26/10/2025
FP-MCH-ARH-N কর্মসূচি বাস্তবায়নে পিরোজপুর ইউনিয়নের প্রতাবেরচর কমিউনিটি ক্লিনিক ৩/ক ইউনিটে আজ ২৬/১০/২০২৫ তারিখে স্যাটেলাইট ক্লিনিক অনুষ্ঠিত হয়। Hpn etoolkit ব্যবহার করে পরিবার পরিকল্পনা, মা শিশু স্বাস্থ্য সেবা কিশোর কিশোরীর প্রজনন স্বাস্থ্য সেবা এবং পরিবার পরিকল্পনা কাউন্সিলিং এবং উদ্বুদ্ধকরণ করা হয়। নিরাপদ মাতৃস্বাস্থ্য নিশ্চিতে পিরোজপুর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র থেকে সেবা গ্রহণে পরামর্শ প্রদান করা হয়।