেন না।
2⃣ ভেজা প্যান্টি পরবেন না।
3⃣ যোনিতে কোন ক্যামিকেল ব্যবহার করবেন না।
4⃣ ফরেন অবজেক্ট ঢুকাবেন না।
👉 স্তন ক্যান্সার কিভাবে বন্ধ করবেন?
1⃣প্রতিদিন আপনার ব্রা ধুয়ে নিন ।
2⃣গ্রীষ্মে কালো ব্রা এড়িয়ে চলুন।
3⃣ঘুমানোর সময় ব্রা পরবেন না ।
4⃣খুব ঘন ঘন ব্রা পরবেন না ।
5⃣আপনি যখন সূর্যের নিচে থাকবেন তখন সবসময় আপনার ওড়না দিয়ে আপনার বুক পুরোপুরি ঢেকে রাখুন ।
6⃣একটি ডিওডোরেন্ট ব্যবহার করুন, যেটি এন্টি antiperspirant নয় ।
সব মহিলাদের কাছে এটা পৌছান যাতে করে তারা এটি নিজে নিজেই যত্ন নিতে পারে।
এটি শেয়ার করতে লজ্জা করবেন না, সে ছেলে হোক কিংবা মেয়ে।
আমি প্রচারণা শুরু করলাম আপনিও শুরু করুন আপনার মা,বোন,স্ত্রীর কিংবা নিজের জন্য।

ধন্যবাদ সবাইকে।

তথ্যঃ টাটা ক্যান্সার হাসপাতাল এর গবেষনা টিম।

collected ...

27/08/2025

🇮🇳 জরুরি এবং সচেতনতামূলক বার্তা 🇮🇳

📣 ইন্ডিয়ান হাইকমিশনে / এম্বাসিতে নতুন করে ডাক্তার (মেডিকেল অফিসার) নিয়োগ দেওয়া হয়েছে।

🎯 উদ্দেশ্য:
✅ মেডিকেল ভিসার আবেদনকারীদের রিপোর্ট যাচাই করা
✅ ভুয়া রিপোর্ট / জাল কাগজপত্র ধরে ফেলা
✅ FakePatient সেজে ভিসা নেওয়ার প্রচেষ্টা বন্ধ করা

এখন থেকে ফাইল সাবমিশনের সময় ভুয়া রোগী সেজে ঢুকা যাবে না।

❌ ভুয়া রিপোর্ট, ফটোশপড কাগজপত্র, ভুয়া চেম্বারে রোগী দেখানো — এগুলো এখন শনাক্ত হচ্ছে এম্বাসির ভেতরেই!

🛑 যারা ভুয়া তথ্য দিয়ে আবেদন করছে, তারা আজ নয় কাল ধরা পড়বে — এবং ভবিষ্যতে ভিসা ব্লক হয়ে যাবে।

📌 ভিসা বাতিল বা "Blacklist" হওয়ার আগে সচেতন হোন।

📣 প্রয়োজনে, অভিজ্ঞদের থেকে সাহায্য নিন — কিন্তু ভুয়া কাজ করে সাময়িকভাবে লাভ হলেও, ভবিষ্যত কঠিন হবে।

⚠️ সুতরাং ভিসা গ্রহণকালে ভুয়া মেডিকেল পেপার্স দেয়া থেকে বিরত থাকুন ।

Address

Narayanganj

Opening Hours

Monday 09:00 - 21:00
Tuesday 09:00 - 21:00
Wednesday 09:00 - 21:00
Thursday 09:00 - 21:00
Friday 09:00 - 17:00
Saturday 09:00 - 21:00
Sunday 09:00 - 21:00

Telephone

+8801712775599

Alerts

Be the first to know and let us send you an email when Medihelp Solutions posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Medihelp Solutions:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram