Doctorkhana by Dr. Ariful Alam

Doctorkhana by Dr. Ariful Alam সকলের জন্য সুস্বাস্থ্য, সুচিকিৎসা

20/07/2025

ডাক্তারের প্রথম প্রশ্ন হওয়া উচিত আপনি কয় ঘন্টা ঘুমান?বেশি রাত জাগেন কিনা?
সবার কমপক্ষে ৮ ঘন্টা ঘুমানো উচিত।এতে শরীর নিজেকে নিজে রিপেয়ার করে।

20/07/2025

দাউদে 'গ্যাকোজিমা' ব্যবহারের পার্শ্বপ্রতিক্রিয়া।

দাউদে কোন স্টেরয়েড জাতীয় ক্রিম ,গ্যাকোজিমা,পাগলা মলম লাগানো যাবেনা।

ডা: মো: আরিফুল আলম

20/07/2025

আগামীকাল সোমবার ২১/০৭/২০২৫ইং
🔴মেডিনোভা চেম্বার খোলা
✳️সন্ধ্যা ৬টা-৯টা
সিরিয়ালের জন্য পেইজে মেসেজ দিন বা 01714-875086 নম্বরে কল করুন

20/07/2025

🛑 ডেংগু জ্বর 🛑

ডেংগু জ্বর ভয়াবহ ভাবে ছড়িয়ে পড়েছে।গতকাল ৮ জন জ্বরের রোগী দেখলাম যার ৬ জন ডেংগু আক্রান্ত। এর মধ্যে বাচ্চারাও আছে।
ডেংগু একটি ভাইরাসজনিত জ্বর।এডিস মশার কামড়ে এই জ্বর ছড়ায়

🔰🔰লক্ষনঃ

➡️তীব্র জ্বর
➡️মাথা ব্যথা
➡️চোখের পিছনে ব্যথা
➡️শরীরের বিভিন্ন জয়েন্ট ও মাংসপেশিতে ব্যথা
➡️ক্লান্তি
➡️বমি বা বমি বমি ভাব
➡️দাতের গোড়া,নাক বা পায়খানার রাস্তা দিয়ে রক্তক্ষরণ হতে পারে (এডভান্সড স্টেজ)

✴️ডেংগু যেহেতু ভাইরাসজনিত রোগ তাই এখানে এন্টিবায়োটিক এর কোন ভূমিকা নেই।
✴️ডেংগু জ্বরে রক্তচাপ কমে যায়। অনেকসময় ফুসফুসে বা পেটে পানি এসে পড়ে।
✴️শরীরে র‍্যাশের মত হতে পারে
✴️পায়খানার রঙ কালো হতে পারে (ইন্টার্নাল ব্লিডিং হলে)

এই সময়টায় জ্বর হলে তাই অবহেলা করার সুযোগ নাই।ডেংগু হয়েছে কিনা নিশ্চিত হওয়া জরুরি।

ডাঃ মোঃ আরিফুল আলম

19/07/2025

এই যে ২০-৩০ এর মধ্যের মেয়েরা রেগুলার স্কিন কেয়ারে বিভিন্ন সিরাম ব্যবহার করে তাদের দেখলে আমার মায়া লাগে।এই বয়সে এমনিতেই ন্যাচারাল স্কিন গ্লো থাকে।তাহলে অযথা কেন সিরাম ব্যবহার করবেন? আপনারাও বুঝতেও পারছেন না কিভাবে বিউটি ইন্ডাস্ট্রির প্রোপাগাণ্ডার শিকার হচ্ছেন

19/07/2025

আগামীকাল রবিবার ২০/০৭/২০২৫ইং
🔴মেডিনোভা চেম্বার খোলা
✳️সকাল ১১টা-২টা
সিরিয়ালের জন্য পেইজে মেসেজ দিন বা কল করুন 01714-875086 নম্বরে

18/07/2025

আগামীকাল শনিবার ১৯/০৭/২০২৫ইং
🔴মেডিনোভা চেম্বার খোলা
✳️সকাল ১১টা-২টা
সিরিয়ালের জন্য পেইজে মেসেজ দিন বা কল করুন 01714-875086 নম্বরে

18/07/2025

আমাদের জীবন হচ্ছে পানির মত আর দু:খগুলো হচ্ছে পানির বুলবুলির মত।যত পানি ঢালতে থাকবেন যেমন বুলবুলি তৈরী হতে থাকে আবার নিজেরাই ভাংতে থাকে।দু:খগুলোও এমনই। জীবনের সাথে আসে আর যায়।

17/07/2025

আগামীকাল শুক্রবার ১৮/০৭/২০২৫ইং
🔴মাসদাইর চেম্বার খোলা
✳️বিকাল ৫-সন্ধ্যা ৭টা
সিরিয়ালের জন্য পেইজে মেসেজ দিন বা 01714-875086 নম্বরে কল করুন

17/07/2025

আজ বৃহস্পতিবার ১৭/০৭/২০২৫ইং
🔴মেডিনোভা চেম্বার খোলা
✳️সন্ধ্যা ৬টা-৯টা
সিরিয়ালের জন্য পেইজে মেসেজ দিন বা 01714-875086 নম্বরে কল করুন

এই ছবিটা আমি ব্যাংককে BTS মেট্রোরেল থেকে তুলেছি।সেখানে প্রত্যেকটা বগীতে একটা করে সিট এভাবে রিজার্ভ থাকে।বৌদ্ধ ভিক্ষু,বৃদ...
17/07/2025

এই ছবিটা আমি ব্যাংককে BTS মেট্রোরেল থেকে তুলেছি।সেখানে প্রত্যেকটা বগীতে একটা করে সিট এভাবে রিজার্ভ থাকে।বৌদ্ধ ভিক্ষু,বৃদ্ধ,শিশু,গর্ভবতী নারী এবং আঘাতপ্রাপ্তদের জন্য।জিনিসটা খুব ভাল।

আমার অবজারভেশন হচ্ছে মুসলিম প্রধান দেশ হিসাবে আমাদের মেট্রোরেলে যদি নিদেনপক্ষে এভাবে কোন হুজুরের ছবি দেয়া হতো বা হুজুরদের জন্য রিজার্ভ সিট রাখা হতো তাহলে সুশীল জনগনের মাথা নষ্ট হয়ে যেতো।দেশে হায় হায় রব উঠে যেতো।চারদিকে হাংগামা বেধে যেতো।

ব্যাংকক সুন্দর কিন্তু উশৃংখলতায় ভরা একটা শহর।কিন্তু সেখানেও তারা ভদ্রতা মেনে চলে। আর আমরা জাতি হিসাবে যে কি সেটা আমরা নিজেরাও জানিনা।এখানে কাউকে সম্মান দিতে গেলে আমরা ভাবি তাকে সম্মান করলে আমি ছোট হয়ে যাবো।

ডা: মো: আরিফুল আলম

ছোট বাচ্চার দাউদ (Tinea Corpoirs) হয়েছিলো।এখানে পেভিসন লাগিয়ে স্কিন ড্যামেজ করে ফেলেছে।চামড়া সাদা এবং পাতলা হয়ে গিয়েছে।আ...
17/07/2025

ছোট বাচ্চার দাউদ (Tinea Corpoirs) হয়েছিলো।এখানে পেভিসন লাগিয়ে স্কিন ড্যামেজ করে ফেলেছে।চামড়া সাদা এবং পাতলা হয়ে গিয়েছে।

আর যাই হোক বাচ্চার উপর এক্সপেরিমেন্ট করবেন না।

Address

Narayanganj

Opening Hours

Monday 18:00 - 21:00
Tuesday 18:00 - 21:00
Wednesday 18:00 - 21:00
Friday 18:00 - 21:00
Saturday 18:00 - 21:00

Telephone

+8801714875086

Website

Alerts

Be the first to know and let us send you an email when Doctorkhana by Dr. Ariful Alam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Doctorkhana by Dr. Ariful Alam:

Share

Category