Doctorkhana by Dr. Ariful Alam

Doctorkhana by Dr. Ariful Alam সকলের জন্য সুস্বাস্থ্য, সুচিকিৎসা

এখানে হাইপোথাইরয়েড রোগীর জন্য একদিনের ডায়েট প্ল্যান দিলাম (বাংলাদেশি খাবার অনুযায়ী সাজানো):⸻🌅 সকাল (ঘুম থেকে ওঠার পর) • ...
08/09/2025

এখানে হাইপোথাইরয়েড রোগীর জন্য একদিনের ডায়েট প্ল্যান দিলাম (বাংলাদেশি খাবার অনুযায়ী সাজানো):



🌅 সকাল (ঘুম থেকে ওঠার পর)
• ১ গ্লাস হালকা গরম পানি
• থাইরক্সিন (ডাক্তারের নির্দেশ অনুযায়ী, খালি পেটে)



🍳 নাশতা (৩০-৪৫ মিনিট পরে)
• ১টা সেদ্ধ ডিম (সাদা অংশ পুরোটা, কুসুম আধা হলে ভালো)
• ১/২ কাপ ওটস বা ১টা আটার রুটি
• ১ গ্লাস দুধ (চিনি ছাড়া)
• সাথে কলা বা আপেলের মতো ফল



🌿 মাঝ সকাল (১১টা নাগাদ)
• ১ কাপ পেঁপে / আমড়া / পেয়ারা
• কিছু বাদাম (কাঠবাদাম/আখরোট ৪-৫টা)



🍛 দুপুর
• ব্রাউন রাইস বা অল্প সাদা ভাত
• মাছ (ইলিশ/টুনা/রুই, ভাজা নয় — ঝোল বা গ্রিল করা)
• ডাল (মসুর/ছোলা/মুগ)
• শাকসবজি (গাজর, লাল শাক, কুমড়া, লাউ)
• সালাদ (শসা, টমেটো, গাজর)



☕ বিকাল নাস্তা
• ১ কাপ লেবু পানি বা গ্রিন টি (চিনি ছাড়া)
• ১টা বিস্কুট বা ছোট পরিমাণ মুড়ি



🥗 রাতের খাবার
• ২টা আটার রুটি বা অল্প ভাত
• মুরগির ঝোল বা মাছ
• রান্না করা সবজি (পালং শাক/ঢেঁড়স/লাউ/শিম)
• ১ কাপ দই



🥛 ঘুমানোর আগে (ইচ্ছা করলে)
• ১ গ্লাস গরম দুধ (চিনি ছাড়া)



⚠️ মনে রাখবেন:
• বাঁধাকপি, ফুলকপি, ব্রকোলি, শালগম, সয়া জাতীয় খাবার কাঁচা অবস্থায় খাবেন না।
• অতিরিক্ত মিষ্টি, ভাজাপোড়া ও বেশি চা-কফি এড়িয়ে চলুন।

ডা: মো: আরিফুল আলম

08/09/2025

আগামীকাল মংগলবার ০৯/০৯/২০২৫ইং
🔴মেডিনোভা চেম্বার খোলা
✳️সকাল ১০টা-১২টা
সিরিয়ালের জন্য পেইজে মেসেজ দিন বা কল করুন 01714-875086 নম্বরে

08/09/2025

✳️✳️গাউট বা বাতের (ইউরিক এসিড বেশি আছে) রোগীদের জন্য সহজভাবে খাবারের তালিকা

✅ যা খাওয়া যাবে (নিরাপদ)
• শস্যদানা → ভাত, আটা/গমের রুটি, ওটস
• শাকসবজি → প্রায় সব শাকসবজি খাওয়া যাবে (পালং শাক ও মাশরুম অল্প পরিমাণে খেতে হবে)
• ফলমূল → আপেল, কমলা, আঙুর, পেয়ারা, কলা, পেঁপে ইত্যাদি
• দুধ ও দুধজাতীয় খাবার → দুধ, দই, পনির (কম চর্বিযুক্ত হলে ভালো)
• ডিম → দিনে ১টা (সেদ্ধ বা ভাজা কম তেলে)
• বাদাম → আমন্ড, আখরোট (সীমিত)
• পানি → প্রচুর (২.৫–৩ লিটার)
• হালকা প্রোটিন উৎস → মুরগির মাংস (চামড়া ছাড়া, অল্প পরিমাণে)

❌ যা খাওয়া যাবে না (বেশি ক্ষতিকর)
• লাল মাংস → গরু, খাসি, ভেড়া
• অর্গান মিট → কলিজা, ভুঁড়ি, কিডনি, মগজ
• সমুদ্রের মাছ → সার্ডিন, মেকেরেল, টুনা, অ্যাঙ্কোভি, হেরিং
• চিংড়ি, ঝিনুক, কাঁকড়া, শামুকজাতীয় খাবার
• অ্যালকোহল → বিশেষ করে বিয়ার
• চিনিযুক্ত কোমল পানীয় / সোডা / ফ্রুক্টোজ সিরাপ যুক্ত খাবার
• অতিরিক্ত ভাজাপোড়া, তেল-চর্বি

⚠️ সীমিতভাবে খেতে হবে (একেবারে নিষিদ্ধ নয়)
• ডাল জাতীয় খাবার → মসুর, মটর, ছোলা (মাঝেমধ্যে, অল্প করে)
• পালং শাক, ফুলকপি, মাশরুম, অ্যাসপ্যারাগাস
• মুরগি বা হাঁসের মাংস (কম পরিমাণে, চর্বি ফেলে)



👉 সহজভাবে বলা যায়:
“লাল মাংস, সামুদ্রিক মাছ, অ্যালকোহল, ভাজাপোড়া ও চিনি এড়িয়ে চলুন, বেশি শাকসবজি, ফল, দুধ আর পানি খান।”

ডা: মো: আরিফুল আলম

08/09/2025

“টাইফয়েডের সরকারি টিকা দেয়া ঠিক হবে কি না?”

✳️সুবিধা ও সম্ভাবনা
• টিকা কার্যকর (৮৫%) ও নিরাপদ, যা বিশেষত শিশুদের জন্য গুরুত্বপূর্ণ ।

🛑সীমাবদ্ধতা ও ঝুঁকি
• সুরক্ষার স্থায়িত্ব: গবেষণায় দেখা গেছে, সুরক্ষা সময়ের সাথে কমছে, বিশেষ করে ৩–৫ বছরের মধ্যে, যা ভবিষ্যতে বুস্টার ডোজ বা দ্বিতীয় ডোজের প্রয়োজন হতে পারে ।

ডা: মো: আরিফুল আলম

08/09/2025

আজ সোমবার ০৮/০৯/২০২৫ইং
🔴মেডিনোভা চেম্বার খোলা
✳️সন্ধ্যা ৬টা-১০টা
সিরিয়ালের জন্য পেইজে মেসেজ দিন বা 01714-875086 নম্বরে কল করুন

✳️ স্ক্যাবিসএই রোগীর হাতে পায়ে পানি গোটা হয়ে ভরে গিয়েছে এবং পাশাপাশি সেখানে ইনফেকশন হয়ে পুজ জমে আছে।এ রোগ হলে সারা শরীরে...
07/09/2025

✳️ স্ক্যাবিস

এই রোগীর হাতে পায়ে পানি গোটা হয়ে ভরে গিয়েছে এবং পাশাপাশি সেখানে ইনফেকশন হয়ে পুজ জমে আছে।

এ রোগ হলে সারা শরীরেই শুকনা চুলকানি হয়। এই চুলকানি রাতের বেলা বাড়ে।হাতে,কব্জিতে,বগলের নীচে,বুকের আশেপাশে,নাভীর আশেপাশে এবং রানের ভিতরে-বাইরের দিকে ছোট ছোট গোটার মত হয় অনেকের।

ছেলেদের এই রোগ হলে অন্ডকোষে চুলকানি বাড়ে এবং সেখানেও ছোট ছোট গোটার মত হতে পারে

সঠিক চিকিৎসা নিলে এই রোগ সম্পুর্ন ভালো হয়ে যায়।তবে শর্ত হচ্ছে পরিবারের সবাইকেই একসাথে এরোগের চিকিৎসা নিতে হবে।নতুবা আপনি নিজে সুস্থ হয়ে গেলেও যদি বাসায় কারো এ রোগ থেকে যায় তাহলে সেখান থেকে আবার হতে পারে।

ডা: মো: আরিফুল আলম

07/09/2025

আগামীকাল সোমবার ০৮/০৯/২০২৫ইং
🔴মেডিনোভা চেম্বার খোলা
✳️সন্ধ্যা ৬টা-১০টা
সিরিয়ালের জন্য পেইজে মেসেজ দিন বা 01714-875086 নম্বরে কল করুন

07/09/2025

🛑চুল পড়া কমানোর টিপস

🟢 জীবনযাত্রায় পরিবর্তন
✔️পর্যাপ্ত ঘুম (৬–৮ ঘণ্টা)।
✔️প্রতিদিন অন্তত ২–৩ লিটার পানি পান।
✔️খাবারে ডিম, মাছ, দুধ, বাদাম, ডাল, সবুজ শাক রাখলে চুলের জন্য প্রয়োজনীয় প্রোটিন ও ভিটামিন পাওয়া যায়।
✔️অতিরিক্ত স্ট্রেস এড়িয়ে চলা।

🟢 কিছু এড়িয়ে চলা ভালো
✔️ঘন ঘন হেয়ার কালার বা স্ট্রেইটনার ব্যবহার।
✔️গরম পানি দিয়ে মাথা ধোয়া।
✔️আঁচড়ানোর সময় বেশি টানাটানি করা।

07/09/2025

টক দই দিলে চুল পড়ে আরো বেশি

06/09/2025

বাংলাদেশিরা ফার্সি ,উর্দু ,তুর্কি বুঝে না।আরবীও বুঝে না।এদের কপালে রুমি ,হাফিজ ,ইমরুল কায়েস ধারণের কপাল নাই।থাকো রবীন্দ্রনাথ নিয়ে।

06/09/2025

আগামীকাল রবিবার ০৭/০৯/২০২৫ইং
🔴মেডিনোভা চেম্বার খোলা
✳️সকাল ১১টা-৩টা
সিরিয়ালের জন্য পেইজে মেসেজ দিন বা কল করুন 01714-875086 নম্বরে

ছবি করে রাখা যায় নাই, নামটাই তাঁর ছবি হয়ে গেছে।হেরা হতে হেলে দুলে নুরানী তনুকে আসে হায়সারা দুনিয়ার হেরেমের পর্দা খুলে খু...
06/09/2025

ছবি করে রাখা যায় নাই, নামটাই তাঁর ছবি হয়ে গেছে।

হেরা হতে হেলে দুলে নুরানী তনু
কে আসে হায়
সারা দুনিয়ার হেরেমের পর্দা খুলে খুলে যায়
সে যে আমার কামলিওয়ালা কামলিওয়ালা

Address

Narayanganj

Opening Hours

Monday 18:00 - 21:00
Tuesday 18:00 - 21:00
Wednesday 18:00 - 21:00
Friday 18:00 - 21:00
Saturday 18:00 - 21:00

Telephone

+8801714875086

Website

Alerts

Be the first to know and let us send you an email when Doctorkhana by Dr. Ariful Alam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Doctorkhana by Dr. Ariful Alam:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category