E-Sheba

E-Sheba E-Sheba is a community-based health center established in 2023 in Nabiganj.

WHO-এর তথ্য অনুযায়ী, বাংলাদেশ ৫ বছরের কম বয়সী শিশুদের মধ্যে হেপাটাইটিস নিয়ন্ত্রণে অসাধারণ সাফল্য অর্জন করেছে, যার হার...
28/07/2025

WHO-এর তথ্য অনুযায়ী, বাংলাদেশ ৫ বছরের কম বয়সী শিশুদের মধ্যে হেপাটাইটিস নিয়ন্ত্রণে অসাধারণ সাফল্য অর্জন করেছে, যার হার এখন ১ শতাংশের নিচে! কিন্তু এখনো প্রাপ্তবয়স্কদের মধ্যে হেপাটাইটিস বি ভাইরাসের প্রাদুর্ভাব ৪-৭%।

এটি শুধু একটি দিন নয়, প্রতিদিনের যুদ্ধ! আজ বিশ্ব হেপাটাইটিস দিবসে আসুন, সচেতন হই, নিজেও জানি, অন্যকে জানতে সাহায্য করি।

23/06/2025

সুস্থতার পথে যাত্রা শুরু করা যায় যেকোনো বয়সে!

২০২৩ সালে, ইপিলিয়ন ফাউন্ডেশন ও ই-সেবার উদ্যোগে সংগঠিত ব্যতিক্রমধর্মী সামাজিক উদ্যোগ ই-সেবা স্বাস্থ্যবন্ধু ক্লাব দেখিয়ে দিয়েছে—একটা কমিউনিটি যখন একসাথে হয়, আর সুস্বাস্থ্যের পথে এগিয়ে যেতে চায়, তখন বয়স কোনো বাধা না। বরং একসাথে চলার ইচ্ছাটাই শক্তি।

তাই তো এই ক্লাবের মাধ্যমে ১০০ জনেরও বেশি সমমনা মানুষ এক হয়েছে, এবং এই সংখ্যা ক্রমাগত বাড়ছে।

আমাদের প্রত্যাশা, এই ক্লাবের সাফল্য ছড়িয়ে পড়ুক দেশের প্রতিটি পাড়া-মহল্লায়। সুস্বাস্থ্য হোক সবার বন্ধু।

On the occasion of World Blood Donor Day, we take this opportunity to honor the spirit of giving that truly saves lives....
14/06/2025

On the occasion of World Blood Donor Day, we take this opportunity to honor the spirit of giving that truly saves lives. Let's always remember, every drop donated has a positive impact on someone in need.

এই গরমে শরীরকে সুস্থ রাখতে, মেনে চলুন সহজ স্বাস্থ্য সতর্কতা। ভালো থাকুন, সুস্থ থাকুন সবসময়।
13/05/2025

এই গরমে শরীরকে সুস্থ রাখতে, মেনে চলুন সহজ স্বাস্থ্য সতর্কতা। ভালো থাকুন, সুস্থ থাকুন সবসময়।

25/04/2025

ম্যালেরিয়ার হাত থেকে নিজেও বাঁচুন, পরিবারের সকলকে রাখুন সুরক্ষিত। পরিচিত কারোর যদি ম্যালেরিয়ার সিম্পটম থেকে থাকে, তাহলে অবশ্যই অভিজ্ঞ ডাক্তারের সাথে যোগাযোগ করুন।

23/04/2025

চোখ আমাদের বিশ্ব দেখার জানালা - কত কাজ আর অনুভূতির সঙ্গী। আর তাইতো চোখের বিভিন্ন সমস্যাগুলো আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। তবে দেশের গ্রামাঞ্চলে অনেকেই ইচ্ছা থাকার পরও, অর্থের অভাবে চক্ষু সেবা থেকে বঞ্চিত।

আরএএবি প্রকাশিত একটি গবেষণা থেকে জানা যায়, বাংলাদেশে প্রতি ১ লক্ষ ৩৩ হাজার মানুষের জন্য গড়ে মাত্র একজন চোখের ডাক্তার রয়েছে।

মানসম্মত চক্ষু সেবার এই প্রয়োজনকে সামনে রেখে, ইপিলিয়ন ফাউন্ডেশন পরিচালিত ই-সেবা কমিউনিটি হেলথ ক্লিনিক আয়োজন করেছে, “নয়নতরী: আলো ফিরে আসুক” ক্যাম্পেইন।

ক্যাম্পেইনটির মূল লক্ষ্য, বিনামূল্যে রোগীদের চক্ষু পরীক্ষা করা, নতুন চশমা ও ঔষধ দেয়া, চোখের ছানি সনাক্ত করা, এবং ছানি অপারেশন করার সুযোগ প্রদান করা। শুধু তাই না, অপারেশন-পরবর্তী চেকাপ ও ফলোআপ সেশনের মাধ্যমে সকল রোগীকে তাদের চোখের যত্নে আরো বেশি সচেতন করা।

সকল ক্লান্ত চোখে আলো ফিরে আসুক, এই আশায় চলছে, চলবে নয়নতরী ও ই-সেবার যাত্রা।

ই-সেবা স্বাস্থ্য বন্ধু ক্লাব এবং কেয়ার ফর ডায়াবেটিস প্রজেক্ট-এর সদস্যদের অংশগ্রহণে ই-সেবার উদ্যোগে অনুষ্ঠিত হলো প্রাক-রম...
01/03/2025

ই-সেবা স্বাস্থ্য বন্ধু ক্লাব এবং কেয়ার ফর ডায়াবেটিস প্রজেক্ট-এর সদস্যদের অংশগ্রহণে ই-সেবার উদ্যোগে অনুষ্ঠিত হলো প্রাক-রমজান সচেতনতা সেশন — "Ramadan Ready: Safeguard Your Kidney & Liver"।

সেশনটির মূল উদ্দেশ্য ছিল রমজান মাসে কিডনি ও লিভারের সুস্থতা ও যত্ন নিয়ে সচেতনতা তৈরি করা। বিশেষত,
- ডায়াবেটিস আক্রান্ত রোগীদের জন্য ডায়াবেটিস পরীক্ষা
- রমজান মাসে কিডনি ও লিভার ভালো রাখার উপায়
- রমজানের আগে প্রয়োজনীয় প্রস্তুতি
- দীর্ঘমেয়াদি রোগে আক্রান্ত ব্যক্তিদের করণীয়
- রমজানে ওষুধ সেবনের সঠিক নিয়ম এবং সুস্থ থাকার কৌশল
সম্পর্কে ই-সেবার অভিজ্ঞ চিকিৎসকরা দিকনির্দেশনা প্রদান করেন।

09/02/2025

আমাদের দেশে প্রায় প্রতিটি পরিবারে কেউ না কেউ ডায়াবেটিসে আক্রান্ত। পরিসংখ্যান বলে, ২০৪৫ সালের মধ্যে, বাংলাদেশে ডায়াবেটিস রোগীর সংখ্যা ১৩.১ মিলিয়ন থেকে বেড়ে হতে পারে ২২.৩ মিলিয়ন।

বাংলাদেশে সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর জন্য সহজ ও মানসম্মত ডায়াবেটিস সেবা অনেক ক্ষেত্রেই অদৃশ্য। আর তাই তো ইপিলিয়ন ফাউন্ডেশনের হাত ধরে, ই-সেবার প্রকল্প, "কেয়ার ফর ডায়াবেটিস" এর জন্ম।

নারায়ণগঞ্জের সুবিধা বঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে নিয়মিত ডায়াবেটিস সেবা প্রদান ও ডায়াবেটিসের বিষয়ে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করার উদ্দেশ্যকে সামনে রেখে, "কেয়ার ফর ডায়াবেটিস" প্রকল্পটি চলবে সারা বছর।

22/01/2025

প্রথম বারের মত নারায়ণগঞ্জে অনুষ্ঠিত হলো ইপিলিয়ন গ্রুপের সিগনেচার ইভেন্ট - Run for Awareness 2025. এবারের আয়োজনে যুক্ত হলেন ই-সেবা স্বাস্থ্য বন্ধু ক্লাবের সদস্যরা - যাদের মধ্যে অধিকাংশই ৫০ বছর বয়সের উর্ধে!

নবীগঞ্জ এলাকাবাসীদের মাঝে সুস্বাস্থ্য, সুরক্ষা ও সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে সকলের উজ্জীবিত অংশগ্রহণ, আমাদের বিশেষ ভাবে অনুপ্রাণিত করেছে।

HMPV virus থেকে আতঙ্ক নয়। সচেতন হই, সুস্থ থাকি।
09/01/2025

HMPV virus থেকে আতঙ্ক নয়। সচেতন হই, সুস্থ থাকি।

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। নতুন বছর অনেক সম্ভাবনা নিয়ে শুরু হলেও অনেক সময় নানা অনিশ্চ...
09/01/2025

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। নতুন বছর অনেক সম্ভাবনা নিয়ে শুরু হলেও অনেক সময় নানা অনিশ্চয়তা নিয়েও শুরু হয়। আমরা সবাই সচেতন থাকলে এসব পরিস্থিতি ও মোকাবেলা করা সম্ভব ইনশাআল্লাহ। আজ আমরা নতুন HMPV Virus নিয়ে অল্প কিছু সাধারণ কথা বার্তা জানবো,নিজেরা সচেতন থাকবো,পরিবারের সবাইকেও সতর্ক রাখবো।

HMPV ভাইরাস (Human Metapneumovirus) শ্বাসতন্ত্রে আক্রমণকারী একটি সাধারণ ভাইরাস যা শিশু, বয়স্ক এবং দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতাসম্পন্ন ব্যক্তিদের বেশি ক্ষতিগ্রস্ত করে। নিচে এর উৎপত্তি, কারণ, লক্ষণ ও প্রতিকারের বিস্তারিত দেওয়া হলো:

☑️উৎপত্তি

HMPV ভাইরাসটি প্রথম ২০০১ সালে নেদারল্যান্ডসে আবিষ্কৃত হয়। এটি Paramyxoviridae পরিবারভুক্ত একটি RNA ভাইরাস এবং শ্বাসতন্ত্রের বিভিন্ন সংক্রমণ ঘটায়। গবেষণায় দেখা গেছে, এটি মানবদেহে দীর্ঘদিন ধরে উপস্থিত এবং বিভিন্ন ঋতুতে প্রাদুর্ভাব ঘটিয়ে থাকে।

☑️কারণ

1. ভাইরাসের সংক্রমণ:

এই ভাইরাস হাঁচি, কাশি, বা সংক্রমিত ব্যক্তির সঙ্গে সরাসরি সংস্পর্শের মাধ্যমে ছড়ায়।

ভাইরাসযুক্ত পৃষ্ঠ স্পর্শ করার পর চোখ, নাক বা মুখ স্পর্শ করলে এটি শরীরে প্রবেশ করতে পারে।

2. ঝুঁকিপূর্ণ গোষ্ঠী:

শিশু, বয়স্ক, এবং যারা দীর্ঘস্থায়ী রোগে ভুগছেন, তারা HMPV দ্বারা সহজে আক্রান্ত হন।

3. অপরিচ্ছন্নতা:

হাত পরিষ্কার না রাখা এবং সঠিক স্বাস্থ্যবিধি না মানা এই ভাইরাসের বিস্তারকে ত্বরান্বিত করে।

☑️লক্ষণ

HMPV-এর লক্ষণগুলো সাধারণ ঠান্ডা-জ্বর থেকে শুরু করে তীব্র শ্বাসতন্ত্রের সমস্যায় রূপ নিতে পারে। যেমন:

1. প্রাথমিক লক্ষণ:

সর্দি, হাঁচি, কাশি

জ্বর

গলা ব্যথা

নাক বন্ধ বা নাক দিয়ে পানি পড়া

2. তীব্র লক্ষণ:

শ্বাসকষ্ট

দ্রুত শ্বাস নেওয়া

বুকে ব্যথা

শিশুদের ক্ষেত্রে কান্নাকাটি এবং খাওয়ার অক্ষমতা

ফুসফুসে সংক্রমণ বা নিউমোনিয়া

☑️প্রতিকার

HMPV ভাইরাসের কোনো নির্দিষ্ট ওষুধ বা ভ্যাকসিন নেই, তবে লক্ষণ উপশমের জন্য কিছু প্রতিকার নেওয়া যেতে পারে:

1. ঘরোয়া প্রতিকার:

পর্যাপ্ত বিশ্রাম নেওয়া।

গরম পানি বা ভেষজ চা পান করা।

গরম পানির ভাপ নেওয়া।

2. ওষুধ:

জ্বর ও ব্যথা কমানোর জন্য প্যারাসিটামল বা আইবুপ্রোফেন ব্যবহার করা।

শ্বাসকষ্টের জন্য ব্রঙ্কোডাইলেটর বা ইনহেলার।

3. ডাক্তারি পরামর্শ:

যদি শ্বাসকষ্ট বা নিউমোনিয়া হয়, দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।

হাসপাতালে অক্সিজেন সাপোর্টের প্রয়োজন হতে পারে।

4. প্রতিরোধমূলক ব্যবস্থা:

হাত ধোয়া এবং পরিচ্ছন্নতা বজায় রাখা।

ভিড় এড়ানো এবং মাস্ক পরা।

অসুস্থ ব্যক্তির কাছ থেকে দূরে থাকা।

☑️উপসংহার

HMPV ভাইরাস সাধারণত স্বল্পমেয়াদী এবং গুরুতর সমস্যার কারণ হয় না। তবে ঝুঁকিপূর্ণ গোষ্ঠীকে সুরক্ষিত রাখতে সতর্কতা ও স্বাস্থ্যবিধি মেনে চলা অত্যন্ত জরুরি।

Credits to...
Dr.Mohona
Medical Officer
E-Sheba
Epyllion Foundation

E-Sheba Community Health Center successfully conducted an HPV Vaccination camp at Reaz Public School, facilitated by the...
12/11/2024

E-Sheba Community Health Center successfully conducted an HPV Vaccination camp at Reaz Public School, facilitated by the Directorate General of Health Services (DGHS).

Address

Narayanganj

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when E-Sheba posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to E-Sheba:

Share