
10/12/2022
ক্রনিক এনাল ফিশার সাধারণত কোষ্ঠকাঠিন্য বা মল শক্ত হওয়া থেকে তৈরি হয়। অতিরিক্ত চাপ প্রয়োগে মলদ্বার ফেটে গিয়ে ব্যাথা হয়,রক্ত পড়ে। মলদ্বার ফুলে যায়, চুলকায়। মলদ্বারের মাংশ বৃদ্ধি পায়। পায়খানা নিয়মিত হয় না। জ্বালা করে ইনফেকশন তৈরি হয়। সময় মত চিকিৎসা না নিলে মলদ্বার বের হয়ে যাওয়া সমস্যা তৈরি হয় আরোগ্য কঠিন হয়ে যায়
আমাদের হোমিওপ্যাথি চিকিৎসায় রোগটি সম্পুর্ন ভাবে আরোগ্য যোগ্য। ঔষধ সেবনের কিছুদিনের মধ্যে জ্বালা পোড়া ব্যাথা ইত্যাদি কমতে শুরু করে।
সরাসরি ডাক্তারের পরামর্শের জন্য কল করুন 01712614113