Dr. Nurjahan Begum

Dr. Nurjahan Begum Prof. Phone : 01999984343
01757584343
www.drnurjahan.com

Dr. Nurjahan Begum
Professor, Department of Reproductive Endocrinology & Infertility
Bangabandhu Sheikh Mujib Medical University (BSMMU)
Chamber: Labaid, Narayanganj Branch,
Chasara, Narayanganj.

09/10/2025

#সতর্কতামূলক পোস্ট - ইদানিং অনেক missed abortion পাওয়া যাচ্ছে I সম্ভাব্য কারণগুলো হচ্ছে - #

পরিবেশগত

ভেজাল খাবার

অনিয়ন্ত্রিত জীবন যাপন

ঝাকিপূর্ণ দীর্ঘ ভ্রমণ

ফলিক এসিড না খাওয়া

মিলন থেকে প্ৰথম 12 সপ্তাহে বিরত না থাকা

পূর্ব পরিকল্পনা ছাড়া কনাসিভ করা বা prepregnancy care না নেয়া

PCOS এর রোগী

চেক - আপে না থাকা

পুষ্টিহীনতায় ভুগা I

  রোগীর  ওজন হ্রাস + ডিম্বাশয় উদ্দীপ্তকরণের মেডিসিন  + Tab Metformin সেবন~ কনসিভ ~ নিয়মিত ANC~ সিজার = সুস্থ্য নবজাতক I
09/10/2025

রোগীর ওজন হ্রাস + ডিম্বাশয় উদ্দীপ্তকরণের মেডিসিন + Tab Metformin সেবন~ কনসিভ ~ নিয়মিত ANC~ সিজার = সুস্থ্য নবজাতক I

09/10/2025

গর্ভাবস্থায় গর্ভস্থ শিশুর Distress হয় মা থেকে গর্ভফুলের মাধ্যমে পর্যাপ্ত অক্সিজেন না পেলে। fetal distress এর ইঙ্গিত পাওয়া গেলে গর্ভবতী অক্সিজেন ও স্যালাইন দিতে হয়ে ডেলিভারি করা বাঞ্ছনীয় ডিসটেন্স থাকা গর্ভস্থ শিশুটি সিজারের পর সুস্থ এবং মা গভীর আগ্রহে নবজাতকের দিকে তাকিয়ে রয়েছে। আমিন

08/10/2025

আলহামদুলিল্লাহ , ল্যাপারোস্কপির সাহায্যে বন্ধ টিউব খোলা + 04 মাস গর্ভাশয় উদ্দিপ্তকরণের ওষুধ সেবনেই বিবাহের 07 বছর অতিক্রান্তে প্রেগন্যান্সি টেস্ট পজিটিভ #

আলহামদুলিল্লাহ , ল্যাপারোস্কপির সাহায্যে বন্ধ টিউব খোলা + 04 মাস গর্ভাশয় উদ্দিপ্তকরণের ওষুধ সেবনেই  বিবাহের ১২বছর অতিক্র...
08/10/2025

আলহামদুলিল্লাহ , ল্যাপারোস্কপির সাহায্যে বন্ধ টিউব খোলা + 04 মাস গর্ভাশয় উদ্দিপ্তকরণের ওষুধ সেবনেই বিবাহের ১২বছর অতিক্রান্তে প্রেগন্যান্সি টেস্ট পজিটিভ #

07/10/2025

প্রিয় মা - বোনদের প্রশ্নের উত্তর ও চিকিৎসা পেতে সহায়ক কিছু ধারণা প্রসঙ্গে -

* মাসিক অনিয়মিত হইলে -

বয়স ও ওজন কত ?

বিবাহিত না অবিবাহিত

মাসিক শুরুর বয়স

পিরিয়ড কতদিন পর পর

সবচেয়ে লম্বা বন্ধ কত সময় ধরে

ওষুধ সেবন করে পিরিয়ড করতে হয় কি না

বিবাহিত হয়ে থাকলে কোনো বেবি আছে কি না বা গর্ভপাতের ইতিহাস থাকলে লিখতে হবে

মাসে একাধিকবার পিরিয়ড হলে কতবার হয় ?

শরীরে অবাঞ্চিত পশম থাকলে বলতে হবে ?

মুখে ব্রণ হয় কি না

চুল পড়ে কি না ?

বিবাহিত হইলে জন্মনিয়ন্ত্রনের কোনো পদ্ধতি নেয়া হয় কি না ?

* কনসিভের জন্য লিখতে হবে -

বয়স ও ওজন কত ?

বিবাহের বয়স কত

কত বছর ধরে কনসিভের চেষ্টা

দম্পতির একই বাড়িতে বা অন্যত্র অবস্থান

সহবাসে কোনো সমস্যা থাকলে উল্লেখ করতে হবে

বংশে কারও একই রকম সমস্যা আছে কি না

মেডিক্যাল বা সার্জিকাল কোনো সমস্যা

হরমোনাল সমস্যা

পিরিয়ড সংক্রান্ত সমস্যা বিস্তারিত লিখতে হবে

পূর্বে কোন কনসিভ বা গর্ভপাতের বা পেতে সন্তান মারা গেলে ইতিহাস

আগে সিজারের ইতিহাস

চিকিৎসার ইতিহাস ও ওষুধ প্রয়োগের নমুনা

Test এর রিপোর্টস

পুরুধের semen analysis

VDRl

Urine for R/E

Hbsag

RBS

নারীর পরীক্ষা

USG of lower abdomen/ TVS

VDRl

Rine for R/E

Hbsag

RBS

TSH

D2 FSH, LH Estradiol level - বিশেষ কিছু ক্ষেত্রে

Serum AMH level -বিশেষ কিছু ক্ষেত্রে

Rubella Antibody

Antiphospholipid Antibody -বিশেষ কিছু ক্ষেত্রে

* ডিম্বাণু ছোট হলে

সাইজ কত

ওভারির সিস্টার ইতিহাস

রেডিও বা chemo পাওয়ার ইতিহাস

Operation এর ইতিহাস

চকোলেট সিস্টের ইতিহাস

ইনফেকশনের + চিকিৎসার ইতিহাস

হরমোন সমস্যার ইতিহাস

PCOS আছে কি না

নতুন TVS Report

Serum AMH এর রিপোর্ট

 #ভদ্র_মহিলার_বয়স_৩২বছর_বিবাহের_বয়স১৩বছর১৩ বছর  ধরে  বেবি নেওয়ার  চেষ্টা  করে  ব্যার্থ হলে  তিনি  ল্যাপারোস্কোপির সাহায্...
07/10/2025

#ভদ্র_মহিলার_বয়স_৩২বছর_বিবাহের_বয়স১৩বছর

১৩ বছর ধরে বেবি নেওয়ার চেষ্টা করে ব্যার্থ হলে তিনি ল্যাপারোস্কোপির সাহায্যে তার বন্ধ দুটো টিউব খুলে নেন I তাঁর 02 টি ওভারি পলিসিস্টিক , বিধায় ল্যাপারোস্কোপির সময় Ovarian Drill করা হয় I তিনি ডিম্বাশয় উদ্দীপ্ত করার ঔষধ সেবন করেন I আল্লাহর রহমতে তিনি গর্ভধারণ করেন i USG করে দেখা গেলো তাঁর জরায়ুতে সন্তান এবং হৃদস্পন্দন রয়েছে I

07/10/2025

#প্রেগনেন্সিতে জরায়ুর টিউমার বা ফাইব্রয়েড (myoma ) .মা ও বাচ্চার কি কি জটিলতা করে : #

* প্রেগনেন্সিতে এ জাতের নিরীহ টিউমার আকারে বড় হতে থাকে গর্ভবতীর শরীর থেকে বাড়তি রক্ত পরিসঞ্চালন ও পুস্টির মাধ্যমে । ফলতঃ গর্ভস্থ বেবি পর্যাপ্ত পুষ্টি না মেয়ে স্বাভাবিক এর চেয়ে কম বৃদ্ধি পায় ; এ ধরনের বেবীকে IUGR বলে ।

* গর্ভফুল ফাইব্রয়েড এর উপর থাকলে জরায়ুতে সঠিক ভাবে গ্রোথিতো না হওয়ার জন্য নিজের অবস্থানে আটকে না থেকে সরে গিয়া (placental Abruption) বাচ্চার পুষ্টি ও অক্সিজেনের অভাব ঘটে বলে

* মিসক্যারেজ বা পেটে বাচ্চা মরে যায় (IUD).

* সময়ের আগে প্রসব হয় ।

* রেড ডিজেনারেশোন - ফাইব্রয়েড আকারে বড় হওয়ার ফলে ইহার মধ্যের অংশ রক্ত ও অক্সিজেন এর অভাবে পঁচতে শুরু করে ; একে রেড ডিজেনা-
রেশোন বলে । রেড ডিজেনারেশোন এ রোগী পেটে প্রচন্ড ব্যথা পান .বমি করেন এমনকি জ্বরে ভুগতে থাকেন।

এহেন পরিস্থিতিতে রোগীকে হাসপাতালে ভর্তি করে ব্যথার ইনজেকশন/ মেডিসিন সেবন সহ বিশ্রাম নিশ্চিত করতে হয় । অপারেশন লাগেনা - রক্ষনশীল (conservative ) চিকিৎসায় রোগী সুস্থ হয়ে উঠেন ১- ২ সপ্তাহের মধ্যে ।

* দুর্ভাগ্যবশতঃ . সামান্য কিছু ক্ষেত্রে পচনশীল ফাইব্রয়েড ফেঁটে গিয়া প্রচুর রক্তপাত হলে অপারেশন লাগে । শরীরে রক্ত দেওয়ার প্রয়োজনও হয় ।

* বাচার অস্বাভাবিক পজিশন হয়

* বাধাগ্রস্ত প্রসব হয়

* সিজার লাগে

* জরায়ু শিথিল হয় /সংকুচিত হয়না ।

* প্রসব প্রলম্বিত হয়

* প্রসব বাধাগ্রস্ত হতে পারে

*ডেলিভারিআর পর প্রচুর রক্তক্ষরন হয়
(post partum haemorrhage )

* ফুল এটকে যায় (Retained Pacenta)- রোগীকে অজ্ঞান করায়ে গোর্ভোফূল জরায়ু থেকে বের করা জরুরি ।

সুতরাং জটিলতা এড়াতে ফাইব্রয়েড নিয়া গর্ভধারণ করলে প্রথম থেকেই ডাক্তারের চেক - আপ এ থাকবেন ।

আমাদের দেশের প্রতিটি সরকারি হাসপাতালে গর্ভকালীন চেক - আপ ও নিরাপদ প্রসবের এবং শরীরে রক্ত পরিসঞ্চালনের ব্যবস্থা রয়েছে ।
উন্নত মানের বেসরকারি হাসপাতালেও প্রসবকালীন ও প্রসবোত্তর এবং প্রসবপরবর্তী সব ব্যবস্থায় রয়েছে ।

কাজেই . ডেলিভারির আগে থেকেই হাসপাতাল ঠিক করে রাখতে হবে ।

07/10/2025

# #ল্যাপারোস্কোপী বলতে কি বুঝায় ?ল্যাপারোস্কোপী পদ্ধতি কিভাবে সম্পন্ন করা হয় ? #

বন্ধ্যত্ব ও গাইনী রোগ নির্ণয়ে এবং চিকিৎসায় ( ডায়াগনস্টিক এবং

অপারেটিভ )ল্যাপারোস্কোপীর সুবিধা প্রসঙ্গে :

ল্যাপারোস্কোপী একটি অত্যাধুনিক পদ্ধতি যেখানে পেট না কেটে রোগীকে অজ্ঞান করার পর সরু যন্ত্র 05 বা

10 mm দিয়া নাভীর ভিতর বা নাভীর কাছে এবং তলপেটের দেয়ালে ৩/ ৪ টি ছিদ্র বা ফুটো ) করা হয়۔I

বাস্তবে এটি একটি minimalyh invasive (¹কম বা নূন্যতম আক্রমণাত্মক) পদ্ধতি,I

নাভির ফুটোটা দিয়া তলপেটের. গহব্বরে CO2 গ্যাস ঢুকায়ে Pneumoperotoneum বা পেটের গহ্ববর কে

inflat বা স্ফীত করা হয় অঙ্গগুলোকে পৃথক পৃথক ভাবে দেখার .সুবিধার্তে I নাভীর ছিদ্র দিয়া ল্যাপারস্কোপ

প্রবেশ করানোর পর টেলিস্কোপের্ সহযোগিতায় ছোট ছোট ছিদ্রগুলো পেটের দুই পাশ বা পেলভিস এ করা

হয় হয় Iল্যাপারোস্কপ এর মাথায় আলো বা লাইট থাকে I . সরু সরু যন্ত্র প্রবেশ করানোর পর পেটের ভিতরের

অঙ্গগুলোর নাড়াচাড়া দেয়া হয় I নাভীর ছিদ্র দিয়া এর সাথে সংযুক্ত ক্যামেরার সাহায্যে পেটের

অভ্যন্তরীণ অঙ্গগুলোর প্রতিচ্ছবি মনিটরের (টিভি ) পর্দায় সরাসরি দৃষ্টিগোচর হয় I অঙ্গগুলোর স্বাভাবিক বা

অস্বাভাবিক গঠন .অবস্থান এবং রোগব্যাধি সহজেই প্রতীয়মান হয় I প্রয়োজন হলে অস্ত্রোপচার করা যায় I নারী

বন্ধ্যাত্ব এবং বিভিন্ন গাইনোকোলজিক্যাল (gynae) রোগ নির্ণয় ও চিকিৎসা ল্যাপারোস্কপি সহায়তায় করা যায় I

নারী বন্ধ্যাত্বে ল্যাপারোস্কোপী পদ্ধতির আরো একটি step সংযোজিত যাকে dye test বলে I বন্ধ্যা নারীর জরায়ুর

মুখ দিয়া একটি নমনীয় ক্যাথেতার জরায়ুর মুখের নালা দিয়া জরায়ু গহব্বরে প্রবেশ করায়ে diluted dyeমিথাইলিন ব্লু নামক

সিরিঞ্জ এর সাহায্যে দেয়া হয় এবং পর্যবেক্ষণ করা হয় dye টিউব pass করে পেলভিসে 1 পড়ে কি

না ? Dye এর flow কেমন তা observe করা হয় I Free Flow , sluggish flow এবং drop by drop হচ্ছে dye

pass করার ধরণ I Free Flow ভালো I টিউব দিয়া dye pas না করলে বুঝতে হবে টিউব ব্লক I

07/10/2025

#বন্ধ্যাত্বের কারণ নির্ণয় ও সমাধানকল্পে ল্যাপারোস্কপির ভূমিকা নিয়ে ভুল ধারণা নিরসন প্রসঙ্গে : #
ল্যাপারোস্কপির সাহায্যে -
টিউব খোলা না বন্ধ তা নির্ণয় ও খুলে দেওয়া দেওয়া যায় I খুলে দেওয়া পর কিছু মেডিসিন সেবন ও কিছু নিয়ম - কানুন মেনে চললেই এবং পুরুষ সঙ্গীর শুক্রাণু ঠিকঠাক থাকলেই একজন নারী স্বাভাবিক নিয়মেই গর্ভধারণে সক্ষম যদি আল্লাহ সহায় থাকেন I এমন কি নরমাল ডেলিভারির মাধ্যমে সুস্থ্য বেবির মা হওয়া সম্ভব I উদাহরণস্বরূপ বলা যায় -
,সাদলিয়াপুর, গাইবান্ধা। কলেজের একজন শিক্ষিকা বয়স ৩৩ বিবাহের 9 বছর পর সন্তান ধারণের জন্য , ল্যাপারোস্কপি করান এবং তিনি গর্ভধারণ করেন I তাঁর নরমালে ডেলিভারী হয় , তিনি খোদার রহমতে সুস্থ্য ছেলে বেবির মা হয়েছেন I কাজেই , গ্রামের সাধারণ মানুষ না জেনে যেসব মন্তব্য করেন সেগুলো সঠিন নয় - তাঁরা বলেন ল্যাপারোস্কপি করলে বেবি কোনোদিনই এমন কি বেবি যদি আসে তবে সিজার করতে হবে i উপসংহারে বলতে চাই বন্ধ্যাত্ব চিকিৎসক এর পরামর্শে তাঁকে দিয়েই ল্যাপারোস্কপি করানো সফল ও সন্তোষজনক i

07/10/2025

#আলহামদুলিল্লাহ_ল্যাপারোস্কপি_সফলতা ৩১ বছর বয়স্ক ল্যাপারোস্কপি করান এবং ছেলে বেবীর মা হোন মিসেস ফারজানা

Address

Lab Aid Diagnostic Limited
Narayanganj

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Nurjahan Begum posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category

Dr. Nurjahan Begum

I am doctor Nurjahan Begum, associate professor at BSSMU (Dept of Obs & gynaecology).

I give priority to the treatment first over the money. I use to give treatment to those people who are not able to afford their treatments cost. I also serve to infertile couple through modern technology. I also look after to those patients who stays remort area.

All of you are welcome if you have any complications regarding the issues of obs & gynae, sub-fertility, gynaecologic oncology and any other medical problems.